বিশ্বকাপ টিকিটে ২৪ ঘণ্টায় আবেদন দেড় মিলিয়ন 

বিশ্বকাপ টিকিটে ২৪ ঘণ্টায় আবেদন দেড় মিলিয়ন  ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। টুর্নামেন্টের টিকিটের প্রাথমিক আবেদন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। মাত্র ২০ ঘণ্টার মধ্যে দেড় মিলিয়নের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার তথ্যমতে, সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সমর্থকদের কাছ থেকে। এরপরই রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির ভক্তরা। বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি বলেন, এত বিপুল সংখ্যক আবেদনই প্রমাণ করে, ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল ইতিহাসে এক মাইলফলক হয়ে উঠবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর বাছাই শেষে নির্বাচিতদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। আগামী ১ অক্টোবর থেকে নির্দিষ্ট দিন ও সময়ের স্লটে অনলাইনে টিকিট কেনার সুযোগ পাবেন ভক্তরা। সরাসরি ক্রয়ের কোনো সুযোগ থাকছে না। টিকিটের দাম গ্রুপ-পর্বে শুরু হবে ৬০ ডলার (প্রায় ৭,৩০৭ টাকা) থেকে। ক্যাটাগরি অনুসারে এই দাম বাড়তে থাকবে। ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৬,৭৩০ ডলার (প্রায় ৮ লাখ ১৯ হাজার ৬৯৫ টাকা)। তবে চাহিদার ভিত্তিতে দাম ওঠা-নামার সম্ভাবনাও রয়েছে। ফিফা জানিয়েছে, এবার টুর্নামেন্টে থাকছে ৪৮ দল ও ১০৪ ম্যাচ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসর বসবে ১৬ ভেন্যুতে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩টি এবং কানাডায় ২টি। পুরো টুর্নামেন্টে প্রায় ৬.৫ মিলিয়ন দর্শকের উপস্থিতি প্রত্যাশা করছে আয়োজকরা। প্রথম ধাপে শুধুমাত্র ভিসা কার্ডধারীরা আবেদন করতে পারছেন। ফিফা আইডি তৈরি করে নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে হবে এই প্রক্রিয়ায়।

১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: প্রেস সচিব

১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার এ কথা পুনরায় নিশ্চিত করেছেন। যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে ভিন্নমত রয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলার প্রখ্যাত কবি ফররুখ আহমদের পৈতৃক বাড়ি পরিদর্শনকালে শফিকুল আলম আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণার কথা পুনর্ব্যক্ত করেন। তার মতে, রাজনৈতিক বৈচিত্র্য গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক দিক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা খুবই স্বাভাবিক। যদি না থাকত, তাহলে আলাদা দল থাকত না। এসময় তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে, নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন স্থগিত হওয়ার কোন সম্ভাবনা নেই বলেও আশ্বস্ত করেন শফিকুল আলম। পাশপাশি নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি দেন। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার অনুযায়ী নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এ প্রক্রিয়া নস্যাৎ করার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রেস সচিব এটিকে ‘ভিত্তিপ্রস্তর নির্বাচন’ হিসেবে অভিহিত করেন। তার মতে, এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে।

রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদকচক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদকচক্রের ৩ সদস্য গ্রেফতার রাজশাহীর পবা উপজেলা হতে ফেন্সিডিলসহ মাদকচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। আজ র‌্যাব-৫ এর প্রেস নোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২টার দিকে পবা উপজেলার ছোট আমগাছী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল, ৬ টি সীম, ১টি মোটরসাইকেল ও নগদ ৭ হাজার ৫’শ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, পবা থানার আমগাছী এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে কুরাইস আহম্মেদ অরফে মনি (৫০), বেলপুকুর থানার ধাধাইস এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আকরাম হোসেন (৩৮) এবং কাটাখালী থানার কাপাশিয়া গ্রামের মৃত হাবিববুর রহমানের ছেলে নজরুল ইসলাম। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ ও পরস্পরের যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে আমগাছী এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল ঐ ৩ আসামিকে আটক করে। পরবর্তীতে ১নং আসামী কুরাইস আহম্মেদ অরফে মনির বাড়ী তল্লাশী করে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উক্ত আসামীদের বিরুদ্ধে পবা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।