চীন-ভারত সম্পর্ক আরও ঘনিষ্ঠ 

চীন-ভারত সম্পর্ক আরও ঘনিষ্ঠ   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ তীব্র করার সময়ই ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠানো চীনা প্রেসিডেন্টের এক গোপন চিঠির মাধ্যমে দুপক্ষে সম্পর্ক মেরামতের চেষ্টা শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুতে যখন চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ তীব্র করছিলেন, তখনই বেইজিং নীরবে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা শুরু করে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমুকে ব্যক্তিগতভাবে একটি গোপন চিঠি পাঠিয়েছিলেন। যদিও চিঠি রাষ্ট্রপতি মুরমুর কাছে পাঠানো হয়েছিল, তারপরও চিঠিটির বার্তা দ্রুতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছায়। চিঠিতে শি জিনপিং যুক্তরাষ্ট্র-ভারতের যে কোনও সম্ভাব্য চুক্তি বেইজিংয়ের স্বার্থে ক্ষতিকর হতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট বেইজিংয়ের উদ্যোগ পরিচালনার জন্য একজন প্রাদেশিক কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। জুনে মোদী সরকার চীনের এই উদ্যোগকে গুরুত্ব দেওয়া শুরু করে। তখন ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনা এবং ট্রাম্পের শুল্ক হুমকি নিয়ে টানাপোড়েন চলছিল। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতের পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে ট্রাম্প যুদ্ধবিরতি করার দাবি নিয়ে সরব হওয়ায় নয়াদিল্লি বিরক্ত ছিল। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতকে চীনের পাল্টা ভারসাম্য হিসেবে গড়ে তুলতে চেয়েছে। কিন্তু ট্রাম্প হঠাৎ ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়ে সেই কৌশলকেই দুর্বল করে দেন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শুল্ক নীতিতে ক্ষুব্ধ হয়ে ভারত ও চীন ২০২০ সালের সীমান্ত সংঘাতের পরেও সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা ত্বরান্বিত করতে সম্মত হয়। দুই দেশ দীর্ঘমেয়াদি সীমান্ত বিরোধ নিয়ে নতুন করে আলোচনার প্রতিশ্রুতি দেয়। এর ফলে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে সরাসরি যাত্রী ফ্লাইট শুরু হতে পারে। বেইজিং ভারতকে ইউরিয়া সরবরাহে বিধিনিষেধ শিথিল করেছে। ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন বন্ধ থাকা চীনা নাগরিকদের পর্যটন ভিসাও পুনরায় চালু করা হয়েছে। অদ্ভুত হলেও, সম্পর্ক পুনরুজ্জীবনের সূচনা ট্রাম্পের শুল্ক নীতি থেকেই হয়েছে—যা মূলত বেইজিং এবং পরে ভারতের ওপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে ছিল। মার্চে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে আহ্বান জানায় “আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধিতা” করার জন্য। শি নিজেই বলেন, “হাতি ও ড্রাগনকে একসঙ্গে নাচানোই একমাত্র সঠিক পথ।”জুলাইয়ে চীনা কর্মকর্তারা একই রূপক ব্যবহার করতে থাকেন। রাষ্ট্রায়ত্ত্ব দৈনিক গ্লোবাল টাইমস আরেক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক মোকাবেলা করতে দুই এশীয় শক্তির মধ্যে “ব্যালে নৃত্য” করার আহ্বান জানায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, মোদী এ সপ্তাহে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য চীনে যাবেন। সেখানে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এটি প্রধানমন্ত্রী মোদীর চীনে সাত বছরের বেশি সময় পর প্রথম সফর। এর আগে তারা শেষবার গত বছরের রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে সাক্ষাৎ করেছিলেন। চীনা-গ্লোবাল সাউথ প্রজেক্টের প্রধান সম্পাদক এরিক ওল্যান্ডার রয়টার্সকে বলেন, “শি সম্মেলনকে ব্যবহার করবেন দেখানোর জন্য যে, যুক্তরাষ্ট্র-পরবর্তী নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থা কেমন হতে পারে এবং জানুয়ারি থেকে হোয়াইট হাউজের চীন, ইরান, রাশিয়া ও ভারতের বিরুদ্ধে নেওয়া প্রচেষ্টা প্রত্যাশিত ফল দেয়নি। তিনি আরও বলেন, “ব্রিকস কতটা ট্রাম্পকে হতবাক করেছে, তা দেখলেই বোঝা যায়—এই জোটগুলো ঠিক সেই উদ্দেশ্যেই তৈরি।” ২০০১ সালে এসসিও প্রতিষ্ঠার পর এ বছরের সম্মেলনটি সর্ববৃহৎ হবে।

সংগীতের ২৫ বছর উদ্‌যাপন, অস্ট্রেলিয়া মাতাবেন তাহসান

সংগীতের ২৫ বছর উদ্‌যাপন, অস্ট্রেলিয়া মাতাবেন তাহসান দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন এই তারকা। আগামী সেপ্টেম্বরে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করবে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’। শুক্রবার ২৯ আগস্ট সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটা জানান তাহসান। সেখানে একটি ফটোকার্ড শেয়ার করেন যেখানে তাদের অস্ট্রেলিয়া সফরের বিস্তারিত শিডিউল ও উল্লেখ করা হয়। কনসার্টের সময়সূচিতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ৬ সেপ্টেম্বর থাকছে শো। এছাড়াও ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে, ১৩ সেপ্টেম্বর সিডনিতে, ২০ সেপ্টেম্বর মেলবোর্নে এবং ২৭ সেপ্টেম্বর পার্থ-এ। বলা বাহুল্য, পুরো মাসজুড়েই অস্ট্রেলিয়া মাতিয়ে রাখবেন দেশের এই গায়ক। সামাজিকমাধ্যমে খবরটি প্রকাশের পর থেকেই তাহসানের শ্রোতারা অধীর আগ্রহে আছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ায় থাকা ভক্তরা, যারা দীর্ঘদিন ধরে তার কনসার্টের অপেক্ষায় ছিলেন। ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে তাহসানের সংগীত জগতে পথচলা শুরু হয়েছিল। এরপর তিনি একক শিল্পী হিসেবে এবং পরবর্তীতে ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন।

নির্বাচনে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে : সিইসি

নির্বাচনে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে : সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ‘নিত্যনতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো আগে ছিল না। নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে রয়েছে-রাজনীতি, আইনশৃঙ্খলা বা অন্যান্য বিষয় সংক্রান্ত। আগেও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ কমবেশি ছিল। তবে এখন হয়তো এর মাত্রাটা একটু বেশি।’ এআইয়ের চ্যালেঞ্জের প্রসঙ্গ উল্লেখ করে সিইসি বলেন, কিন্তু অন্যান্য চ্যালেঞ্জের তুলনায় এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-এর ব্যবহার এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের চ্যালেঞ্জ আগে ছিল না। কেমন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে, যেটা আমরা এখনো জানি না। আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সুতরাং আমরা সেন্ট্রাল ডেটা সেল করব মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন মোকাবিলা করার জন্য। আর এটাকে আমাদের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে। ম্যাসেজটা গ্রামে-গঞ্জে, চর এলাকা, পাহাড়ী এলাকায়সহ সব জায়গায় নিয়ে যেতে হবে। যারা ট্রেনিং নিবেন তারা এই দায়িত্ব পালন করবেন। মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন যাতে প্রপারলি অ্যাড্রেস হয় সেই ম্যাসেজ আপনারা পৌঁছে দেবেন। তিনি বলেন, যেকোনো নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতার বিষয়ে আপনারা জোর দেবেন। তিনি ভোট গ্রহণে সম্পৃক্ত নির্বাচন কর্মকর্তাদের আইন, বিধি জানার পাশাপাশি নৈতিকতা, সততার সাথে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন। সিইসি বলেন, ট্রেনিংকে সিরিয়াসলি নিতে হবে। প্রশিক্ষণের ওপর আমাদের সফলতা নির্ভর করছে। প্রশিক্ষণের বটম লাইন হচ্ছে- পেশাদারিত্ব ও নিরপেক্ষতা।

তরুণরাই দেশের ভবিষ্যত পুনর্গঠন করবে : পররাষ্ট্র উপদেষ্টা

তরুণরাই দেশের ভবিষ্যত পুনর্গঠন করবে : পররাষ্ট্র উপদেষ্টা জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বাংলাদেশের তরুণরাই শেষ পর্যন্ত জাতীয় রাজনীতি ও প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সাজাবে। এর মাধ্যমে তারা দেশকে অতীতের বিভাজন থেকে সরিয়ে আরো গঠনমূলক ও জ্ঞানভিত্তিক ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। আজ শুক্রবার ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা ড. মো. তৌহিদ হোসেন এ কথা বলেন। সম্মেলনে নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা দক্ষিণ এশিয়া অঞ্চলের রাজনীতি, অর্থনীতি ও ভূ-রাজনীতির আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘তারা (তরুণরা) হয়তো চলার পথে ভুল করবে, কিন্তু সময় ও অভিজ্ঞতার সাথে তারা একটি শক্তিশালী ও নিরপেক্ষ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে।’ ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘তাদের দৃঢ়তা ও সাহস না থাকলে আজ আমরা যে পরিবর্তন দেখছি, তা সম্ভব হতো না।’ তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, নতুন প্রজন্ম বাংলাদেশকে অতীতের রাজনৈতিক অস্থিতিশীলতায় ফিরে যেতে দেবে না।

‘আম্মাজান’ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে যা বলেছেন

‘আম্মাজান’ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে যা বলেছেন ‘আম্মাজান’ সিনেমার অভিনেত্রী শবনম। জনপ্রিয় এ অভিনেত্রী বেশ কিছুদিন বসবাস করেছেন পাকিস্তানেও। গত শতকের ষাটের দশকে অভিনয় শুরু করে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন তিনি। ১৯৮৮ সাল থেকে একই সঙ্গে শবনম ঢাকা ও লাহোরের সিনেমায় অভিনয় করেছেন। নব্বই দশকের শেষভাগে ঢাকায় স্থায়ী হন তিনি। সম্প্রতি বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা হয় এই অভিনেত্রীর। কী বললেন তিনি পাকিস্তানের এই রাজনীতিককে? ইসহাক দারের সফর উপলক্ষে গত রোববার রাতে নৈশভোজের আয়োজন করে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাস। সেখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা ও ঢাকার বিশিষ্টজনেরা। আমন্ত্রিত অতিথিদের অন্যতম অভিনেত্রী শবনম ও তার ছেলে রনি ঘোষ। ষাট থেকে নব্বই দশক, বাংলাদেশ আর পাকিস্তান মিলিয়ে প্রায় ১৮৫টি সিনেমায় অভিনয় করেন শবনম। এই অভিনেত্রী সর্বোচ্চ ১৬ বার পাকিস্তানি সিনেমার সর্বোচ্চ সম্মাননা নিগার অ্যাওয়ার্ড লাভ করেছেন। বছর কয়েক আগে পাকিস্তান সরকার দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সিতারা-ই-ইমতিয়াজ-এ সম্মানিত করেন শবনমকে। এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তান মিলিয়ে বহু সম্মাননা পেয়েছেন নন্দিত এই অভিনেত্রী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে যা বলেছেন ‘আম্মাজান’ রোববারের নৈশভোজে শবনমের কুশল জিজ্ঞেস করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। শবনমও তার কুশোলাদি জিজ্ঞেস করেন। পাশাপাশি দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তার সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। ইসহাক দারও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পক্ষ থেকে শবনমকে শুভেচ্ছা জানান। ওই নৈশভোজে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যকার চলচ্চিত্র ও সাংস্কৃতিক বিনিময় স্বাভাবিক করতে যৌথভাবে কাজ করবেন তারা। এ দিন সন্ধ্যায় রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বরেণ্য অভিনেত্রী শবনমের আসল নাম ঝর্ণা বসাক। ১৯৪৬ সালের ১৭ আগস্ট ঢাকার নবাবপুরে তার জন্ম। ১৯৬১ সালে মুক্তি পাওয়া এহতেশাম পরিচালিত ‘হারানো দিন’ সিনেমার পর থেকে শবনম নামে পরিচিতি পেতে শুরু করেন অভিনেত্রী। ১৯৬২ সালে একই নির্মাতার ‘চান্দা’ সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘এ দেশ তোমার আমার’, ‘হারানো দিন’, ‘আমার সংসার’, ‘কখনো আসেনি’, ‘চোর’, ‘জোয়ার ভাটা’, ‘জুলি’, ‘নবারুণ’, ‘নাচঘর’, ‘নাচের পুতুল’, ‘সন্ধি’, ‘রাজধানীর বুকে’, ‘সহধর্মিণী’ ইত্যাদি। ১৯৬৮ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন শবনম। ঢাকায় তার সর্বশেষ আলোচিত সিনেমা ‘আম্মাজান’। এ সিনেমায় অভিনয় করে সব বয়সী দর্শকের কাছে ‘আম্মাজান’ হিসেবে পরিচিতি পান তিনি। ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অভিনেতা মান্না। মুক্তির পর সুপারহিট হয় ছবিটি।

টানা বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ

টানা বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল। এই সিরিজকে ঘিরে সিলেটের ক্রিকেটপ্রেমীদের মাঝেও আছে উন্মাদনা। তবে টানা বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গত কয়েকদিন ধরে সিলেটে টানা ভারী বর্ষণ হচ্ছে। এতে স্টেডিয়ামের আউটফিল্ড ভিজে গেছে এবং উইকেট ঢেকে রাখা হলেও মাঠ পুরোপুরি খেলার উপযোগী করতে সময় লাগতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরও কয়েকদিন সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টি বাধায় সিরিজের সবগুলো ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত ইয়েমেনের রাজধানী সানায় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ২৯ আগস্ট ইসরায়েলের বিমান হামলায় প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের গণমাধ্যম আল-জুমহুরিয়া টেলিভিশন ও দৈনিক ‘আদেন আল-গাদ’। হামলায় তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীরও মৃত্যু হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। তবে ইসরায়েল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বৃহস্পতিবার আরেকটি পৃথক হামলায় হুথি নেতৃত্বের ওপর বড় ধরনের আঘাত হানার চেষ্টা হয়। খবর অনুযায়ী, রাজধানীর বাইরে হুথি নেতা আবদুল মালিক আল-হুথির ভাষণ শোনার জন্য জড়ো হওয়া ১০ জন শীর্ষ মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলের চ্যানেল ১৩ জানিয়েছে, রাজনৈতিক সূত্রগুলোর দাবি, হামলাটি সফল হয়েছে এবং ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াই-নেট জানিয়েছে, হুথিদের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ওই বৈঠকের তাৎক্ষণিক তথ্য সরবরাহ করে হামলার সমন্বয় ঘটায়। ভারী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেও লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়। হামলার সময় আবদুল মালিক আল-হুথি সরাসরি ভাষণ দিচ্ছিলেন। তবে তিনি বুঝতে পারেননি যে তাঁর শীর্ষ কর্মকর্তারা হামলার শিকার হচ্ছেন।লক্ষ্যবস্তুদের মধ্যে ছিলেন হুথিদের প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মদ নাসের আল-আত্তাফি ও সেনাপ্রধান মুহাম্মদ আল-গামারি। আল-আত্তাফি ২০১৬ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রী পদে আছেন ও ইরানি বিপ্লবী গার্ড ও হিজবুল্লাহর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। সেনাপ্রধান গামারিও লক্ষ্যবস্তু ছিলেন। জুন মাসে এক হামলায় তিনি গুরুতর আহত হলেও বেঁচে গিয়েছিলেন। ইসরায়েলের চ্যানেল ১২ এর এক সূত্র জানিয়েছে, আসলে গত রোববারই হুথি নেতৃত্বকে সানায় নিশানা করার পরিকল্পনা ছিল, তবে শেষ পর্যন্ত তা বৃহস্পতিবার কার্যকর করা হয়।অন্যদিকে, হুথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হামলায় কোনো শীর্ষ নেতার নিহত হওয়ার খবর অস্বীকার করে বলেন, ইসরায়েল মূলত বেসামরিক স্থাপনা ও সাধারণ ইয়েমেনি জনগণকে নিশানা করছে, কারণ তারা ফিলিস্তিনের গাজার প্রতি সমর্থন জানিয়েছে। এ হামলার মাধ্যমে ইয়েমেনে ইসরায়েলের ১৬তম হামলা সংঘটিত হলো। প্রায় ১,৮০০ কিলোমিটার দূরে অবস্থিত হলেও হুথিরা নিয়মিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তাদের স্লোগান ‘যুক্তরাষ্ট্রের ধ্বংস, ইসরায়েলের ধ্বংস ও ইহুদিদের ওপর অভিশাপ’ গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আরও জোরালোভাবে সামনে এসেছে। ২০২৩ সালের নভেম্বরে হামাসের ৭ অক্টোবরের হামলার পরপরই হুথিরা ইসরায়েল ও আন্তর্জাতিক জাহাজ চলাচলকে লক্ষ্য করা শুরু করে। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল-হামাসের মধ্যে অস্ত্রবিরতি হলে তারা কিছুদিন হামলা বন্ধ রাখলেও মার্চে গাজায় ইসরায়েলি অভিযানের পুনরায় শুরু হওয়ার পর হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নতুন করে বেড়ে যায়। এখন পর্যন্ত অন্তত ৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৩টিরও বেশি ড্রোন ছোড়া হয়েছে, যার কয়েকটি ইসরায়েলের ভেতরে আঘাত হেনেছে। এদিকে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ও ইসরায়েল এর পাল্টা হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও কৌশলগত উপকূলীয় শহর হোদাইদাসহ বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়ে আসছে। মে মাসে ইসরায়েলি হামলায় সানা বিমানবন্দর অচল হয়ে যায়। মে মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হুথিদের সঙ্গে এক চুক্তি ঘোষণা করে। যাতে বলা হয়েছিল, জাহাজ চলাচলে হামলা বন্ধের বিনিময়ে বিমান হামলা বন্ধ হবে। তবে হুথিরা জানায়, তারা ইসরায়েল-সমর্থিত লক্ষ্যবস্তুতে হামলা চালানো অব্যাহত রাখবে।

শার্লিন আগে চিন্তা করতাম না

শার্লিন আগে চিন্তা করতাম না জনপ্রিয় অভিনেত্রী শার্লিন ফারজানা। ২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২০ সালের ১ নভেম্বর প্রথম সন্তানের মা হন। এখন দুই সন্তানের জননী ‘ঊনপঞ্চাশ বাতাস’খ্যাত এই অভিনেত্রী। স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত থাকার কারণে শোবিজ অঙ্গন থেকে দূরে ছিলেন শার্লিন। ছয় বছর বিরতির পর আবার অভিনয় শুরু করেছেন। তবে সংসার জীবনে পা দিয়ে জীবনকে নতুনভাবে আবিষ্কার করেছেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে এমনটাই জানান শার্লিন ফারজানা। বিয়ে ও সংসার আপনার অভিনয়ে কতটা প্রভাব ফেলেছে? জবাবে শার্লিন ফারজানা বলেন, “আমার মনে হয়, ইতিবাচক পরিবর্তনে (স্বামী) এহসান আমার জীবনে বড় একটা ভূমিকা রেখেছে। সে খুব ম্যাচিউরড একজন মানুষ। আমি তো পরিণত ছিলাম না। এখন আর ও রকম নেই আমি।” বদলে যাওয়া শার্লিন ফারজানা কেমন? জবাবে এই অভিনেত্রী বলেন, “জীবনের জন্য এখন বাঁচতে চাই। ব্যালান্স করা শিখেছি। সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই। শুধু নিজে ভালো থাকব, এই মানসিকতা থেকে বেরিয়ে এসেছি। পরিকল্পনা করা শিখেছি, সে পরিকল্পনা অনুযায়ী চলতে ভালো লাগে।” মা হওয়ার পর জীবনের অনুভূতি বদলে গেছে শার্লিন ফরজানার। তার ভাষায়, “আমি বিয়ের জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। এরপর সন্তানের মা হলাম। যখন মা হলাম, ভাবলাম, অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। বাচ্চার মা হওয়ার পর একটা দিনও খারাপ থাকিনি। ওদের স্পর্শই আমাকে অন্যরকম অনুভূতি এনে দেয়। আগে কোনো কিছু করার আগে চিন্তা করতাম না। এখন কিছু করার আগে অনেকবার ভাবি।

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল আদালত 

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল আদালত   থাইল্যান্ডের সাংবিধানিক আদালত নীতি লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রাকে শুক্রবার তার পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পর বরখাস্ত হলেন পায়েতংটার্ন। এই ঘটনা সিনাওয়াত্রা পরিবারের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা, যা নতুন অস্থিরতার যুগের সূচনা করতে পারে বলে জানিয়েছে রয়টার্স। ৩৯ বছর বয়সী পায়েতংটার্নকে জুলাইয়ে অস্থায়ীভাবে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আদালত তার রায়ে জানিয়েছে, জুন মাসে ফাঁস হওয়া একটি টেলিফোন কলে পায়েতংটার্ন নীতি লঙ্ঘন করেছেন। ওই ফোনকলে তিনি কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের প্রতি অনুগত ছিলেন বলে প্রমানিত হয়েছে। অথচ ওই সময় উভয় দেশ সশস্ত্র সীমান্ত সংঘাতের দ্বারপ্রান্তে ছিল। ৬-৩ ভোটে রায়ে আদালত বলেছে যে পায়েতংটার্ন জাতির স্বার্থের আগে তার ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছেন এবং দেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করেছেন, যার ফলে জনসাধারণের আস্থা নষ্ট হয়েছে। এই সিদ্ধান্তের ফলে পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পথ সুগম হবে। তবে পায়েতংটার্নের ক্ষমতাসীন ফিউ থাই দল দর কষাকষির ক্ষমতা হারাবে এবং ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতার সাথে একটি ভঙ্গুর জোট গঠনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে।থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পায়েতংটার্ন, দেশের যুদ্ধরত অভিজাতদের মধ্যে ক্ষমতার জন্য দুই দশক ধরে চলা অস্থির লড়াইয়ের মধ্যে সামরিক বা বিচার বিভাগ কর্তৃক অপসারণ করা বিলিয়নেয়ার শিনাওয়াত্রা পরিবারের ষষ্ঠ বা সমর্থিত প্রধানমন্ত্রী।

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৬৫ জন

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৬৫ জন সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ শুক্রবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ৩৯ জন করে রোগী ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৭ জন পুরুষ ও ৫১ জন নারী। আর এ বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩০ হাজার ৫৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।