আজ থেকে শুরু মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন

আজ থেকে শুরু মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হলো আজ থেকে। সকাল ১১টা থেকে অনলাইনে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। এবার প্রতিটি আবেদনের জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, এ বছর বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে।  ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ ও টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। আবেদনপত্রের নির্দেশনামতে প্রার্থীকে তার সব তথ্য পূরণ করতে হবে। এছাড়া যেসব প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের প্রযোজ্য কোটার বক্সে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে।  

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘সেনাবাহিনী পদক’ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ এই দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সেনাপ্রধানের হাতে এই পদক তুলে দেন। এর আগে, অনুষ্ঠানে তিনি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা উপলক্ষে একটি বক্তব্যও প্রদান করেন।

আগামীকাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

আগামীকাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী ৩ দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, ভুটানের প্রধানমন্ত্রী আগামীকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তিনি সোমবার ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূসের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। জানা যায়, এই সফরের লক্ষ্য হলো যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদার করা। ভুটানের প্রধানমন্ত্রীকে ঢাকায় স্বাগত জানাতে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে।

ফয়সালাবাদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৬

ফয়সালাবাদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৬   পাকিস্তানের ফয়সালাবাদের মালিকপুরে একটি কারখানায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। আজ ভোরের এ ঘটনায় পুরো ভবনটি ও আশপাশের ৭ টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের জরুরি পরিষেবা ১১২২-এর প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে, তীব্র বিস্ফোরণে আশপাশের কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়েছে। কারখানার পাশে থাকা একটি বাড়ি পুরোপুরি ধসে এক দম্পতি ও তাদের দুই সন্তান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে রয়েছে ৬ শিশু, ২ নারী, ২ প্রবীণ ব্যক্তি ও ১ কারখানার কর্মী। কর্তৃপক্ষের আশঙ্কা, এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে আছে। সে কারণে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে।  

জন্মদিনে বৃদ্ধাশ্রমে বুবলী

জন্মদিনে বৃদ্ধাশ্রমে বুবলী ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর জন্মদিন ছিল বৃহস্পতিবার ২০ নভেম্বর। পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত তিনি। তার এই বিশেষ দিনেই অনন্য এক দৃষ্টান্ত করে দেখালেন অভিনেত্রী। বুবলী তার বিশেষ দিনটি কাটালেন বৃদ্ধাশ্রমে, সেখানকার প্রবীণ বাবা-মায়েদের স্নেহ ও উপহার দেওয়ার মাধ্যমে। বৃহস্পতিবার বিকালে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন বুবলী। সেখানে ভিডিওতে দেখা যায়, জন্মদিনের উৎসবের মাঝে বুবলী ছুটে যান বৃদ্ধাশ্রমে। তিনি প্রবীণদের জন্য নতুন শীতবস্ত্র (কম্বল) উপহারসামগ্রী তুলে দিচ্ছেন। শুধু উপহার দেওয়াই নয়, পরম মমতায় একজন প্রবীণ বাবাকে নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছেন। সামাজিক মাধ্যমে সেই ভিডিওর পোস্টে বৃদ্ধাশ্রমে কাটানো সময় নিয়ে নিজের গভীর অনুভূতি প্রকাশ করেছেন বুবলী। সেই পোস্টে তিনি লিখেছেন জন্মদিনের মতো এমন স্পেশাল সুন্দর একটি দিন আমার পরিবার, সম্মানিত সাংবাদিক, প্রিয় ভক্তকূল, শুভাকাঙ্ক্ষীসহ নানান শুভেচ্ছা এবং ভালোবাসায় কাটানো, যা সত্যি আমার জন্য অনেক বড় আনন্দের এবং ভাগ্যের ব্যাপার। ঠিক তার পাশাপাশি এমন কিছু সময় থাকে, যা মনের শান্তি ও আত্মতৃপ্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়, এ সময়টি ঠিক তেমনই। এই বাবা-মায়েদের সঙ্গে কাটানো সময়গুলো অনেক স্মরণীয় হয়ে থাকল বলে জানান অভিনেত্রী। বুবলীর এই আয়োজন যেমন তার ব্যক্তিগত আনন্দকে ছাপিয়ে এক মানবিক আবেদন তৈরি করেছে, ঠিক তেমনই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রশংসা কুড়িয়েছে। উল্লেখ্য, শবনম ইয়াসমিন বুবলী সংবাদ পাঠিকা থেকে রুপালি পর্দার শীর্ষ তারকা বনে যান। ২০১৬ সালের ঈদুল আজহায় শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমার মাধ্যমে বুবলীর বড়পর্দায় অভিষেক হয়। এরপর ‘সুপারহিরো’, ‘রংবাজ’, ‘পাসওয়ার্ড’সহ একের পর এক সফল সিনেমায় শাকিব–বুবলী জুটি ঢালিউডে নতুন ইতিহাস সৃষ্টি করে। প্রায় এক দশকের ক্যারিয়ারে অনন্য জনপ্রিয়তা ও শক্ত অবস্থান তৈরি করেছেন নায়িকা বুবলী। আর ভক্তদের অফুরন্ত ভালোবাসাকেই তিনি জন্মদিনের সবচেয়ে বড় উপহার হিসেবে দেখেন। যদিও একসময় ধারণা ছিল নায়ক শাকিব খান ছাড়া অন্য কারও সঙ্গে অভিনয় করবেন না বুবলী। আজ সেই ধারণা ভেঙে বুবলী অভিনেতা সিয়াম আহমেদের মতো নতুন নায়কের সঙ্গেও নিয়মিত কাজ করে যাচ্ছেন। বর্তমানে বুবলী ব্যস্ত ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিয়ে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমা। সর্বশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’তে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

৩৬৭ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ বাংলাদেশের

৩৬৭ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ বাংলাদেশের ঢাকা টেস্টে দাপট ধরে রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রান করে টাইগাররা। জবাবে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এতে ২১১ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে ভালো শুরু করেছে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল জয় ও সাদমান ইসলামের ফিফটিতে ৩৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এতেই ৩৬৭ রানের বড় লিড পেয়েছে স্বাগতিকরা।

অ্যাশেজের প্রথম দিনেই ১৯ উইকেট, পিছিয়ে অস্ট্রেলিয়া

অ্যাশেজের প্রথম দিনেই ১৯ উইকেট, পিছিয়ে অস্ট্রেলিয়া শুরু হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহ্যের লড়াই অ্যাশেজ টেস্ট সিরিজ। পার্থে প্রথম টেস্টের প্রথম দিনেই দাপট দেখিয়েছে দুই দলের বোলাররা। এক দিনেই পড়েছে ১৯ উইকেট। প্রথমে মিচেল স্টার্কের তাণ্ডবের পর বল হাতে ঝড় তুলেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ক্ষ্যাপাটে এমন দিন শেষে ১ উইকেট হাতে নিয়ে ৪৯ রানে পিছিয়ে অজিরা। আজ পার্থে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। একাই ৭ উইকেট তুলে নিয়ে ইংলিশ ব্যাটিং লাইন ধসিয়ে দেন এই অজি পেসার। ১২ ওভার ৫ বলে ৫৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন স্টার্ক। দলীয় ৭৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। এছাড়া আর্চার ও কার্স নিয়েছেন ২টি করে উইকেট।

মিস ইউনিভার্সের ৩০ নম্বরে মিথিলা, তবুও যেনো ইতিহাস!

মিস ইউনিভার্সের ৩০ নম্বরে মিথিলা, তবুও যেনো ইতিহাস! থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশ থেকে অংশ নেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২ দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জায়গা করে নেন সেরা ৩০-এ। যদিও এখানেই তার যাত্রা থেমে যায়, তবে বাংলাদেশ প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্লেসমেন্ট পাওয়ায় এটি একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড থেকেই বিচারকদের নজর কাড়েন মিথিলা। আত্মবিশ্বাসী উপস্থাপনা, স্টেজ পারফরম্যান্স এবং সামগ্রিক প্রস্তুতির জন্য তিনি ইতিবাচক সাড়া পান। সুইমস্যুট রাউন্ডে তার উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়ায়। ‘পিপলস চয়েস’ ভোটিংয়েও তিনি এগিয়ে ছিলেন, যদিও ভোটিং প্রক্রিয়া নিয়ে তার কিছুটা হতাশা ছিল। অনেকের প্রশ্ন ছিল ভোটিংয়ে এগিয়ে থেকেও কেন সেরা ৩০-এর পর তিনি আর এগোতে পারলেন না? নিয়ম অনুযায়ী, দর্শক ভোট ছাড়াও পারফরম্যান্স, বুদ্ধিমত্তা, উপস্থাপন দক্ষতা এবং বিচারকদের বিশ্লেষণই চূড়ান্ত তালিকা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিথিলার সেরা ৩০-এ ওঠা নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। পেজেন্ট বিষয়ক প্ল্যাটফর্ম ‘মিসোলজি অফিশিয়াল’ সামাজিকমাধ্যমে লিখেছে, “বাংলাদেশ ও তানজিয়া জামান মিথিলাকে অভিনন্দন। মিস ইউনিভার্সে ইতিহাসের প্রথম প্লেসমেন্ট এনে দেশের জন্য সম্মান বয়ে আনায় তাদের প্রচেষ্টা সফল হয়েছে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ কর্তৃপক্ষও এক বিবৃতিতে লিখেছে, এটি বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার মুহূর্ত। অভিনন্দন মিথিলা এবং ধন্যবাদ সকল সমর্থককে। এছাড়া দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকাই মিথিলার এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ। প্রতিযোগিতা শুরুর আগে এক প্রি-পেজেন্ট মিটিংয়ে থাই পেজেন্ট পরিচালকের হাতে অপমানিত হয়েছিলেন তিনি, যা নিয়ে প্রতিযোগীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সবকিছু পিছনে ফেলে বিজয়ী হন এই ২৫ বছর বয়সী সমাজকর্মী। তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেলভিগ। এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রবীনার সিং। সেরা ৫-এ জায়গা পেয়েছেন ভেনেজুয়েলা, ফিলিপাইন এবং আইভরি কোস্টের প্রতিযোগীরা। সুইমস্যুট রাউন্ড শেষে নির্বাচিত ৩০ জন থেকে ইভিনিং গাউন রাউন্ডে তালিকা ১২-তে এবং পরে চূড়ান্তভাবে ৫-এ নামিয়ে আনা হয়। প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী নাদিন আইয়ুবও সেরা ৩০-এ জায়গা করে নেন।! থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশ থেকে অংশ নেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২ দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জায়গা করে নেন সেরা ৩০-এ। যদিও এখানেই তার যাত্রা থেমে যায়, তবে বাংলাদেশ প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্লেসমেন্ট পাওয়ায় এটি একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড থেকেই বিচারকদের নজর কাড়েন মিথিলা। আত্মবিশ্বাসী উপস্থাপনা, স্টেজ পারফরম্যান্স এবং সামগ্রিক প্রস্তুতির জন্য তিনি ইতিবাচক সাড়া পান। সুইমস্যুট রাউন্ডে তার উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়ায়। ‘পিপলস চয়েস’ ভোটিংয়েও তিনি এগিয়ে ছিলেন, যদিও ভোটিং প্রক্রিয়া নিয়ে তার কিছুটা হতাশা ছিল। অনেকের প্রশ্ন ছিল ভোটিংয়ে এগিয়ে থেকেও কেন সেরা ৩০-এর পর তিনি আর এগোতে পারলেন না? নিয়ম অনুযায়ী, দর্শক ভোট ছাড়াও পারফরম্যান্স, বুদ্ধিমত্তা, উপস্থাপন দক্ষতা এবং বিচারকদের বিশ্লেষণই চূড়ান্ত তালিকা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিথিলার সেরা ৩০-এ ওঠা নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। পেজেন্ট বিষয়ক প্ল্যাটফর্ম ‘মিসোলজি অফিশিয়াল’ সামাজিকমাধ্যমে লিখেছে, “বাংলাদেশ ও তানজিয়া জামান মিথিলাকে অভিনন্দন। মিস ইউনিভার্সে ইতিহাসের প্রথম প্লেসমেন্ট এনে দেশের জন্য সম্মান বয়ে আনায় তাদের প্রচেষ্টা সফল হয়েছে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ কর্তৃপক্ষও এক বিবৃতিতে লিখেছে, এটি বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার মুহূর্ত। অভিনন্দন মিথিলা এবং ধন্যবাদ সকল সমর্থককে। এছাড়া দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকাই মিথিলার এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ। প্রতিযোগিতা শুরুর আগে এক প্রি-পেজেন্ট মিটিংয়ে থাই পেজেন্ট পরিচালকের হাতে অপমানিত হয়েছিলেন তিনি, যা নিয়ে প্রতিযোগীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সবকিছু পিছনে ফেলে বিজয়ী হন এই ২৫ বছর বয়সী সমাজকর্মী। তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেলভিগ। এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রবীনার সিং। সেরা ৫-এ জায়গা পেয়েছেন ভেনেজুয়েলা, ফিলিপাইন এবং আইভরি কোস্টের প্রতিযোগীরা। সুইমস্যুট রাউন্ড শেষে নির্বাচিত ৩০ জন থেকে ইভিনিং গাউন রাউন্ডে তালিকা ১২-তে এবং পরে চূড়ান্তভাবে ৫-এ নামিয়ে আনা হয়। প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী নাদিন আইয়ুবও সেরা ৩০-এ জায়গা করে নেন।