সংবর্ধনা পেল ঋদ্ধি ও রোজা

সংবর্ধনা পেল ঋদ্ধি ও রোজা বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ চাঁপাইনবাবগঞ্জের রোহিনী হাসান ঋদ্ধি ক বিভাগের গল্প বলায় প্রথম হওয়ায় এবং মালিহা মোস্তারী রোজা লোকসংগীতে সেরা দশে স্থান পাওয়ায় বাংলাদেশ শিশু অ্যাকাডেমি চাঁপাইনবাবগঞ্জ জেলা অফিস উভয়কে সংবর্ধনা দিয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে শিশু অ্যাকাডেমির হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোন্নাফ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও অনলাইন পত্রিকা চাঁপাই লাইভের সম্পাদক ন,স,ম, মাহবুবুর রহমান মিন্টু। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. গোলাম মোস্তফা, রোহিনী হাসান ঋদ্ধির মাতা সায়মা রওশন নূরী, মালিহা মোস্তারী রোজার মাতা আসমাউল হোসনা, অভিভাবক এ.এইচ.এম. রাজু, শিশু অ্যাকাডেমির নৃত্য প্রশিক্ষক সুমাইয়া চৌধুরী অরিন, চারুকলা প্রশিক্ষক আব্দুল্লাহ আল মুহাইমেন, সংগীত প্রশিক্ষক নুর ইসলাম ও আবৃত্তি প্রশিক্ষক কাব্য মোল্লাহ্। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ওমর ফারুক। আলোচনা শেষে মুখ্য আলোচক ও অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। আলোচকবৃন্দ বলেন, প্রত্যেকটি শিশুরই মেধা রয়েছে, তবে উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা দিয়ে তাকে জাগিয়ে তুলতে হবে।
চূড়ান্ত তালিকা প্রকাশ : চাঁপাইনবাবগঞ্জে এবার ভোট দিবেন ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন

চূড়ান্ত তালিকা প্রকাশ : চাঁপাইনবাবগঞ্জে এবার ভোট দিবেন ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার চূড়ান্ত ভোটার তালিকা ও ভোট কেন্দ্র এবং ভোট কক্ষের তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। প্রকাশিত তালিকা অনুযায়ী জেলায় এবার মোট ভোটার দাঁড়িয়েছে ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১১ হাজার ৬৫০ জন এবং মহিলা ভোটার ৭ লাখ ১ হাজার ৫৮৮ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এছাড়া তিনটি সংসদীয় আসনের মধ্যে নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে পুরুষের তুলনায় ৪ হাজার ৪২ জন নারী ভোটার বেশি রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। এর আগে গত মঙ্গলবার সারাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনটি ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ৫৩ হাজার ২৩৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৮৩৩ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১৫৯টি এবং ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে ৯১৯টি। এই ৯১৯টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ভোট কক্ষ হচ্ছে ৮৮৫টি ও অস্থায়ী ৩৪টি। অন্যদিকে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনটি গঠিত হয়েছে ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ২৫ হাজার ১৯৫ জন ও মহিলা ভোটার হচ্ছে ২ লাখ ২৯ হাজার ২৩৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮২৪টি এবং মোট ভোট কক্ষ হচ্ছে ৮৬১টি। এই ৮৬১টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৮২৪টি ও অস্থায়ী ৩৭টি। এদিকে জেলার সদর উপজেলার অর্থাৎ ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনটি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ২১৭ জন ও মহিলা ভোটার ২ লাখ ২৯ হাজার ৫১৭ জন। এই আসনে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৭২টি এবং ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে ৮৮২টি। এই ৮৮২টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ৮৬১টি ও অস্থায়ী ২১টি। জেলা নির্বাচন অফিসার মো. আজাদুল হেলাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জেলার ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং ভোট কেন্দ্রের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হচ্ছে, তফসিল ঘোষণার পর চূড়ান্ত করা হবে।
তারুণ্যের উৎসব-২০২৫ : প্রয়াসের ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

তারুণ্যের উৎসব-২০২৫ : প্রয়াসের ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কর্মসূচি পালন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। বুধবার বালিয়াডাঙ্গা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ কর্মসূচি পালিত হয়। ফুটবল খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন চকঝগড়ু স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মমিনুল হক। সভাপতিত্ব করেন প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াস হসপিটালের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক হোসেন আলী, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিন। লাল ও সবুজ দলের মধ্যে ফুটবল খেলায় ১-০ খোলে লাল দল জয়লাভ কর। এর আগে কিশোর-কিশোরীরা বিতর্ক, গান কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেনে অতিথিবৃন্দ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭১৬ জন।
রাঘব-পরিণীতি ছেলেকে প্রকাশ্যে এনে নাম জানালেন

রাঘব-পরিণীতি ছেলেকে প্রকাশ্যে এনে নাম জানালেন কদিন আগেই পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিক রাঘব চাড্ডা। এরপর থেকেই নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন কবে দেখা পাওয়া যাবে পরিণীতি পুত্রের, কি নাম রেখেছেন তার তা জানান জন্য। সব অপেক্ষার অবসান ঘটিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রায় এক মাস পর পরিণীতি-রাঘব জানালেন তাদের ছেলের নাম, সঙ্গে প্রকাশ্যে আনলেন শিশুপুত্রের এক ঝলক। গত ২০ অক্টোবর এই দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান। পরিণীতি এবং রাঘব ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করে জানান, তার নাম রাখা হয়েছে নীর। যৌথ ক্যাপশনে তারা লেখেন, ‘জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’ শুদ্ধ, পবিত্র, অনন্ত। পরিণীতির শেয়ার করা ছবিতে দেখা যায়, ছোট্ট নীরের মুখ জনসমক্ষে না এনে শুধু তার দুটি ছোট্ট পা দেখানো হয়েছে। এক ছবিতে পরম স্নেহে সেই পায়ে মা-বাবা চুমু এঁকে দিচ্ছেন, অন্য ছবিতে তাকে দু’হাত দিয়ে আগলে রেখেছেন। সন্তানের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার প্রকাশ ঘটেছে এই ছবিতে। নাম ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তার ঢল নামে। অভিনেত্রী গওহর খান মন্তব্য করে নবদম্পতিকে শুভেচ্ছা জানান। হবু মা ভারতী সিংও ভালোবাসা পাঠিয়েছেন।
ডেঙ্গুতে ৬ জনের প্রাণহানি

ডেঙ্গুতে ৬ জনের প্রাণহানি এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৯। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ৭৮৮ জন এই রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৫২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩০ জন, বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৮৭ হাজার ৭১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশ্বমঞ্চে ‘বাংলার রানি’ মিথিলা

বিশ্বমঞ্চে ‘বাংলার রানি’ মিথিলা একসময় বাংলার অভিজাত শ্রেণির জন্য বোনা হতো জামদানি শাড়ি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বহন করে চলেছে একই শিল্পরীতি, সৌন্দর্যবোধ আর সাংস্কৃতিক গৌরবের নিদর্শন। বাংলার প্রাচীন তাঁতশিল্প থেকে উঠে আসা এই ন্যাশনাল কস্টিউম একটি হাতে বোনা জামদানি শাড়ি। এতে মিশে আছে ঐতিহ্য, সৌন্দর্য আর দৃঢ়তার গল্প। এর শিকড় সতের শতকের মোগল আমলে, যখন জামদানি ছিল রানি, নবাব পরিবারের নারী ও অভিজাতমহলের বিলাসী আর রুচির প্রতীক। সূক্ষ্ম সুতায় বোনা এই শাড়ির প্রতিটি সুতা তৈরি হয়েছে বাছাই করা তুলা থেকে। যে সুতার ওপরে ফুটে উঠেছে সোনালি জরির কারুকাজ। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তীরের দক্ষ তাঁতিদের হাতে এসব নকশা নতুন জীবন পেয়েছে। ২০১৩ সালে ইউনেসকো জামদানিকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি দেয়। এর শিল্পগুণ ও ঐতিহ্যের প্রতি বিশ্বব্যাপী শ্রদ্ধার প্রমাণ এটি। মিথিলার পুরো শাড়িতে ফুটে উঠেছে শাপলার মোটিফ। এই মোটিফ বেছে নেওয়ার কারণ হিসেবে মিথিলা বলেন, “শাপলা এই মাটির শান্তি, পবিত্রতা ও অপরাজেয় মনোভাবের প্রতীক। এই বিশেষ জামদানি শাড়িটি পুরোপুরি হাতে তৈরি করা, বানাতে সময় লেগেছে প্রায় ১২০ দিন। শাড়িটির ডিজাইন করেছেন আফরিনা সাদিয়া সৈয়দা।” জামদানি শাড়ির সঙ্গে মিলিয়ে বেছে নিয়েছেন ব্লাউজ ও গহনা; যা বিশেষভাবে নজর কেড়েছে। পুরো সেটটি তৈরি করেছে সিক্স ইয়ার্ড স্টোরি। গহনার পুরো সেটটি বানাতে ১২ জন কারিগরের সময় লেগেছে আড়াই মাস। মিথিলা চেয়েছিলেন সাদা জামদানির সঙ্গে পুরো গহনায় থাকবে সোনালি লুক। এ কারণে ২২ ক্যারেট সোনার প্রলেপ দেওয়া হয়েছে সম্পূর্ণ গহনায়। টিকলি, চোকার, ঝুমকা, বালা, মোটা চূড়া, রতনচূড়, বাজু, বিছা, চাবির গোছা, আঁচলের ওপর বসানো গহনার সবকিছুতেই শাপলার থিম রয়েছে। গলার হারের ঝুলে থাকা সবুজ পাথরগুলো শাপলা পাতার রং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। মিথিলাকে এমন সাজপোশাকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। শফিকুল আলম বাবু লেখেন, “মন ছুঁয়ে যাওয়ার মতো।” ওপার বাংলার আদিত্রী লেখেন, “মা সরস্বতীর লুকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। পদ্মফুলের সঙ্গে মা লক্ষ্মীর আভা বজায় রাখা। তাহলে আপনি কি উভয় বাংলার প্রতিনিধিত্ব করছেন?” সৈয়দা মরিয়ম সিরাত লেখেন, “এটা কীভাবে সম্ভব! আমি একমাস আগে অনেক পোস্টে মন্তব্য করেছিলাম, ‘মিথিলা আপুর মধ্যে ‘ওয়াটার লিলির’ মতো আভা আছে। সরল, নরম, মার্জিত অথচ সুন্দর।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
শাকিব খান সত্যিই কি সাড়ে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিলেন

শাকিব খান সত্যিই কি সাড়ে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে আবারও নতুন বিজ্ঞাপনে দেখা যাবে। এই খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে নতুন একটি গুঞ্জন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সোশাল মিডিয়া ব্যবহারকারী দাবি করছেন, শাকিব খান এই শীতকালীন ত্বক সুরক্ষা পণ্যের নতুন বিজ্ঞাপনের জন্য সাড়ে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তবে এই গুঞ্জনের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। বিজ্ঞাপনটির নির্মাতা দেশের পরিচিত নির্মাতা আদনান আল রাজীবও এ নিয়ে মুখ খুলেননি। জানা গেছে, বিজ্ঞাপনটির শুটিং ইতোমধ্যে রাজধানীতে সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি টেলিভিশন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে। শাকিব খান সম্প্রতি ‘রিমার্ক হারল্যান’ কোম্পানি ছেড়ে দিয়েছেন, এই গুঞ্জনও কিছু সময় ধরে শোনা যাচ্ছিল। তার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এমন খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শাকিব খান আগামীতে নিয়মিত বিভিন্ন কোম্পানির সঙ্গে টিভিসি, ফটোশুট ও প্রচারণায় দেখা দেবেন। বর্তমানে শাকিব খান নতুন সিনেমা ‘সোলজার’র শুটিং শুরু করেছেন। সিনেমার পরিচালক সাকিব ফাহাদ এক ভিডিও বার্তায় শুটিং শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন। নানা সূত্রে জানা গেছে, সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে থাকবেন তানজিন তিশা। এছাড়া এতে আছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে। সোশাল মিডিয়ায় গুঞ্জন এবং বিজ্ঞাপনের ভক্তদের উত্তেজনা মিলে শাকিব খানের নতুন কাজ নিয়ে আগ্রহ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।
রাজশাহী পুঠিয়া থেকে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মাহিনকে গ্রেফতার করেছে র্যাব-৫

রাজশাহী পুঠিয়া থেকে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মাহিনকে গ্রেফতার করেছে র্যাব-৫ রাজশাহী জেলার পুঠিয়া থানার তারাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭৯ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মাহিন‘কে গ্রেফতার করেছে র্যাব-৫। আটক ব্যক্তি পুঠিয়া থানার তারাপুর গ্রামের বাদশার ছেলে। এসময় তার কাছ থেকে ১টি মাটরসাইকেল ও ১টি মোবাইল উদ্ধার করে। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গতকাল বিকেলে তারাপুর এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য মজুদ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামির গতিবিধি পর্যবেক্ষন করে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাহিনের নিকট থাকা শপিং ব্যাগ তল্লাশী করে মোট ৩৭৯ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত নিজ পেশার আড়ালে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। উক্ত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় ভারতীয় ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, আজ সকালে মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের মধ্য দিয়ে নেশাজাতীয় ট্যাবলেট পাচারের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। মনাকষা বিওপির একটি বিশেষ টহল দলের চালানো অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যাক্তিকে একটি মোটরসাইকেলে আসতে দেখে থামার সংকেত দেয়া হয়। এ সময় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে টহলদল মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশী করে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার ৭০০পিস ট্যাবলেট জব্দ করে। ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিুজর রহমান বলেন, জব্দ ট্যাবলেট ও মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হবে। তিনি আরও বলেন, ট্যাপেন্টাডল মূলত ব্যথানাশক ট্যাবলেট হলেও বর্তমানে তা ব্যাপকভাবে নেশাকারক হিসেবে ব্যবহার করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জেও এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে বলেও জানান অধিনায়ক মোস্তাফিজুর।