যে পানি মেটাতে পারে চুল ও ত্বকের সমস্যা

যে পানি মেটাতে পারে চুল ও ত্বকের সমস্যা আমরা অনেকেই চাল ধুয়ে সেই পানি ফেলে দিই। এই পানিও যে হাজারটা গুণাগুণসমৃদ্ধ সেটি আমরা জানি না। বিশেষজ্ঞদের মতে, চাল ধোয়ার পানির মধ্যে বিভিন্ন রকমের খনিজ পদার্থ থাকে। এর পাশাপাশি এতে রয়েছে একাধিক রকমের ভিটামিনও। ভাতের মাড় আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তেমনই চাল ধোয়ার পানিও কিন্তু বেশ উপকারী। চাল ধুয়ে নেওয়ার সময় যে পানিটি অবশিষ্ট থাকে, তা একটি পাত্রে জমা করে নিলেই আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। চালের পানি আমাদের ত্বকের জন্য একটি প্রাকৃতিক প্রতিকার, যা খুবই উপকারী। এটি সহজেই তৈরি ও ব্যবহার করা যায়। এর নিয়মিত ব্যবহার ত্বকের সুরক্ষা ও উজ্জ্বলতা বাড়াতে পারে। চলুন, তাহলে জেনে নেওয়া যাক চালের পানির কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা এবং এর ব্যবহার। ত্বক প্রশমিত করতে : চালের পানি উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলো আপনার ত্বককে শান্তি ও সুরক্ষা দেয়। যার ফলে ত্বকের জ্বালাপোড়া ভাব কমে। ত্বক পরিষ্কার করে : চালের পানি ত্বকের ময়লা পরিষ্কার করতে সক্ষম। এটির ব্যবহার ত্বককে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। বার্ধক্য রোধ করে : চালের পানিতে প্রচুর পরিমাণে অ্যামিনো এসিড, অ্যান্টি-অক্সিডেন্ট ও খনিজ পদার্থ থাকে। যা ত্বকের বার্ধক্য প্রক্রিয়া ধীর করে দিতে সক্ষম। এ ছাড়া চালের পানিতে ভিটামিন বি ও ই, ফলিক এসিড, অ্যান্টি-অক্সিডেন্টের মতো উপাদান রয়েছে, যা ত্বকের জন্য খুবই উপকারী। চালের পানি কিভাবে ব্যবহার করবেন : প্রাকৃতিক ফেস টোনার হিসেবে : চালের পানি ফেস টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি প্রতিদিন মুখে লাগান এবং আলতো করে ম্যাসাজ করুন। এটি ত্বককে রক্ষা করে এবং এটিকে উজ্জ্বল করে। ফেস প্যাক হিসেবে : চালের পানি অন্যান্য প্রাকৃতিক ব্যবহারের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং স্বাস্থ্যকর করে তোলে। এ ছাড়া চালের পানি চুলের কন্ডিশনার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহারে চুলের উজ্জ্বলতা ও শক্তি বাড়বে। চালের পানি তৈরির পদ্ধতি : প্রথমে এক কাপ চাল ভালো করে ধুয়ে দুই কাপ পানিতে ভিজিয়ে রাখুন। এবার ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রেখে ভালো করে ফুটিয়ে নিন। চাল সিদ্ধ হয়ে গেলে ঠাণ্ডা করে পানি ছেঁকে নিন। এবার এই চালের পানি প্রস্তুত। এটিকে আপনি আপনার ত্বক ও চুলের জন্য ব্যবহার করতে পারেন। এটি বিনা খরচেই প্রায় হয়ে যায়। আবার এটি সহজলভ্যও। এটি একটি প্রাকৃতিক উপায়, যা আপনার ত্বক ও চুল উভয়ের জন্যই উপকারী।

টুইংকেলের সঙ্গে সঞ্চালকের আসনে কাজল

টুইংকেলের সঙ্গে সঞ্চালকের আসনে কাজল বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় দুই অভিনেত্রী কাজল ও টুইংকেল খান্না। অ্যামাজন প্রাইম ভিডিওতে শিগগিরই শুরু হচ্ছে তাদের অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’। এই টক শো অনুষ্ঠানের সঞ্চালকের আসনে দেখা যাবে এই দুই তারকাকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সঞ্চালকের ভূমিকায় আসছেন কাজল। সম্প্রতি মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোয়ের ট্রেলার উন্মোচন করা হয়। শোয়ের ট্রেলারে আমির খান, সালমান খান, গোবিন্দ, চাংকি পান্ডে, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, ভিকি কৌশল, কৃতি শ্যানন, করণ জোহর, জাহ্নবী কাপুররে মতো তারকাদের দেখা গেছে। তবে শোয়ের নির্মাতারা জানিয়েছেন, এটি কেবলই ঝলক। পুরো শোতে অতিথির তালিকা হবে আরও সমৃদ্ধ। ট্রেলার উন্মোচনের দিন কাজল ও টুইংকেলকে প্রাণবন্ত মেজাজে দেখা গেছে। সবচেয়ে আলোচনায় ছিল তাদের পরস্পরের আন্তরিক সম্পর্ক। মঞ্চে দাঁড়িয়ে দুজনের প্রাণবন্ত আড্ডা উপস্থিত দর্শকদের আশ্বস্ত করেছে যে ‘টু মাচ’ হবে প্রাণখোলা হাসি-ঠাট্টায় ভরপুর। বর্তমানে ওটিটি থেকে বড় পর্দা- সব খানেই সমান দাপটে কাজ করছেন কাজল। অন্যদিকে টুইংকেল খান্না অনেক আগেই অভিনয় থেকে বিদায় নিয়েছেন। দুই প্রজন্মের দর্শকের কাছে সমান জনপ্রিয় এই দুই নায়িকা নতুন শো ২৫ সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে। এরপর প্রতি বৃহস্পতিবার প্রচারিত হবে নতুন পর্ব।

এবার স্রোতের বিপরীতে শুভশ্রী

এবার স্রোতের বিপরীতে শুভশ্রী ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রীদের একজন শুভশ্রী গাঙ্গুলি। ইতোমধ্যেই রোমান্টিক ইমেজ থেকে বেরিয়ে ভিন্ন আবহে পর্দায় হাজির হয়ে দর্শক হৃদয় জয় করেছেন। চেনা ছন্দের বাইরে গিয়ে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তার ‘ধূমকেতু’, ‘গৃহপ্রবেশ’ দিয়ে এখনো আলোচনায় অভিনেত্রী। তবে এবার প্রথমবারের মতো নতুন চরিত্রে দেখা মিলবে তাকে। যাকে বলা যায়, স্রোতের বিপরীতে চলা। এরমধ্যেই খবর, কৌশিক গাঙ্গুলির সঙ্গে এবার তিনি নতুন অ্যাডভেঞ্চারের ফন্দি আঁটছেন! ফাঁস হয়ে গেল তাদের ‘হাসতে হাসতে খুন করা’র রহস্য!নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শুভশ্রী, যেখানে তার সঙ্গে দেখা গেছে কৌশিক গাঙ্গুলিকে। দুজনেই যেন হাসতে হাসতে খুন হয়ে যাচ্ছেন। ছবির ক্যাপশনেও তাই লেখা, ‘হাসতে হাসতে খুন করে দেব। ’ কৌশিকও সে ছবিটি নিজের ওয়ালে শেয়ার করেন। নতুন সিনেমা নিয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা না দিলেও সূত্রের খবর, নতুন থ্রিলার সিনেমা শুরু করতে যাচ্ছেন কৌশিক গাঙ্গুলি। আর সেখানেই প্রথমবারের মতো নেগেটিভ অর্থাৎ খল চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। আরও জানা যায়, কৌশিকের পরবর্তী সিনেমার অন্যতম সঙ্গী হতে চলেছেন রুদ্রনীল ঘোষ। পরিচালক নিজেও এতে থাকছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। বিশেষ ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনও, এমনটাই গুঞ্জন। সবকিছু ঠিক থাকলে পূজার পর কিংবা বছর শেষের দিকে শুটিং শুরু হবে। ঝাড়খণ্ড বা উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ার কথা রয়েছে। যদিও সিনেমার নাম এখনো ঠিক হয়নি, তবে জানা গেল, এই সিনেমায় দর্শকদের জন্য বড়সড় চমক অপেক্ষা করছে।

গানের শিক্ষক থাকবে, ধর্মীয় শিক্ষকও: দীপা খন্দকার

গানের শিক্ষক থাকবে, ধর্মীয় শিক্ষকও: দীপা খন্দকার দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সম্প্রতি ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত, শারীরিক শিক্ষা এবং চারুকলার শিক্ষক নিয়োগের ঘোষণা দেয় সরকার। তবে দেশের একাধিক ইসলামি দল দাবি তোলেন প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগ ইসলামবিদ্বেষী সিদ্ধান্ত। সরকারের এমন সিদ্ধান্ত বাতিলের জন্য রাজধানীতে বিভিন্ন স্থানে মিছিল করে ইসলামি দলগুলো। তাদেরর এমন দাবির সমালোচনা করেন শোবিজ অঙ্গনের অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। আজ নিজের ফেসবুকে এক পোস্টে একটি ফটোকার্ডে প্রকাশ করেন তিনি। যে ফটোকার্ডে লেখা, ‘গানের শিক্ষক নয়। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ চাই। সকলে আওয়াজ তুলুন। ’ছবিটি প্রকাশ করেন অভিনেত্রী দীপা খন্দকার লেখেন, ‘গানের শিক্ষকও থাকবে, ধর্মীয় শিক্ষকও থাকবে। এটাই আমার আওয়াজ। এরপর নেটিজেনদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, আপনার?’ অভিনেত্রীর পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ার দীপা খন্দকারের। অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রী অভিনীত সিনেমা ‘রিতু কাহিনী’ । ইতোমধ্যেই এটি লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

ভারত-পাকিস্তানসহ ২৩ দেশকে ‘প্রধান মা*দ*ক পাচারকারী’ চিহ্নিত করলেন ট্রাম্প

ভারত-পাকিস্তানসহ ২৩ দেশকে ‘প্রধান মা*দ*ক পাচারকারী’ চিহ্নিত করলেন ট্রাম্প ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও চীনসহ ২৩টি দেশকে মাদকের ট্রানজিট বা অবৈধ মাদক উৎপাদনকারী প্রধান প্রধান দেশ হিসেবে চিহ্নিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার ১৫ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এক ‘প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশন’-এ এই তালিকা প্রকাশ করেন ট্রাম্প। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, বাহামা, বেলিজ, বলিভিয়া, বার্মা (মিয়ানমার), চীন, কলোম্বিয়া, কোস্টা রিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পাকিস্তান, পানামা, পেরু ও ভেনেজুয়েলা , তালিকায় উত্তর, মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর প্রাধান্য দেখা যাচ্ছে, আছে বেশ কয়েকটি ক্যারিবীয় দেশ। এশিয়ার দেশগুলোর মধ্যে চীন, আফগানিস্তান ও লাওসের পাশে ভারত ও পাকিস্তানের নাম বেশ চমক সৃষ্টি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভৌগোলিক অবস্থান, বাণিজ্যিক এবং অর্থনৈতিক উপাদান বিবেচনায় এসব দেশ মাদক বা কাঁচামাল উৎপাদন ও পাচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। তবে তালিকায় থাকা মানে এই নয় যে সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করছে না বা মাদকবিরোধী কার্যক্রম চালাচ্ছে না। এদিকে, আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলোম্বিয়া ও ভেনেজুয়েলাকে ট্রাম্প প্রশাসন মাদক নিয়ন্ত্রণে ‘অসফল’ দেশ হিসেবে উল্লেখ করেছে। ট্রাম্প বলেছেন, এসব দেশ গত এক বছরে আন্তর্জাতিক মাদকবিরোধী চুক্তি মানতে ব্যর্থ হয়েছে এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়নি। চীন সম্পর্কে ট্রাম্প বলেন, দেশটি বিশ্বের সবচেয়ে বড় প্রিকার্সার কেমিক্যাল সরবরাহকারী, যা অবৈধ ফেন্টানাইল উৎপাদনকে জ্বালানি দিচ্ছে। এছাড়া চীন নিতাজিনস ও মেথঅ্যামফেটামিনসহ অন্যান্য সিনথেটিক মাদক উৎপাদনেও বড় ভূমিকা রাখছে। আফগানিস্তান প্রসঙ্গে তিনি বলেন, তালেবান অবৈধ মাদকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলেও সেখানে মাদক মজুত ও উৎপাদন অব্যাহত রয়েছে, বিশেষ করে মেথঅ্যামফেটামিনের উৎপাদন বেড়েছে। এর অর্থ আন্তর্জাতিক অপরাধচক্র ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার হচ্ছে। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রে অবৈধ ফেন্টানাইলসহ মারণ মাদক পাচারের কারণে একটি জাতীয় জরুরি অবস্থা তৈরি হয়েছে। ১৮ থেকে ৪৪ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এসব মাদক।

সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি আরব সফর শেষে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রিয়াদের উপ-গভর্নর মুহাম্মদ বিন আব্দুলরহমান বিন আব্দুলআজিজ বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রধানমন্ত্রী শেহবাজ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে রিয়াদে যান। সফরকালে পাকিস্তান ও সৌদি আরব একটি ঐতিহাসিক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তিতে বলা হয়, কোনও একটি দেশের ওপর আগ্রাসনকে উভয় দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই চুক্তি এমন এক সময়ে সই হলো, যখন ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায়, যা মুসলিম বিশ্ব ও বৈশ্বিক নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে শেহবাজ শরিফ জানান, সফরকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেওয়া উষ্ণ আতিথেয়তায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত হয়েছেন। তিনি বলেন, রিয়াদে যে অভূতপূর্ব সাড়া তিনি পেয়েছেন, তা পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান গভীর ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রী আরও জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠকে আঞ্চলিক চ্যালেঞ্জ ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি মুসলিম বিশ্বের জন্য যুবরাজের দূরদর্শিতা ও নেতৃত্বের প্রশংসা করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে শেহবাজ বলেন, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের বিনিয়োগ, বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণে যুবরাজের আগ্রহ ও নিরবচ্ছিন্ন সহযোগিতা তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন।

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় দেশটির সাম্প্রতিক মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তিনি। একইসঙ্গে তিনি শান্তি প্রতিষ্ঠায় কার্কির প্রচেষ্টার প্রতি ভারতের দৃঢ় সমর্থনের আশ্বাস দেন এবং নেপালের জাতীয় দিবস উপলক্ষে তাকে ও নেপালবাসীকে শুভেচ্ছা জানান। আজ এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মোদি জানান, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে একটি আন্তরিক ফোনালাপ হয়েছে। সাম্প্রতিক মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছি এবং দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তার প্রচেষ্টার প্রতি ভারতের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছি। এছাড়াও ১৯ সেপ্টেম্বর নেপালের জাতীয় দিবস উপলক্ষে তাকে ও দেশটির জনগণকে উষ্ণ শুভেচ্ছাও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ক্ষমতা পরিবর্তনের পর এটি ছিল দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ, যা প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। এ জয়ে ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করলো পাকিস্তান। ভারতের সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে পাকিস্তান। সুপার নিশ্চিত হওয়ায় চলতি আসরে আরও অন্তত একবার ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে। আগামী ২১ সেপ্টেম্বর ররিবার আবার ভারতের মুখোমুখি হবেন সালমান আলী আঘারা। ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এশিয়া কাপের সূচি অনুযায়ী আগেই নির্ধারিত ছিল সুপার ফোরে ওঠা সব দল নিজেদের মাঝে আবারও মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপ থেকে ওঠা দুই দল যে ২১ সেপ্টেম্বর মুখোমুখি হবে সেটাও চূড়ান্ত ছিল আগে থেকেই। বাকি ছিল কেবল দলগুলোর জায়গা নিশ্চিত করা। ভারত আগেই সুপার ফোরে উঠলেও পাকিস্তানকে বেশ ঘাম ঝরিয়েই উঠতে হয়েছে।

আজ রাতে মুখোমুখি হচ্ছে শ্রীলংকা-আফগানিস্তান, জটিল সমীকরণের সামনে টাইগাররা

আজ রাতে মুখোমুখি হচ্ছে শ্রীলংকা-আফগানিস্তান, জটিল সমীকরণের সামনে টাইগাররা এশিয়া কাপ ১৭তম আসরের ‘বি’ গ্রুপে আজ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে এই গ্রুপ থেকে কোন দু’টি দল সুপার ফোরে খেলবে। শ্রীলংকা ও আফগানিস্তানের সাথে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। তাই এ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের। আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ। আর আফগানরা জিতলে শ্রীলংকার সাথে রান রেটের হিসাব-নিকাশে বসতে হবে টাইগারদের। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শ্রীলংকা। ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। টেবিলের তৃতীয় স্থানে আছে ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান। এই গ্রুপের পয়েন্ট টেবিল বলছে-সুপার ফোরের দৌড়ে টিকে আছে শ্রীলংকা-বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপের আরেক দল হংকং ৩ ম্যাচে ৩টিই হেরেছে। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে কোন দু’টি দল খেলবে, সেটি জানা যাবে আজ শ্রীলংকা ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর। সমীকরণ বলছে-আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা জিতলেও, লংকানদের সাথে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলংকার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে। আবার শ্রীলংকার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। কারণ শ্রীলংকা ও বাংলাদেশের সাথে পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলংকার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০। আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে শ্রীলংকাকে। এছাড়াও শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে লংকানদের নিয়ে সুপার ফোরে উঠবে বাংলাদেশ। অপরদিকে, আফগানিস্তানের ক্ষেত্রে-জয়ের বিকল্প নেই। তারা জিতলে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও, নেট রানরেটের কারণে বাদ বাংলাদেশ। আজ আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান।

বিসিবি প্রেসিডেন্ট হলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তামিম

বিসিবি প্রেসিডেন্ট হলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আগেই দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার জানালেন নির্বাচনে জয়ী হলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। এমনটাই সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। তামিম বলেন, ‘বোর্ড পরিচালক হলে আমি আর খেলব না। আমার মনে হয় না এটা ভালো দেখাবে। যদি নির্বাচিত হই, তাহলে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানব। তবে নির্বাচিত না হলে বিপিএলসহ ক্রিকেট নিয়েই থাকব। ’ আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন, যেখানে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও প্রার্থী হবেন। ইতোমধ্যেই বিসিবি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার, তার সঙ্গে আছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। তফসিল অনুযায়ী ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা, ২২-২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৫ সেপ্টেম্বর জমার শেষ দিন, ২৬ সেপ্টেম্বর প্রার্থী তালিকা প্রকাশ, ২৮ সেপ্টেম্বর প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ও পোস্টাল ও ই-ব্যালট বিতরণ হবে। ৪ অক্টোবর ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফল এবং ৫ অক্টোবর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। ২৫ পরিচালকের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন। যার মধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০, ক্লাব প্রতিনিধিদের থেকে ১২, সাবেক অধিনায়ক বা প্রতিষ্ঠানের প্রতিনিধি থেকে ১ এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন থাকবেন। তবে এবার নির্বাচন করছেন না সাবেক পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম। তামিমের সরাসরি অংশগ্রহণে এবারের বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেট মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।