শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের মরহুম সেকান্দার আলী বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। আজ সকাল সাড়ে ১০ টায় কয়লার দিয়াড় কেন্দ্রীয় গোরস্থানে নামাজে জানাজা ও গার্ড অব অনার প্রদান শেষে দাফন করা হয়। দাফনকালে বিএনপির চেয়ার পানসনের উপদেষ্টা ও শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার তরিকুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হয়েছেন ৮ জন এবং বহির্বিভাগে ৮ জন ও ভোলাহাটে ১ জন রোগী শনাক্ত হন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১০ জনকে। এই ১০ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জন পুরুষ রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে ভোলাহাট থেকে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৫৯ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২৮ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে আটা ও ডিমের দাম বেড়েছে

চাঁপাইনবাবগঞ্জে আটা ও ডিমের দাম বেড়েছে চাঁপাইনবাবগঞ্জে গমের আটা ও ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। খোলা আটা প্রতিকেজি ৪৭-৪৮ টাকা, প্যাকেটজাত আটা ৫৫-৬০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া শাক সবজির দামও উঠতি। চালের দাম কয়েক সপ্তাহ ধরে একই রকম রয়েছে। ডিমের দাম হালিতে বেড়েছে ৫ টাকা। আজ জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই জানা গেছে। আনোয়ার অটো রাইস মিলের বস্তায় চাল বিক্রির শো-রুমের ম্যানেজার কাওসার আলী রুবেল জানান, পাইজাম প্রতিকেজি ৬০ টাকা, আটাশ ৬৪ টাকা, মিনিকেট ৭৭ টাকা, বাসমতি ১০০ টাকা, কাটারিভোগ ৮৪ টাকা ও আতপ চাল বিক্রি হচ্ছে ১২৫ টাকা। আব্দুর রহমান বাবু জানান, সাদা স্বর্ণা প্রতিকেজি ৫৫ টাকা, লাল স্বর্ণা ৬০-৬৫ টাকা, মিনিকেট ৭৬-৮০ টাকা, আটাশ ৬৫-৭২ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। তিনি জানান, খোলা আটা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪৭-৪৮ টাকা, প্যাকেটজাত আটা ৫৫-৬০ টাকা। হুমায়ুন কবির জানান, মসুর ডাল প্রতিকেজি ১৫০ টাকা, মোটর ডাল ১২০ টাকা, খেসাড়ির ডাল ১১০ টাকা, ছোলার ডাল ১২০-১৩০ টাকা এবং ডিম বিক্রি হচ্ছে ৪৫ হালি। আব্দুল খালেক জানান, বেগুন প্রতিকেজি ৮০ টাকা, পটোল ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পেঁপে ২৫ টাকা, কাকরোল ৭০ টাকা, কাঁচা কলা ৬০ টাকা, করলা ৮০-১০০ টাকা, শসা ৯০ টাকা, বরবটি ১০০ টাকা, তরাই ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, গাজর ৮০-১০০ টাকা, আলু ২৪ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, কচু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি পিস লাউ ৫০ টাকা ও কুমড়োর জালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামেই। ছোট রুই ও মিড়কা বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৬০ টাকা, কাতল ওজন ভেদে ৩০০-১০০০ টাকা, বোয়াল ওজন ভেদে ১০০০ টাকা খেবে ২৪০০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা, তেলাপিয়া ৩০০ টাকা, বাচা ৬০০ টাকা, চিংড়ি ১২০০-১৪০০ টাকা, পাবতা ৪০০ টাকা, ট্যারা ৬০০-৮০০ টাকা। জহুরুল হক জানান, দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৪০ টাকা, সোনালি ২৬০ টাকা, ব্রয়লার ১৬০-১৬৫ টাকা, লাল লিয়ার ৩০০ টাকা, সাদা লিয়ার ২৫০ টাকা এবং প্যারেন্স বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। সেলিম জানান, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৯০০-১১০০ টাকা কেজি দরে।
৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফুটবল শুধু একটি খেলায় নয়—একটি উন্মাদনার নাম। কোনো খেলোয়াড় যখন একটি গোল করেন তখন দর্শকরা উল্লাসে মেতে ওঠেন। এখনও সারা বিশ্বে ফুটবলরই দর্শক বেশি। এই ফুটবলে চাঁপাইনবাবগঞ্জ জেলাও অনেক এগিয়ে ছিল, সুনাম ছিল। এক সময় মাঠের দুই পাশে দর্শদের উপচে পড়া ভিড়ও হতো। কিন্তু হালে আর তেমনটা দেখা যায় না। তাই সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে ফুটবলের জমজমাট এই আসর। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে ‘ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।’ টুর্নামেন্টের প্রতিটি খেলা চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে (নতুন স্টেডিয়াম) বিকেল সাড়ে ৩টা থেকে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, শিবগঞ্জ উপজেলা, গোমস্তাপুর উপজেলা, নাচোল উপজেলা ও ভোলাহাট উপজেলা দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম শিবগঞ্জ উপজেলা দল খেলবে। দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর গোমস্তাপুর উপজেলা বনাম নাচোল উপজেলা দল, ৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম ভোলাহাট উপজেলা, ৯ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলা বনাম গোমস্তাপুর উপজেলা, ১১ সেপ্টেম্বর নাচোল উপজেলা বনাম ভোলাহাট উপজেলা, ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম গোমস্তাপুর উপজেলা, ১৩ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলা বনাম ভোলাহাট উপজেলা, ১৪ সেপ্টেম্বর নাচোল উপজেলা বনাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, ১৬ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলা বনাম নাচোল উপজেলা, ১৭ সেপ্টেম্বর গোমস্তাপুর উপজেলা বনাম ভোলাহাট উপজেলা মুখোমুখী হবে। খেলা প্রতিদিন বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে।
আফরান নিশো ইচ্ছে হলে খাল-বিলেও গোসল করেন

আফরান নিশো ইচ্ছে হলে খাল-বিলেও গোসল করেন দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে মডেলিং ও নাটকের পর এখন বড়পর্দায় সাফল্যের সঙ্গে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ইতোমধ্যে তার অভিনীত ‘সুড়ঙ্গ’ এবং ‘দাগি’ সিনেমা বেশ সাড়া পেয়েছে দর্শকের মাঝে; তারাও চাচ্ছেন অভিনেতাকে নিয়মিত সিনেমায় দেখতে। তাই এখন সিনেমায় বেশি মনোযোগ দিচ্ছেন অভিনেতা। তবে শুধু পর্দাতেই নয়, ভক্তদের কাছে তার সাধারণ জীবনযাপনও বেশ প্রশংসিত। আর তা নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন আফরান নিশো। সেখানে তার সরল জীবন যাপনের কথা অকপটে জানান অভিনেতা। আফরান নিশো বলেন, ‘এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের ওপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে সেখানে খাল বিল রয়েছে সেখানে করি। সাধারণত বড় তারকাদের আলাদাভাবে চলাফেরা করতে হয় এবং ধরাছোঁয়ার বাইরে থাকতে হয়, কিন্তু নিশো এই ধারণায় একমত নন। সাধারণ জীবনযাপন বজায় রাখা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমার কাছে এগুলো কুসংস্কার লাগে। আমি সিম্পল থাকি এটা আমার স্টাইল। নিজেকে এভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি। দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে। আমি চাইবো, আমার যত যোগ্যতা বাড়বে আমি ততো গ্রাউন্ডে থাকবো। আমার যারা ফ্যান তাদের কাছাকাছি পৌঁছাবো। এদিকে নিশো অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘আকা’ খুব শিগগিরই আসছে। ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই সিরিজটি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার; যা দর্শকদের মাঝে সিরিজটি দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
গাজায় দুর্ভিক্ষে আরও পাঁচ মৃত্যু, নিহতের সংখ্যা ৬৩ হাজার ছাড়াল

গাজায় দুর্ভিক্ষে আরও পাঁচ মৃত্যু, নিহতের সংখ্যা ৬৩ হাজার ছাড়াল গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৩ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা ৬৩ হাজার ২৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার ২৯ আগস্ট গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ২২৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৯ হাজার ৪৯০ জনে। চলতি বছরের শুরুতে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গের পর ২৭ মে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন-এর মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। দখলদার বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণকেন্দ্রগুলোতে জড়ো হওয়া ২ হাজার ২০৩ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। একই সময়ে ত্রাণ নিতে গিয়ে ১৬ হাজার ২২৮ জনেরও বেশি আহত হয়েছে। অনাহারে আরও পাঁচ ফিলিস্তিনির মৃত্যু: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষজনিত কারণে পাঁচ জনের মৃত্যুর রেকর্ড করেছে। এর মধ্যে দু’জন শিশু রয়েছে। এর ফলে অনাহারে মৃত্যুর সংখ্যা ৩২২ জনে দাঁড়ালো, যার মধ্যে ১২১ জন শিশু। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি।
নাচোলে সড়ক দু*র্ঘট*নায় মোটরসাইকেলের ২ আরোহী আ*হ*ত

নাচোলে সড়ক দু*র্ঘট*নায় মোটরসাইকেলের ২ আরোহী আ*হ*ত নাচোল উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ বিকেল ৩টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের নেজামপুর বাজার এলাকায় মরাফেলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সংবাদ পেয়ে নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মানুসরা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সজিব ও সজিবের খালা নার্গিস। আহতরা নিজবাড়ি আমনুরা থেকে নাচোল যাওয়ার পথে নেজামপুর মরাফেলা নামক স্থানে একটি স্টিয়ারিং ভটভটিকে ওভারটেক করার সময় বিপরিতগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে তারা গুরুতর আহত হন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ট্রাকটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
রহনপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

রহনপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১০টার দিকে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শিক্ষক সমিতি, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. আতাউল্লাহ, ওই হাসপাতাল পরিচালনা পরিষদের সাবেক সদস্য ডা. সুলতান আহমেদ ও সানোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি আইনুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে মোমিনুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করে জনগণকে বিভান্তি করছেন। হোমিওপ্যাথিক চিকিৎসকের নিজস্ব আইন রয়েছে। সেই আইন মেনে তারা চিকিৎসা করে যাবেন বলে উল্লেখ করেন। তারা আরো বলেন—স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তারা স্বীকৃত, বিগত সরকার আমলে তা গেজেট হিসেবে প্রকাশ হয়েছে। কিন্তু বতর্মানে কিছু মহল সেটা নিয়ে ষড়যন্ত্র করছে। রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. হাবীবুল্লাহ বলেন, এমবিবিএস ও বিডিএস ডাক্তাররা ২০১০ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। সেই রিট পিটিশনে উল্লখ ছিল এমবিবিএস ও বিডিএস ডাক্তার ব্যতিত অন্য কোনো ডাক্তার নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবেনা। ওই বছর তাদের পক্ষে রায় আসে। সেই বছর হোমিওপ্যাথিক বোর্ড ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। হোমিওপ্যাথিক চিকিৎসকরা ডাক্তার লেখার অধিকারসহ রায় পান। সেই রায়ের প্রেক্ষিতে জাতীয় সংসদে ২০২৩ সালে সেটা স্বীকৃতি দেওয়া হয়। বক্তারা স্বাস্থ্য ও প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করে ২০২৩ সালের হোমিওপ্যাথিক ডাক্তারকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই আইনকে বহাল রাখার আহ্বান জানান।
রহস্যময় পোস্ট ঘিরে নতুন প্রেমের জল্পনা পরীমণির

রহস্যময় পোস্ট ঘিরে নতুন প্রেমের জল্পনা পরীমণির দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণির মামলায় জামিনদার হতে দেখা গিয়েছিল তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে, এরপর শোনা গিয়েছিল তাদের মধ্যে প্রেমের সম্পর্কের কথাও। কিন্তু মাস কয়েক পার হতেই ভেঙে যায় তাদের সেই সম্পর্ক।কিন্তু গেল ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পরীমণির ছেলে পুণ্যর জন্মদিনের আয়োজনে গায়ক সাদীকে দেখে অনেকে অবাক হয়েছেন। তাহলে কি পরীমণি ও সাদীর প্রেমের সম্পর্ক আবার জোড়া লেগেছে- এমন কানাঘুষাও শোনা গেছে। এ নিয়ে দুজনের কেউই কোনো কথা বলেননি। আগস্টের শেষ সপ্তাহে এসে যেন প্রেমের গুঞ্জন উসকে দিলেন পরীমণি। সানগ্লাস পরিহিত একটি স্থিরচিত্র ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখার পর শুরু হয়েছে নায়িকার নতুন প্রেমের জল্পনা। পরীমণি সানগ্লাস পরা স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।’পরীমণির এমন পোস্টের পর সবাই জানতে চেয়েছেন, ‘কে সে?’ কেউ লিখেছেন, ‘পরবর্তী প্রেমিক তাহলে কে?’ কেউবা লিখেছেন এমন, ‘ভালোবাসাই শক্তি।’ পরীমণির এমন পোস্টে ভক্তদের কেউ আবার কষ্ট পেয়ে লিখেছেন, ‘আমার ভালোবাসা, যখন তোমাকে দেখি তখন আমার অন্তর পুড়ে যায়।’ আবার কেউ লিখেছেন, সাদী আউট, নিউ ইন।’ তবে যে যা-ই বলুক, এসবে একদম নির্বিকার পরীমণি। তিনি কারও কাছে কোনো যুক্তি খণ্ডাতে যাননি। শুক্রবার ২৯ আগস্ট দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা স্থিরচিত্রে দেখা গেছে, এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে পরীমণি। রোদ থেকে বাঁচতে চোখে পড়েছেন কালো সানগ্লাস। প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরীমণির জন্য নতুন কোনো ঘটনা নয়। আবার এই সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা। প্রেমিকসহ কাছের কয়েকজনকে নিয়ে যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন। হইহুল্লোড়ে থাকতে পছন্দ করেন পরীমণি। বছরের শুরুর দিকে কয়েক মাস ধরে ঢালিউডের আলোচিত এই চিত্রনায়িকার সঙ্গে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক ওপেন সিক্রেট। তাদের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ তেমনটাই জানান দেয়। পরীমণি তার খেয়ালখুশিতে চলেন। তার এই যেমন খুশি তেমন চলাটা ফেসবুক ওয়ালে চোখ রাখলেই বোঝা যায়। তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয়। পরীমণি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে রাজও তার মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঝেমধ্যে সন্তানের কারণে চলচ্চিত্রের এই দুই তারকার দেখা হয়।
রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত

রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত নৌবাহিনীর জাহাজে তুলে মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত। এমনই অভিযোগ করেছেন ৪০ জন রোহিঙ্গা শরণার্থী। তাদের অভিযোগ, রাজধানী দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে সাগরে ফেলে দেওয়া হয় তাদের। এমন অবস্থায় মিয়ানমারের ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে এসব রোহিঙ্গা শরণার্থী আবারও অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে। জাতিসংঘ বলছে, ভারত রোহিঙ্গাদের জীবনকে ‘চরম ঝুঁকির’ মুখে ঠেলে দিয়েছে। শুক্রবার ২৯ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, গত ৯ মে সর্বশেষ ভাইয়ের সঙ্গে কথা বলেন নুরুল আমিন। ফোনালাপটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু ভয়ংকর সংবাদ বয়ে আনে। তিনি জানতে পারেন, তার ভাই খাইরুলসহ পরিবারের আরও চারজনকে ভারতের সরকার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। মূলত ওই দেশটি থেকে তারা বহু বছর আগে প্রাণভয়ে পালিয়ে এসেছিলেন। বর্তমানে মিয়ানমার ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে রয়েছে, সেনা অভ্যুত্থানের মাধ্যমে ২০২১ সালে ক্ষমতা দখলকারী জান্তার বিরুদ্ধে লড়ছে জাতিগত গোষ্ঠী ও প্রতিরোধ বাহিনী। এমন পরিস্থিতিতে আমিনের পরিবারের সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। দিল্লিতে বসে ২৪ বছর বয়সী আমিন বলেন, “আমার বাবা-মা ও স্বজনেরা কী যন্ত্রণার মধ্যে আছেন, সেটা কল্পনাও করতে পারিনি”। বিবিসি বলছে, তাদের দিল্লি থেকে সরিয়ে নেওয়ার তিন মাস পর বিবিসি মিয়ানমারে ওই রোহিঙ্গাদের খুঁজে পায়। বেশিরভাগই আশ্রয় নিয়েছেন বাহটু আর্মি (বিএইচএ)-এর কাছে। বিএইচএ মূলত একটি প্রতিরোধ গোষ্ঠী যারা দক্ষিণ-পশ্চিম মিয়ানমারে জান্তার সেনাদের বিরুদ্ধে লড়ছে। ভিডিও কলে সৈয়দ নূর বলেন, “আমরা এখানে নিরাপদ নই। পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্র”। কাঠের তৈরি ওই আশ্রয়ে তার সঙ্গে ছিলেন আরও ছয়জন রোহিঙ্গা। শরণার্থীরা ও দিল্লিতে থাকা তাদের স্বজনদের ভাষ্য, বিশেষজ্ঞদের তদন্ত ও তথ্য জোগাড় করে বিবিসি ঘটনার ধারাবাহিকতা পুনর্গঠন করেছে। তথ্য অনুযায়ী, তাদের দিল্লি থেকে বিমানে বঙ্গোপসাগরের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তুলে নিয়ে শেষে আন্দামান সাগরে ফেলে দেওয়া হয়, যদিও লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল। পরে সাঁতরে তীরে ওঠেন তারা। এখন তারা মিয়ানমারে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। এই দেশটি থেকে সাম্প্রতিক বছরগুলোতে নিপীড়ন এড়াতে পালিয়ে এসেছেন বহু মুসলিম রোহিঙ্গা। জন নামে এক রোহিঙ্গা ফোনে তার ভাইকে জানান, “আমাদের হাত বেঁধে, চোখ-মুখ ঢেকে বন্দির মতো জাহাজে তোলা হলো। তারপর সমুদ্রে ফেলে দিলো।” ক্ষোভ প্রকাশ করে নুরুল আমিন বলেন, “মানুষকে কীভাবে এভাবে সমুদ্রে ফেলে দেওয়া যায়? মানবতা পৃথিবীতে এখনও বেঁচে আছে, কিন্তু ভারতের সরকারের মধ্যে আমি কোনো মানবতা দেখিনি।”মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টমাস অ্যান্ড্রুজ বলেন, এসব অভিযোগ প্রমাণের মতো “গুরুত্বপূর্ণ তথ্য” তার হাতে আছে। তিনি জেনেভায় ভারতের মিশন প্রধানের কাছে এ সংক্রান্ত প্রমাণও জমা দিয়েছেন, কিন্তু কোনো উত্তর পাননি। বিবিসি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও বহুবার যোগাযোগ করেছে, কিন্তু কোনো সাড়া মেলেনি। ভারতে রোহিঙ্গাদের পরিস্থিতি আগে থেকেই ঝুঁকিপূর্ণ। দেশটি তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না; বরং ‘অবৈধ অভিবাসী’ হিসেবে চিহ্নিত করে। বর্তমানে ভারতে প্রায় ২৩ হাজার ৮০০ রোহিঙ্গা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের নিবন্ধিত হলেও, হিউম্যান রাইটস ওয়াচের মতে প্রকৃত সংখ্যা ৪০ হাজারেরও বেশি। ২০১৭ সালে মিয়ানমারে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানের পর লাখো রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১০ লাখেরও বেশি। বিবিসি বলছে, চলতি বছরের ৬ মে দিল্লির বিভিন্ন জায়গায় বসবাসরত ৪০ জন রোহিঙ্গাকে স্থানীয় থানায় ডেকে পাঠানো হয়। বলা হয়েছিল, সরকারনির্ধারিত নিয়ম অনুযায়ী তাদের ছবি ও আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর তাদের শহরের ইন্দরলোক আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আমিন জানান, সেই সময় তার ভাই ফোন করে জানায় তাদের মিয়ানমারে নিয়ে যাওয়া হচ্ছে এবং আইনজীবীর সাহায্য নিতে ও ইউএনএইচসিআরকে খবর দিতে বলেন। এরপর ৭ মে তাদের হিন্দন বিমানবন্দর থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পাঠানো হয়। সেখানে পৌঁছে বাসে করে নিয়ে যাওয়া হয়। বাসগুলোর গায়ে লেখা ছিল “ভারতীয় নৌবাহিনী”। সৈয়দ নূর বলেন, “বাসে উঠেই আমাদের হাত প্লাস্টিক দিয়ে বেঁধে ফেলা হয়, আর মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়”। কিছুক্ষণের মধ্যেই তাদের নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়। বড় যুদ্ধজাহাজটিতে তারা প্রায় ১৪ ঘণ্টা ছিলেন। খাওয়ানো হয়েছিল ভাত, ডাল আর পনির।কিন্তু এ সময় অনেককে মারধর করা হয়, অপমান করা হয়। সৈয়দ নূর বলছেন, “আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। কয়েকজনকে বারবার চড় মারা হয়, অনেককে মারধর করা হয়।” ভিডিও কলে ফয়াজ উল্লাহ তার হাতে আঘাতের দাগ দেখান। তিনি জানান, তাকে ঘুষি, চড় মারা হয়েছিল, বাঁশ দিয়ে খোঁচানো হয়েছিল। জিজ্ঞেস করা হয়েছিল—“ভারতে অবৈধভাবে কেন এসেছো?”৪০ জনের মধ্যে ১৫ জন ছিলেন খ্রিস্টান রোহিঙ্গা। নূরের দাবি, তাদের জিজ্ঞেস করা হয়েছিল কেন ইসলাম ছেড়ে খ্রিস্টধর্ম নিয়েছেন, কেন হিন্দু হননি। এমনকি তাদের খতনা হয়েছে কি না সেটিও পরীক্ষা করা হয়। এমনকি তাদের মধ্যে একজনকে কাশ্মিরের পেহেলগাম হামলায় জড়িত বলে অভিযুক্ত করা হয়। অথচ রোহিঙ্গাদের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্কের প্রমাণ নেই। এরপর ৮ মে সন্ধ্যায় তাদের ছোট ছোট রাবারের নৌকায় তুলে সমুদ্রে নামতে বাধ্য করা হয়। হাতে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, তারা ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন। কিন্তু আসলে তারা ছিল মিয়ানমারে। এরপর ৯ মে ভোরে স্থানীয় জেলেরা তাদের খুঁজে পান। জেলেরা তাদের ফোন ব্যবহার করতে দেন, সেখান থেকেই তারা ভারতে থাকা স্বজনদের খবর দেন। এরপর থেকে বাহটু আর্মি ওই রোহিঙ্গাদের খাবার ও আশ্রয় দিচ্ছে। কিন্তু ভারতে থাকা পরিবারগুলো তাদের ভাগ্য নিয়ে ভীষণ আতঙ্কে। জাতিসংঘ বলেছে, ভারত রোহিঙ্গাদের আন্দামান সাগরে ফেলে দিয়ে তাদের জীবনকে “চরম ঝুঁকিতে” ফেলেছে। এদিতে গত ১৭ মে নুরুল আমিনসহ তার এক আত্মীয় ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেন, যেন রোহিঙ্গাদের ফিরিয়ে আনা হয়, এভাবে নির্বাসনে পাঠানোর কাজ বন্ধ করা হয় এবং ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে ভারতীয় সুপ্রিম কোর্টের এক বিচারপতি অভিযোগগুলোকে “অবাস্তব কল্পনা” বলে মন্তব্য করেন। মামলার শুনানি স্থগিত হয়ে ২৯ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। তখন সিদ্ধান্ত হবে, রোহিঙ্গারা শরণার্থী নাকি অবৈধ অভিবাসী এবং তাদের ফেরত পাঠানো যাবে কি না। জাতিসংঘ থেকে অ্যান্ড্রুজ বলেন, “রোহিঙ্গারা ভারতে থাকতে চায়নি, তারা এসেছে মিয়ানমারের ভয়ংকর সহিংসতা থেকে পালিয়ে। তারা সত্যিই প্রাণ বাঁচাতে ছুটছে।