মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট : জয় পেয়েছে শিবগঞ্জ রবিবার ফাইনাল

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট : জয় পেয়েছে শিবগঞ্জ রবিবার ফাইনাল ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’, ‘মাদক নয়-আম চাষে করব বিশ্বজয়’, ‘মাদককে না বলুন’— এমন সব স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চলছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে মুখোমুখি হয় শিবগঞ্জ উপজেলা বনাম ভোলাহাট উপজেলা ফুটবল দল। ১-১ গোলে নির্ধারিত সময় শেষ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৪-২ গোলে ভোলাহাট উপজেলা দলকে পরাজিত করে শিবগঞ্জ উপজেলা ফুটবল দল ফাইনালে চলে যায়। এর আগে গত বুধবারের খেলায় ১-০ গোলে জয়লাভ করে ফাইনালে ওঠে গোমস্তাপুর উপজেলা দল। আগামী ৯ নভেম্বর রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারের খেলায় উপস্থিত ছিলেন— জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানসহ অন্যরা।