ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০ রোগী

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০ রোগী গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩৪৩ জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯২০ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৯২৪ জনে। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৮৩ হাজার ৫৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৩২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। এর মধ্যে গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। এটিই চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যু। এদিকে নভেম্বর মাসে এখন পর্যন্ত ৬৫ মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে।
ভোটার দাঁড়ালো প্রায় ১২ কোটি ৭৭ লাখ

ভোটার দাঁড়ালো প্রায় ১২ কোটি ৭৭ লাখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ। মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে এই তথ্য জানান। তিনি বলেন, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এবার ২০২৫ সালের ৩১ অক্টোবর যাদের ১৮ বছর পূর্ণ হয়েছে তারাও এ ভোটার তালিকাতে যুক্ত হয়েছেন। ফলে এসব তরুণ ভোটারও আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান দিতে রাজি ট্রাম্প

সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান দিতে রাজি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সৌদি আরবের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেবেন। ট্রাম্পের এই ঘোষণা আরব দেশগুলোতে অত্যাধুনিক অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ওয়াশিংটনের পদক্ষেপের একটি নতুন রূপ। খবর আলজাজিরার। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের ঠিক একদিন আগে সোমবার হোয়াইট হাউজে ট্রাম্প এই ঘোষণা দেন। রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, “আমরা সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করব। হ্যাঁ, আমি এটি করার পরিকল্পনা করছি। তারা এগুলো কিনতে চায়। তারা আমাদের খুব ভালো মিত্র।” তার এই মন্তব্যকে মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্রনীতির বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের এই সিদ্ধান্তটিকে রিয়াদের জন্য একটি উল্লেখযোগ্য জয় হিসেবে মনে করা হচ্ছে। ট্রাম্প আব্রাহাম চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনে সৌদি আরবকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছেন। যদিও সৌদি নেতৃত্ব বারবার জানিয়েছে, তারা এখনো আরব শান্তি উদ্যোগের অবস্থানেই অটল। অর্থাৎ টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলকে স্বীকৃতি নয়। এদিকে, সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়া হলে ইসরায়েলের ‘গুণগত সামরিক সুবিধা’ যা মার্কিন আইনে সুরক্ষিত- তা ক্ষুণ্ন হতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন কিছু ইসরায়েলি কর্মকর্তা। সম্ভাব্য আঞ্চলিক প্রতিপক্ষের বিরুদ্ধে ইসরায়েলের উচ্চতর সামরিক ক্ষমতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের কয়েক দশক ধরে প্রতিশ্রুতি রয়েছে। ১৯৬৮ সালে মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসনের অধীনে প্রথম প্রতিষ্ঠিত এবং প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান কর্তৃক আনুষ্ঠানিকভাবে গৃহীত এই নীতিটি চার দশকেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্র বিক্রিকে পরিচালিত করে আসছে।
ফ্রান্স থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

ফ্রান্স থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন রাশিয়ার ভয়াবহ আক্রমণ থেকে নিজেদের আত্মরক্ষার ক্ষমতা বাড়ানোর জন্য একটি বড় চুক্তির আওতায় ফ্রান্সের কাছে থেকে ১০০টি রাফাল এফ-৪ যুদ্ধবিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, প্যারিসের কাছে একটি বিমান ঘাঁটিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করার পর, এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২০৩৫ সালের মধ্যে রাফাল এফ-৪ বিমানগুলো সরবরাহের প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। তার আগে চলতি বছরেই শুরু হচ্ছে ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন। আর্থিক বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে যে, ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে ইউক্রেনকে অর্থায়নের চেষ্টা করবে ফ্রান্স। এছাড়া জব্দ করা রাশিয়ান সম্পদও ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে; এটি এমন একটি বিতর্কিত পদক্ষেপ যা নিয়ে ২৭ সদস্যের জোটের মধ্যে মতভেদ রয়েছে। সোমবার ম্যাখোঁর সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, “এটি একটি কৌশলগত চুক্তি যা আগামী বছর থেকে শুরু করে ১০ বছর ধরে চলবে। তিনি আরো বলেন, “ইউক্রেন খুব শক্তিশালী ফরাসি রাডার, আটটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য উন্নত অস্ত্র পাবে।” জেলেনস্কি জোর দিয়ে বলেন, “এই ধরনের উন্নত ব্যবস্থা ব্যবহার করার অর্থ ‘কারও জীবন রক্ষা করা…এটি খুবই গুরুত্বপূর্ণ।” রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে, বিশেষ করে জ্বালানি ও রেল অবকাঠামো লক্ষ্য করে হামলায় দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
চীন-জাপান উত্তেজনা: জাপানগামী প্রায় ৫ লাখ ফ্লাইট টিকিট বাতিল

চীন-জাপান উত্তেজনা: জাপানগামী প্রায় ৫ লাখ ফ্লাইট টিকিট বাতিল তাইওয়ান ইস্যুতে জাপানের সঙ্গে উত্তেজনা বাড়ায়, বেইজিং তার নাগরিকদের দেশটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়ার কয়েকদিনের মধ্যেই চীনা ভ্রমণকারীরা জাপানগামী প্রায় ৪ লাখ ৯১ হাজার ফ্লাইট টিকিট বাতিল করেছেন। স্বাধীন বিশ্লেষক লি হানমিংয়ের গবেষণার ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে, যেখানে দেখা গেছে যে, জাপানে বুকিং করা প্রায় ৩২ শতাংশ টিকিট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস। লি জানান, রবিবার ৮২.১৪ শতাংশ এবং সোমবার ৭৫.৬ শতাংশ টিকিট বাতিল করা হয়েছে। তিনি কোভিড-১৯ প্রাদুর্ভাবের পরে সাম্প্রতিক টিকিট বাতিলের এই সংখ্যাকে সবচেয়ে গুরুতর বলে উল্লেখ করেছেন। লি আরো জানান, রবিবার টিকিট বাতিলের সংখ্যা নতুন বুকিংয়ের তুলনায় ২৭ গুণ বেশি ছিল। এর কারণ হলো, নিরাপত্তা নিয়ে জনসাধারণের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার বেইজিং জাপানে তাদের ভ্রমণ সতর্কতা জারি করার পর বিমান সংস্থাগুলো জাপানগামী ফ্লাইটের জন্য সম্পূর্ণ অর্থ ফেরত দিতে শুরু করে। নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, উভয় দেশের মধ্যে উত্তেজনার শুরু হয় জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে ঘিরে। চলতি মাসের শুরুতে পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, “চীন যদি তাইওয়ানে আক্রমণ চালায়, তাহলে তা জাপানের নিরাপত্তার জন্য একটি হুমকি এবং জাপান সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে।” রবিবার বেইজিং সতর্ক করে বলেছে, তাইওয়ান ইস্যুতে জাপান সামরিক হস্তক্ষেপ করলে তারা ‘ভয়াবহ পরাজয়’ বরণ করবে। পাশাপাশি জাপানে ভ্রমণের বিরুদ্ধে চীনা নাগরিকদের সতর্কও করা হয়। আর এটি জাপানের পর্যটনব্যবসার জন্য বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, “চীনের ভ্রমণ সতর্কতা ‘কৌশলগত, পারস্পরিক উপকারী সম্পর্ক উন্নয়নের বিস্তৃত দিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’। আমরা চীনা পক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য দৃঢ় অনুরোধ করেছি।”
ঢাকায় ১০ মাসে ১৯৮ খুন: ডিএমপি

ঢাকায় ১০ মাসে ১৯৮ খুন: ডিএমপি চলতি বছরে গত ১০ মাসে ঢাকায় ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি আরো জানান, শুধু ঢাকায় প্রতি মাসে গড়ে প্রায় ২০টির মতো হত্যাকাণ্ড ঘটেছে। বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। পারিবারিক সহিংসতা, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার এবং অজ্ঞাতনামা নবজাতকের লাশ উদ্ধারও মতো বিষয়ও আছে বলে তিনি জানান। সর্বশেষ গতকাল সোমবার ঢাকার মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত ও অস্ত্রধারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা, গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা, ও গত ৯ জুলাই ঢাকায় লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে ও বড় পাথরখণ্ড দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনা ছিল সবচেয়ে বেশি আলোচিত।
উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের জয়ে নারী কাবাডি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে পরাজিত করেছে। বাংলাদেশের দাপুটে জয়ের আগে শুরুতে লড়াইটা দারুণ করেছে উগান্ডা। তবে প্রথমার্ধে ঠিকই এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। আফ্রিকান চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৪-১২ ব্যবধানে এগিয়ে। বিরতির পর অবশ্য উগান্ডাকে লড়াইয়ের সুযোগ দেয়নি বাংলাদেশ। ফলই তার প্রমাণ। দ্বিতীয়ার্ধে উগান্ডার ১০ পয়েন্টের বিপরীতে ২৮ পয়েন্ট নিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে প্রতিপক্ষকে ৪২-২২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। দুই অর্ধে দুইবার উগান্ডাকে অলআউট করেন বাংলাদেশের মেয়েরা। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশেল স্মৃতি আক্তার। প্রথম বিশ্বকাপ খেলতে নামা স্মৃতি জানিয়েছেন, পরের ম্যাচগুলো জিততে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচ যেহেতু জিতেছি, পরের গুলোও ইনশাআল্লাহ হবে। এটা আমার প্রথম বিশ্বকাপ। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে অনেক আনন্দ লাগছে। সবাই মিলে বাংলাদেশকে কিছু পদক জয় এনে দেব ইনশাল্লাহ।’ আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জার্মানি।
বাংলাদেশ-ভারত ম্যাচে থাকছেন সেই ‘বিতর্কিত’ রেফারি

বাংলাদেশ-ভারত ম্যাচে থাকছেন সেই ‘বিতর্কিত’ রেফারি গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হারের পর থেকেই ক্ষোভে ফুটছিল বাংলাদেশি সমর্থকরা। ম্যাচের একদম শেষ মুহূর্তে স্পষ্ট পেনাল্টি না দেওয়ায় রেফারির সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় তীব্র বিতর্ক। ভারত–বাংলাদেশ হাইভোল্টেজ লড়াইয়ে সেই ‘বিতর্কিত’ রেফারির হাতেই উঠছে বাঁশি! আজকের ম্যাচ পরিচালনা করবেন ফিলিপাইনের রেফারি ক্লিফোর্ড পোস্তানিস। ২০১৪ সাল থেকে তিনি ফিফা রেফারি, আর ২০২৫ সালে ফিলিপাইনের ব্যাজধারীদের মধ্যে সবচেয়ে সিনিয়র পোস্তানিসই। তার সঙ্গে দুই সহকারীও ফিলিপাইনের, নানোলা ক্রিজমার্ক (ফিফায় ২০১৭ থেকে) এবং লাচিচা জিওভানি (২০১৮ থেকে)। উল্লেখযোগ্য বিষয়, সিঙ্গাপুরের সেই বিতর্কিত ম্যাচেও ছিলেন এই তিনজনই। সেই ম্যাচের ৯৩তম মিনিটে বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে ডি-বক্সের ভেতর পিছন দিক থেকে স্লাইডিং ট্যাকেল করেন সিঙ্গাপুরের ইরফান নাজিব। কিন্তু পরিষ্কার ফাউলের পরও পোস্তানিস পেনাল্টির বাঁশি বাজাননি। সিদ্ধান্তের সেই ভুল বাংলাদেশের জন্য হয়ে ওঠে নিয়তির আঘাত, আর সমর্থকদের জন্য ক্ষোভের বিস্ফোরণ। তা না হলে যে পাল্টে যেত ম্যাচের ফল। ম্যাচ পরিচালনার মান নিশ্চিত করতে রেফারিদের ওপর থাকেন এক জন অ্যাসেসর। বাংলাদেশ–ভারত ম্যাচে অ্যাসেসর হিসেবে এসেছেন জর্ডানের নাসের মোস্তফা, যিনি সাবেক ফিফা রেফারি। পুরো ম্যাচ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ম্যাচ কমিশনার সি থু উইন (মিয়ানমার)। দক্ষিণ এশিয়া থেকেও রয়েছেন একজন কর্মকর্তা, চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কাশুন লাকমাল। ১৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশ–নেপাল ম্যাচও পরিচালনা করেছিলেন তিনি।
শিশুর মোবাইল ফোনের ব্যবহার কমাতে

শিশুর মোবাইল ফোনের ব্যবহার কমাতে ছোটবেলার দুষ্টুমি তো আগেও ছিল, তবে আজকের ‘জেন’, ‘আলফা’ প্রজন্মের বাচ্চাদের নিয়ে বাবা-মায়ের চিন্তা একটু অন্যরকম। রিলস দেখা, গেইম খেলা, কার্টুন সবকিছু এখন মোবাইলের পর্দায় আটকে গেছে। এই আসক্তি তাদের জেদি, অমনোযোগী আর শারীরিকভাবে নিষ্ক্রিয় করে তুলছে। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান। তিনি বলছেন, “সন্তানকে স্ক্রিনের নেশা থেকে বের করে আনতে কিছু সাধারণ অভ্যাস বদলই যথেষ্ট। চলুন জেনে নিই কীভাবে সেটা সম্ভব। নিজে প্রথমে মোবাইল থেকে দূরে থাকুন : শিশুর সামনে ফোন হাতে নিয়ে বসে থাকলে সে কী শিখবে? আপনি যদি নিজেই স্ক্রল করতে করতে সময় কাটান, তাহলে সন্তানের কাছে এটাই স্বাভাবিক মনে হবে। তাই সন্তানের সঙ্গে সময় কাটানোর সময় ফোন একদম দূরে রাখতে হবে। গল্প করুন, খেলুন, একসঙ্গে রান্না করুন এতেই সে বুঝবে ফোন ছাড়াও জীবন মজার। খাওয়ার সময় মোবাইল একদম নয় : শিশুকে খাওয়ানোর জন্য অনেকে মোবাইল ধরিয়ে দেন। এটা একদম ভুল। এতে খাবারের প্রতি মনোযোগ থাকে না, স্বাদ বোঝে না, এমনকি অতিরিক্ত খেয়ে ফেলতেও পারে। বরং পুরো পরিবার একসঙ্গে বসুন, গল্প করুন, হাসুন। খাবার শেষ হবে, সম্পর্কও মজবুত হবে। ঘরের ভেতর খেলায় ব্যস্ত রাখুন : খেলাধুলায় মগ্ন থাকলে মোবাইলের কথা মনেই পড়ে না। বাইরে নিয়ে যাওয়া সবসময় সম্ভব না হলে ঘরেই নানান খেলার ব্যবস্থা করা যেতে পারে। লুডো, দাবা, পাজল, ব্লক সেট, রং পেন্সিল, গল্পের বই এসব দিয়ে শিশুকে ব্যস্ত রাখতে হবে। সৃজনশীল কাজে আগ্রহী করলে সে নিজেই স্ক্রিন ভুলে যাবে। ধীরে ধীরে স্ক্রিন টাইম কমান : হঠাৎ ফোন কেড়ে নিলে শিশু আরও জেদ ধরবে। তাই ধীরে ধীরে কমাতে হবে।প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করে দিন যেমন সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কার্টুন দেখা, তারপর বন্ধ। নিয়মিত এটা মানলে সে অভ্যস্ত হয়ে যাবে। একটা স্বাস্থ্যকর রুটিন তৈরি হবে, আসক্তিও কমবে। শিশুর মোবাইল আসক্তি কমানো মানে শাস্তি দেওয়া নয়, বরং তাকে বোঝানো যে জীবন ফোনের বাইরেও অনেক রঙিন। একটু ধৈর্য আর ভালোবাসা দিয়ে শুরু করলেই ফল পাওয়া সম্ভব।
ভারত ম্যাচের আগে ভক্তদের যা বললেন হামজা

ভারত ম্যাচের আগে ভক্তদের যা বললেন হামজা নেপালের বিপক্ষে অবিশ্যাস্য বাইসাইকেল কিক আর ‘পানেনকা’ পেনাল্টির পরও শেষ পর্যন্ত জয় পায়নি দল। সে সময় হতাশার কথা জানালেও পেশাদার ফুটবলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা ভালই জানেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা এই ফুটবলার। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিয়ম রক্ষার মর্যাদার লড়াইয়ে ম্যাচের আগে অনুশীলনে সোমবার নিজেদের ঝালিয়ে নিয়েছে দুদলই। জামাল-তারিক কাজির পর হামজা-জায়ান-শমিতদের আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবল। বদলে যাওয়া ফুটবলে উচ্ছ্বাসিত ভক্তদের চাঙ্গা রাখার দায়িত্বও যে তারকা ফুটবলারদের তা আবারও দেখালেন হামজা। সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে স্ট্যাটাস দেন হামজা। পোস্টে তিনি লেখেন, ‘বড় ম্যাচের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। আপনাদের সবাইকে দেখার জন্য আর আপনাদের উচ্ছ্বাস অনুভব করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ইনশাআল্লাহ।’ দর্শকদের কাছ আজ স্টেডিয়ামের গ্যালারিতে যা দেখতে চেয়েছেন হামজা তা যে তিনি দেখবেন এ নিয়ে তেমন কোন সন্দেহ নেই। কারণ ছয় মিনিটে যে বিক্রি হয়ে গিয়েছে জাতীয় স্টেডিয়ামের সব টিকিট।