শিবগঞ্জে অপহৃত মুদি দোকানী উদ্ধার, ৫ অপহরণকারী আটক

শিবগঞ্জে অপহৃত মুদি দোকানী উদ্ধার, ৫ অপহরণকারী আটক শিবগঞ্জে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়। আটক করা হয় ৫ অপহরণকারীকে। আজ দুপুরে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। অপহৃত মুদি ব্যবসায়ী উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের শাওবান হোসেন সাবানের ছেলে সানি আহম্মেদ। আটক অপহরণকারীরা হল- উপজেলার জমিনপুর মধ্যপাড়া গ্রামের হাবিবুরের ছেলে আরিফ হোসেন, নাসিরের ছেলে মোয়াজ্জেম হোসেন, কালিগঞ্জ লজিবটোলার মালেকের ছেলে আল আমিন, এরাদত বিশ্বাসটোলার মৃত নাজেলের ছেলে রাজু ও শিবগঞ্জ পৌরসভার দৌলতপুর-মোড়লটোলার রবিউলের ছেলে রাজু হোসেন। পুলিশ জানায়, বাগবাড়ি বাজারে দীর্ঘদিন ধরে মুদিখানার ব্যবসা করে আসছেন সানি আহম্মেদ। প্রতিদিনের ন্যায় গতকাল রাতে সানি আহম্মেদ মুদি দোকান বন্ধ করে তার দুই বন্ধু দুলাল ও সোহেলকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় বাগবাড়ি ফিল্ড বাজারের সুদামের বাড়ির সামনে পৌঁছালে ৮-৯ জন ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। পরে তার দুই বন্ধু পরিবারকে অপহরণের বিষয়টি জানায়। পুলিশ আরও জানায়, খবর পেয়ে রাতেই উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে অভিযান চালিয়ে অপহৃত সানি আহম্মেদকে উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ অপহরণকারীকে আটক করে থানায় আনা হয়। জব্দ করা হয় অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় থানায় অপহৃতের মা শ্যামলী বেগম বাদি হয়ে মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভোলাহাটে ভিক্ষুক পুনর্বাসনে গরু ও ছাগল বিতরণ

ভোলাহাটে ভিক্ষুক পুনর্বাসনে গরু ও ছাগল বিতরণ ভোলাহাট উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ২০ জন উপকারভোগীর মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ৯ জনকে ৪টি করে ছাগল ও ১১ জনকে ১টি করে গরু বিতরণ করেণ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামন। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, যুব কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামন উপকারভোগীদের বলেন, সরকার অসহায় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এ ধরনের পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই গরু ছাগলগুলো বিক্রি করে দেওয়া যাবে না। এগুলো যতœ সহকারে লালন-পালন করবেন। নিয়মিত পরিচর্যা করলে পশুগুলো বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে বাড়তি আয় নিশ্চিত হবে। ভবিষ্যতে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে নিজেদের জীবিকা নির্বাহে সক্ষম হবেন বলে প্রত্যাশা করেন।
বাংলাদেশে আসছেন হানিয়া আমির

বাংলাদেশে আসছেন হানিয়া আমির পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তিনি কমেডি চলচ্চিত্র ‘জানান’ এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এরপর টেলিভিশন নাটক ‘ফির ওহি মহব্বতে’ অভিনয় শুরু করেন। এই নাটকগুলোর জন্য তিনি ‘হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেনসেশন ফিমেল’ পুরস্কার লাভ করেন। পাশাপাশি আমির বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র ‘পারওয়াজ হ্যায় জুনুন’ এবং পাঞ্জাবি কমেডি চলচ্চিত্র ‘সর্দারজি ৩’ -এর মাধ্যমে সাফল্য অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব রয়েছেন। এর মাধ্যমে সে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝেও ব্যাপর জনপ্রিয়তা পেয়েছেন। যেখানে ফানি ভিডিও থেকে শুরু করে নান্দনিক ছবি শেয়ার করে থাকেন। হানিয়ার ইনস্ট্রাগামে ভক্ত-অনুরাগীর সংখ্যা ১৮.৮ মিলিয়ন। তরুণ প্রজন্মের কাছে একাধারে স্টাইল আইকন ও অনুপ্রেরণার উৎস হিসেবে পরিচিত। ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা এ অভিনেত্রী খুব অল্প সময়েই তিনি প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের মনে স্থান করে নেন। তিনি জনপ্রিয় নাটক ‘তেরে বিন’ -এ মীরাব চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন। এছাড়াও ‘পিয়ার কে সাদকে’, ‘ইনকার’ এবং ‘দিল না উমীদ তো নয়ি’ -এর মতো নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
পরিবারে শোকের ছায়া ‘পিছে তো দেখো’ খ্যাত শিশু তারকা আহমাদের

পরিবারে শোকের ছায়া ‘পিছে তো দেখো’ খ্যাত পাকিস্তানের শিশু তারকা আহমাদের পিছে তো দেখো, পিছে দেখো’-এই এক সংলাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ মারা গেছে। গতকাল আহমেদ শাহ এ তথ্য নিশ্চিত করেছে। ক্ষুদে তারকা আহমাদ ভাই হারানোর বিষয়টি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে জানায়। সে এক পোস্টে লিখেছে, ‘সবাইকে অবগতির জন্য জানানো হচ্ছে যে, ‘আমাদের পরিবারের ছোট্ট নক্ষত্র উমর শাহ মহান আল্লাহর কাছে ফিরে গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা তাকে স্মরণ করবেন এবং আমাদের পরিবারকে প্রার্থনায় রাখবেন। আহমাদ শাহর ‘পিছে তো দেখো’ ভাইরাল ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা বনে যায় তাদের পুরো পরিবার। তার ছোট ভাই উমর শাহ ও আবু বকরও পরে তার সঙ্গে যোগ দেয় এবং তারা একসঙ্গে ভক্তমহলে জনপ্রিয় হয়ে উঠেছিল। পাকিস্তানি সংবাদমাধ্যম সিয়াসাতের প্রতিবেদন থেকে জানা গেছে, উমর শাহর মৃত্যু পরিবারটির জন্য দ্বিতীয় ক্ষতি। গত বছরই আহমাদের বোন আয়েশাও মারা যান। পরিবারটি এখনো সেই শোক কাটিয়ে উঠার আগেই আরেক সদস্য উমর শাহ মারা গেল। জানা গেছে, উমর শাহ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। সে বমি করেছিল এবং তা ফুসফুসে প্রবেশ করে। প্রসঙ্গত, আহমাদ শাহ সুন্দর আচরণের মাধ্যমে বিশ্বজুড়ে মিম সেনসেশন হয়ে উঠেছিল। পরবর্তী সময় ‘এআরওয়াই ডিজিটাল শো’ এবং ‘জিতো পাকিস্তান’-এ অভিনয় করে। উমরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্ত এবং অন্য তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করেন।
৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৫ পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা প্রকাশ করেছে। মঙ্গলবার ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার আসনব্যবস্থা, সময়সূচি ও শিক্ষার্থীদের জন্য নানা নির্দেশনা প্রকাশ করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে (ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে) নিয়োগ দেয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে পরীক্ষা। পরীক্ষাকেন্দ্র ৮টি। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটের পর কোনও পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের হলের নাম ও কক্ষ নম্বর আগেই মেসেজের মাধ্যমে তাদের মুঠোফোন নম্বরে প্রেরণ করা হবে। ২। সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। উত্তরপত্রের ৪টি সেট থাকবে, যেমন সেট # ১, ২, ৩ ও ৪। সকাল ১০টায় পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হবে। ৩। পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। বর্ণিত নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। ৪। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনও আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনও ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে। ৫। পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা হবে।
তৌসিফ ও তিশা স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন

তৌসিফ ও তিশা স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার গতকাল (১৪ সেপ্টেম্বর, শনিবার) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করেছে তাদের বিশেষ ‘Signature Event’। অনুষ্ঠানে দেশের দুই জনপ্রিয় তারকা অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব এবং তানজিন তিশা আনুষ্ঠানিকভাবে স্টেপ ফুটওয়্যার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। স্টেপ ফুটওয়্যারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। এই উদ্যোগ ব্র্যান্ডটিকে এই প্রজন্মের সাথে আরও দৃঢ় এবং ঘনিষ্ঠভাবে সংযুক্ত করবে। অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার উন্মোচন করেছে তাদের দশটি নতুন ও আকর্ষণীয় পণ্য, যা ফ্যাশন ও আরামের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হয়। অনুষ্ঠানের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। স্টেপ ফুটওয়্যার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেন জনপ্রিয় অভিনেতা।
আজ রাত থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ

আজ রাত থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। নতুন ফরম্যাটে দ্বিতীয়বার মাঠে গড়াচ্ছে যাচ্ছে এই টুর্নামেন্ট। যেখানে ইউরোপ ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বে মুকুট পড়ার জন্য লড়াই করবে ৩৬ দল। নতুন মৌসুমের সেই লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম রাতে অনুষ্ঠিত হবে ৬ ম্যাচ। ২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব অ্যাতলাটিক বিলবাও এবং ইংলিশ ক্লাব আর্সেনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেসে। গেল মৌসুমে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল আর্সেনাল। অন্যদিকে ১০ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ফিরেছে বিলবাও। সবশেষ ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব খেলেছিল স্প্যানিশ ক্লাবটি।
দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান মাঝারি

দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান মাঝারি দীর্ঘদিন ধরে দূষণের কবলে থাকা মেগাসিটি ঢাকার বায়ুমান সম্প্রতি কিছুটা উন্নতির দিকে। আজ সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ৭১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৩তম অবস্থানে রয়েছে ঢাকা। একই সময়ে ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এছাড়া, ১৩৭ স্কোর নিয়ে দ্বিতীয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৩৪ স্কোর নিয়ে তৃতীয় পাকিস্তানের লাহোর, ১১১ স্কোর নিয়ে চতুর্থ সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ১০৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন মাহিকা শর্মা

হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন মাহিকা শর্মা ভারতের জাতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে নাম জড়িয়েছে মডেল মাহিকা শর্মার। বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা। তবে গুঞ্জন ঘিরে কৌতূহল যখন তুঙ্গে তখনই প্রশ্ন উঠেছে কে এই মাহিকা শর্মা? সম্প্রতি একটি পোস্টে হার্দিক ও মাহিকার কয়েকটি ছবি প্রকাশ পায়, যেখানে তাদের একসঙ্গে দেখা যায়। শুধু তাই নয়, দু’জন একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেছেন- এমন প্রমাণও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। একই সময়ে তাদের দু’জনকে আলাদা আলাদা পোস্টে এক ধরনের বাথরোব পরা অবস্থায় ছবিও শেয়ার করতে দেখা যায়। তাদের প্রেমের গুঞ্জন আরও বাড়িয়ে দেয় এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে দুবাইয়ের স্টেডিয়ামে মাহিকার উপস্থিতি। মাহিকা শর্মা একজন তরুণ মডেল ও অভিনেত্রী। তিনি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি নেভি চিলড্রেন স্কুল, নয়াদিল্লিতে পড়াশোনা করেন। এরপর ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত গুজরাটের পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও ফাইন্যান্সে স্নাতক সম্পন্ন করেন। এর মাঝেই ২০২০-২০২১ সালে এক বছর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি সাইকোলজি পড়েছেন। ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, মাহিকা শর্মা কয়েকটি ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে অরল্যান্ডো ভন আইন্সিডেলের ‘ইনটু দ্য ডাক’ এবং ওমং কুমারের ‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমায় কাজ করেছেন। এছাড়া ভিভো ও ইউনেক্লো-এর মতো বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন মাহিকা। ফ্যাশন দুনিয়ায় তিনি ভারতের খ্যাতনামা ডিজাইনার অনিতা ডোংরে, রিতু কুমার, তরুণ তাহিলিয়ানি, মণীশ মালহোত্রা ও অমিত আগরওয়ালের সঙ্গেও কাজ করেছেন তিনি। উল্লেখ্য, ২০২০ সালে নাতাশা স্তানকোভিচকে বিয়ে করেছিলেন হার্দিক। ২০২৩ সালে তাদের ঘরে আসে পুত্রসন্তান। তবে ২০২৪ সালেই দাম্পত্যজীবন ভেঙে যায়। এরপরই হার্দিকের সঙ্গে জেসমিন ওয়ালিয়ার প্রেমের খবর ছড়ায়। তাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিল, জেসমিনকে নিয়মিত মাঠেও দেখা যেত। কিন্তু কয়েক মাস পরেই ভেঙে যায় সেই সম্পর্কও। এবার হার্দিকের সঙ্গে নাম জড়ালো মাহিকার।
পাকিস্তানের বেলুচিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৫ সেনা

পাকিস্তানের বেলুচিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৫ সেনা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কেচ জেলার শেরবান্দি এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্লিয়ারেন্স অভিযান চলাকালে ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন। একই অভিযানে ‘ভারত-সমর্থিত’ পাঁচজন সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবর সামা টিভির। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, শেরবান্দি এলাকায় সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছিল। এ সময় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে সেনাবাহিনীর গাড়ি আঘাতপ্রাপ্ত হয়, এতে পাঁচজন সেনা নিহত হন। নিহত সেনারা হলেন- ক্যাপ্টেন ওয়াকার আহমদ (লোরালাই), নায়েক আসমাতুল্লাহ (ডেরা গাজী খান), ল্যান্স নায়েক জুনায়েদ আহমদ (সুক্কুর), ল্যান্স নায়েক খান মোহাম্মদ (মারদান) এবং সিপাহী মোহাম্মদ জাহুর (সোয়াবি)। আইএসপিআর বলেছে, পাকিস্তানের সাহসী অফিসার ও সেনাদের ত্যাগ দেশ থেকে সন্ত্রাস নির্মূলের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করে। এদিকে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে। শুধু গত এক সপ্তাহেই খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অভিযানে অন্তত ১৯ জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ার লালকিলা মাইদান এলাকায় ‘ভারত সমর্থিত সন্ত্রাসী’দের সঙ্গে বন্দুকযুদ্ধে সাতজন সেনা সদস্য নিহত হন।