দেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, বললেন শোবিজ তারকারা

দেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, বললেন শোবিজ তারকারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। শুক্রবার স্বাভাবিকভাবেই অফিস-আদালত ও শিক্ষা-প্রতিষ্ঠান ছুটি থাকায় সবাই বাসা-বাড়িতেই অবস্থান করছিলেন। কিন্তু ছুটির দিন সকালে হঠাৎ করেই শক্তিশালী ভূমিকম্প আঘান হানলে আতঙ্ক বিরাজ করে সবার মনে। আকস্মিক এই ভূকম্পনে অনেকেই তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। শক্তিশালী এ ভূমিকম্পের ঘটনায় দেশবাসী আতঙ্কিত। যার ছাপ সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত পৌঁছেছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অনেকেই ভূমিকম্পের ভয়াবহতা প্রকাশ করেছেন। কেউ কেউ নিজে নিরাপদ থাকার বিষয়টি জানাচ্ছেন। যা থেকে বাদ যাননি শোবিজ ইন্ডাস্ট্রির তারকারা।শুক্রবার বেলা ১১টা ৪৬ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা ! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন। চিত্রনায়িকা বর্ষা লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত না হলে আরও ৫–৬ সেকেন্ডে কী হতো! একদিন এমন এক জুমাবারে, এমন একটি ঝাঁকুনিতে সব ধ্বংস হয়ে যাবে। সূরা যিলযালে আল্লাহ সেই দৃশ্যের ভয়াবহতা বলে দিয়েছেন। যারা উঁচু দালান থেকে ভূমিকম্প অনুভব করেছেন, তারা ভালো টের পেয়েছেন। সেই দিন আসন্ন অবশ্যই আসবে। ঠিক এমনই কোনো এক জুমাবারে। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘ভূমিকম্প! আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন। ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ তার অভিজ্ঞতা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, আমি থাকি ১৪ তলা ভবনের ৫ম তলায়। নাস্তা খেয়ে বসেছিলাম, হঠাৎ তীব্র ঝাঁকুনি। সমস্ত বিল্ডিং কাঁপছে। জানালা দিয়ে দেখলাম, পাশের বিল্ডিং দোলনার মতো দুলছে। মানুষজন চিৎকার করছে; আমরা রুমের আড়ার নিচে দাঁড়ালাম। মনে হচ্ছিল, পুরা ইমারত ভেঙে পড়বে। আমার দীর্ঘ জীবনে ভূমিকম্পের কম্পন বহুবার অনুভব করেছি। এমন তীব্রতা কখনো অনুভব করিনি। সবাই ভালো থাকুন। অভিনেতা জামিল হোসেন লিখেছেন, ‘এত বড় ভূমিকম্প। আল্লাহ মাফ করো।’এছাড়া অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমি আশা করি এবং প্রার্থনা করি সবাই নিরাপদে আছেন। আমি এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি এবং এটি সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং তার রহমতের ছায়ায় রাখুন। এদিকে তারকাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তাদের প্রিয় তারকার পোস্টে সাড়া দিয়েছেন। তারাও নিজের নিরাপদে থাকার বিষয়টি জানিয়ে পছন্দের তারকাকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।
শাহরুখের নকল শাকিবের ‘সোলজার’, যা বললেন পরিচালক

শাহরুখের নকল শাকিবের ‘সোলজার’, যা বললেন পরিচালক শুটিং চলাকালেই নকলের অভিযোগে আলোচনায় উঠে এসেছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদনে দাবি করা হয়, শাহরুখ খানের ‘জাব তাক হ্যায় জান’ ছবির সঙ্গে নাকি মিল রয়েছে ছবিটির গল্পে। সেই সূত্র ধরে সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়ে নকলের অভিযোগ। তবে সব অভিযোগ সরাসরি উড়িয়ে দিলেন সিনেমাটির নির্মাতা সাকিব ফাহাদ। তার স্পষ্ট বক্তব্য, ‘সোলজার’ একেবারেই মৌলিক গল্পে নির্মিত হচ্ছে। অন্য কোনো ছবির সঙ্গে এর কোনো সাদৃশ্য নেই। ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। আনুশকা ছিলেন তথ্যচিত্র নির্মাতার চরিত্রে। একইভাবে ‘সোলজার’ ছবিতেও শাকিব খান দেখা দেবেন সেনা কর্মকর্তার চরিত্রে। তার সঙ্গেও থাকছেন দুই নায়িকা তানজিন তিশা ও জান্নাতুল ঐশী। ফার্স্ট লুকে তিশার হাতে ক্যামেরা দেখে অনেকেই আনুশকার চরিত্রের সঙ্গে মিল খুঁজছেন। সেখান থেকেই শুরু হয় তুলনা। কিন্তু নির্মাতার ভাষ্য, তুলনা বা অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখলাম নকলের অভিযোগ উঠেছে। এগুলো সত্য নয়। আমরা অরিজিনাল গল্পেই কাজ করছি। যখন ছবিটি পর্দায় দেখবেন, তখনই বুঝবেন অন্য কোনো গল্পের ছায়া নেই। মুক্তির বিষয়ে শুটিং শুরুর আগে শোনা গিয়েছিল চলতি বছরই প্রেক্ষাগৃহে আসবে ‘সোলজার’। শাকিব খানও জানিয়েছিলেন ডিসেম্বরেই ছবিটি মুক্তির আশা করছেন। তবে শুটিং শুরু হওয়ার পর আর সময় নিয়ে কোনো মন্তব্য করেননি নির্মাতা। এখনও সুনির্দিষ্ট মুক্তির তারিখ জানানো হয়নি।
এখনো আইসিইউতে মিস জ্যামাইকা

এখনো আইসিইউতে মিস জ্যামাইকা থাইল্যান্ডে অনুষ্ঠিত সদ্য শেষ হওয়া এবারের মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডে অংশ নিচ্ছিলেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে মঞ্চে হাঁটার সময় একটি ধাপ মিস করায় তিনি হঠাৎ মঞ্চ থেকে নিচে পড়ে যান। ওই দুর্ঘটনার তিন দিন পরও হাসপাতালে ভর্তি আছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকগণ। মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, গ্যাব্রিয়েলের অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে অন্তত সাত দিন আইসিইউতে রাখা হবে। বর্তমানে থাইল্যান্ডে তার পাশে আছেন তার বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি। ফিলিসিয়া বলেন, ‘গ্যাবির অবস্থা যতটা ভালো হওয়ার কথা ছিল, ততটা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছে।চিকিৎসক দল জানায়, তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষায়িত চিকিৎসা চলছে। বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা কর্তৃপক্ষ জ্যামাইকা ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী জ্যামাইকানদের কাছে গ্যাব্রিয়েলের জন্য প্রার্থনা করার আহ্বান জানায়। তারা আরও অনুরোধ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য, ভুল তথ্য বা অনুমানভিত্তিক পোস্ট না দিতে। পরিবারের মানসিক কষ্টের কথা বিবেচনা করে সবাইকে সহানুভূতিশীল ও সংবেদনশীল থাকার অনুরোধ জানানো হয়েছে।