চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে ১ ও ডায়রিয়ায় ২৮ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে ১ ও ডায়রিয়ায় ২৮ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে শুধুমাত্র গোমস্তাপুরে একজনের দেহে ডেঙ্গুু শনাক্ত হয়েছে। তবে হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী এবং ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৫ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৭ জন, শিবগঞ্জে ২ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৩ জন, গোমস্তাপুরে ১ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ২ জন রোগী। অন্যদিকে গোমস্তাপুর থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৫২। সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে। ডায়রিয়া চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ জন রোগী। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৪ জন, শিবগঞ্জে ৪ জন, গোমস্তাপুরে ৬ জন, নাচোলে ৪ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৩ জন, শিবগঞ্জ থেকে ৬ জন, গোমস্তাপুর থেকে ৫ জন ও নাচোল থেকে ৪ জন বাড়ি ফিরেছেন।
চাঁপাইনবাবগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যহত

চাঁপাইনবাবগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যহত চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি মাঝে কয়েকদিন কমলেও দুই দিন ধরে আবারো বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার, মহানন্দায় ১০ সেন্টিমিটার ও পুনর্ভবায় বেড়েছে ৮ সেন্টিমিটার। তবে এখনো পিৎসীমার অনেক নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে এই তিন নদীর পানি। উল্লেখ্য, পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার। শনিবার চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০.৭১ মিটার; যা শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার বেড়ে সমতল দাঁড়িয়েছে ২০.৮৪ মিটার। অন্যদিকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৮.৭৮ মিটার; যা শনিবার সকাল ৯টা পর্যন্ত ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮.৮৮মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮.৮০ মিটার; যা শনিবার সকাল ৯টা পর্যন্ত ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮.৮৮ মিটার।
রাজশাহীতে বিজ্ঞান উৎসবে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন বিজয়ী

রাজশাহীতে বিজ্ঞান উৎসবে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন বিজয়ী বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা— বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেন এই উৎসবে। শনিবার এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে কুইজ প্রতিযোগিতায় নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ-অষ্টম) পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্কুলের তাহমিদ উল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ষষ্ঠ শ্রেণীর আব্দুল্লাহ আল মুহিত। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন একই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মিনহাজুল মাহিম জীবন এবং সপ্তম স্থান অধিকার করেছেন নবম শ্রেণীর সামিন ইয়াসার সোহাগ। এছাড়া বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেছেন ষষ্ঠ শ্রেণীর তাহমিদ উল ইসলাম। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশ নেয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ ব্যানার্জি ও বিজ্ঞান চিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসারসহ অতিথিবৃন্দ।
এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের নৌ ভ্রমণ অনুষ্ঠিত

এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের নৌ ভ্রমণ অনুষ্ঠিত উননব্বই এর আহবানে মিলেছি আজ প্রাণের টানে এ স্লোগানকে সামনে রেখে এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। আজ সারাদিনব্যাপী পদ্মা ও মহানন্দা নদীতে এ নৌ ভ্রমণ করা হয়। এর পূর্বে এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন এভারগ্রীণ-৮৯ এর প্রতিষ্ঠাতা সভাপতি রায়হানুল ইসলাম লুনা, সাধারণ সম্পাদক হামিদুর রহমান , কোষাধ্যক্ষ টুটুল, নাজমুল আহসান ননী, রফিকুল ইসলাম বাবু সহ অন্যরা। নৌ ভ্রমণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এভারগ্রীণ-৮৯ এর সদস্য মারুফুল হক মারুফ।
কক্সবাজারে প্রয়াসের কর্মনিষ্ঠদের গৌরব যাত্রা ও শিখন সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারে প্রয়াসের কর্মনিষ্ঠদের গৌরব যাত্রা ও শিখন সমাবেশ অনুষ্ঠিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তাদের নিয়ে কক্সবাজারের একটি হোটেলে কর্মনিষ্ঠদের গৌরব যাত্রা ও শিখন সমাবেশ বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে সমাবেশে সভাপতিত্ব করেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য দেন প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, যুগ্ম পরিচালক নাসের উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে মোট ৪০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সমাবেশ শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
নিহত নির্মাণ শ্রমিকের মরদেহ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার, সহকর্মী গ্রেপ্তার

নিহত নির্মাণ শ্রমিকের মরদেহ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার, সহকর্মী গ্রেপ্তার মাদারীপুর সদর উপজেলার শিরখরা গ্রামে একটি ভবন নির্মানকালে কাজের বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সহকর্মী লিটন মিয়ার ধাক্কায় ভবনের দোতলা থেকে নীচে পড়ে নিহত সজিব আলী নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ। নিহত সজিব গোমস্তাপুরের গোপালনগর গ্রামের মর্তুজা আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ লিটনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গতকাল মাদারীপুরে ঘটনার পর আজ ভোরে গোমস্তাপুরে সজিবের মরদেহ উদ্ধার হয় ও লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে মরদেহের সুরৎহাল রিপোর্ট প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে লিটনকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, গতকাল দুপুর পৌনে একটার দিকে ঘটনার পর সহকর্মীরা মাথায় গুরুতর জখম হওয়া সজিবকে উদ্ধার করে মাদারীপুর সদরের কালিবাজার মোহাম্মাদিয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। ওইদিন বিকেল ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব মারা যায়। এরপর নিহত ও অভিযুক্তের তিন সহকর্মী ঘটনার ব্যাপারে মাদারীপুর পুলিশের সাথে যোগাযোগ না করে মরদেহ ও ঘটনায় অভিযুক্তকে সাথে নিয়ে একটি এ্যাম্বুলেন্স ভাড়া করে আজ ভোরে গোমস্তাপুর থানায় হাজির হয়। ওই তিন সহকর্মীর একজনের বাড়ি নাচোল ও দুজনের বাড়ি গোমস্তাপুরে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় গোমস্তাপুর থানায় একটি জিডি হয়েছে। তাকে হত্যার ব্যাপারে লিটনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদারীপুর পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী যথাযথ আইনগত পদক্ষেপ নিবে।
সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু’র মা সাকেরা বেগমের দাফন সম্পন্ন

সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু’র মা সাকেরা বেগমের দাফন সম্পন্ন দৈনিক “চাঁপাই দর্পণ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জুর মা সাকেরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত পোঁনে ২ টার দিকে বার্ধক্যজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। মরহুমা সাকেরা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মরহুম রফিকুল ইসলামের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটে স্থানীয় মোহাম্মদপুর দাখিল মাদ্রসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব, সাংবাদিক, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। তাঁর পারিবারিক সূত্র জানায়, তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ, দানশীলা, অতিথিপরায়ণ, স্নেহময়ী ও গুণী নারী। প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও এলাকার মানুষদের প্রতি তাঁর ছিল অগাধ মমতা। সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের সাহায্য করা, ধর্মীয় কাজকর্মে সক্রিয় অংশগ্রহণ এবং নারীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে তাঁর অবদান এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। পরিবারের প্রতি আন্তরিক ভালোবাসা ও সমাজের প্রতি দায়িত্বশীল মনোভাব তাঁকে করে তুলেছিল সকলের প্রিয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে শুধু পরিবার নয়, সমাজ হারালো একজন নিবেদিত প্রাণ মহীয়সী নারীকে। মরহুমার সন্তান সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু জানান, পরিবারের কাছে তিনি ছিলেন নির্ভরতার স্তম্ভ। সন্তানদের প্রতি সীমাহীন মমতা আর ত্যাগ তাঁকে করে তুলেছিল অমূল্য। আমার জীবনের প্রতিটি ধাপে মায়ের দোয়া ছিল পথচলার মূল শক্তি। আজ সেই মায়ের ছায়া সরে যাওয়ায় ভেঙে পড়েছে পুরো পরিবার। মরহুমার মৃত্যুতে “চাঁপাই দর্পণ” পরিবারসহ চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজ, রাজনৈতিক ও সামাজিক মহল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রেডিও মহানন্দা পরিবার।
কঙ্গোতে পৃথক দুই নৌকাডুবিতে নি*হ*ত অন্তত ১৯৩

কঙ্গোতে পৃথক দুই নৌকাডুবিতে নি*হ*ত অন্তত ১৯৩ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআর কঙ্গো) উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দুই নৌকাডুবির ঘটনায় অন্তত ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন বেশকয়েকজন। কঙ্গোর কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। খবর আলজাজিরা। দেশটির ইকুয়েটর প্রদেশে প্রায় ১৫০ কিমি (৯৩ মাইল) দূরে বুধবার ও বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। কঙ্গোর মানবিক কার্যক্রমবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৫০০ যাত্রীবাহী একটি নৌকা যাত্রা করে। পরে আগুন ধরে উল্টে যায়। দুর্ঘটনাটি ঘটে প্রদেশের লুকোলেলা এলাকার মালাঙ্গে গ্রামবিনাশের কাছে অবস্থিত একটি হোয়েলবোটে। এতে ১০৭ জন নিহত হন। উদ্ধার করা হয় ২০৯ জনকে। কঙ্গোর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় এখনো ১৪৬ জন নিখোঁজ আছেন। একদিন আগে, অন্য আরেক পৃথক দুর্ঘটনা ঘটে। দেশটির বাসানকুসু এলাকায় একটি মোটরচালিত নৌকা উল্টে যায়। এতে অন্তত ৮৬ জন নিহত হন, তাদের অধিকাংশই শিক্ষার্থী, সরকারি গণমাধ্যম জানিয়েছে। দুইটি ঘটনার একটিরও কারণ জানা যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা ৩ দিনের ছুটি পাবেন। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার ১ দিন ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৩ দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা। সূত্র মতে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই ছুটি শুরু হবে; চলবে ৭ অক্টোবর পর্যন্ত তথা টানা ১২ দিন। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তথা স্কুল-কলেজগুলো এই ছুটির আওতায় পড়বে। তবে বাড়তি পাওনা হলো, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এ ছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকা এ দিনটিতেও ঐচ্ছ্বিক ছুটি পাবেন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্বশাসিত, তাই তাদের ছুটির বিষয়টি স্ব স্ব বিশ্ববিদ্যালয় নিজ নিজ প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত দেবে। এদিকে চাকরিজীবীরাও দুর্গাপূজা উপলক্ষে ৩ দিনের ছুটি পাবেন।
সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ২৭৯

সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ২৭৯ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৮৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৫ জন, ঢাকা বিভাগে ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং খুলনা বিভাগে দুজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪৭ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৭৬ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২১ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ জন, রাজশাহী বিভাগে সাতজন, খুলনা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে চারজন এবং ঢাকা বিভাগে দুজন ডেঙ্গুতে মারা গেছেন।