চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বালু বোঝাই ট্রলি উল্টে এর চালক মো: আমিন ওরফে গুধা নামে ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি সুন্দরপুর ইউনিয়নের পিরোজপুর নবাব জায়গীর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। আজ সকাল ১১টার দিকে সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামে একটি ইটভাটার নিকট দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ট্রাক্টর ভর্তি মাটি নিয়ে যাবার পথে দূর্ঘটনাটি ঘটে। ট্রাক্টর গর্তে পড়ে উল্টে গেলে এর নীচে চাপা পড়ে ঘটনাস্থলে আহত হন আমিন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথেই তাঁর মৃত্যু হয়। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিন আকন্দ বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীণ। সংশ্লিষ্ট ইউপি সদস্য মঞ্জুর হোসেন বলেন, দূর্ঘটনার সময় নিহতের ভাগিনা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অন্য একটি ট্রাক্টর দিয়ে আমিনের ট্রাক্টরটি সরানোর পর তাঁকে উদ্ধার করা হয়। তিনি মাথায় গুরুতর ছোট পেয়েছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩ জন ডেঙ্গু আক্রান্ত   চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ১ জন ও বহির্বিভাগে ২ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

গোঁফওয়ালা নয়া লুকে শাকিবকে দেখে ভক্তদের উল্লাস

গোঁফওয়ালা নয়া লুকে শাকিবকে দেখে ভক্তদের উল্লাস একটি সুপারশপের সামনে দিয়ে বয়ে গেছে পাকা রাস্তা। তার ওপরে দাঁড়িয়ে অগণিত মানুষ। কখনো শিস বাজাচ্ছেন, কখনো ‘উই লাভ শাকিব খান’ বলে স্লোগান দিচ্ছেন ভক্ত-অনুরাগীরা। অন্য একটি ভিডিওতে দেখা যায়, শো রুমের শাটার ধীরে ধীরে উঠছে, অপর প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছেন। সময়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা লোকটিকে পুরোপুরি দেখা যায়, আর তাকে দেখেই উল্লাস করতে থাকেন উৎসুক জনতা। কারণ দাঁড়িয়ে থাকা লোকটি অন্য কেউ নেন, ঢালিউড কিং শাকিব খান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। তবে শাকিব খানকে একদম নয়া লুকে দেখা যায়। গোঁফওয়ালা শাকিব খানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরাও। দেলোয়ার নামে একজন লেখেন, “কিরে বাবা বয়স খালি কমে, বাড়ে না।” মুন্না লেখেন, “বস।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। কিছু দিন আগে প্রকাশিত হয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘সোলজার’ এর লুক; যা বিশেষভাবে নজর কাড়ে। সেই লুকেই শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি সুপারশপের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন শাকিব খান। তার যাওয়ার খবরে বনানীতে ভিড় করেন ভক্ত-অনুরাগীরা। নিঃসন্দেহে বলা যায়, ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন শাকিব খান। বাংলা চলচ্চিত্রের শীর্ষ এই নায়ককে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।

সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ, ফেনসিডিল জব্দ

সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ, ফেনসিডিল জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে ২৫ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিদেশী মদ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। আজ ভোররাতে ও গতকাল দিবাগত মধ্যরাতে অভিযানগুলো চালানো হয়। বিজিবি জানায়, আজ ভোররাত ৪টার দিকে শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল দাইপুকুরিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ২৫ বোতল ফেনসিডিল জব্দ হয়। এর আগে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের একটি আমবাগনে অভিযান চারায়। অভিযানে জব্দ করা হয় ২৫ বোতল মদ। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এসব মাদক শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ঠেকানোর সাধ্য কারও নেই

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ঠেকানোর সাধ্য কারও নেই বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যা ঠেকানোর সাধ্য কারও নেই। আজ সকালে নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে সব ধরনের নির্বাচনীয় প্রস্তুতি নিচ্ছে। যারা এখনও নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে এবং নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা স্বৈরাচারের দোসর।

মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর

মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়েছে। ফেসবুক বার্তায় জানানো হয়, ইদানিং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান’কে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’ বিভিন্ন ফেসবুক ফটোকার্ডে প্রচার করা হচ্ছে যে, ‘সারা বাংলাদেশে একইদিনে নির্বাচন না দিয়ে ৮ দিন ৮ বিভাগে নির্বাচন করার সুপারিশ করেছে সেনাপ্রধান।’ এসকল ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে এর আগেও ১৯ জুন বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮ গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৮ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ৯৬৬ জন।

৪৪ তম বিসিএসের ফল প্রকাশ

৪৪ তম বিসিএসের ফল প্রকাশ ৪৪ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি। বিপিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন এবং সংশোধিত বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি ১৭ অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়েছে। ৪৪ তম বিসিএসের ফল গত ৩০ জুন প্রকাশ করা হয়েছিল।

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এয়ার কোয়ালিটি ইনডেক্সে যেখানে ৩০০ এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা সেখানে শহরটির একিউআই স্কোর দাঁড়িয়েছে ৬০৭-এ। একই সময়ে ১৬০ একিউআই স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। আজ সকালে  সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হাজারো ফ্লাইট বাতিল

শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হাজারো ফ্লাইট বাতিল   শাটডাউন অব্যাহত থাকার কারণে যুক্তরাষ্ট্রের ৪০টি প্রধান বিমানবন্দরে আগামী কয়েক দিনে বিমান চলাচল ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে। যার ফলে হাজার হাজার ফ্লাইট বাতিল হবে। এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। এই সিদ্ধান্ত শুধু অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণকারীরা অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তির কথা জানানোয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মী-যাদের মধ্যে বিমান নিয়ন্ত্রণকারী থেকে শুরু করে পার্ক রেঞ্জার পর্যন্ত রয়েছেন-বেতন ছাড়াই কাজ করছেন অথবা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন, কারণ মার্কিন কংগ্রেস এখনো বাজেট অনুমোদন করেনি।