ব্যালন ডি’অরে বিজয়ী হওয়ার দৌড়

ব্যালন ডি’অরে বিজয়ী হওয়ার দৌড় বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর -এর ৬৯তম আসরের বিজয়ী ঘোষণা হবে আজ। ফ্রান্সের প্যারিসে, ঐতিহাসিক থিয়েত্র দ্যু শাতলে মঞ্চে জমকালো আয়োজনে দেওয়া হবে এ বছরের সেরা ফুটবলারের পুরস্কার। শুধু পুরুষ নয়, অনুষ্ঠানে সেরা নারী খেলোয়াড়, গোলরক্ষক, তরুণ ফুটবলার, সর্বোচ্চ গোলদাতা ও কোচদেরও সম্মাননা জানানো হবে। দীর্ঘদিন ধরেই ব্যালন ডি’অর মানেই ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্য। ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বাধিক ৮ বার জিতেছেন মেসি এবং ৫ বার জিতেছেন রোনালদো, তিনি রেকর্ড ১৮ বার মনোনয়ন পেয়েছেন। তবে এবারের আসরে নেই এই দুই মহাতারকার নাম। ২০২৫ ব্যালন ডি’অরের জন্য ৩২ জন পুরুষ ফুটবলারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন- জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, রবার্ট লেভানডভস্কি, ভিনিসিয়ুস জুনিয়র, মোহামেদ সালাহ, ডেক্লান রাইস, ভার্জিল ফন ডাইক, পেদ্রির মতো তারকারা। তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশেষজ্ঞদের মতে, এবারের ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে আছেন দুজন। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন উসমান দেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ঘরোয়া কাপ সব মিলে পিএসজিকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা ছিল তার। মৌসুমে করেছেন ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগে হয়েছেন সেরা খেলোয়াড়। ফলে ব্যালন ডি’অরের জন্য প্রথম ফেভারিট মনে করা হচ্ছে এই ফরাসি উইঙ্গারকে। মাত্র ১৮ বছর বয়সী বার্সা ফরোয়ার্ড লামিনে ইয়ামালও আছেন আলোচনার কেন্দ্রে। বড় ম্যাচে গোল, অ্যাসিস্ট আর পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। মেসির পরে বার্সেলোনার নতুন ১০ নম্বর জার্সিধারী হয়ে উঠেছেন দর্শকদের আবেগের প্রতীক। সোমবার রাতে প্যারিসে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান। সেরা খেলোয়াড়দের মুকুট উঠবে কার মাথায়, তা জানার জন্য ফুটবলবিশ্ব তাকিয়ে আছে প্যারিসের মঞ্চের দিকে।

 যুক্তরাজ্যে মেধাবীদের ভিসা ফি লাগবে না নতুন পরিকল্পনায়

 যুক্তরাজ্যে মেধাবীদের ভিসা ফি লাগবে না নতুন পরিকল্পনায় বিশেষ দক্ষতা সম্পন্ন অভিবাসীদের জন্য এইচ-১বি ভিসার বার্ষিক ফি দেড় হাজার ডলার থেকে বাড়িয়ে এক লাখ ডলার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এক্ষেত্রে নতুন পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য। এরই মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় মেধাবীদের আকর্ষণ করতে ভিসা ফি বাতিলের পরিকল্পনা নিয়েছে দেশটি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার ইতোমধ্যেই এ বিষয়ে নীতিগত আলোচনা শুরু করেছে। এর ফলে ব্রিটিশ ভিসা প্রক্রিয়া সংস্কারে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশটিতে শীর্ষ বৈশ্বিক মেধাবীদের আকর্ষণ করতে কিছু ভিসা ফি পুরোপুরি বাতিল করার প্রস্তাব বিবেচনা করছেন। স্টারমারের নেতৃত্বে গঠিত ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স’ বিশ্বের সেরা বিজ্ঞানী, একাডেমিক ও ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে টানতে নানা ধারণা নিয়ে কাজ করছে। আর এর লক্ষ্য— দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। ব্রিটিশ এই প্রভাবশালী পত্রিকাটিকে এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কিংবা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্তরা এই ভিসা ফি ছাড়ের আওতায় পড়তে পারেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল ডাউনিং স্ট্রিট ও ট্রেজারিতে। তবে এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, দেশটিতে বহুল ব্যবহৃত এইচ-১বি ভিসার (যা মূলত প্রযুক্তি খাতেই বেশি ব্যবহৃত হয়) জন্য নতুন আবেদনকারীদের এক লাখ ডলার ফি দিতে হবে। সিদ্ধান্তটি কার্যকর হয়েছে রবিবার থেকে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আসলে ব্রিটিশ সরকারের ভিসা নীতি পরিবর্তনের উদ্যোগকে আরও ত্বরান্বিত করেছে। কারণ আগামী নভেম্বরে আসন্ন বাজেট ঘোষণার আগে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পথে এ ধরনের প্রণোদনা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন আলোচনায় যুক্ত কর্মকর্তারা। বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার আবেদন ফি ৭৬৬ পাউন্ড (১০৩০ মার্কিন ডলার)। স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্যও একই পরিমাণ ফি দিতে হয়। অবশ্য এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও ট্রেজারি ও ডাউনিং স্ট্রিট তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

ইমরান হাশমির সঙ্গে ভাইরাল-নেপথ্যের ঘটনা জানালেন রাঘব

ইমরান হাশমির সঙ্গে ভাইরাল-নেপথ্যের ঘটনা জানালেন রাঘব শাহরুখপুত্র আরিয়ান খানের অভিষেক সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়েই আলোচনায়। মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে সিরিজটি। তবে সিরিজটিতে অভিনয় করা ইমরান হাশমি ও রাঘব জুয়েলের একটি দৃশ্য নিয়ে অন্তর্জালে চলছে তুমুল আলোচনা। এবার সেই দৃশ্যের নেপথ্যের ঘটনা শোনালেন রাঘব। সিরিজের গল্প অনুযায়ী, রাঘব অভিনীত চরিত্র পারভেজ ইমরান হাশমীর অন্ধভক্ত। ওই নির্দিষ্ট দৃশ্যটিতে দেখা যাচ্ছে, ইমরান হাশমির সঙ্গে দেখা হওয়া মাত্রই রাঘব গেয়ে উঠেন তার সিনেমার জনপ্রিয় হিট গান ‘কাহো না কাহো’। আর এই দৃশ্যটিই মন কেড়েছে দর্শকের, অন্তর্জালে মুহূর্তেই ভাইরাল। কীভাবে ওই দৃশ্যের জন্য নিজেকে তৈরি করেছিলেন রাঘব? অভিনেতার কথায়, ওই দৃশ্যের যে প্রতিক্রিয়া তিনি পাচ্ছেন, তেমনই আশা করেছিলেন। আরিয়ানও তেমনই মনে করেন। রাঘব জুয়েল বলেন, “দৃশ্যটির কারণে ভালো সাড়া পেয়েছি। আমি আর আরিয়ান যদিও এমনটাই আশা করেছিলাম। সিরিজটিতে এই চরিত্রের জন্য প্রচুর খেটেছি এবং নতুন কিছু করার চেষ্টা করেছি। খুব মজাও পেয়েছি।” রাঘব আরো বলেন, “শূট শুরু হলো, ইমরান স্যার এলেন, আমি তো কাঁদতে শুরু করে দিয়েছিলাম! এরপর সেটা এরকম একটা দৃশ্যে পরিণত হলো— খুব মন দিয়ে কাজটা করেছি।” দৃশ্যে তিনি গানের আরবি অংশও নকল করে গাওয়ার চেষ্টা করেছেন। মজার আবহেই ওই দৃশ্য তৈরি হয়েছে, এবং পর্দায় রাঘবের চোখে পানিও দেখা গেছে।

এবারের পূজায় সম্প্রীতির বন্ধন আরও উন্নত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের পূজায় সম্প্রীতির বন্ধন আরও উন্নত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজা অনেক উৎসবমুখর হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। পূজা কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন, পূজার শুরু থেকে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আজ সকালে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারি বাহিনী ছাড়াও প্রতিটি ম-পে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে এবং ২৪ সেপ্টেম্বর থেকে আনসার যুক্ত হবে। এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ৩২ হাজার ৯৯০টি পূজাম-পে ত্রাণ হিসেবে বিতরণের জন্য ১৬ হাজার ৪৯৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। প্রতিটি ম-পে ৫০০ কেজি করে চাল দেওয়া হবে। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ শাখার সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফা স্বাক্ষরিত চিঠি থেকে এই তথ্য জানা যায়। দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে বরাদ্দ পৌঁছে দিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।

প্রবাসী ভোটের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত জানাবে ইসি

প্রবাসী ভোটের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত জানাবে ইসি প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে দ্রুত জানাবে নির্বাচন কমিশন (ইসি)। আজ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির নবনিযুক্ত জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য আউট অব কান্ট্রি ভোটিং প্রজেক্ট হয়েছে। ওই প্রকল্পের অধীনে আমরা কিভাবে ভোট দেবো, প্রবাসী ভোটাররা কিভাবে রেজিস্ট্রেশন করবে, তার ডিজাইন করা হয়েছে। জনসংযোগ পরিচালক বলেন, প্রবাসীদের ভোটপদ্ধতি কি রকম হবে, কোন পদ্ধতিতে ভোট দিতে যাচ্ছি, এ বিষয়টার ব্যাপকভাবে প্রচারের দরকার হবে। প্রযুক্তি সম্পর্কে যত বেশি জনগণ ধারণা পাবেন, তত বেশি ক্লিয়ার হবেন। এ বিষয়ে ব্যাপকভাবে যাতে প্রচার হয় সে প্রত্যাশা।

ফিলিস্তিনকে ৪ দেশের স্বীকৃতি- স্বাগত জানাল বাংলাদেশ

ফিলিস্তিনকে ৪ দেশের স্বীকৃতি- স্বাগত জানাল বাংলাদেশ ফিলিস্তিনকে রাষ্ট্রকে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরো পথ পাড়ি দিতে হবে বলে মনে করে তিনি বলেন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে দেড়‘শর বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। তিনি বলেন, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন।

৪ দিনের সফরে মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান

৪ দিনের সফরে মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স’ এ যোগদানের জন্য ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানগণ উপস্থিত থাকবেন। সেখানে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গতকাল রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত ১ টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন শুরু করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

মোবাইল নেটওয়ার্ক বিভ্রাটে ৪ মৃত্যু, অস্ট্রেলিয়ায় তীব্র ক্ষোভ

মোবাইল নেটওয়ার্ক বিভ্রাটে ৪ মৃত্যু, অস্ট্রেলিয়ায় তীব্র ক্ষোভ অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি অপটাসের নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে জরুরি পরিষেবা নম্বর ‘ট্রিপল জিরো’ (০০০)-তে কল করতে না পেরে এক শিশুসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় কোম্পানিটির ‘অবহেলাপূর্ণ’ ভূমিকা নিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝয় উঠেছে। অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস হুঁশিয়ারি দিয়ে বলছেন, কোম্পানিটি অস্ট্রেলিয়ানদের সবচেয়ে প্রয়োজনের সময় হতাশ করেছে। এই ঘটনায় অপটাস ‘বড় পরিণতি’ ভোগ করবে। আজ এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত সপ্তাহে এই ঘটনার ফলে অস্ট্রেলিয়ায় অনেকেই ১৩ ঘণ্টা ধরে জরুরি পরিষেবায় কল করতে পারেনি। অপটাসের প্রধান নির্বাহী স্টিফেন রু ক্ষতিগ্রস্তদের পরিবার ও জনসাধারণের কাছে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন। গত বৃহস্পতিবার জরুরি পরিষেবায় ৬০০টিরও বেশি কল ব্যর্থ হয়েছে, যা মূলত দক্ষিণ অস্ট্রেলিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া এবং উত্তর অঞ্চল থেকে এসেছে। তবে অপটাস নেটওয়ার্ক বিভ্রাটের বিষয়টি ৪০ ঘণ্টা পরে জনসাধারণকে জানায়। এমনকি সমস্যাটি সমাধান না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থাকেও কিছু জানায়নি- যা স্ট্যান্ডার্ড অনুশীলনের বিপরীত বলে অ্যাকমা জানিয়েছে।

যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে ‘নিষিদ্ধ’ করার পক্ষে উয়েফা

যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে ‘নিষিদ্ধ’ করার পক্ষে উয়েফা গাজায় ধারাবাহিকভাবে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের জাতীয় দল ও ক্লাব দলগুলোকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আগামীকাল নির্বাহী কমিটির বৈঠকে এ প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ১২। এই ভোটের ওপর নির্ভর করছে ইসরায়েলের ফুটবলের ভাগ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপা লিগে অংশ নেয়া ম্যাকাবি তেল আবিবের মতো ক্লাবগুলো এবং ইউরোপীয় বাছাইপর্বে খেলা ইসরায়েলি জাতীয় দল নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। কারণ, কাতারের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ উয়েফাকে এ পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে। কারণ, ইউরোপ ফুটবলের বেশির ভাগ স্পন্সরই আসে মধ্যপ্রাচ্য থেকে। ইতিমধ্যেই ফ্রান্স, ইতালি ও স্পেনসহ বিভিন্ন দেশে ইসরায়েলি দলের বিরুদ্ধে খেলতে অনীহা দেখা দিয়েছে।