ভোলাহাটে হেরোইনসহ স্বামী ও স্ত্রী আটক

ভোলাহাটে হেরোইনসহ স্বামী ও স্ত্রী আটক ভোলাহাটে বসত বাড়িতে খুচরা ও পাইকারি ভিত্তিতে হেরোইন বিক্রয়কালে ১৬৫ গ্রাম মাদক বিক্রেতা স্বামী ও স্ত্রীকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলো গোয়ালবাড়ী ইউপি’র সুরানপুর গ্রামের রবিউল ইসলাম ও তার স্ত্রী ময়না। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয় গতকাল সন্ধ্যায় র্যাবের একটি আভিযানিক দল রবিউল এর বাড়িতে অভিযান চালালে ঘরের ভিতর থেকে ১৬৫ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে। আটককৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র্যাব।
নাইজেরিয়ায় ৩১৫ জন ছাত্র-শিক্ষক অপহৃত

নাইজেরিয়ায় ৩১৫ জন ছাত্র-শিক্ষক অপহৃত নাইজেরিয়ায় ৩১৫ জন ছাত্র ও শিক্ষককে অপহরণ করা হয়েছে। শনিবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। মধ্য নাইজেরিয়ার নাইজার রাজ্যের সেন্ট মেরি’স কো-এডুকেশন স্কুলে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে। এর আগে সোমবার বন্দুকধারীরা প্রতিবেশী কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ২৫ জন ছাত্রীকে অপহরণ করেছিল। নাইজেরিয়ার খ্রিস্টান অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুক্রবার ভোরে গণ অপহরণের পর ‘সংখ্যা যাচাইকরণের পরে’ বিষয়টি জানা গেছে। অপহৃতদের মধ্যে ৩০৩ জন ছাত্র এবং ১২ জন শিক্ষক। নাইজেরিয়ার সরকার অপহৃত ছাত্র ও শিক্ষকদের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। ইতিমধ্যেই ক্যাটসিনা এবং মালভূমির নিকটবর্তী রাজ্যগুলোর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নাইজার রাজ্য সরকার অনেক স্কুল বন্ধ করে দিয়েছে এবং প্রেসিডেন্ট বোলা টিনুবু সংকট মোকাবেলায় জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানসহ আন্তর্জাতিক কর্মকাণ্ড বাতিল করেছেন।
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুইজন বরিশাল বিভাগের বাসিন্দা। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৯৩ জন রোগী। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৮ জন ও খুলনা বিভাগে ২৯ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে গত একদিনে সারা দেশে ৬২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৬ হাজার ৩৩১ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৯ হাজার ৪৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের। প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
এবার রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ভোট দেখবে

এবার রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ভোট দেখবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এই নির্বাচন হবে একেবারেই ঐতিহাসিক, যা দেশের গণতন্ত্রে নতুন সূচনা ঘটাবে। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে। এর মধ্য দিয়েই গণতন্ত্রের পুনঃসূচনা ঘটবে। তিনি আরও জানান, এই নির্বাচনের সাক্ষী হতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। এ সময় তিনি বলেন, অংশীদার সংস্থাগুলোর অনুরোধে স্থানীয় পর্যবেক্ষকদের বয়স কমানো হয়েছে। তবে কম বয়সী পর্যবেক্ষকদের অভিজ্ঞতার ঘাটতি পূরণে আরও প্রশিক্ষণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। কর্মশালায় থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। বিশেষজ্ঞরা বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রার্থী, পুলিশ, গণমাধ্যমসহ সব অংশীজনের আস্থা অর্জন জরুরি। তারা প্রার্থী ও দলগুলোর অনলাইনে প্রচারণার ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রস্তাবও দেন।
দেশে ফের ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাইপাইলে

দেশে ফের ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাইপাইলে নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকালের ভূমিকম্প হয়েছিল ১০টা ৩৮ মিনিটে। আজ হয়েছে ১০টা ৩৬ মিনিটে। রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল তিন দশমিক তিন। এটি মৃদু ভূমিকম্প। গতকাল নরসিংদীতে উৎপত্তি হওয়া দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এ ঘটনায় ১০ জন মারা যান। সারাদেশে আহত হন কয়েকশ মানুষ।
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়, স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়, স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। দেওয়া হয় গার্ড অব অনার। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন ভুটানের প্রধানমন্ত্রী এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থী খাতায় স্বাক্ষর করবেন। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ, নিশ্চিত প্রথম পদক

নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ, নিশ্চিত প্রথম পদক চলমান নারী কাবাডি বিশ্বকাপে আজ শনিবার (২২ নভেম্বর) সকালে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে থাইল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করল সেমিফাইনালের টিকিট। তাতে নিশ্চিত হলো নারী বিশ্বকাপের ইতিহাসে দেশের প্রথম পদকও। ঢাকায় চলমান আসরের শুরু থেকেই পদকের প্রত্যাশার কথা জানিয়ে আসছিলেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর থাইল্যান্ডের বিপক্ষে জয়ের মাধ্যমে সেমিফাইনাল এবং পদক নিশ্চিত করার পর লাল-সবুজ শিবিরে ছিল উচ্ছ্বাস। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকদের অভিবাদনের জবাব দিলেন লাল-সবুজ পতাকা নেড়ে। থাইল্যান্ড টস জিতে রেইড বেছে নেয়। থানিয়ালাক বেনরিথ বোনাস পয়েন্ট নিয়ে শুরু করেন। দ্বিতীয় রেইড থেকে শ্রাবণী মল্লিক বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেন। ওটা ছিল বোনাস পয়েন্ট। পরের রেইডে শ্রাবণী একজনকে আউট করেন। শুরু থেকে এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো লিড এনে দেন মেইবি চাকমা। ম্যাচ চলতে থাকে সমান তালে। রেখা আক্তারি ট্যাকল করতে গিয়ে পয়েন্ট দেন, ফিরতি রেইড থেকে পয়েন্ট নিয়ে আসেন বৃষ্টি বিশ্বাস। নবম মিনিটে ইনজুরি নিয়ে ম্যাট ছাড়েন বাংলাদেশি রেইডার শ্রাবণী মল্লিক। ১১-১১ সমতা থেকে বৃষ্টি এক রেইডে দুইজনকে আউট করেন, লিড পায় বাংলাদেশ। ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর দ্রুতই প্রতিপক্ষকে অলআউট করে বাংলাদেশ, এগিয়ে যায় ১৮-১৩ পয়েন্টে। সময়ের সঙ্গে অধিপত্য বাড়তে থাকে বাংলাদেশের। এই সময় রেইড এবং ট্যাকল; দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখায় লাল-সবুজরা। দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অলআউট করে ৩১-১৮ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষদিকে থাইল্যান্ড মরিয়া হয়ে লড়াই করেছে বটে, তা হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। ৪০-৩১ পয়েন্টের জয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো পদক নিশ্চিত করল বাংলাদেশ।
ভারতের জন্য সহজ গ্রুপিং, ডেথ গ্রুপে শ্রীলঙ্কা-বাংলাদেশ

ভারতের জন্য সহজ গ্রুপিং, ডেথ গ্রুপে শ্রীলঙ্কা-বাংলাদেশ আগামী বছরের শুরুর দিকে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও আইসিসি আগামী ২৫ নভেম্বর মুম্বাইয়ে আনুষ্ঠানিক ড্র ও গ্রুপিং প্রকাশ করবে। তবে প্রকাশিত গ্রুপিংয়ে দেখা যাচ্ছে- ভারত ও শ্রীলঙ্কা; দুই সহ-আয়োজক দল সম্পূর্ণ ভিন্ন ধরনের গ্রুপিং পেয়েছে। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতকে রাখা হয়েছে তুলনামূলক সহজ গ্রুপে। পাকিস্তানও চাইলে একই দাবি করতে পারে। তবে শ্রীলঙ্কা নিজেদের ভাগ্যকে এতটা সহায়ক মনে নাও করতে পারে। একই কথা বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জন্যও প্রযোজ্য। আইসিসি র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে থাকা শ্রীলঙ্কাকে পড়তে হয়েছে তিনটি শক্তিশালী টেস্ট খেলুড়ে দেশ অস্ট্রেলিয়া (২), জিম্বাবুয়ে (১১) ও আয়ারল্যান্ডের (১২) গ্রুপে। এর বাইরে আছে ওমান (২০)। সব মিলিয়ে এটি একেবারেই ‘গ্রুপ অব ডেথ’ বলা যায়। অন্যদিকে, ভারতের গ্রুপটি বেশ সহজ। এখানে টেস্ট খেলুড়ে দল কেবল ভারত ও পাকিস্তান (৭)। বাকি তিন দল হলো- নেদারল্যান্ডস (১৩), নামিবিয়া (১৫) ও যুক্তরাষ্ট্র (১৮)। গ্রুপ পর্ব থেকে দুটি দল সুপার এইটে উঠবে। সে হিসেবে ভারত-পাকিস্তানের যাত্রা খুব বেশি জটিল হওয়ার কথা নয়। তাদের মধ্যকার বহুল প্রতীক্ষিত লড়াইটি হবে টুর্নামেন্টের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে ১৫ ফেব্রুয়ারি। তবে এই গ্রুপেও সতর্কবার্তা থাকছে। কারণ, ২০২৪ আসরে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছেই হেরে গিয়েছিল। মোট চারটি গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। আর কয়েকটি গ্রুপেও দেখা যাচ্ছে কঠিন পরিস্থিতি। উদাহরণ হিসেবে ইংল্যান্ড (৩) ও ওয়েস্ট ইন্ডিজ (৬); দুই সাবেক চ্যাম্পিয়ন একই গ্রুপে পড়েছে বাংলাদেশের (৯) সঙ্গে। উপমহাদেশে বাংলাদেশ যে ভয়ংকর প্রতিপক্ষ, তা সবাই জানে। এই গ্রুপে আরও আছে নেপাল (১৭) এবং ২৮তম স্থানে থাকা ইতালি। পরের রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। রানার্স-আপ দক্ষিণ আফ্রিকাও (৫) কঠিন পরীক্ষার মুখে। পরের রাউন্ডে উঠতে হলে তাদের অন্তত নিউ জিল্যান্ড (৪) বা আফগানিস্তান (১০) যে কোনো একটিকে হারিয়ে এগোতে হতে পারে। কারণ, গ্রুপের বাকি দুই দল সংযুক্ত আরব আমিরাত (১৬) ও কানাডা (১৮)। ভারতের ম্যাচসূচি ও ভেন্যু: ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তাদের প্রতিপক্ষ নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডস। পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী ভারত–পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোয়। এছাড়া ভারতের বাকি ম্যাচগুলোর জন্য মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি ও আহমেদাবাদ বরাদ্দ করা আছে। শ্রীলঙ্কায় ম্যাচ হবে কলম্বোর দুই আন্তর্জাতিক ভেন্যু ছাড়াও ক্যান্ডিতে। ফাইনালের ভেন্যু হিসেবে নির্ধারিত আছে আহমেদাবাদ। তবে পাকিস্তান ফাইনালে উঠলে পরিবর্তন আসতে পারে। সেমিফাইনালের ম্যাচগুলো আয়োজনের দৌড়ে আছে মুম্বাই ও কলকাতা। অন্যদিকে শ্রীলঙ্কায় সেমিফাইনাল ও ফাইনালের সম্ভাব্য ভেন্যু হিসেবে শর্টলিস্ট করা হয়েছে কলম্বোকে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার এইটে। সেখান থেকে শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে। এরপর হবে ফাইনাল।
ট্রাম্পের প্রস্তাব নিয়ে জি-২০ সম্মেলনে আলোচনায় বসছে ইউক্রেনের মিত্ররা

ট্রাম্পের প্রস্তাব নিয়ে জি-২০ সম্মেলনে আলোচনায় বসছে ইউক্রেনের মিত্ররা ইউক্রেনের মিত্র দেশগুলো দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর জন্য মার্কিন পরিকল্পনাকে ‘শক্তিশালী’ করার চেষ্টা করবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এ ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে সতর্ক করার একদিন পর এই শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। জেলেনস্কি গতকাল শুক্রবার সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের জন্য যে শান্তি পরিকল্পনা আনা হয়েছে, তা রাশিয়ার অনুকূলে যাবে। তিনি বলেন, তার দেশ এখন ইতিহাসের ‘সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর’ একটির মুখোমুখি। মার্কিন প্রস্তাব মেনে নিলে ইউক্রেনকে আত্মমর্যাদা হারাতে হবে, না মেনে নিলে দীর্ঘদিনের মিত্র (যুক্তরাষ্ট্র) হারানোর ঝুঁকি নিতে হবে। ট্রাম্পের প্রস্তাবের বিস্তারিত ফাঁস হওয়ার জেলেনস্কি শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ফ্রান্স ও জার্মানির নেতাদের সাথে ফোনে আলোচনা করেছেন। পরে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, ইউক্রেনের বন্ধু ও অংশীদাররা ‘চিরকালের জন্য স্থায়ী শান্তি’ নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেউই জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না। হোয়াইট হাউজের শান্তি পরিকল্পনায় এমন কিছু প্রস্তাব রয়েছে যা কিয়েভ এর আগে বাতিল করে দিয়েছিল। যেমন: ইউক্রেনের পূর্বাঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়া, ইউক্রেনের সেনাবাহিনীর আকার কমানো এবং ন্যাটোতে যোগদান না করার প্রতিশ্রুতি দেওয়া। ওয়াশিংটন কিয়েভকে শান্তি পরিকল্পনাটি গ্রহণের জন্য চাপ দিচ্ছে। গত সপ্তাহের শেষের দিকে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করার জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগণের শীর্ষ কর্মকর্তারা ইউক্রেন সফর করেছেন।
দীপিকা গল্প শোনালেন প্রলোভন এড়িয়ে যাওয়ার

দীপিকা গল্প শোনালেন প্রলোভন এড়িয়ে যাওয়ার অভিনয় সাফল্য পেলেও অনেকে প্রলোভনের হাতছানি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি। যার সংখ্যা উদাহরণ তুলে ধরা যায় বলিউড তারকাদের নিয়ে। যাদের অনেকে প্রলোভনে সাড়া দিয়ে ক্যারিয়ারকে ফেলেছেন হুমকির মুখে। তবে সেসব তারকাদের দলে কখনও যোগ দেননি দীপিকা পাড়ুকোন। সে কথা অকপটে স্বীকার করেছেন এই বলিউড সুপারস্টার নিজেই। জানিয়েছেন অনেকের মতো তাঁর কাছেও বড় অঙ্কের অর্থের প্রলোভন এসেছে। কিন্তু নির্দ্বিধায় সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আনন্দবাজার, এইসময়সহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, অভিনয় জগতে পথচলায় নিজস্ব দর্শন ও ক্যারিয়ার ভাবনা নিয়ে এবার মুখ খুলেছেন দীপিকা। যার মধ্য দিয়ে বেশ কিছু বিতর্কের ইতি টেনেছেন এই অভিনেত্রী। কারণ, অভিনয়ের বিষয়ে নির্মাতাদের কাছে আট ঘণ্টা সময় বেঁধে দেওয়া নিয়ে সিনে জগতে যে তর্ক-বিতর্ক শুরু হয়েছিল, তা কিছুতেই থামছিল না। অনেকে কটাক্ষের তীর ছুড়েছেন এই অভিনেত্রীর দিকে। মা হওয়ার পর থেকে এই অভিনয়ে শর্ত বেঁধে দেওয়া নিয়েও এই অভিনেত্রীকে অনেকে নেতিবাচক কথা বলেছেন; যা নিয়ে দীপিকা এতদিন নীরব ছিলেন। কোনো বাগ্বিতণ্ডায় জড়াননি। কিন্তু এবার আর চুপ থাকা শ্রেয় মনে করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘প্রতিটি কাজ শুরুর আগে নির্মাতা ও শিল্পীদের চাওয়া-পাওয়ার বিষয়টি স্পষ্ট হওয়া উচিত, যা কিছুই করুন, সেখানে সততা থাকা চাই। সততার অভাব থাকলে মানিয়ে নেওয়া যায় না। কিছু সময়ে মানুষ বড় অঙ্কের অর্থের পারিশ্রমিকের প্রস্তাব দিয়ে ভাবে, অর্থের জোরে সবই সম্ভব, তারা যা চাইবে সেটাই হবে। কিন্তু তা বাস্তব নয়। সবার ভাবনার জগৎ এক নয়, অন্তত আমার ক্ষেত্রে সেটি সম্ভব নয়। এমনও হতে পারে, আজ আমি যে সিদ্ধান্ত নিয়েছি, দশ বছর পর আমার কাছে তা অযৌক্তিক মনে হতে পারে। সেখানে অনেক ভুল ধরা পড়তে পারে। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমি সেই কাজটি করতে চাই, যা আমার কাছে সঠিক বলে মনে হবে। অভিনয় ক্যারিয়ারে প্রলোভন এড়িয়ে যাওয়ার গল্প শোনাতে গিয়ে দীপিকা আরও বলেছেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমি সেই কাজ করার চেষ্টা করে যাচ্ছি, যা করার বিষয়ে মন সায় দিয়েছে। কোন কাজটি করলে আর্থিকভাবে বেশি লাভবান হব– সেই হিসাব-নিকাশ কখনও করিনি।সহজকথায়, টাকার জন্য কখনও নিজেকে বিলিয়ে দেইনি। টাকার পরিবর্তে এমন কোনো কাজ ক্যারিয়ারে করিনি, যেটি আমার আদর্শের সঙ্গে যায় না। বহুবার মোটা টাকার প্রস্তাব পেয়েছি। কিন্তু টাকার কাছে মাথা নত করিনি। টাকার জন্য এমন কোনো চরিত্রে অভিনয় করিনি, ছবিতে যার কোনো ভূমিকা নেই। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না– এই কথা অক্ষরে অক্ষরে মেনে চলি। ব্যক্তিগত জীবন হোক কিংবা ক্যারিয়ার, প্রতিটি সিদ্ধান্তই ভেবেচিন্তে নিয়ে থাকি। অভিনেত্রীর এই কথা থেকে বোঝা যায়, অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে তিনি নিজ সিদ্ধান্তে যেভাবে অনড় ছিলেন, সেভাবে সাহস দেখাতে পেরেছেন বলিউড বাসিন্দাদের হাতে গোনা কয়েকজন। দীপিকার কথায়, নিজের পায়ের তলার মাটি যখন শক্ত হতে শুরু করে, তখন থেকেই আত্মবিশ্বাসও বাড়তে থাকে। ‘অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। অভিজ্ঞতা ছিল বলেই অনেক সিদ্ধান্ত সহজেই নিতে পেরেছেন। মূলত দীপিকার এই আলোচনা শুরু হয়েছিল ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকে অভিনেত্রীর বাদ পড়া নিয়ে। দুই সিনেমা থেকে তাঁর সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে বলিউডে যথেষ্ট জলঘোলা হয়েছে। তবু এ নিয়ে বাদ-প্রতিবাদে যাননি অভিনেত্রী। তবে দেরিতে হলেও এবার খোলাসা করলেন, কেন এই সিনেমা দুটি হাতছাড়া করতে এতটুকু দ্বিধা করেননি। তবে ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা দুটিতে কাজ না করলেও বড় বাজেটের সিনেমায় ডাক পড়তে সময় লাগেনি দীপিকার। আরও একবার শাহরুখ খানের প্রজেক্টে অংশ হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। তাই শিগগিরই বলিউড বাদশাহর ‘কিং’ সিনেমার দেখা মিলবে এই অভিনেত্রীর। এরই মধ্যে ‘কিং’ সিনেমাটি নিয়ে দর্শক-অনুরাগীরা সামাজিক মাধ্যমে তাদের প্রত্যাশার কথাও তুলে ধরা শুরু করেছেন। এখন তাই দেখার অপেক্ষা শাহরুখ-দীপিকার নতুন এই সিনেমা বলিউড বক্স অফিসে কতটা আলোড়ন তোলে।