নির্মাতা শেখ নজরুল মারা গেছেন

নির্মাতা শেখ নজরুল মারা গেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন। তিনি ‘চাঁদের আলো’ সহ একাধিক জনপ্রিয় সিনেমার নির্মাতা। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপ-সচিব অপূর্ব রানা। গত ১৬ নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ষাটের দশকে চলচ্চিত্রে আগমন ঘটে শেখ নজরুলের। তিনি খান আতাউর রহমান এবং জহির রায়হানের মতো কিংবদন্তিদের সহকারী হিসেবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হলো ‘চাবুক’ (১৯৭৪)। প্রসঙ্গত, পরিচালক হিসেবে পরিচিতি পেলেও ষাটের দশকে তিনি ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়া জহির রায়হানের কালজয়ী কিন্তু অসমাপ্ত ছবি ‘লেট দেয়ার বি লাইট’-এ তিনি সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি একটি চরিত্রে অভিনয়ও করেন।

‘প্রিন্স’ নিয়ে অনিশ্চয়তা শাকিব খানের

‘প্রিন্স’ নিয়ে অনিশ্চয়তা শাকিব খানের ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। নির্মাতা আবু হায়াত মাহমুদের প্রথম এ সিনেমায় থাকবেন আন্তর্জাতিক শিল্পীরাও। আসছে রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছেএটির। সেই টার্গেট নিয়েই চলছে পরিকল্পনা। তবে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা যাবে কি না তা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। যোগাযোগ করা হলে আবু হায়াত মাহমুদ অবশ্য শুটিং শুরুর অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে জানান, সব ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ক্যামেরা চালু হবে। তার ভাষায়, ‘আগামী সপ্তাহের মধ্যেই বাকি দুই নায়িকার বিষয়ে চূড়ান্ত জানাব। আমাদের লক্ষ্য রোজার ঈদেই ছবিটি মুক্তি দেওয়া।’ তবে চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, যদি শুটিং নির্ধারিত সময়মতো শুরু না হয়, ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়া প্রায় অসম্ভব। সে ক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠান পরবর্তী ঈদে ‘প্রিন্স’ মুক্তির বিষয়টি বিবেচনা করছে। সব মিলিয়ে, বড় বাজেটের বহুল আলোচিত এই সিনেমাকে ঘিরে তৈরি হয়েছে সময় নিয়ে অনিশ্চয়তা। আর সেই কারণেই উঠেছে শাকিবের ‘প্রিন্স’ নিয়ে শঙ্কা। ঘোষণা করা হয়েছিল ছবিটিতে শাকিবের বিপরীতে থাকবেন একাধিক নায়িকা। এরমধ্যে নিশ্চিত করা হয়েছে এতে থাকছেন তাসনিয়া ফারিণ। পাশাপাশি আরও দুই নায়িকার থাকা নিশ্চিত হলেও তাদের নাম এখনো প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। এতে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের অভিনয়ের কথাও চলছে।

ভূমিকম্প সতর্কতা অ্যাপের বিষয়ে ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভূমিকম্প সতর্কতা অ্যাপের বিষয়ে ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা  বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি বাড়লেও আগাম সতর্কতার জন্য কোনো ব্যবস্থা এখনো নেই, উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অনেক দেশ ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে সতর্ক সংকেত পাঠাতে সক্ষম অ্যাপ ব্যবহার করছে। বাংলাদেশেও এমন অ্যাপ চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার। রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভূমিকম্পের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড অমান্য করার প্রবণতা বড় বিপদের কারণ হতে পারে। জলাশয় ভরাট করে ভবন তুলছি। খোলা মাঠ হারিয়ে যাচ্ছে। বড় ভূমিকম্প হলে মানুষের দাঁড়ানোর জায়গাটুকুও থাকবে না। রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে আরো কঠোর হতে হবে। ফায়ার সার্ভিসের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ভূমিকম্পের মাত্রা অনুযায়ী পরিস্থিতি ভিন্ন হয়। সেদিনের ঘটনায় তারা দ্রুত সাড়া দিয়েছে। তবে, বড় কিছু হলে তখনই বোঝা যাবে, প্রস্তুতি কতটা যথেষ্ট। আল্লাহ না করুন, তেমন কিছু যেন না হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলায় অবনতির শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলায় অবনতির শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে। নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর মিছিল-বিক্ষোভ ও সভা-সমাবেশ স্বাভাবিকভাবেই বাড়বে। তবে, পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা আমরা দেখছি না। তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ততটা অনুকূলে ছিল না। গত দেড় বছরে বিভিন্ন উদ্যোগের ফলে তা এখন অনেকটাই উন্নতির পথে। নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য প্রসঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, একজন নিরাপত্তা বিশ্লেষকের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওই বিশ্লেষক কে, তার যোগ্যতা কী, আমি জানি না। এখন অনেকেই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক পরিচয় দেন। যাদের সম্পর্কে পরিষ্কার ধারণা নেই, তাদের মন্তব্য নিয়ে আমি কিছু বলতে চাই না।  সম্প্রতি রাতের বেলা এক সাংবাদিককে গোয়েন্দা পুলিশের তুলে নেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঘটনাটি নিয়ে সাংবাদিকসমাজের মধ্যেও আলোচনা হয়েছে। তিনি যে কাজটি করছিলেন, সেটি সাংবাদিকতার দায়িত্বের মধ্যে ছিল না, এ ধরনের তথ্যও এসেছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯০

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯০ ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো ১২ জন। রবিবার (২৩ নভেম্বর) দেশটির পরিবেশ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, অক্টোবরের শেষ থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বৃষ্টি হচ্ছে। এই দুর্যোগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রসহ অনেক ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহে মধ্য ভিয়েতনামের মধ্যাঞ্চলের কিছু এলাকায় ১,৯০০ মিমি (৭৪.৮ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। এই অঞ্চলটি দেশের একটি প্রধান কফি উৎপাদন এলাকা এবং জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর আবাসস্থল।  পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৬ নভেম্বর থেকে ৬০ জনেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে পাহাড়ি মধ্য ডাক লাক প্রদেশে। সেখানে কয়েক হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে। দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ডাক লাক প্রদেশের বে নদীর পানির স্তর দুটি স্থানে ১৯৯৩ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে, অন্যদিকে খান হোয়া প্রদেশের কাই নদীর পানি বেড়েও নতুন উচ্চতায় পৌঁছেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম থান নিয়েন জানিয়েছে, মধ্য গিয়া লাই ও ডাক লাক প্রদেশে বন্যার পানিতে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করার জন্য সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে একত্রিত করা হয়েছে। জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভিয়েতনামে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছে এবং দেশটিতে ২ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের ক্ষতি হয়েছে।

২১৭ রানের জয়ে আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ

২১৭ রানের জয়ে আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ ২১৭ রানের জয়ে আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ মধ্যাহ্ন বিরতির পর উইকেটে দারুণভাবে থিতু হয়েছিলেন কুর্টিশ ক্যাম্ফার ও গ্যাভিন হোয়ে। নবম উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে ৩২.২ ওভারে যোগ করেন ৫৪ রান। ১১৩.২ ওভারের মাথায় দলীয় ২৯১ রানের সময় হাসান মুরাদের বলে এলবিডব্লিউ হয়ে যান হোয়ে। পরের বলেই নতুন ব্যাটসম্যান ম্যাথু হামফ্রিজ বোল্ড হয়ে গেলে বাংলাদেশের ২১৭ রানের বড় জয় নিশ্চিত হয়। পাশাপাশি নিশ্চিত হয় ২-০ ব্যবধানের সিরিজ জয়ও। আয়ারল্যান্ডের নবম উইকেটের পতন দলীয় ২৯১ রানের মাথায় নবম উইকেট হারাল আয়ারল্যান্ড। হাসান মুরাদের বলে এলবিডব্লিউ হন গ্যাভিন হোয়ে। যাওয়ার আগে ১০৪ বলে ৪টি চারে ৩৭ রানের ইনিংস খেলে যান। আর ক্যাম্ফারের সঙ্গে নবম উইকেটে দলীয় সংগ্রহে যোগ করেন মূল্যবান ৫৪ রান। ক্যাম্ফার-হোয়ের প্রতিরোধ ২৩৭ রানের মাথায় অষ্টম উইকেট হারায় আয়ারল্যান্ড। সেখান থেকে দলের হাল ধরেন ক্যাম্ফার ও হোয়ে। নবম উইকেট জুটিতে ইতোমধ্যে তারা দলীয় সংগ্রহে ৪৫ রান যোগ করেছেন ২৫.২ ওভারে। তাতে আয়ারল্যান্ডের দলীয় সংগ্রহ বেড়ে হয়েছে ৮ উইকেটে ২৮২। ক্যাম্ফার ৬৯ ও হোয়ে ৩০ রানে ব্যাট করছেন। ৮ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে আয়ারল্যান্ড ৮ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে আয়ারল্যান্ড। জিততে এখনো তাদের প্রয়োজন ২৪৬ রান। আর বাংলাদেশের প্রয়োজন মাত্র ২ উইকেট। ক্যাম্ফার ৬৩ রানে ও হোয়ে ১৮ রানে অপরাজিত আছেন। ক্যাম্ফারের ফিফটি, অষ্টম উইকেট হারাল আয়ারল্যান্ড ২৩৭ রানের মাথায় অষ্টম উইকেট হারাল আইরিশরা। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়েছেন জর্ডান নীল। যাওয়ার আগে ৪৬ বলে ৫টি চার ও ১ ছক্কায ৩০ রানের ইনিংস খেলে গেছেন। ক্যাম্ফারের সঙ্গে যোগ দিয়েছেন গ্যাভন হোয়ে। ক্যাম্ফার তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন ১৫৭ বলে ২টি চার ও ২ ছক্কায়। তাইজুলের চতুর্থ শিকার ম্যাকব্রাইন ১৮৯ রানের মাথায় সপ্তম উইকেট হারাল আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের করা ৬৮তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান ম্যাকব্রাইন। ৫৩ বল খেলে ৩ চারে ২১ রান করে যান তিনি। ক্যাম্ফারের সঙ্গে নবম ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন জর্ডান নীল। পঞ্চম দিনের খেলা শুরু বাংলাদেশের ছুড়ে দেওয়া ৫০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। সেখান থেকে আজ রবিবার পঞ্চম দিনে ব্যাট করতে নেমেছে তারা। দুই অপরাজিত ব্যাটসম্যান কুর্টিশ ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রান নিয়ে দিন শুরু করেছেন।