বাগরাম বিমানঘাঁটি ফেরত দিতে আফগানিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের

বাগরাম বিমানঘাঁটি ফেরত দিতে আফগানিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন — ঐতিহাসিক বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে কঠোর পদক্ষেপ নেবেন বলেও ইঙ্গিত করেছেন তিনি। এ খবর জানিয়েছে এএফপি। ট্রাম্প শনিবার (যখন তিনি ৭৯ বছর বয়সী) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেন, “যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি তার নির্মাতাকে — অর্থাৎ আমেরিকাকে — ফিরিয়ে না দেয়, তবে খারাপ কিছু ঘটবে।” পরে হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সামনে তিনি বলেন, আফগান কর্তৃপক্ষের সঙ্গে এখনই আলোচনা চলছে এবং “আমরা এটিকে দ্রুত ফিরে পেতে চাই। যদি তারা না দেয়, তবে দেখবেন আমি কী করব।” বাগরাম বিমানঘাঁটি ছিল আফগানিস্তানের সবচেয়ে বড় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি; আমেরিকা ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে তালেবানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসীর হামলার পর মার্কিন নেতৃত্বে তালেবানকে উৎখাত করার পরে বাসানো এই কেন্দ্রটি পরে তালেবানের দখলে চলে যায়। ট্রাম্প দীর্ঘদিন ধরেই বাগরাম হারানোর ঘটনায় তার হতাশা প্রকাশ করে আসছেন এবং তাঁর ওপরবর্তী প্রশাসন—বিশেষত প্রেসিডেন্ট জো বাইডেনকে—এ বিষয়ে দোষারোপ করেছেন। সম্প্রতি যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, বিমানঘাঁটি ফিরিয়ে পেলে তা “ব্রেকিং নিউজ” হবে এবং তিনি সেসব কৌশল প্রয়োগ করার আশাবাদ ব্যক্ত করেন। ২০২১ সালের জুলাইয়ে ট্রাম্প-মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তির পরে আমেরিকান ও ন্যাটো বাহিনী বাগরাম ত্যাগ করে। এরপর তালেবান পুনরায় দেশের বড় অংশে দ্রুত আধিপত্য খাটাতে সক্ষম হয় এবং শেষ পর্যন্ত পুরো দেশ নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি ঘিরে আগামী সময়ে কিভাবে কূটনৈতিক বা অন্য কোনো পদক্ষেপ নেবে ওয়াশিংটন, তা পরিষ্কার করে বলা হয়নি — ট্রাম্প নিজে বলেছেন, “যদি তারা না দেয়, তবে দেখবেন আমি কী করি।”
৫ আগস্ট থানা থেকে লুট হওয়া বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার

৫ আগস্ট থানা থেকে লুট হওয়া বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার জয়পুরহাট সদর থানায় গত বছরের ৫ আগস্ট অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় হারিয়ে যাওয়া বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার করেছে র্যাব-৫। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি দল সদর উপজেলার পশ্চিম দেবীপুর এলাকায় এ অভিযান চালায়। র্যাব জানায়, অভিযানের সময় দুষ্কৃতকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় নেভি ব্লু রঙের একটি বুলেটপ্রুফ জ্যাকেট (যার গায়ে “POLICE” লেখা) এবং একটি ওয়াকিটকি (Vertex Standard লেখা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জাম জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা জয়পুরহাট সদর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ সময় থানায় থাকা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি লুট হয়ে যায়। ইতোমধ্যে র্যাব-৫ এর অভিযানে থানার লুট হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে ২১ রাউন্ড তাজা গুলি, একটি সাউন্ড গ্রেনেড ও দুইটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। সর্বশেষ বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধারের মাধ্যমে উদ্ধার অভিযান আরও এগিয়েছে। র্যাব জানিয়েছে, লুট হওয়া বাকি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। একইসাথে এলাকাবাসীকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
কবি রেজাউদ্দিন স্টালিন শিল্পকলার মহাপরিচালক হলেন

কবি রেজাউদ্দিন স্টালিন শিল্পকলার মহাপরিচালক হলেন আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ধারা ৯(২) অনুযায়ী শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। এরপর ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য মহাপরিচালক করা হলেও তিনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। পরবর্তীতে ৪ মার্চ একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক করা হয়। আর গত ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে সেই পদে পূর্ণ দায়িত্ব পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন। আশির দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়।
জয়পুরহাটে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি লিটন গ্রেফতার

জয়পুরহাটে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি লিটন গ্রেফতার জয়পুরহাট জেলার কালাই থানার বহুল আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হাফিজার রহমান লিটন (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-৫। তিনি কালাই উপজেলার পশ্চিম কুজাইল গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। র্যাব জানায়, ২০ সেপ্টেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি দল কালাই থানার বাকড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। উল্লেখ্য গত ২ জানুয়ারি ২০২৫ বিকেলে স্থানীয় কৃষক আব্দুল মালেক খান সার দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকালে কুজাইল মৌজার একটি আলুক্ষেতে তার মরদেহ উদ্ধার হয়। প্রথমে বিষয়টি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করা হলেও (ইউডি মামলা নং-০১/২৫, তারিখ ৩ জানুয়ারি ২০২৫), ভিসেরা রিপোর্টে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়টি স্পষ্ট হয়। এরপর বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে কালাই থানায় হত্যা মামলা রুজু করা হয়। পরবর্তীতে মামলার অধিকতর তদন্তভার সিআইডি জয়পুরহাটকে দেওয়া হয়। তাদের আবেদনের ভিত্তিতে র্যাব-৫ বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং অবশেষে মূল আসামি লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত লিটনকে সিআইডি জয়পুরহাটের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
‘হেরা ফেরির’ প্রযোজক কপিল শর্মার কাছে ২৫ কোটি ক্ষতিপূরণ চাইলেন

‘হেরা ফেরির’ প্রযোজক কপিল শর্মার কাছে ২৫ কোটি ক্ষতিপূরণ চাইলেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সঞ্চালক কপিল শর্মা ফের খবরের শিরোনাম হচ্ছেন। নেটফ্লিক্সে প্রচার হওয়া তার শো-র একটি পর্বে জনপ্রিয় বলিউড সিনেমা ‘হেরা ফেরি’র চরিত্র ‘বাবুরাও’-এর চরিত্র অনুমতি ছাড়াই ব্যবহার করার অভিযোগ উঠেছে। সে কারণে ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আর এ অভিযোগটি তুলেছেন ‘হেরা ফেরি’ সিনেমার প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। তিনি উল্লেখ করে বলেছেন, ‘বাবুরাও’ শুধু একটি চরিত্র নয়, হেরা ফেরির মূল আকর্ষণ। পরিচালক বলেন, অভিনেতা পরেশ রাওয়ালের অভিনয়ে চরিত্রটি ইতোমধ্যে তাদের পরিবারের মালিকানাধীন নিবন্ধিত ট্রেডমার্ক। তাই অনুমতি ছাড়া এর ব্যবহার সরাসরি আইন ভঙ্গের শামিল বলে জানান নাদিয়াদওয়ালা। এ প্রসঙ্গে পরিচালকের আইনজীবী সানা রইস খান বলেন, এটি শুধু কপিরাইট লঙ্ঘন নয়, বরং স্পষ্ট চুরির ঘটনা। এ ছাড়া নেটফ্লিক্স ও অনুষ্ঠান নির্মাতাদের ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়া, কনটেন্টটি সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে এমন কাজ আর না করার প্রতিশ্রুতি দেওয়ার দাবিও জানিয়েছেন প্রযোজক। এর পাশাপাশি আরও অভিযোগ— ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করা হয়েছে । তবে এ ঘটনায় এখনো কপিল শর্মা কিংবা নেটফ্লিক্সের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শিবগঞ্জে বিজিবির অভিযানে মাদক ও নগদ টাকা উদ্ধার

শিবগঞ্জে বিজিবির অভিযানে মাদক ও নগদ টাকা উদ্ধার শিবগঞ্জে চোরাকারবারীদের ফেলে যাওয়া নেশাজাতীয় ট্যাবলেট, নগদ ১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা এবং মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। বিজিবির পাঠানো প্রেস নোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৫টার দিকে বিনোদপুর ইউনিয়নের বটতলী ঘাটে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তেলকুপি বিওপির হাবিলদার মো. ইখতিয়ার হোসেন। প্রেস নোটে আরো জানানো হয়, তেলকুপি বাজার থেকে কানসাটগামী রাস্তায় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পওে মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় সিট কভারের নিচে লুকানো ১০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং হাতলে বাঁধা গামছার ভেতর থেকে নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত ট্যাবলেট, নগদ টাকা ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
বারঘরিয়া ইউনিয়নে খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে দিনব্যাপী কর্মশালা

বারঘরিয়া ইউনিয়নে খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে দিনব্যাপী কর্মশালা বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সাকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট এর আওতায় এবং পিকেএসএফ ও গ্রীণ ক্লাইমেট ফান্ডের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে প্রকল্পের ২০ জন মহিলা সিসিএজি সদস্য অংশ নেন। কর্মশালায় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রয়াসের পরিচালক ও প্রকল্পের ফোকাল পার্সন পঙ্কজ কুমার সরকার ও প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। এতে প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক আমির আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান, শস্য বিশেষজ্ঞ জহুরুল ইসলাম ও প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক। কর্মশালায় খরা সহনশীল কৃষি কৌশল, টেকসই কৃষি অনুশীলন, পানি সংরক্ষণ এবং ভার্মিকম্পোস্ট তৈরির বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়াও কর্মশালা শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে খরা সহনশীল পেয়ারা গাছের চারা প্রদান করা হয়।
সংগীত সফরে যুক্তরাষ্ট্রে অর্থহীন

সংগীত সফরে যুক্তরাষ্ট্রে অর্থহীন বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাস লিখতে গেলে প্রথম দিকে যে নামটি উচ্চারিত হবে, তা হলো অর্থহীন। নব্বই দশকে যাত্রা শুরু করা এই ব্যান্ড একসময় তরুণদের আবেগ, প্রতিবাদ আর স্বপ্নের প্রতীক হয়ে উঠেছিল। ‘এপিটাফ’, ‘চাইতেই পারো’, ‘স্বপ্নগুলো তোমার মতো’, ‘তেপান্তরের মাঠ পেরিয়ে’, ‘যদি কোনোদিন’, ‘আমার প্রতিচ্ছবি’, ‘গাইব না’, ‘আমার গল্প’, ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘গুটি’, ‘বোকা মানুষটা’র মতো গানগুলো প্রজন্ম থেকে প্রজন্মকে আন্দোলিত করেছে। সেই উজ্জ্বল পথচলার মাঝে হঠাৎ থেমে যায় তাদের সংগীতচর্চা। ব্যান্ডের প্রাণভোমরা সাইদুস সালেহীন খালেদ সুমন– সবাই যাঁকে ভালোবেসে বেজবাবা সুমন বলে ডাকেন– জীবনের সবচেয়ে কঠিন লড়াই শুরু করেন। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ, একের পর এক অস্ত্রোপচার, বিদেশে দীর্ঘ চিকিৎসা– সব মিলিয়ে যেন অনিশ্চয়তার অন্ধকার নামল অর্থহীনের ওপর। ভক্তরা নতুন গান শুনতে পারছিল না, মঞ্চেও আর তেমন দেখা মিলত না ব্যান্ডটির। তবু সুমন হাল ছাড়েননি। বারবার ভেঙে পড়েছেন, আবার দাঁড়িয়েছেন। যেন ছাই থেকে উঠে আসা ফিনিক্স পাখির মতো প্রতিবার নতুন করে জন্ম নিয়েছেন তিনি। সেই জীবনের প্রতিচ্ছবিই ফুটে উঠেছিল ২০২২ সালে প্রকাশিত অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি’তে। ছয় বছরের বিরতির পর প্রকাশিত এই অ্যালবামের আটটি গান শ্রোতার হৃদয় জয় করে নেয়। প্রতিটি গানেই ছিল বেদনা, সংগ্রাম, আবার আশার আলো; যেন দলটির নিজেদের জীবনের গল্পই উঠে এসেছিল সুর আর কথায়। এর পর থেকে ভক্তদের মনে প্রশ্ন, আবার কবে আসবে সেই ডায়েরির নতুন খণ্ড? সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে। ব্যান্ডটি জানিয়েছে, আসছে অক্টোবরেই প্রকাশ পাবে ‘ফিনিক্সের ডায়েরি-২’। দুই বছর আগে ফেসবুক লাইভে সুমন নিজেই দিয়েছিলেন ইঙ্গিত। সম্প্রতি ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয় এক রহস্যময় মোশন পোস্টার। সেখানে আগুনের ভেতর দিয়ে উড়ে যাচ্ছে এক ফিনিক্স। হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে তার সাদা ডানাগুলো আগুনে জ্বলে লাল হয়ে যায়। রক্ত ঝরে, যন্ত্রণা স্পষ্ট। তবু ফিনিক্স থামে না, সামনে এগিয়ে যায়। পোস্টারের শেষে ভেসে ওঠে একটি বাক্য– ‘জীবনে মাঝেমধ্যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটির সঙ্গেও ভালো কিছু ঘটে।’ এবার ঘোষণা এলো অ্যালবামটি ২০২৬ নয়, বরং ২০২৫ সালের অক্টোবরেই আসছে। খবরটি ছড়িয়ে পড়তেই অর্থহীনপ্রেমীরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। যদিও এখনও প্রকাশ করা হয়নি কটি গান থাকছে নতুন অ্যালবামে। অর্থহীনের আগের অ্যালবামগুলোর দিকে তাকালে দেখা যায়, প্রতিটি অ্যালবামই একেকটি সময়কে ধারণ করে। ২০১৬ সালে এসেছিল ‘ক্যান্সারের নিশিকাব্য’, যেখানে সুমনের অসুস্থতার ছায়া গভীরভাবে মিশে ছিল। ২০১৮ সালে ভক্তরা পেয়েছিল ‘কারণ তুমি অমানুষ’ নামে একক ট্র্যাক। কিন্তু পূর্ণাঙ্গ অ্যালবামের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছিল ২০২২ সাল পর্যন্ত। তারপর এলো ‘ফিনিক্সের ডায়েরি’। এবার তারই ধারাবাহিকতায় ‘ফিনিক্সের ডায়েরি-২’। তাই তো অক্টোবরকে ঘিরে অর্থহীনের পরিকল্পনা শুধু অ্যালবামেই সীমাবদ্ধ নয়; একই মাসে তারা প্রথমবারের মতো সংগীত সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ভক্তদের আকাঙ্ক্ষা ছিল, অর্থহীনকে বিদেশের মঞ্চে দেখা। সুমনের অসুস্থতার কারণে তা সম্ভব হচ্ছিল না। এবার সব বাধা কাটিয়ে শুরু হচ্ছে নতুন অধ্যায়। সফর শুরু হবে ২৫ অক্টোবর, বোস্টন থেকে। এরপর ধারাবাহিকভাবে ১ নভেম্বর ভার্জিনিয়া, ২ নভেম্বর নিউইয়র্ক, ১৪ নভেম্বর হিউস্টন, ১৬ নভেম্বর ডালাস ও ২২ নভেম্বর ইন্ডিয়ানাতে গাইবেন তারা। আয়োজকরা জানিয়েছেন, আরও কিছু শহরে শো যোগ হতে পারে। পুরো সফরের আয়োজন করছে মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস। এই সফর অর্থহীনের জন্য যেমন ঐতিহাসিক, তেমনি ভক্তদের জন্যও বিশেষ। কারণ, প্রবাসীরা শুধু নতুন অ্যালবামের গানই নয়, বরং শুনতে পাবেন সেই চিরচেনা পুরোনো গানগুলো, যা একসময় তাদের কৈশোর-যৌবনের সঙ্গী ছিল। বর্তমানে অর্থহীনের লাইনআপ– সুমন (কণ্ঠ ও বেজ গিটার), মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার)। তিনজনের এই ছোট দলটিই এখন অর্থহীনের নতুন শক্তি।
চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু ঝুঁকি ও পরিবেশ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু ঝুঁকি ও পরিবেশ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু ঝুঁকি ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. জহুরুল ইসলাম। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ও স্মার্ট প্রকল্পের ফোকাল পার্সন মো. ফারুক আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম ও টেকনিক্যাল অফিসার মো. রিফাত আমিন হীরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহায়তায় এই কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রজেক্ট। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের টেকসই ও পরিবেশবান্ধব উদ্যোগে উৎসাহিত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ভবিষ্যতে এমন আরও কার্যক্রমের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আলোচকবৃন্দ। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় পর্যায়ে ঝুঁকি মোকাবিলার উপায়, পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি এবং RECP (Resource Efficient and Cleaner Production) ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে স্থানীয় পর্যায়ের ২৫জন প্রশিক্ষণার্থী অংশ নেন
হলিউড পরিচালক সমিতি সভাপতি হলেন অস্কারজয়ী নোলান

হলিউড পরিচালক সমিতি সভাপতি হলেন অস্কারজয়ী নোলান যে কোনো সমিতি ও গিল্ডের নির্বাচন নিয়ে বাংলাদেশের শোবিজে চলে উত্তেজনা, আলোচনা। বিশেষ করে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর নানা সমিতির নির্বাচন ঘিরে সবারই কৌতুহল থাকে তুঙ্গে। সেই তুলনায় বিশ্বের অন্যান্য দেশের শোবিজ রিলেটেড সংগঠনগুলো খুব একটা আলোচনায় আসে না। এই যেমন সম্প্রতি নির্বাচন হয়ে গেল হলিউডের পরিচালকদের গিল্ডে। আমেরিকার পরিচালক গিল্ডের (ডাইরেক্টর্স গিল্ড অব আমেরিকা) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কিংবদন্তি চলচ্চিত্রকার ক্রিস্টোফার নোলান। নির্বাচনের মাধ্যমে তিনি সমন্বয় নিয়েছেন ইউনিয়নের দায়িত্বে। অস্কারজয়ী নোলান তার প্রজন্মের অন্যতম সফল পরিচালক হিসেবে পরিচিত। তিনি গিল্ডের জাতীয় পরিচালকদের বোর্ডের সদস্য ছিলেন। তার পূর্বসূরি লেসলি লিঙ্কা গ্ল্যাটারের জায়গায় তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি টানা দুই মেয়াদে সভাপতিত্ব করেছেন। নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে গেল শনিবার রাতে। এতে ১৬৭ জন প্রতিনিধি নির্বাচনে অংশ নেন। ১৯,৫০০ জনেরও বেশি গিল্ড সদস্যে ভোট দিয়ে তাদের প্রতিনিধি বাছাই করেছেন বলে জানা গেছে। নির্বাচনে দুই বছরের জন্য সভাপতি হয়েছেন ক্রিস্টোফার নোলান। তার সঙ্গে জাতীয় সহ-সভাপতি পদে লরা বেলসি ও কোষাধ্যক্ষ পদে প্যারিস বার্কলে পুনর্নির্বাচিত হয়েছেন। সংগঠনটিতে প্রথম সহ-সভাপতি পদে টড হল্যান্ড, দ্বিতীয় সহ-সভাপতি পদে রন হাওয়ার্ড, তৃতীয় সহ-সভাপতি পদে জিনা প্রিন্স-বাইদউড, চতুর্থ সহ-সভাপতি পদে সাইথ ম্যান, পঞ্চম সহ-সভাপতি পদে মিলিসেন্ট শেল্টন, ষষ্ঠ সহ-সভাপতি পদে লিলি অলসজেভস্কি ও সহকারী সচিব পদে জয়েস থমাস নির্বাচিত হয়েছেন। নোলান নির্বাচিত হওয়ার পর বলেন, ‘আমার পেশাগত জীবনের অন্যতম সেরা সম্মান এই নির্বাচনে সভাপতি হওয়ার সুযোগ পাওয়া। আমাদের শিল্পে বিশাল পরিবর্তন ঘটছে। এমন সময় সদস্যরা আমার উপর এই দায়িত্বে আস্থা রেখেছেন বলে আমি কৃতজ্ঞ। আমি প্রেসিডেন্ট গ্ল্যাটারের গত চার বছরের নেতৃত্বের জন্যও ধন্যবাদ জানাই। আশা করি নতুন নির্বাচিত বোর্ডের সঙ্গে মিলিত হয়ে আমাদের সদস্যদের সৃজনশীল ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে পারব। গত চার বছরে ডাইরেক্টর্স গিল্ড নিরাপত্তা বিষয়ক উদ্যোগে সক্রিয় ছিল। তারা ক্যালিফোর্নিয়ার সিনেমা ও টেলিভিশন কর প্রণোদনা সুবিধা গ্রহণ করা প্রযোজনার সেটে নিরাপত্তা পরিদর্শকের দায়িত্ব পালন নিশ্চিত করার জন্য পাইলট প্রকল্প প্রবর্তনের চেষ্টা করেছিল। এছাড়া গিল্ড ক্যালিফোর্নিয়ার কর সুবিধা সম্প্রসারণের জন্যও লবিং কার্যক্রমে যুক্ত ছিল। চুক্তি আলোচনায় গিল্ড বিদেশি স্ট্রিমিংয়ের আয়ের অংশ সম্প্রসারণে গুরুত্বারোপ করেছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, আগামী বছরের শুরুতে ডাইরেক্টর্স গিল্ড প্রধান প্রযোজনা সংস্থা আলায়েন্স ফর মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসার্সের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করবে। নোলানের নির্বাচন বিরল এক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এই প্রথম কোনো হাই প্রোফাইল নির্মাতা পেশাগত শীর্ষে থাকা অবস্থায় ইউনিয়নের নেতৃত্ব নিয়েছেন। বিভিন্ন বিষয়ের উপর সিনেমা পরিচালনায় তিনি নিজেকে প্রমাণ করেছেন সুপারহিরো সিনেমা ‘ব্যাটম্যান বিগিনস’, ‘দ্য ডার্ক নাইট’, জটিল থ্রিলার ‘ইনসেপশন’, ‘মেমেন্টো’, ‘টেনেট’ এবং ঐতিহাসিক ‘ডাংকার্ক’, ‘অপেনহেইমার’ দিয়ে। ২০২৩ সালের ‘অপেনহেইমার’ সিনেমার জন্য দুটি অস্কার জয় করেন নোলান। নোলানের পরবর্তী বড় প্রকল্প ‘দ্য ওডিসি’। ধারণা করা হচ্ছে এই ছবিটিও বিশ্বজুড়ে সাড়া ফেলবে।