শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী, তোজাম্মেল হক ওরফে তেজু নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গত ১০ বছর ধরে পলাতক ছিলেন। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস.এম শাকিল হাসান বলেন, গতকাল রাতে গাপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌর ইসরাইল মোড়ে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ একদল পুলিশ অভিযান চালায় এবং ঐ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি শিবগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডের চকদৌলতপুর মহল্লার ইউনুসের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ২০১৫ সালের ২০ আগষ্ট শিবগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হন তোজাম্মেল। এরপর জামিন নিয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারী আসামীর অনুপস্থিতিতেই মামলার রায়ে তার সাজা হয়। এরপর গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিবগঞ্জে উদ্যোক্তা নির্বাচনে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত

শিবগঞ্জে উদ্যোক্তা নির্বাচনে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ এর আওতায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শিবগঞ্জ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিউনিটি আউটরিচ প্রোগ্রামে সভাপতিত্ব করেন, শিবগঞ্জ শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চাঁদ। এ সময় বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল ইসলাম, রেইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আলম বিশ্বাস, ইউনিট-৮ ব্যবস্থাপক নাইমুল ইসলাম, তরুণ উদ্যোক্তা জামিলা খাতুন। প্রোগ্রামের শুরুতে রেইজ প্রকল্প সম্পর্কে আলোচনা করেন, কেস ম্যানেজমেন্ট অফিসার রাসেল আহমেদ, লাইফস্কিল অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ মারুফ হোসেন। এ সময় প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল ও রেইজ প্রকল্পের শিক্ষনবিশ ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক সহযোগিতায় আউটরিচ প্রোগ্রামের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

সকালেই হোক সুস্থতার শুরু

সকালেই হোক সুস্থতার শুরু ইংরেজি একটি প্রবাদ আছে ‘মর্নিং শোজ দ্য ডে’ অর্থাৎ দিনের শুরুর কর্ম উদ্যমতাই আপনাকে সাফল্যের পথে নিয়ে যায়। আরেকটু ভেঙে বললে বলা যায় যে, সকালের যেকোনো সুস্থ অভ্যাস আপনাকে ধীরে ধীরে কর্মঠ এবং আত্মবিশ্বাসী করে তোলে। চলুন স্বাস্থ্যকর অভ্যাসগুলো জেনে আসা যাক। এক তাড়াহুড়ো করে দিন শুরু করার কোনো প্রয়োজন নেই। আস্তে-ধীরে শুরু করুন। প্রাকৃতিক আলো যেন আপনাকে জাগিয়ে তুলতে পারে। দুই নিশ্বাস নিন। মেডিটেশন কিংবা ধ্যানে বসুন এবং নিজেই নিজেকে কয়েকটি বিষয় বলুন- পাঁচটি জিনিস যা আপনি দেখতে পাচ্ছেন, চারটি জিনিস যা অনুভব করতে পারছেন, তিনটি জিনিস যা শুনতে পাচ্ছেন, দুইটি জিনিস যার গন্ধ শুঁকতে পারছেন এবং একটি জিনিস যার স্বাদ নিতে পারছেন। তিন ঘরে টেলিভিশন চললে বন্ধ করে দিন। এমনকি মোবাইলফোন থেকেও দূরে থাকুন। চাইলে ব্যাকগ্রাউন্ডে হালকা কোনো গান বাজাতে পারেন। চার প্রাতরাশ করার পূর্বে বড় এক গ্লাস পানি পান করুন। চাইলে ভেষজ চা-ও পান করতে পারেন। পাঁচ পেট ভরে সুষম খাবার দিয়ে নাস্তা করুন। যেমন- আটার রুটি, ওটমিল, সবজি, ফল, ডিম ইত্যাদি। ছয় নিজের সঙ্গে কিছুক্ষণ কথা বলুন। যেমন- সেদিন কী করতে চান, আপনার পরিকল্পনা কী কিংবা আপনি কেমন বোধ করছেন ইত্যাদি। টু-ডু লিস্ট কিংবা কর্মতালিকায় চোখ বুলিয়ে দেখুন। এটি আগের রাতেই ঘুমের পূর্বে তৈরি করে রাখবেন। আট কাজ শুরু করার পূর্বে টেবিলে একবার চোখ বুলান। দেখুন গোছানো আছে কিনা। না গোছানো থাকলে গুছিয়ে তারপর কাজে হাত দিন।

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবি, ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবি, ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে সরকারকে আলটিমেটাম দিয়েছেন প্রাথমিকের শিক্ষকরা। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মেনে নিলে পরদিন ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি করবেন সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ বিকেল ৪টার দিকে শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকরী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ মহাসমাবেশ আয়োজন করে। শিক্ষকদের দাবিগুলো হলো—প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের দাবি মেনে না নিলে ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষক ঐক্য সংগঠন আমরণ অনশন শুরু করবে।

নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিংয়ে টাইগাররা, একাদশে সাইফ

নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিংয়ে টাইগাররা, একাদশে সাইফ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন সাইফ হাসান। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। আজকের একাদশে বড় চমক সাইফ হাসান। তার সঙ্গে চমক দেখিয়ে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন নুরুল হাসান সোহানও। তবে উইকেটরক্ষক এই ব্যাটারের জায়গা হয়নি। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের জার্সি আরও আগেই গায়ে দিয়েছেন সাইফ। লাল-সবুজ জার্সিতে ৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে হাংজুতে এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। বাংলাদেশ একাদশ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম। নেদারল্যান্ডস একাদশ ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শরিজ আহমেদ, নোয়া ক্রোস, কাইল ক্লেইন, টিম প্রিংগেল, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন, ড্যানিয়েল ডোরাম।

‘বাগি ৪’ টাইগার-সঞ্জয়ের ট্রেলারে ভয় ধরাচ্ছে

‘বাগি ৪’ টাইগার-সঞ্জয়ের ট্রেলারে ভয় ধরাচ্ছে ‘বাগি ৪’ সিনেমার টিজার দেখার পর অধীর আগ্রহে দর্শকরা অপেক্ষা করেছিলেন ট্রেলার মুক্তির জন্য। কয়েক সেকেন্ডের টিজারেই ধারণা করা গেছে, সিনেমাটিতে দেখা যাবে ভরপুর অ্যাকশন। তবে ট্রেলার যে এতটা মারাত্মক ও ভয় জাগানিয়া হতে পারে, তা হয়তো স্বপ্নেও কেউ ভাবতে পারেননি। ৩ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে দেখানো হয়েছে এটি প্রেমের গল্প। যেখানে টাইগার তার মৃত প্রেমিকার প্রেমে আচ্ছন্ন। সে কিছুতেই স্বীকার করতে চায় না তার প্রেমিকার মৃত্যু হয়েছে। নৌবাহিনী অফিসার হওয়া সত্ত্বেও টাইগারের জীবন ছারখার হয়ে যায় প্রেমিকার মৃত্যুর পর। টাইগার প্রেমিকাকে খুঁজে বের হলে অনেকেই মনে করছেন, যাকে টাইগার খুঁজে বেড়াচ্ছেন তার অস্তিত্বই নাকি নেই। কিন্তু তাহলে? হয় প্রেমিকা রয়েছেন না হলে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য। তবে গল্প যাই হোক না কেন, টাইগারের অসাধারণ অ্যাকশন বারবার নজর কেড়েছে। তবে শুধু টাইগার একা নন, ট্রেলারে নজর কেড়েছেন সঞ্জয় দত্তও। অবিকল রণবীরের মতোই অ্যাকশনের মুডে দেখা গেছে এ অভিনেতাকে। সিনেমাটিকে অ্যানিমেলের সঙ্গে তুলনা করার আরও একটি বড় কারণ হলো, এই সিনেমাতেও সৌরভ সচদেব অভিনয় করেছেন। পার্থক্য শুধু এইটুকুই, ববি দেওলের পরিবর্তে এই সিনেমায় সঞ্জয় দত্ত রয়েছেন। সিনেমায় হরনাজ সান্ধু এবং সোনামকেও দেখা গেছে দুর্দান্ত অ্যাকশন মুডে। সিনেমাটিতে টাইগারের বন্ধুর ভুমিকায় অভিনয় করেছেন শ্রেয়স তলেপাড়ে। অনেকদিন বাদে এইরকম চরিত্রে অভিনয় করছেন তিনি। অনেকে মনে করছেন সিনেমাটি ‘গজনী’ থেকে অনুপ্রাণিত হয়েছে। শুধু অ্যাকশন নয়, সিনেমার গল্পটিও যে অসাধারণ হবে, সেই বিষয় নিয়ে আশাবাদী দর্শকরা।‘বাগি ৪’ সিনেমাটি নিয়ে খুবই আশাবাদী টাইগার শ্রফ। দুর্ভাগ্যবশত আগের সিনেমাগুলো বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ প্রমাণিত হয়েছিল। আগামী ৫ সেপ্টেম্বর এ সিনেমাটি মুক্তির পর ব্যর্থতার সেই ক্ষত কিছুটা মুছবে বলে মনে করছেন টাইগার।

আহত নুরকে নিয়ে বিতর্কিত পোস্টে যা লিখলেন জয়

আহত নুরকে নিয়ে বিতর্কিত পোস্টে যা লিখলেন জয় রাজধানীর কাকরাইলে হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবর রহমান মঞ্জু। আহত নুরের জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও নেতাকর্মীরা। এদিকে নুরকে নিয়ে পোস্ট করে বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি নুরুল হক নুরের সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। গতকাল নুর আহত হওয়ার পর ফেসবুকে একটি পোস্ট করেন জয়। সেখানে তিনি উল্লেখ করেন, ‌“ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছে। আপনি সুস্থ হয়ে ওঠেন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ। এই পোস্টটি নিয়ে মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ মন্তব্য করেছেন, “মানুষের মনুষ্যত্বের বড়ই অভাব।” কেউ আবার জয়কে সমালোচনা করে লিখেছেন, “ভয়াবহ শব্দটা তো ভয়াবহ!” কিছু নেটিজেন হাস্যরসাত্মক মন্তব্য করেছেন, “হাসপাতাল থেকে লাইভ করেন, জয় ভাই! একজন লিখেছেন, “একটা আহত মানুষকে নিয়েও ভিউ ব্যবসা করতে হবে?

আসিফ আকবর ঐ চেয়ার নির্লজ্জদের জন‍্যই

আসিফ আকবর ঐ চেয়ার নির্লজ্জদের জন‍্যই বৈষম্যবিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। নিজের সন্তানকে নিয়েও রাজপথে নামেন এ সংগীতশিল্পী। ৫ আগস্টের পর নতুন সরকারকে দারুণভাবে সমর্থন করেন তিনি। এমনকি সে সময় আসিফ জানিয়েছিলেন তিন মাস পরেই সরকারের আলোচনা-সমালোচনা করবেন। বর্তমানে সেই ভূমিকায় দেখাও যাচ্ছে তাকে। অন্যায় দেখলে প্রতিবাদ জানাতে দেখা যায় এ গায়ককে। শুক্রবার ২৯ আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। গায়ক আসিফ আকবরও পোস্ট করলেন রাজনীতিকে কেন্দ্র করে। শনিবার ৩০ আগস্ট ফেসবুকে এক পোস্টে রাজনৈতিক দলের নেতাদের নির্লজ্জতার কথা উল্লেখ করেন তিনি। নিজের পোস্টে আসিফ লেখেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত‍্যাগ করে না, তারা নির্লজ্জ্ব। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জ্বদের জন‍্যই। পোস্টে কোনো নাম উল্লেখ না করলেও অনুরাগীদের অনেকেই মন্তব্য করে লিখেছেন, আসিফ আকবর মূলত আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেই পোস্টটি করেছেন। শুক্রবার ২৯ আগস্ট রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সেই পোস্টে মন্তব্য করে ক্ষোভ জানিয়েছেন অনেকে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহও তার পোস্টে মন্তব্য করে তাকে দায়িত্ব ঠিকঠাক পালনের আহ্বান জানান।

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হলো রেকর্ড দামে

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হলো রেকর্ড দামে অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক ব্যাগি গ্রিন টুপি নিলামে বিক্রি হয়েছে চার লাখ মার্কিন ডলারেরও বেশি দামে। অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আইকনিক এই জিনিসটির প্রতি বিডারদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটারদের একজন ডন ব্র্যাডম্যান ১৯২৮ সালে টেস্ট ক্যারিয়ার শুরু করেন। তার ক্যারিয়ারজুড়ে ব্যবহৃত ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্কৃতির অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবার সেটিই উঠেছিল নিলামে যেখানে একাধিক ব্যক্তি টুপিটি পাওয়ার জন্য নিলামে অংশ নেন। শেষ পর্যন্ত টুপিটি বিক্রি হয়েছে চার লাখ ডলারেরও বেশি মূল্যে, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার কোটি টাকার সমান। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার জাদুঘর ক্যাপটি নিজেদের সংগ্রহে নিয়েছে। তবে এটি কেনার অর্ধেক খরচ দিয়েছে ফেডারেল সরকার। ক্যাপটি ১৯৪৬-৪৭ মৌসুমে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পরেছিলেন ব্র্যাডম্যান। তার নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল অজিরা। প্রচলিত আছে, ব্র্যাডম্যানের ১১টি ক্যাপ আছে, যার মধ্যে এটি একটি। তার আরেকটি ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে স্থান পেয়েছে। বাকি ৯টি এখনও ব্যক্তি মালিকানায় আছে।

চরম অর্থকষ্টে অপু বিশ্বাস

চরম অর্থকষ্টে অপু বিশ্বাস অনেক দিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবরে নেই ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন এ অভিনেত্রী। পাশাপাশি নিজের পারিবারিক ব্যবসায়ও সময় দিচ্ছেন তিনি। তবে এর মধ্যে বিভিন্ন সময়ে ব্যক্তিগত জীবনের বিভিন্ন ইস্যু ঘিরে তাকে নিয়ে চলে আলোচনা-সমালোচনা। গত কয়েক বছর ধরেই এই নায়িকার প্রফেশনাল ক্যারিয়ারের থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনা হয়েছে ভক্তমহলে। কারণ হাতে সিনেমার কাজ না থাকলেও প্রাক্তন স্বামী শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। একাধিক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে নিজের ব্যবসা ও সন্তান নিয়েই যত ব্যস্ততা। পাশাপাশি চেষ্টা করছেন শাকিব খানের পরিবারের সঙ্গে সুন্দর কিছু সময় কাটানোর। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তিনি এখন আর্থিকভাবে সফল একজন নারী। এতে তিনি আরও জানিয়েছেন, এতো এতো সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পরও একটা সময় নিদারুণ অর্থকষ্টে ভুগেছেন। সময়টা ছিল ২০১৭ সাল। যখন সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর ভারত থেকে দেশে ফেরেন তিনি। অপুর কথায়, ছেলেকে নিয়ে দেশে ফেরার পর হাতে একেবারেই কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিদিন কীভাবে হিসেব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি।’ অর্থকষ্ট মেটাতে নিজের গয়না পর্যন্ত বিক্রি করেছিলেন এই নায়িকা। সেই ঘটনার স্মৃতিচারণ করে অপু বলেন, ‘আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই কোন সোনার গয়না পছন্দ হয়ে যেত কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অংকের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেবার চেষ্টা করছি। ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকাল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে অপু বিশ্বাস। তবে প্রকৃত অর্থে তিনি আলোচনায় আসেন ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনীত ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে। ছবিটি ব্যবসাসফল হওয়ার পাশাপাশি ঢালিউডে নতুন তারকা জুটির জন্ম দেয়- শাকিব খান ও অপু বিশ্বাস। পরবর্তীতে তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘রাজনীতি’, ‘পাখি’, ‘চাচ্চু’, ‘শত্রু আমার’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মায়া: দ্য লাভ’, ‘দুই পৃথিবী’সহ ডজনখানেক ছবিতে। অপু বিশ্বাস মূলত বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করেছেন এবং তাকে ঢালিউডের ‘নায়িকা নাম্বার ওয়ান’ এবং ‘ঢালিউড কুইন’ হিসেবেও অভিহিত করা হয়। অভিনয়ের পাশাপাশি নৃত্য, রূপ ও অভিব্যক্তির কারণে দর্শকের কাছে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১০-এর দশকে তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন।