আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে: প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ভালো হবে, তার একটা প্রতিফলন দেখা গেছে ডাকসুতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, আগামী জাতীয় নির্বাচন ভালো হবে, তার একটা প্রতিফলন দেখা গেছে ডাকসুতে।তিনি আশ্বাস দিয়ে বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাতিত্ব করবে না এবং আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রধান উপদেষ্টা বলেছেন, এই সময়সূচি থেকে কেউ সরে আসতে চাইলে তা জাতির জন্য মহাবিপর্যয় ডেকে আনবে বলে জানান প্রেস সচিব। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে। শফিকুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের ইচ্ছায় নয়, সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপরও নির্ভর করে। ‘ইলেকশন করে সোসাইটি, পলিটিক্যাল পার্টিগুলো-তারা যদি চায়, তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব। জনগণ যদি বন্যার পানির মতো ভোট দিতে কেন্দ্রে ছুটে আসেন, তাহলে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না। উদাহরণ হিসেবে ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘জাতীয় নির্বাচন ভালো হবে, তার একটা প্রতিফলন ডাকসুতে দেখা গেছে।
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন জামালরা

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন জামালরা আজ ত্রিভুবন বিমানবন্দর থেকে বেলা ২টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়ারা। এর ঘণ্টা দুয়েকের মধ্যে দেশে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি। দুটি প্রীতি ম্যাচ খেলতে গত ৩ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। তখন পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। এর মধ্যে ৬ সেপ্টেম্বর দুদল একটি প্রীতি ম্যাচও খেলে। যেটায় শেষ হয় গোলশূন্য ড্রয়ে। কিন্তু তারপর মাত্র এক-দেড় দিনের মধ্যে হঠাৎ উত্তপ্ত হয়ে যায় নেপালের রাজনৈতিক পরিস্থিতি। সরকারবিরোধী আন্দোলন রূপ নেয় সহিংসতায়। তাতে ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। নির্ধারিত দিনে দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায়। টানা দেড় দিন ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর গতকাল সন্ধ্যায় ফের সচল হয় কাঠমান্ডু বিমানবন্দর। এ সুযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকার মিলে জামালদের দেশে ফেরার ব্যবস্থা নেয়। যদিও এদিন বেলা সাড়ে ১১টার পর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল জামালদের। তবে দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করার পর অবশেষে প্রায় ৩টার সময় তারা রওনা দেন।
ডিপ ফ্রায়েড প্রন তৈরি করবেন যেভাবে

ডিপ ফ্রায়েড প্রন তৈরি করবেন যেভাবে ঝটপট যেসব খাবার তৈরি করা যায়, চিংড়ির বিভিন্ন পদ তার মধ্যে একটি। চিংড়ি যেমন সুস্বাদু, তেমনই সহজ পদ্ধতি ও অল্প সময়ে রান্না করা যায়। যারা বাইরে গিয়ে একটু মুখরোচক খাবার খেতে পছন্দ করেন তারা বাড়িতে খুব সহজেই তৈরি করে খেতে পারেন ডিপ ফ্রায়েড চিংড়ি। এটি সবাই খেতে পছন্দ করবে। চলুন জেনে নেওয়া যাক ডিপ ফ্রায়েড প্রন তৈরির রেসিপি- তৈরি করতে যা লাগবে: চিংড়ি- ৩০০ গ্রাম ডিম- ১টি আদা-রসুন বাটা- ১/২ চা চামচ মরিচের গুঁড়া- ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া- অল্প পরিমাণ ময়দা- ১/২ কাপ ব্রেড ক্রাম্ব- ১/২ কাপ লবণ- পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন : প্রথমে চিংড়ির খোসা ও মাথা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। এরপর চিংড়ির পেটের দিকে ছুড়ি দিয়ে হালকা দাগ দিতে হবে যাতে চিংড়ি সোজা হয়। এবার চিংড়ির সঙ্গে লবণ, গোলমরিচ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অন্য একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। এবার চিংড়িগুলো একটা একটা করে প্রথমে শুকনো ময়দায় গড়িয়ে এরপর ডিমে চুবিয়ে নিতে হবে। এরপর ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। এভাবে সবগুলো কোট করে নিন। প্যানে তেল গরম করে তাতে চিংড়িগুলো ভালোভাবে ভেজে তুলুন। পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
প্রতিটা মুহূর্ত ভয়ে কাটাচ্ছি : সামান্থা

প্রতিটা মুহূর্ত ভয়ে কাটাচ্ছি : সামান্থা নাগা চৈতন্যের সাথে বিচ্ছেদের পর মানসিক এবং শারীরিক বিপর্যয় কাটিয়ে উঠেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা সামনে এনেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাগা চৈতন্যের সাথে বিচ্ছেদের পর আক্কিনেনি পরিবার সামান্থাকে বিপুল পরিমাণ ভরণপোষণ দিতে চেয়েছিল। কিন্তু মানসিক ভাবে বিপর্যস্ত সামান্থা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ হিসেবে তিনি জানান, সেই কঠিন সময়ে তিনি নাগার সাহচর্য চেয়েছিলেন কিন্তু তা পাননি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সামান্থা বলেন, ‘আমি ভাবতাম বড় তারকা হতে গেলে বছরে পাঁচটা ছবি করতে হবে। বাণিজ্যসফল ছবি দিতে হবে। বড় তারকাদের তালিকায় নিজেকে রাখতে হবে।’তার কথায়, ‘প্রতি শুক্রবারের সাফল্যের উপর নির্ভর করত আমার জীবন। প্রতি মুহূর্তে ভয় পেতাম, যে কোনো সময় আমার জায়গা হয়ত অন্য কেউ নিয়ে নেবে।’ যদিও ব্যক্তিগত জীবনের কঠিন সময় তাকে মানুষ হিসেবে শান্ত করেছে। অভিনেত্রী আরও বলেন, ‘গত দু’বছর ধরে আমার কোনো ছবি মুক্তি পায়নি। বড় ছবি নেই। কিন্তু আমি ভীষণ আনন্দে আছি।’
বক্স অফিসে কত আয় করল ‘দ্য বেঙ্গল ফাইলস’

বক্স অফিসে কত আয় করল ‘দ্য বেঙ্গল ফাইলস’ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এমন সময়ে মুক্তি পাওয়া ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি জন্ম দিয়েছে ব্যাপক বিতর্কের। অনেকেই অভিযোগ করেছেন, ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ইতিহাসকে বিকৃত করে ভোটের আগে ধর্মীয় উস্কানি ছড়াচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের ইতিহাস নিয়ে নির্মিত এই সিনেমাটি সেখানেই মুক্তি পায়নি। অথচ ভারতের অন্যান্য রাজ্যে এটি প্রেক্ষাগৃহে বেশ ভালোভাবেই চলছে। চলুন দেখে নেওয়া যাক, মুক্তির পর বক্স অফিসে ছবিটি কেমন আয় করলো। সিনেমাটির প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, ষষ্ঠ দিনে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর সংগ্রহ প্রায় ৮৮ লাখ রুপি। ছবিটি ভারতের বক্স অফিসে মোট ৯.৮২ কোটি রুপি আয় করেছে। বিতর্কিত ‘ফাইলস’ ট্রিলজির শেষ কিস্তি হলো ‘দ্য বেঙ্গল ফাইলস’, যার আগের দুটি ছবি ছিল ‘দ্য তাশখন্দ ফাইলস’ ও ‘দ্য কাশ্মীর ফাইলস’। ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় ও শেষ কিস্তি। ছবিটিতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, শাশ্বত চট্টোপাধ্যায় এবং সৌরভ দাসের মতো জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন। ছবিটি ১৯৪৭ সালের দেশভাগের পর পশ্চিমবঙ্গের হিন্দুদের ওপর নির্যাতনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বলে নির্মাতাদের দাবি।
ভোরে ঘুম থেকে উঠলে কী লাভ?

ভোরে ঘুম থেকে উঠলে কী লাভ? ভোরে ঘুম থেকে ওঠার বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন— দিনটা ভালোভাবে শুরু করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। ক্রনিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে এবং মনোযোগ বৃদ্ধি হয়। ভোরে ঘুম থেকে ওঠার আরও অনেক উপকারিতা আছে। ব্যায়াম করার জন্য যথেষ্ট সময় পাবেন যদি আপনার কাছে ব্যায়াম করা গুরুত্বপূর্ণ হয়, কিন্তু সময় বের করতে সমস্যা হয়, তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আপনার জন্য কাজ করতে পারে। সকালে প্রথমেই ব্যায়াম করলে শরীর সারাদিন ভালো বোধ করবেন। ব্যায়াম এন্ডোরফিন নিঃসরণ শুরু করে যা আপনার মেজাজ উন্নত করতে পারে। ব্যায়াম মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে পারে এবং শক্তির মাত্রা বাড়াতে পারে। সকালের ব্যায়াম করলে সারাদিন মানসিক চাপ কম অনুভব করবেন, উদ্বেগ কম থাকবে এমনকি শক্তির মাত্রা বেশি অনুভব করবেন। গন্তব্যে পৌঁছানোর জন্য যথেষ্ট সময় পাবেন সকালে ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি ঘর থেকে বের হতে পারবেন। সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারবেন। যার ফলে বিষণ্ণতা এবং উদ্বেগ আপনাকে ছুঁতে পারবে না। ভালো ঘুম তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। চিকিৎসকেরা বলেন, ‘একটানা ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো উচিত। ৫ ঘণ্টার কম বা ৯ ঘন্টার বেশি ঘুম আপনার সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। একটানা ঘুমাতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হরমোনের ভারসাম্য রক্ষা হয়। এমনকি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্থূলতা বা স্ট্রোকের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। সুস্থ ত্বক ঘুমের ঘাটতি থাকলে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে। ফলে ব্রণ, সোরিয়াসিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, ত্বকের বার্ধক্য- দেখা দেয়। ভালো ঘুম আপনার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। ভোরে ঘুম থেকে উঠলে ঘরের বাইরে যাওয়ার আগে ত্বকের যত্ন নেওয়ারও যথেষ্ট সময় পাবেন।
অনুপ্রাণিত হওয়ার জন্য গল্প খুঁজছেন আলিয়া

অনুপ্রাণিত হওয়ার জন্য গল্প খুঁজছেন আলিয়া আলিয়া ভাট এখন আর শুধু অভিনেত্রী নন। তিনি একজন প্রযোজকও। আলিয়া ভাট ২০২১ সালে ‘ইন্টারনাল সানশাইন প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’ নামে নিজস্ব প্রযোজনা সংস্থা গড়ে তোলেন। সেই ব্যানারের সিনেমা ‘ডার্লিংস’ মুক্তি পায় নেটফ্লিক্সে। বর্তমানে সঞ্চয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’–এর শুটিং নিয়ে ব্যস্ত আলিয়া। নানা ঘরানার সিনেমায় কাজ করার পরেও এই অভিনেত্রী মনে করেন, তার ঝুলিতে এমন কোনো সিনেমা নেই, যেটা তার মেয়ে রাহা দেখে খুশি হতে পারে। এক ভিডিও সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘‘মানুষকে এমন কিছু করতে হবে, যা নিজেকেই অনুপ্রাণিত করে। আর সে কারণেই নতুন কিছু চেষ্টা করার তাড়া অনুভব করছি।’’ ধারণা করা হচ্ছে, শিগগিরই আলিয়া কমেডি ঘরানার সিনেমায় অভিনয় করবেন। যদিও গল্পকেই প্রাধান্য দিতে চান আলিয়া। আলিয়া বলেন, ‘‘আমি এমন এক গল্প খুঁজছি, যা আমাকে ভেতর থেকে নাড়া দেবে। সিনেমাটি হতে পারে হিন্দি বা ইংরেজি—ভাষা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আসল হলো গল্প।’’ উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’– সিনেমায় আলিয়ার সহশিল্পী রণবীর কাপুর ও ভিকি কৌশল। স্বামী রণবীরের সঙ্গে এটি তার দ্বিতীয় সিনেমা। এর আগে ব্রহ্মাস্ত্র সিনেমাতে দুইজনকে দেখা গিয়েছিলো।
পর্তুগালে ‘সর্বকালের সেরা’ নির্বাচিত হলেন রোনালদো

পর্তুগালে ‘সর্বকালের সেরা’ নির্বাচিত হলেন রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজ দেশ পর্তুগালে দেওয়া হলো বিশেষ সম্মাননা। পর্তুগিজ লিগের আয়োজনে অনুষ্ঠিত এক গালায় ৪০ বছর বয়সী এ স্ট্রাইকারকে ভোটে বেছে নেওয়া হয়েছে ‘সর্বকালের সেরা খেলোয়াড়’ হিসেবে। আল-নাসরের হয়ে খেলতে থাকা রোনালদোকে আয়োজকরা অভিহিত করেছেন ‘খেলাধুলার অনিবার্য মুখ ও কোটি ভক্তের আইডল’ হিসেবে। পুরস্কার হাতে নিয়ে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় গর্বের মুহূর্ত। আমার সব সতীর্থ, কোচ ও যারা আমাকে বারবার উন্নত হতে সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ’ পর্তুগিজ ফার্স্ট ডিভিশনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘রোনালদো এক যুগকে সংজ্ঞায়িত করেছেন। তার পরিশ্রমী মানসিকতা, প্রতিযোগিতার স্পৃহা ও গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁকে পরিসংখ্যানের বাইরে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ব্যক্তিগত রেকর্ড, দলীয় শিরোপা ও বিশ্বজুড়ে প্রভাব—সবকিছু মিলিয়ে তিনি ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা। ’জাতীয় দলের জার্সিতেও রোনালদো রেখেছেন বিশেষ ছাপ। এখন পর্যন্ত তিনি দেশের হয়ে সর্বোচ্চ ২২৩ ম্যাচে মাঠে নেমেছেন এবং রেকর্ড ১৪১ গোল করেছেন। একই সঙ্গে পর্তুগালের তিনটি বড় শিরোপা—২০১৬ ইউরো, ২০১৯ ও ২০২৫ নেশনস লিগ জয়ে সরাসরি অবদান রেখেছেন এই মহাতারকা।
২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের আসরে এখনো খালি ৩০টি জায়গা

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের আসরে এখনো খালি ৩০টি জায়গা আগামী গ্রীষ্মে বসছে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। এবার মোট ৪৮টি দল অংশ নেবে টুর্নামেন্টে। আয়োজক তিন দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে। আরও ৪৩টি স্থান নির্ধারিত হবে ছয় মহাদেশীয় বাছাইপর্বের মাধ্যমে। আর বাকি দুটি জায়গা নির্ধারণ হবে আগামী মার্চে মেক্সিকোর মন্তেরি ও গুয়াদালাহারায় ছয় দলের আন্তঃমহাদেশীয় প্লে-অফে। এ পর্যন্ত ১৮টি দেশ নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে মূল ড্র। আফ্রিকা নয়টি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে যাবে। সেরা চার রানার্স-আপ নভেম্বরের প্যান-আফ্রিকান প্লে-অফে লড়বে আন্তঃমহাদেশীয় প্লে-অফের একটি জায়গার জন্য। মরক্কো (কাতার ২০২২-এর সেমিফাইনালিস্ট) ও তিউনিসিয়া ইতিমধ্যেই নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। তিউনিসিয়া এখনো পর্যন্ত আট ম্যাচে কোনো গোল হজম করেনি। মিশর শীর্ষে থাকলেও বুর্কিনা ফাসোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের কারণে নিশ্চিত হতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত আরেক মাস। ম্যাচে ইনজুরিতে পড়েছেন স্ট্রাইকার ওমর মামরুশ, যা উদ্বেগের কারণ ম্যানচেস্টার সিটির সমর্থকদের জন্যও। কেপ ভার্দে নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে ওঠার এক জয় দূরে রয়েছে। তারা ১-০ গোলে হারিয়েছে ক্যামেরুনকে। অন্যদিকে সেনেগাল নাটকীয়ভাবে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে হারিয়েছে কঙ্গোকে। নাইজেরিয়ার পরিস্থিতি জটিল হয়ে উঠছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ ড্র করে পিছিয়ে পড়েছে তারা। শৃঙ্খলাজনিত কারণে নিষিদ্ধ থাকা সত্ত্বেও খেলোয়াড় তেবোহো মকোয়েনাকে মাঠে নামানোর অভিযোগে ফিফা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা, তা এখনো অনিশ্চিত। আইভরি কোস্ট, আলজেরিয়া ও ঘানা সরাসরি যোগ্যতা অর্জনের দারুণ অবস্থানে রয়েছে। এশিয়া এশিয়া থেকে সরাসরি যাবে আট দল, আর একটি দল আন্তঃমহাদেশীয় প্লে-অফে লড়বে। জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জর্ডান ও উজবেকিস্তান ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে জর্ডান ও উজবেকিস্তান। বাকি দুটি জায়গার জন্য লড়ছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, ওমান, সৌদি আরব ও ইন্দোনেশিয়া। বিশেষ নজর থাকবে সৌদি আরবের দিকে। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া দেশটি কি না এবারই বাদ পড়ে যায়? অক্টোবরে তারা জেদ্দায় মুখোমুখি হবে ইন্দোনেশিয়া ও ইরাকের। ইউরোপ ইউরোপ থেকে সরাসরি যাবে ১২ গ্রুপের চ্যাম্পিয়ন দল। বাকি চার জায়গা নির্ধারিত হবে রানার্স-আপ ও নেশনস লিগের সেরা দলদের মধ্যে প্লে-অফের মাধ্যমে। ইংল্যান্ডের অবস্থা দারুণ আশাব্যঞ্জক, কিন্তু ইতালি, জার্মানি ও সুইডেনের জন্য সময়টা কঠিন হয়ে উঠছে। সুইডেন এখন শীর্ষ দল সুইজারল্যান্ডের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে। বিপরীতে নরওয়ে দুর্দান্ত ফর্মে, পাঁচ ম্যাচে শতভাগ জয় নিয়ে অনেকটা এগিয়ে রয়েছে। জার্মানি নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে, যদিও তারা উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। স্কটল্যান্ড ও ওয়েলসের আশা এখনো টিকে আছে, কিন্তু আয়ারল্যান্ড বড় ধাক্কা খেয়েছে আর্মেনিয়ার কাছে ২-১ গোলে হেরে। বর্তমানে শীর্ষে থাকা দলগুলো হলো: ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, সুইজারল্যান্ড, নরওয়ে, বসনিয়া, উত্তর মেসিডোনিয়া ও স্লোভাকিয়া। উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে যাবে। রানার্স-আপ দুই দল সুযোগ পাবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে। এখানে জ্যামাইকা, সুরিনাম ও হন্ডুরাস ভালো অবস্থানে আছে। ওশেনিয়া ওশেনিয়া থেকে একমাত্র সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। বাকি একটি সুযোগ নিয়ে মার্চে প্লে-অফে খেলবে নিউ ক্যালেডোনিয়া। দক্ষিণ আমেরিকা এই অঞ্চলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে যায়। ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে। সপ্তম হয়ে আন্তঃমহাদেশীয় প্লে-অফে উঠেছে বলিভিয়া, যারা চমক দেখিয়ে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিলকে।
নেপাল থেকে দেশের পথে জাতীয় ফুটবল দল

নেপাল থেকে দেশের পথে জাতীয় ফুটবল দল নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় দুপুর আড়াইটায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে দলটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করছেন।বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর থেকে নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হন। উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ খেলোয়াড়দের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়।