চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও তথ্যচিত্র উপস্থাপনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর সভাপতি আব্দুস সামাদ। শোভাযাত্রায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, যুগ্ম সম্পাদক মারুফুল হক, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমান, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদসহ বিভিন্ন ইউনিট লিডার স্কাউট ও গার্ল ইন স্কাউট সদস্যরা অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা স্কাউটস ভবনে দিবসটির উপর তথ্যচিত্র উপস্থাপন করা হয়। পরে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত এক

গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত এক গোমস্তাপুরে মাঠে গরু চড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হয়ে তোহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব রাইহোগ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোহিদুল ওই গ্রামের মৃত রইসউদ্দিনের ছেলে। পার্বতীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ও ওই গ্রামের বাসিন্দা জুলেখা বেগম বলেন, বিকেলে তোহিদুল বাড়ি থাকা গরু নিয়ে মাঠে চড়াতে যান। গরুর চড়ার এক পর্যায়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র গভীর নলকূপের সংযোগ তার স্পর্শ করলে এই ঘটনা ঘটে। এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোমস্তাপুরে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

গোমস্তাপুরে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা গোমস্তাপুরে আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দুর্গা মন্দির কমিটির প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম। প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক। অন্যদের মধ্যে বক্তব্য দেন, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ফরিদউজ্জামান, গোমস্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন দেব বর্মন, সাধারণ সম্পাদক সুমন কুমার সাহাসহ অন্যরা। সভায় আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘেœ সম্পন্ন করতে গোমস্তাপুর থানা পুলিশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে । এসময় সকলের সহযোগিতা চেয়েছেন তারা। উল্লেখ্য, এবার উপজেলার ৩২ টি পূজা ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটিসহ বিভিন্ন কমিটির সভা

জেলা উন্নয়ন সমন্বয় কমিটিসহ বিভিন্ন কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ সম্পর্কিত কমিটির সভা ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভাগুলোয় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য তিনি ব্যবসায়িদের প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক বলেনÍগতবছর ১২ সেপ্টেম্বর আমি এই জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলাম। আপনারা জানেন আমার পদোন্নতির পর আমাকে ধর্মমন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে। হয়ত চলতি মাসের শেষের দিকে নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্ব হাস্তান্তর করে আমি চলে যাব। জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেনÍসরকারি চাকরিতে জনগণকে সেবাদানের যে সুযোগ আছে তা জেলা প্রশাসক হিসেবে মাঠ প্রশাসনে কাজ না করলে বুঝতে পারতাম না। জেলা প্রশাসক হিসেবে কাজ না করলে চাকরি জীবনের একটি বিরাট অংশ হয়ত আমার অপূর্ণই থেকে যেত। তবে কতটুকু সেবা দিতে পেরেছি তা জনগণই বিশ্লেষণ করবে। তিনি বলেনÍসকল মানুষেরই সফলতা ব্যর্থতা থাকে। তবে আমি চেষ্টা করেছি টিমওয়ার্কের ভিত্তিতে আপনাদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে এই জেলার উন্নয়ন কর্মকা- তরান্বিত করার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার, এই জেলাকে এগিয়ে নেয়ার। আমরা সকলের সঙ্গে সমন্বয় করেই কাজ করেছি। আমি জ্ঞানত আপনাদের কারো কাছে কোনো অন্যায় কোনো আবদার করেনি। আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। সভায় পুলিশ সুপার রেজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ অনেকেই জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেন। সভাগুলোয় জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটিগুলোর সদস্যরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট : ৬-০ গোলে গোমস্তাপুরের জয়

জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট : ৬-০ গোলে গোমস্তাপুরের জয় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে চলমান জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজ ছিল গোমস্তাপুর বনাম ভোলাহাট উপজেলা দলের খেলা। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া খেলায় ৬Í০ গোলে বড় জয় পেয়েছে গোমস্তাপুর উপজেলা দল। গোল ৬টির মধ্যে ২২ নম্বর জার্সি পরিহিত গোমস্তাপুর উপজেলা দলের রেজওয়ান ১টি, ১২ নম্বর জার্সি পরিহিত মসিউর ১টি, ২৩ নম্বর জার্সি পরিহিত আল আমিন ১টি, ১৪ নম্বর জাসি পরিহিত মেহেদি ১ টি, ২১ নম্বর জার্সি পরিহিত তুহীন ১টি ও ৮ নম্বর জার্সি পরিহিত বক্কর ১টি গোল করে বিজয় ছিনিয়ে মাঠ ছাড়েন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নতুন স্টেডিয়ামে এই খেলা চলছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার অবশেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। আজ এ সিদ্ধান্তের কথা তিন দেশই প্রকাশ করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা। এরমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে। এরপর দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও সর্বশেষে যুক্তরাজ্য ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আমি আজ অসাধারণ এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একইসঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যত গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। উল্লেখ্য, এর আগে কানাডা ও অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল। তবে এর আগেই স্বীকৃতির ঘোষণা দিলো তারা।
রোমাঞ্চকর জয় বাংলাদেশের; রাতে মুখোমুখি ভারত-পাকিস্তান

সুপার ফোরে রোমাঞ্চকর জয় বাংলাদেশের; রাতে মুখোমুখি ভারত-পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোরে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গতরাতে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ১৯ ওভার ৫বলে জয় নিশ্চিত করে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান দারুণ বোলিংয়ে নেন ৩ উইকেট। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সাইফ হাসানের ৪৫ বলে ৬১ রান এবং তাওহীদ হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শেষ ওভারে উত্তেজনা তৈরি হলেও নাসুম আহমেদের শান্ত সিঙ্গেলে ৪ উইকেট হাতে রেখে লক্ষে পৌছায় বাংলাদেশ। এদিকে রাজনীতি, কূটনীতি আর প্রতীকী দূরত্ব সবকিছু ছাপিয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এক সপ্তাহে দ্বিতীয়বারে মতো মুখোমুখি হচ্ছে তারা। তবে এবার সুপার ফোরের ম্যাচে। ম্যাচটি শুরু হবে আজ রাত সাড়ে আটটায়। গ্রুপপর্বে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত। তবে সেই ম্যাচে ব্যাট-বলের লড়াইয়ের চেয়ে বেশি আলোচনায় ছিল পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত মেলাতে না চাওয়া, যাতে জড়িয়ে পড়ে ম্যাচ রেফারির নামও।
বিসিবি নির্বাচনের ভোট ৬ অক্টোবর

বিসিবি নির্বাচনের ভোট ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুরুতে ৪ অক্টোবর নির্বাচনের কথা শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। আজ (২১ সেপ্টেম্বর) প্রকাশিত তফসিল অনুযায়ী আগামীকাল (২২ সেপ্টেম্বর) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। জেলা, বিভাগ ও ক্লাব মিলিয়ে মোট ১৭৪ জন কাউন্সিলর ভোট দেওয়ার যোগ্য। খসড়া তালিকা নিয়ে আপত্তি জানাতে পারবেন ২৩ সেপ্টেম্বর, আর শুনানি হবে ২৪ সেপ্টেম্বর। সব যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে দুই দিন মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ সেপ্টেম্বর। পরদিন যাচাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কোনো আপত্তি থাকলে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে জমা দিতে হবে, আর একই দিনে বিকেলে হবে শুনানি। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বেলা ১২টা পর্যন্ত, আর সেদিন বিকেল ২টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এবারের নির্বাচনে থাকছে পোস্টাল ও ই-ব্যালটের সুযোগ। ১ অক্টোবর বিকেলে বিসিবির ওয়েবসাইটে ব্যালট আপলোড করা হবে। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ক্ষেত্রে তা অবশ্যই ৬ অক্টোবর দুপুর ২টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিংবা ই-মেইলে ([email protected] ) পৌঁছাতে হবে। মূল ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ১৭৪ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন বিসিবির ২৫ পরিচালক। ভোট শেষে সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। এরপর সেদিন সন্ধ্যা সাড়ে ৭টায় হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন, আর রাত ৯টার মধ্যে ঘোষণা করা হবে বিসিবির নতুন সভাপতি ও সহ-সভাপতির নাম।
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তিও সর্বোচ্চ

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তিও সর্বোচ্চ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন রোগী, যা চলতি বছরের একদিনের হিসাবে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট ১৭৯ জনের মৃত্যু এবং ৪১ হাজার ৮৩১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটল। রোববার প্রকাশিত বুলেটিনে জানানো হয়, সর্বশেষ দুই দিনে মারা যাওয়া ১২ জনের মধ্যে শনিবার মারা গেছেন তিনজন। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ জন নারী, বয়স ২৪ থেকে ৬৫ বছরের মধ্যে। মৃতদের মধ্যে— বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ৩ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, ডিএনসিসি কোভিড হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল ও চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে ১ জন করে মারা গেছেন। মাসওয়ারি মৃত্যু: সেপ্টেম্বরেই সবচেয়ে বেশি ৫৭ জন মারা গেছেন। জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, জুনে ১৯ জন, এপ্রিলে ৭ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন এবং মে মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। মার্চে কারও মৃত্যু হয়নি। হাসপাতালে ভর্তির মাসওয়ারি চিত্র: জুলাইয়ে সর্বোচ্চ ১০,৬৮৪ জন ভর্তি হয়েছেন। আগস্টে ভর্তি হয়েছেন ১০,৪৯৬ জন। সেপ্টেম্বরে (২১ সেপ্টেম্বর পর্যন্ত) ভর্তি হয়েছেন ১০,৩৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৩৯ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া ঢাকার বাইরে— ঢাকা বিভাগে ১৪৫ ময়মনসিংহে ২২ চট্টগ্রামে ৭৭ খুলনায় ৫২ রাজশাহীতে ২৮ রংপুরে ৩ বরিশালে ১৬৬ সিলেটে ৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২,০২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, এর মধ্যে ঢাকায় ৭৫৬ এবং ঢাকার বাইরে ১,২৬৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০০০ সাল থেকে ডেঙ্গুর তথ্য সংগ্রহ শুরু হয়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০২৩, যখন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা গিয়েছিলেন ১,৭০৫ জন।
নির্বাচন পদ্ধতি দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে : শফিকুল আলম

নির্বাচন পদ্ধতি দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে : শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট হবে—সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ওপরই নির্ভর করছে। রোববার রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার-এর সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন উপলক্ষে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, জরিপের তথ্য-উপাত্তই প্রমাণ করে সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে। তিনি আরো যোগ করেন, “জরিপে অংশ নেওয়া ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চায়—এটা প্রমাণ করে সামনের নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক। সবাই ভোট দিতে এলে নির্বাচনের মান ভালো হবেই।” অনুষ্ঠানে প্রকাশিত জরিপে দেখা যায়—দেশের ৫৬ শতাংশ মানুষ এখনো পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নয়। তবে ২১.৮ শতাংশ পিআর চান, আর ২২.২ শতাংশ চান না। জরিপে অংশ নেওয়া ১০ হাজার ৪১৩ জনের মধ্যে ৬৯.৯ শতাংশের মতে অন্তর্বর্তীকালীন সরকারই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।