চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপরাজারামপুর এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন নাচোল উপজেলার দেওপাড়া গ্রামের নুজরুল ইসলামের ছেলে জুয়েল রানা এবং দক্ষিণ সাকোপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে জসিম উদ্দিন। র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে র্যাব-৫ এর একটি দল উপরাজারামপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরচালানকৃত ভারতীয় মদসহ অন্যান্য পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরচালানকৃত ভারতীয় মদসহ অন্যান্য পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে চোরচালানকৃত ৩২ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং ৫৪০ পিস ভারতীয় মলম জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় বাখের আলী বিওপির একটি টহল দল বিড়ি ও মলম জব্দ করে। বিজিবি আরও জানায়, শুক্রবার রাত ৮টার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল মদ জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়েছে। জব্দকৃত ৩২ বোতল মদ শিবগঞ্জ থানায় এবং ৭ হাজার ৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস ভারতীয় মলম চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা করা হবে। সীমান্তে চোরচালান বিরোধী টহল বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন অধিনায়ক।
পোলবাহী ট্রলিকে অটোরিক্সার ধাক্কা, অটোচালক নিহত, আহত ৫

পোলবাহী ট্রলিকে অটোরিক্সার ধাক্কা, অটোচালক নিহত, আহত ৫ শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক পোলবাহী একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোর মধ্যে পোল ঢুকে অটোচালক শরিফুল আলম নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত টানু ইসলামের ছেলে। একই ঘটনায় অটোর আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন নারী ও ১ জন ৮ বছরের শিশু রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত সাড়ে ৯টার দিকে ভারি বৃষ্টিপাতের সময় মহদিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এ সময় শিবগঞ্জ সদরগামী অটোরিক্সাটি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ইলেকট্রিক পোল অটোরের সামনে দিয়ে ভিতরে ঢুকে যায়। স্থানীয়রা দ্রুত অটোরিক্সাটিকে উদ্ধার করে আহত চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পথেই তাঁর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লিটন সরকার জানিয়েছেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শান্তা খাতুন নামে এক তরুণী গৃহবধুর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জ উপজেলার কাছিয়াবাড়ি গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী মাহফিক আলীর স্ত্রী এবং চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৫নং ওয়ার্ডের বালুবাগান মহল্লার মৃত ফেলুরুদ্দিনের মেয়ে। প্রায় ৪ বছর আগে বিয়ে হওয়া শান্তার আড়াই বছরের একটি শিশুকন্যা রয়েছে। স্বামী বিদেশে থাকায় শান্তা সন্তানকে নিয়ে পিতার বাড়িতে থাকতেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ২টার দিকে খাবারের পর নিজ ঘরে ঘুমাতে যান শান্তা। বিকেল পৌনে ৩টার দিকে শান্তার শাশুড়ি শান্তার মাকে ফোন করলে কথা বলানোর জন্য শান্তাকে ডাকতে যান তাঁর মা। কিন্তু ডাকাডাকিতে তিনি সাড়া না দিলে ঘরের জানালা দিয়ে শান্তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। এ সময় চেঁচামেচিতে প্রতিবেশিরা এগিয়ে এসে মরদেহ নামায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিকেল সাড়ে ৫টার দিকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শান্তা আত্মহত্যা করেছেন। তবে এর কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় শান্তার ভাই আলিফ আলী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। পুলিশ শান্তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ।