আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অয়োজিত প্রথম সেমিফাইনাল আলিনগর স্কুল অ্যান্ড কলেজ ও নাচোল সরকারি কলেজ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি গোলশূন্য অবস্থায় শেষ হলে টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারের মাধ্যমে ৩-২ গোলে আলিনগর স্কুল অ্যান্ড কলেজ জয়লাভ করে। দিনের অপর সেমিফাইনাল খেলা নবাবগঞ্জ সরকারি কলেজ বনাম প্রসাদপুর কামিল মাদ্রাসা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এ খেলায় নবাবগঞ্জ সরকারি কলেজ ১-০ গোলে জয়লাভ করে। আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনলে নবাবগঞ্জ সরকারি কলেজ ও আলিনগর স্কুল অ্যান্ড কলেজ মুখোমুখি হবে। এর আগে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এই টুর্নামেন্টে জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করলেন আইনজীবীরা

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করলেন আইনজীবীরা চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল ওদুদ, সরকারি প্রসিকিউটর (জিপি) মোসাদ্দেক হোসেন কাজল। এসময় তাদের সঙ্গে ছিলেন— অতিরিক্ত পিপি হাসান জামিল বাবলু, ময়েজ উদ্দন, ইউনুস মিয়া ফিটু ও আফজাল হোসেন এবং যুগ্ম দায়রা জজ আদালতের এপিপি জহির জামান জনি, ফরহাদ হোসেন মিলন, এপিপি আযাদ, মাসুদ রানা, মাশির আলি, এজিপি নাহিদ ইবনে মিজান ও রহিমা খাতুন। সাক্ষাতকালে প্রসিকিউশন বিষয়ে আলাপ-আলোচনা হয়।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১০ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ২ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে জেলা হাসপাতালে একজন রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭২২ জন।

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে, গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান। ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেছিলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।’ গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাবেন।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৮টি ভারতীয় গরু এবং ৫ হাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে, ৮টি ভারতীয় গরু এবং ৫ হাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরাচালানকৃত ৮টি ভারতীয় গরু এবং ৪ হাজার ৯৬০পিস নেশাজাতীয় টেনসিউইন নামক ট্যাবলেট জব্দ করেছে ৫৯ বিজিবি। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি বলে জানায় বিজিবি। পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে আরো জানানো হয়, আজ ভোরে সদরের সূর্যনারায়ানপুর এলাকায় জহুরপুরটেক ও জহুরপুর বিওপি এবং শিবগঞ্জের মনোহরপুর বিওপির ৩টি বিশেষ টহলদল ৮টি গরু জব্দ করে। এর মধ্যে জহুরপুরটেক বিওপি ৪টি এবং জহুরপুর ও মনোহরপুর বিওপি ২টি করে গরু জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ণের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চোরাকারবারীরা ভারত থেকে গবাদিপশু বাংলাদেশে এনে পদ্মা নদীতে ভাসিয়ে ও অনান্য স্থানে লুকিয়ে রেখেছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গরুগুলো জব্দ করা হয় এবং তা চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়। অন্যদিকে, সকাল ৭ টায় শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে অভিযানকালে এক চোরকারবারীকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে টহল দল তাঁকে চ্যালেঞ্জ করে। এতে ওই চোরকারবারি তাঁর হতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল বস্তা তল্লাশী করে এর ভেতরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় থাকা ৪ হাজার ৯৬০ পিস নেশাজাতীয় ভারতীয় টেনসিউইন ট্যাবলেট জব্দ করে। এর মূল্যে প্রায় ১০ লক্ষ টাকা। ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ট্যাবলেটগুলি শিবগঞ্জ থানায় জমা করা হবে।

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে টয়লেটের চাবি ও উপকরণ বিতরণ

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে টয়লেটের চাবি ও উপকরণ বিতরণ গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের স্যানিটেশন সুবিধা আওতায় উপকারভোগীদের মধ্যে সেমি পাকা টয়লেটের চাবি ও ব্যবহৃত উপকরণ বিতরন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এইগুলো বিতরণ করা হয়। উপজেলার ১৫টি উপকারভোগী পরিবারের মধ্যে চাবিসহ টয়লেটের ব্যবহৃত বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রদূত বাংলাদেশ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সংস্থাটির সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহাদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অগ্রদূত বাংলাদেশের নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামানিক ও সাংবাদিক আবদুল্লাহ আল মামুন নাহিদ।  অনুষ্ঠানে উপকারভোগী রওশনি বালা, ফুলন দেবী, প্রমিলা রানী বলেন বিগত দিনে তারা উন্মুক্ত স্থানে মলত্যাগ করতেন। এতে করে জমির মালিক বকাবকি করতেন। এছাড়াও তারা দিনের বেলা মলত্যাগ করতে লজ্জা পেতাম। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও অগ্রদূত বাংলাদেশ তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত সেমি পাকা টয়লেট তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এছাড়া তারা আরোও বলেন পরিষ্কার-পরিচ্ছন্নভাবে টয়লেট ব্যবহার করব বলে প্রতিশ্রুতি দিচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের নিয়ে শিশুসুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের নিয়ে শিশুসুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে ‘শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমূলক ৩ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের উদ্যোগে গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম ফারুক, দ্বিতীয় দিনে মুফতি হানিফ, আবদুল কাদের, এবং তৃতীয় দিনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন এসএসবিসির প্রজেক্ট ম্যানেজার উত্তম মন্ডল। সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন তোহরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন মানপুর প্রাতমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। প্রশিক্ষণে শিশুর নিরাপত্তা, বাল্যবিবাহের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধ আইন, এবং ধর্মীয় নেতারা কীভাবে সচেতনতা গড়ে তুলতে পারেন—এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় প্রশিক্ষণার্থীরা নিজেদের এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিফা বিশ্বকাপের অংশ নিতে যাওয়া ৪২টি দল ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। বাকি আছে আর মাত্র ছয়টি দল। ফুটবলের এই মহাযজ্ঞে লড়বে ৪৮টি দল। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ অতীতের সব আসরের চেয়ে দীর্ঘতম হবে। ৩৯ দিন ধরে চলবে এই বৈশ্বিক আয়োজন। নভেম্বরের এই আন্তর্জাতিক বিরতিতে ইউরোপের বেশ কিছু শক্তিশালী দল নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং স্পেনের মতো বড় দলগুলো। এর পাশাপাশি ফুটবলের মানচিত্রে এতদিন অপেক্ষাকৃত ছোট দেশ হিসেবে পরিচিত কিছু দলও বিশ্বকাপের টিকিট কেটেছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ক্ষুদ্র রাষ্ট্র কুরাকাও মঙ্গলবার জামাইকার বিপক্ষে ০-০ গোলে ড্র করে চার দলের গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। জনসংখ্যার দিক থেকে কুরাকাও হলো বিশ্বকাপের ইতিহাসে কোয়ালিফাই করা সবচেয়ে ছোট দেশ। তাদের সাথে এই অঞ্চল থেকে আরও বিশ্বকাপ নিশ্চিত করেছে পানামা ও হাইতি। অন্যদিকে, ২৮ বছর পর ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপে ফিরছে স্কটল্যান্ড। বাকি ছয়টি স্থানের জন্য আন্তঃমহাদেশীয় এবং উয়েফা প্লে-অফ খেলা হবে। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ইউরোপীয় বাছাইপর্ব চলবে, যেখানে ১৬টি দল চারটি স্থানের জন্য নকআউট লড়াইয়ে নামবে। অন্যদিকে, ফিফার আন্তঃমহাদেশীয় প্লে-অফে ছয়টি মহাদেশীয় অঞ্চলের সেরা দলগুলো বাকি দুটি স্থানের জন্য লড়বে, যার সমাপ্তি হবে ২০২৬ সালের ৩১ মার্চ। সব দলের নাম নিশ্চিত হওয়ার আগেই আগামী ৫ ডিসেম্বর বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। আমেরিকার ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে এই জমকালো ড্র অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৪৮টি দলকে নিয়ে এবার বিশ্বকাপে নতুন ফরম্যাট চালু হচ্ছে। দলগুলোকে ১২টি চার দলের গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুটি দল এবং তৃতীয় স্থান অর্জনকারী সেরা আটটি দল রাউন্ড অফ ৩২-এ প্রবেশ করবে, যা আগের আসরের তুলনায় একটি অতিরিক্ত নকআউট পর্ব। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ২০২৬ সালের ১১ জুন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচটি ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত হবে। যুক্তরাষ্ট্র ১১টি শহরে, কানাডা ২টি শহরে ১৩টি ম্যাচ এবং মেক্সিকো ৩টি শহরে ১৩টি ম্যাচ আয়োজন করবে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল, তারা এবারও অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে। আবহাওয়ার প্রভাব এড়াতে আরলিংটন, আটলান্টা এবং হিউস্টনের মতো কিছু স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখা হতে পারে, কারণ অতীতে এই গ্রীষ্মকালীন তাপমাত্রায় ফুটবলারদের অসুবিধা হতে দেখা গেছে।

আইরিশদের ৫ উইকেট নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

আইরিশদের ৫ উইকেট নিয়ে দিন শেষ করল বাংলাদেশ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করেছে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৭৬ রানের জবাবে দিন শেষে আইরিশদের সংগ্রহ ৩৮ ওভারে ৫ উইকেটে মাত্র ৯৮। তারা এখনও পিছিয়ে আছে ৩৭৮ রানে। দিনের শুরুতে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংস ৪৭৬ রানে শেষ করে। ব্যাটিংবান্ধব উইকেটে টাইগাররা ব্যাট হাতে আধিপত্য দেখিয়েছে। মুশফিকুর রহিম শততম টেস্টে পেয়েছেন শতকের দেখা। লিটন দাসও হাঁকিয়েছেন সেঞ্চুরি। মুমিনুল হক পেয়েছেন ফিফটির দেখা। তবে সেই ছন্দ ধরে রাখতে পারেনি আয়ারল্যান্ড। তৃতীয় দিনের শুরুতেই আয়ারল্যান্ডের প্রধান লক্ষ্য হবে ফলো-অন এড়ানো। এর জন্য এখনো তাদের সামনে প্রয়োজন বিশাল সংগ্রহ। হাতে বাকি মাত্র ৫ উইকেট। অন্যদিকে, বাংলাদেশ চাইবে দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে আরও বড় লিড নিয়ে চালকের আসনেই থাকতে।

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ জারি

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ জারি মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার। গতকাল এই গেজেট জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়, মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন ও প্রতিস্থাপনের জন্য আগের আইনের বিধান অপ্রতুল। মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন ও প্রতিস্থাপন সহজীকরণ, ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার রোধ ও অবৈধ পাচার রোধ করতে আগের আইন রহিত করে একটি যুগোপযোগী অধ্যাদেশ প্রণয়ন করা সমীচীন। সেজন্য সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন। নতুন এই অধ্যাদেশের ফলে অঙ্গ প্রতিস্থাপনটা খুব সহজ হবে। আগে যেমন ছিল অঙ্গ প্রতিস্থাপনের জন্য খুবই কাছের যেমন ভাই, বোন, বাবা-মা থেকে নিতে পারতেন, এখন এটাকে একটু সম্প্রসারণ করা হয়েছে। অঙ্গ দান করার ক্ষেত্রে পরিধি বাড়ানো হয়েছে। নতুন করে ভাতিজা, ভাগিনা যুক্ত করা হয়েছে। তারাও অঙ্গদান করতে পারবে না। এর ফলে বাংলাদেশের অনেককেই এখন কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য আর বিদেশে যাওয়া লাগবে না। বাংলাদেশের হাসপাতালগুলোও এই সার্ভিস দিতে পারবেন। এর আগে ১৭ জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৪তম বৈঠকে ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।