গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি পাকিস্তানের সেনাপ্রধান

গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের সংসদ সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন অব্যাহতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরো প্রশস্ত হয়েছে। আজ এ তথ্য জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনী দেশটির সংসদে গত বৃহস্পতিবার পাস হয়েছে। এতে সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতা আরো বাড়ানো হয়েছে। এটি দেশের শীর্ষ আদালতগুলোর পরিচালনা পদ্ধতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। যারা এই পরিবর্তনের পক্ষে কথা বলছেন তাদের মতে, এই সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীকে প্রশাসনিক কাঠামো প্রদান করবে, একই সাথে আদালতে মামলার জট কমাতেও সাহায্য করবে।    

গিলকে নিয়ে বড় দুঃসংবাদ ভারত দলে

গিলকে নিয়ে বড় দুঃসংবাদ ভারত দলে কলকাতায় টেস্টের দ্বিতীয় দিনের সকালেই ভারত শিবিরে নেমে এলো দুঃসংবাদ। অধিনায়ক শুবমান গিল মাঠ ছেড়েছেন চোট পেয়ে। আর তা বেশ গুরুতর বলেই মনে করছেন দলীয় চিকিৎসকরা। ওয়াশিংটন সুন্দরের বিদায়ের পর বিরতির ঠিক পরেই ব্যাটিংয়ে নামেন গিল। সেই সময় রাউন্ড দ্য উইকেট থেকে বল করছিলেন দক্ষিণ আফ্রিকার অফস্পিনার সাইমন হারমার। ক্রিজে নেমে প্রথম বলটি ঠেকিয়ে খেলেন তিনি। দ্বিতীয় বলে সুইপ শট খেলে চারও আদায় করেন। কিন্তু বাউন্ডারি হাঁকানোর পরই দেখা যায়, গিল বেশ অস্বস্তিতে ভুগছেন। তিনি সঙ্গে সঙ্গে গলার পেছনে হাত দিয়ে ব্যথার জায়গা চেপে ধরেন, মাথাও ঠিকভাবে নড়াচড়া করতে পারছিলেন না। দলীয় ফিজিও দ্রুত মাঠে এসে পরিস্থিতি পরীক্ষা করেন। স্বল্প সময়ের পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত হয়—গিলের খেলা চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। বাধ্য হয়েই অবসর নিয়ে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক।

ফারিণের নতুন অধ্যায় শুরু

ফারিণের নতুন অধ্যায় শুরু জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যুক্ত হলেন প্রযোজনায়, প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’। তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। গতকাল শুক্রবার ১৪ নভেম্বর দিবাগত রাতে সামাজিকমাধ্যমে ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি শেয়ার করে ফারিণ বলেন, ‘নতুন অধ্যায়ের শুরু, ফড়িং ফিল্মস আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন‍্য দোয়া করবেন। এর আগে ফারিণ জানান, চলতি বছরের শেষদিকে তার গাওয়া একটি গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্যদিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করবে। তবে অভিনেত্রীর এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক-সিনেমা নির্মিত হবে কিনা- এ বিষয়ে এখনও কিছু জানাননি তিনি। জানা যায়, মিউজিক ভিডিও দিয়ে শুরুর পর নতুন পরিকল্পনা করবেন এই অভিনেত্রী। আপাতত প্রতিষ্ঠানটি থেকে নিয়মিত কাজ করাই তার প্রধান চ্যালেঞ্জ। বর্তমানে বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাসনিয়া ফারিণ। এ ছাড়া কলকাতার একটি সিনেমায় তার অভিনয় নিয়েও গুঞ্জন রয়েছে।

পুতুলনাচের ইতিকথা’র অভিনেত্রী মারা গেছেন

পুতুলনাচের ইতিকথা’র অভিনেত্রী মারা গেছেন টালিপাড়ায় নেমেছে শোকের ছায়া। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু। গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার সকালে নিমতলা ঘাটে সম্পন্ন হয় তার শেষকৃত্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ‘পুতুলনাচের ইতিকথা’সিনেমায় অভিনয় করে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি গলব্লাডারে স্টোন ধরা পড়ে ভদ্রার। অতিরিক্ত রক্তচাপ ও হৃদরোগের সমস্যার কারণে অস্ত্রোপচার সম্ভব হয়নি। ওষুধের মাধ্যমেই চিকিৎসা চলছিল। হঠাৎই বাড়িতে পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় এসএসকেএম হাসপাতালে, যেখানে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। এরপর বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে আরও একটি বড় অপারেশন হয়। মাঝে কিডনির সমস্যাও দেখা দেয়। সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতে শেষ হয়ে যায় অভিনেত্রীর লড়াই। প্রখ্যাত নাট্যনির্দেশক ও অভিনেতা অসিত বসুর স্ত্রী ছিলেন ভদ্রা বসু। অভিনয় ও নাট্যদুনিয়ায় সমানভাবে দক্ষ ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ ছবিতে অভিনয় করেছেন। ‘বেলা’ই ছিল তার শেষ সিনেমা। নাট্যচর্চাতেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। তার পরিচালিত নাটক ‘গওহরজান’ দর্শক-সমালোচকদের বিশেষ প্রশংসা কুড়িয়েছিল। অভিনেত্রীর দুই মেয়ে-দামিনী বসু ও আনন্দী বসু-নিয়মিত মঞ্চে অভিনয় করেন। মায়ের মৃত্যুতে শোকের সাগরে ভাসছেন তারা। সোশ্যাল মিডিয়ায় নিজেই দুঃসংবাদটি জানান দামিনী। অভিনেত্রীর মৃত্যুতে টলিউডে নেমেছে গভীর শোক। অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণ করে লিখেছেন, “আর তো কেউ বলবে না-পাকামি করিস না, কানটা মুলে দেব। শোক প্রকাশ করেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, “মননে কিশোরী এক অভিনেত্রীকে হারালাম। মঞ্চ ও পর্দায় সমান উজ্জ্বল এই অভিনেত্রীকে হারিয়ে শোকার্ত শিল্পীসমাজ ও অনুরাগীরা। টালিপাড়ায় আজ যেন এক নিরবচ্ছিন্ন শূন্যতা।

শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই

শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই তাদের কাজের প্রতি সম্মান জানিয়ে জানিয়েছেন নিজের ভাবনার কথা। এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেতা শুভকে নিয়ে অকপটে তার মতামত দেন। শাকিব খানকে তিনি বলেন, ‘শাকিব তো শাকিবের জায়গায় সেরা। আমি মনে করি, আমি এই ইন্ডাস্ট্রিতে আসারও আগে থেকে তিনি শাকিব খান। সুতরাং, তার কাজ সম্পর্কে মন্তব্য করার আমি কেউ নই; কিন্তু সবাই তাকে ভালোবাসে। অন্যদিকে, আরেক নায়ক আরিফিন শুভকে নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘শুভ, ওকেও, ওর একটা একসেপটেন্স রয়েছে ওকে সবাই পছন্দ করে, ওর কাজ সবাই ভালোবাসে। তার কথায়, ‘দু’জনের সাথেই আমার খুবই বন্ধুত্ব সম্পর্ক। আমি মনে করি আমার সাথে যারাই কাজ করে, নতুন, পুরনো, আমি সবাইকে এমন একটা পরিবেশ নিয়ে নিই যে, হাহাহিহি করতে করতে কাজ শেষ হয়ে যায়। প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

ফুটবল নিয়ে কচি খন্দকারের সিনেমায় মোশাররফ করিম

ফুটবল নিয়ে কচি খন্দকারের সিনেমায় মোশাররফ করিম দু’জনের সম্পর্কটা বেশ পুরোনো। শুধু পর্দায় নয়, এর বাইরেও একে অপরের খুব কাছের। বলছিলাম, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও কচি খন্দকারের কথা। অভিনেতার পাশাপাশি নির্মাতা হিসেবে বেশ খ্যাতি কুড়িয়েছেন কচি। আর এই নির্মাতার বেশির ভাগ কাজেই পাওয়া যায় মোশাররফকে। শোবিজে কথা রটেছে, নাটক-টেলিছবির পর এবার সিনেমা বানাতে চলেছেন কচি খন্দকার। আর তাতে অভিনয় করবেন মোশাররফ করিম। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে মোশাররফ করিমকে নিয়ে ‘মাই ডিয়ার ফুটবল’ নামের সিনেমার শুটিং শুরু করবেন কচি খন্দকার। এই নির্মাতা ও অভিনেতা জানান, মফস্বলের গল্প নিয়ে তৈরি হবে ‘মাই ডিয়ার ফুটবল’। কচি বলেন, ‘এ সিনেমা তৈরি হবে মফস্বলের গল্প নিয়ে। যাতে উঠে আসবে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার গল্প। ফুটবলের প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকে। আমার বাবা ফুটবল খেলতেন। সেখান থেকেই এই খেলার প্রতি দুর্বলতার শুরু। সিনেমাটি নিয়ে ইতিমধ্যে মোশাররফ করিমের সঙ্গে কথা হয়েছে। আশা করছি দারুণ অভিনয় দিয়ে মুগ্ধ করবে সে। সিনেমার নাম প্রসঙ্গে কচি খন্দকার বলেন, ‘আমরা যখন ফুটবল খেলতাম, তখন ডিয়ার নামের বল ছিল। এই নামটি নিয়ে নস্টালজিক একটা বিষয় জড়িয়ে আছে। এ ছাড়া ডিয়ার শব্দের অর্থ প্রিয়। দুটি বিষয়কে একত্র করার জন্যই নাম রেখেছি “মাই ডিয়ার ফুটবল”। সব মিলিয়ে এমন একটি সিনেমা বানাতে চাই, যা সবাই উপভোগ করবে। সিনেমাটি নিয়ে বাকি শিল্পীদের সঙ্গেও কথা হচ্ছে নির্মাতার। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। কচি খন্দকার বলেন, ‘এটা যেহেতু মফস্বলের গল্প তাই কুষ্টিয়া শহরে শুটিংয়ের পরিকল্পনা করছি। আগামী বছরের জুলাই-আগস্টের দিকে টানা শুটিং করে দৃশ্যধারণের কাজ শেষ করতে চাই। তার আগে আগামী ডিসেম্বর নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা দেব। এর আগে, মোশাররফ করিমকে নিয়ে ফুটবলের গল্পে টেলিছবি বানিয়েছিলেন কচি। এবার বড় পর্দায় আসছেন এই নির্মাতা-অভিনেতা জুটি।

হানিয়া আমিরের সঙ্গে সিনেমা, যা বললেন শাকিব খান

হানিয়া আমিরের সঙ্গে সিনেমা, যা বললেন শাকিব খান গত সেপ্টেম্বরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন হানিয়া আমির। প্রতিষ্ঠানটির এক আয়োজনে হানিয়া বলেন, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান। এর পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির। বিষয়টি নিয়ে চর্চার মধ্যে শাকিব খান জানালেন, আসলেই একটি সিনেমা নিয়ে হানিয়া আমিরের সঙ্গে কথা হচ্ছে। কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের এক ভ্লগে বিষয়টি নিয়ে শাকিব খানকে কথা বলতে দেখা গেছে। আজ শুক্রবার বিকেলে নিজের ইউটিউব চ্যানেলে ভ্লগটি প্রকাশ করেন রাফসান। সপ্তাহখানেক আগে বনানীতে একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করেন শাকিব খান, সেখানে রাফসানও ছিলেন। ভ্লগে দেখা গেছে, রাফসানকে দেখে শাকিব খান বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে। এ সময় পাশ থেকে একজন জানতে চান, উনি (হানিয়া আমির) কি আপনার সঙ্গে মুভি করছেন? উত্তরে শাকিব খান বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে। কোন সিনেমা নিয়ে কথা হচ্ছে, তা এখনো খোলাসা করেননি শাকিব খান। তিনি বর্তমানে ‘সোলজার’ নামে একটি সিনেমা করছেন, তার বিপরীতে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামে আরেক সিনেমায়ও দেখা যাবে শাকিব খানকে। তার বিপরীতে তাসনিয়া ফারিণের অভিনয়ের কথা শোনা যাচ্ছে। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশে হানিয়া আমিরের পরিচিতি রয়েছে। ২০২৪ সালে পাকিস্তানি টিভি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’–এ অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি। এর মধ্যে ‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডেও অভিষেক ঘটেছে হানিয়ার। ছবিটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। মেরি জিন্দাগি হ্যায় তু’ নামে নতুন একটি টিভি সিরিয়ালে কাজ করছেন হানিয়া। ৭ নভেম্বর থেকে এআরআই ডিজিটাল টিভিতে সিরিয়ালটি প্রচারে এসেছে। এতে প্রথমবারের মতো অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে জুটি বেঁধেছেন হানিয়া।