সারাদেশে আগস্টে সড়কে নিহত ৪২৮ জন

সারাদেশে আগস্টে সড়কে নিহত ৪২৮ জন গত আগস্ট মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫১টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪২৮ জন এবং আহত হয়েছেন ৭৯১ জন। নিহতের মধ্যে নারী ৬৮ জন ও শিশু ৩৪ জন। এর মধ্যে ১৪৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩২ জন। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩১.৯২ শতাংশ। দুর্ঘটনায় ৮৩ জন পথচারী নিহত হয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫২ জন। এই সময়ে ১৯টি নৌ-দুর্ঘটনায় ২৩ জন নিহত, ১৭ জন আহত এবং ৯ জন নিখোঁজ রয়েছেন। ৩৭টি রেল ট্রাক দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আজ সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। ফাউন্ডেশনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ দিন ছুটি থাকবে। ছুটির শুরুতে দুই দিন সাপ্তাহিক ছুটি পড়ায় টানা ১১ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজ। সাপ্তাহিক ছুটি নিয়ে মোট ১৪ দিন ছুটি থাকছে। আজ এ তথ্য জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শুরু হবে পূজার উৎসব। ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছে এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া ৬ অক্টোবর ল²ীপূজা থাকায় এ দিনটিতেও ঐচ্ছিক ছুটি পাবেন বিদ্যালয়-কলেজের শিক্ষকরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী ল²ীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।
রোজা শাড়িতে মুগ্ধতা ছড়ালেন

রোজা শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দেশের শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের পত্নী রোজা আহমেদ। নিজের স্টাইল দিয়ে আবারও চলে এলেন আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। নিয়মিত ব্যক্তিগত বিষয় শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এবার রঙিন শাড়িতে ছবি দিয়ে ভক্তদের নজর কাড়লেন এই মেকওভার আর্টিস্ট। এর আগে তাহসান পত্নীকে ওয়েস্টার্নে কিংবা টপসে, কখনো ট্রাডিশনাল স্যালোয়ারে বা গাউনে দেখা গেছে। শাড়িতেও ধরা দিয়েছিলেন এই সুন্দরী। তবে বিয়ের শাড়িতেই দেখা মিলেছিল প্রথম। এবার ভিন্নভাবে, আকর্ষণীয় লুকে শাড়িতে দেখা গেল তাকে। রোজা আহমেদ প্রায়ই ভক্তদের মাঝে তার স্টাইলিশ লুক শেয়ার করে থাকেন। এর ধারাবাহিকতায় রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে দুটি নতুন ছবিতে নিজেকে ধরা দিলেন তিনি। ছবিতে দেখা গেছে, হালকা ধাঁচের একটি হলুদ শিফন শাড়িতে নিজেকে সাজিয়েছেন রোজা। শাড়িটির মূল জমিন হলুদাভ হলেও এতে রয়েছে গোলাপি ও অন্যান্য শৈল্পিক ছোঁয়া, যা এটিকে একটি নান্দনিক রূপ দিয়েছে। এর সঙ্গে মিলিয়ে পরেছেন একটি উজ্জ্বল হলুদ রঙের ভি-নেক ব্লাউজ। সাজে রেখেছেন স্নিগ্ধতার ছোঁয়া; স্মোকি চোখ আর ন্যুড লিপস্টিকে হয়ে ওঠেন আকর্ষণীয়। সঙ্গে খোলা চুলে তার সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে বহুগুণ। দুটি ছবির একটিতে এক হাত চুলে দিয়ে আনমনা ভঙ্গিতে পোজ দিয়েছেন রোজা, অন্যটিতে মৃদু হাসিতে তাকিয়ে আছেন অন্যদিকে। রঙিন শাড়িতে তার এই মোহনীয় রূপ আর মনোমুগ্ধকর চাহনি ভক্তদের মন যে রাঙিয়ে দিয়েছেন, তা বলা বাহুল্য। ছবি দুটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা শুধু তার রূপের প্রশংসা করছেন। একজন ভক্ত লিখেছেন, ‘সত্যিকারের সৌন্দর্য’।আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনাকে পরীর মতো লাগছে।’ কেউ কেউ তার রঙিন শাড়ির সৌন্দর্যেরও আলাদা করে প্রশংসা করেছেন। চলতি বছর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মূলত আলোচনায় আসেন রোজা আহমেদ। ব্যক্তিগত জীবন ও পেশাগত সাফল্যের পাশাপাশি রোজার শিক্ষাগত অর্জনও সমানভাবে প্রশংসনীয়। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি। কসমেটোলজি লাইসেন্স অর্জনের পর নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেছেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। তার এই উদ্যোগ স্থানীয়ভাবে যেমন জনপ্রিয়, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত।
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বৈঠক করেছেন। আজ দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দু’দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের আরও উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর নিজের দেশে এবং বাইরেও সেবা প্রদানের ক্ষেত্রে অনুকরণীয় দেশ। তাদের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।
অভিনেতা সিদ্দিক পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন

অভিনেতা সিদ্দিক পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় গত ৩ সেপ্টেম্বর অভিনেতা সিদ্দিকুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার ১৪ সেপ্টেম্বর তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম তার আবেদনে উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে সিদ্দিকুর রহমান ওই হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ তথ্য যাচাই বাছাই করছে পুলিশ। সোমবার ১৫ সেপ্টেম্বর গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান অভিনেতা সিদ্দিকুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, আসামি সিদ্দিককে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের প্রয়োজন হতে পারে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। গত ২৯ এপ্রিল বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু লোক সিদ্দিককে আটক করেন। মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে। এরপর তাকে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ।
টরন্টো চলচ্চিত্র উৎসব শেষ হাসি হাসলেন যারা

টরন্টো চলচ্চিত্র উৎসব শেষ হাসি হাসলেন যারা ডাউনটাউন শহরের শরৎ মানেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। উৎসবের ৫০ বছরের যাত্রা শেষে এবারের আসর ছিল এক ঐতিহাসিক আয়োজন। প্রায় ৭০টিরও বেশি দেশ থেকে আসা ২৯১টি চলচ্চিত্রের ১২০০-এর বেশি প্রদর্শনী আর শতাধিক প্রিমিয়ার নিয়ে টিআইএফএফ রূপ নিয়েছিল এক বৈশ্বিক মিলন মেলায়। শহরের আকাশ ছুঁয়ে থাকা আলোকসজ্জা আর উৎসবমুখর পরিবেশের পাশাপাশি লালগালিচায় জ্বলে উঠেছেন দ্যুতি ছড়ানো তারকারা। এ বছর ঝলমল করেছে ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট, গিয়েরমো দেল তোরো, রিয়ান জনসন, জাহ্নবী কাপুর, ক্লোয়ি ঝাও, পার্ক চ্যান-উক, পল মেসকাল, জেসি বাকলি, এমিলি ওয়াটসনসহ আরও অনেক বিশ্বখ্যাত তারকার উপস্থিতিতে। লালগালিচার এই উজ্জ্বল মুহূর্তগুলো শুধু টরন্টোকেই নয়, পুরো চলচ্চিত্র দুনিয়াকে মনে করিয়ে দিয়েছে–সিনেমা এখনও মানুষের স্বপ্ন, আবেগ আর ভালোবাসার সবচেয়ে বড় সংযোগ। বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবের থেকে টিআইএফএফের ব্যতিক্রমী দিক হচ্ছে এতে দর্শকদের পছন্দকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। এবারের আসরেও এর ব্যত্যয় ঘটেনি। উৎসবে রজার্স উপস্থাপিত পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে ক্লোয়ি ঝাও-এর ‘হ্যামনেট’ সিনেমা। আন্তর্জাতিক বিভাগে সেরা হয়েছে পার্ক চ্যান-উকের ‘নো আদার চয়েস’, ডকুমেন্টারি বিভাগে ব্যারি অ্যাভরিচের ‘দ্য রোড বিটুইন আস: দ্য আলটিমেট রেসকিউ’ এবং মিডনাইট ম্যাডনেস বিভাগে জয়ী হয়েছে ম্যাট জনসনের ‘নিরভান্না দ্য ব্যান্ড দ্য শো দ্য’ সিনেমাটি। পিপলস চয়েসে সেরা যারা দর্শক ভোটে নির্ধারিত পিপলস চয়েস পুরস্কার সবসময়ই উৎসবের মূল আকর্ষণ। উৎসবের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারও এটি। এবার রানারআপ হয়েছে গিয়েরমো দেল তোরোর ফ্রাঙ্কেনস্টাইন এবং রিয়ান জনসনের ওয়েক আপ ডেড ম্যান: এ নাইভস আউট মিস্ট্রি। আন্তর্জাতিক বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে জোয়াকিম ট্রিয়ারের সেন্টিমেন্টাল ভ্যালু এবং নীরজ ঘাইওয়ানের হোমবাউন্ড। পিপলস চয়েসে সেরা ফ্রান্সের ‘টু দ্য উডস’ শর্ট কাটস বিভাগে সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে স্পেন ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনা টক মি। কানাডিয়ান শর্ট ফিল্মে জয়ী হয়েছে দ্য গার্ল হু ক্রাইড পার্লস এবং প্রথমবারের মতো প্রবর্তিত অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে সেরা হয়েছে ফ্রান্সের টু দ্য উডস। আন্তর্জাতিক সমালোচক ও নেটপ্যাক পুরস্কার পেলেন যারা আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের ফিপ্রেসচি পুরস্কার জিতেছে লুসিয়া অ্যালেনার ইগলেসিয়াসের ফোরাস্তেরা। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য প্রদত্ত নেটপ্যাক অ্যাওয়ার্ড গেছে ভারতীয় নির্মাতা জিতাঙ্ক সিংহ গুর্জরের ইন সার্চ অব দ্য স্কাই (বিমুক্ত)-এর ঝুলিতে। কানাডিয়ান চলচ্চিত্র বিভাগের সেরারা কানাডিয়ান চলচ্চিত্র বিভাগেও এসেছেন নতুন প্রতিভারা। বেস্ট কানাডিয়ান ডিসকভারি অ্যাওয়ার্ড জিতেছে সোফি রমভরীর ব্লু হেরন। বেস্ট কানাডিয়ান ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে জাকারিয়াস কুনুকের উইক্সারিংগিটার (রং হাজব্যান্ড)। প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগ প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ডে সেরা হয়েছে ভ্যালেন্টিন ভাসিয়ানোভিচের টু দ্য ভিক্টরি! ব্যতিক্রমী ভিজ্যুয়াল আর দারুণ বর্ণনার জন্য প্রশংসিত হয়েছে চলচ্চিত্রটি। সম্মানসূচক উল্লেখ পেয়েছে জর্জ প্যালফি’র হেন। এবারের উৎসবে অংশ নেওয়া ২৯১টি চলচ্চিত্রের মধ্যে ২০৯টি নতুন ফিচার, ৬টি পুনর্নির্মিত ক্ল্যাসিক, ১০টি প্রাইমটাইম সিরিজ, আর ৬৬টি শর্ট ফিল্ম। এবারের উৎসবে লালগালিচা যেন ছিল এক উৎসবময় দিগন্ত, যেখানে শুধু চলচ্চিত্রই নয় তারকারাও আলো ছড়িয়েছেন। দ্যুতি ছড়িয়েছেন ক্লোয়ি ঝাও, পার্ক চ্যান-উক, গিয়েরমো দেল তোরো, রিয়ান জনসনসহ যারা প্রধান পুরস্কারজয়ী। এছাড়া উপস্থিত ছিলেন পল মেসকাল, জেসি বাকলি, যারা হ্যামনেট-এ অভিনয়ের জন্য নজর কাড়েন। বড় বড় উদ্বোধনী গালা ও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সিড্রি জিমেনেজ, ক্লেয়ার ডেনিস, অলিবিয়র আসায়াসসহ অনেক আন্তর্জাতিক পরিচালক তারকারা, যারা তাদের নতুন প্রিমিয়ার ফিল্মগুলো নিয়ে প্রকাশ্যে এলেন। লালগালিচার র্যা ম্পে ঝলসে উঠেছিল পোশাক, রুচি, সাদাসিধে অনুভূতির সংমিশ্রণ–সিনেমার, শিল্প মানুষের মিলন মেলা।
অমি নোয়াখালী-বরিশালের ভাষা জানা অভিনেত্রী খুঁজছেন

অমি নোয়াখালী-বরিশালের ভাষা জানা অভিনেত্রী খুঁজছেন জমে উঠেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। প্রচারে থাকা এই সিরিয়ালের জন্য দুজন নতুন মুখ (অভিনেত্রী) খুঁজছেন নির্মাতা কাজল আরেফিন অমি। যারা নোয়াখালী ও বরিশালের আঞ্চলিক ভাষায় পারদর্শী তারা এতে প্রাধান্য পাবেন। এক ফেসবুক পোস্টের মাধ্যমে নির্মাতা অমি জানান, দুজন অভিনেত্রী দরকার। চরিত্র ১-এর বয়স ১৮ থেকে ২৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ থেকে ৫ ফুট ৬ ইঞ্চি; নোয়াখালীর আঞ্চলিক ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। চরিত্র ২-এর বয়সও একই, উচ্চতা একই সীমা; বরিশালের আঞ্চলিক ভাষাভাষীদের অগ্রাধিকার। আগ্রহী শিল্পীরা নিজেদের যোগাযোগের তথ্যসহ ভিডিও বাইট পাঠাতে পারবেন ই-মেইল ([email protected]) বা হোয়াটসঅ্যাপ (01868 407 133) নম্বরে। ভিডিও পাঠানোর শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৫। এর মধ্যেই এই ঠিকানায় সঠিক তথ্য পাঠানোর অনুরোধ করেন তিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ আরও বেশি জনপ্রিয় করার জন্য এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এরই মধ্যে ‘নেহাল’ চরিত্রে তৌসিফ মাহবুবের প্রত্যাবর্তন হয়েছে। এর পাশাপাশি আরও কিছু চরিত্র যেমন ‘নতুন কাজের মেয়ে’ বা ‘পাগলা সুজন’র মতো চরিত্র আনা হয়েছে যা এবারের পর্বগুলোতে বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিবে বলে আশাবাদী নির্মাতা অমি। কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে প্রধান চরিত্রগুলোর মধ্যে আছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলমের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন তৌসিফ মাহবুব। এছাড়াও আগের মতোই থাকছেন শিমুল শর্মা, লামিয়া লাম ও পাভেল।
হুমা কুরেশি প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন

হুমা কুরেশি প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। এবার জানা গেল, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি। হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে। এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে। সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও টুঁ-শব্দটি করেননি হুমা কিংবা রচিত। রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা। এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভোটযুদ্ধে নতুন সমীকরণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভোটযুদ্ধে নতুন সমীকরণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নির্ধারিত হয়েছে ভোটগ্রহণের দিন-আগামী ৪ অক্টোবর। ইতিমধ্যে ৩ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে এবং এ মাসের ২০ তারিখ থেকে শুরু হবে নির্বাচনি কার্যক্রম। খসড়া সূচি অনুযায়ী ২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৫ তারিখ জমাদান এবং ২৬ তারিখ যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বোর্ডের সংবিধান অনুযায়ী ১৭১ জন কাউন্সিলরের ভোটেই নির্ধারিত হবে পরিচালনা পর্ষদ। ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে ১২ জন আসবেন ক্লাব ক্রিকেট থেকে, আর বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে থাকবেন ১০ জন প্রতিনিধি, ২ জন এনএসসি থেকে থাকবেন এবং ১ জন অন্যান্য ক্যাটাগরি থেকে নির্বাচিত হন। এরপর নির্বাচিত পরিচালকরা ভোটের মাধ্যমে বেছে নেবেন নতুন সভাপতি।