ভুলে গেছি, আজ আমাদের বিয়ের দিন: চঞ্চল

ভুলে গেছি, আজ আমাদের বিয়ের দিন: চঞ্চল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ব্যক্তিগত জীবনে শান্তার সঙ্গে ঘর বেঁধেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাদের বিবাহবার্ষিকী। গতকাল দিবাগত রাতে ফেসবুকে পরিবারের একটি পুরোনো ছবি শেয়ার করে স্ত্রীকে শুভেচ্ছা জানান এই অভিনেতা। ছবির ক্যাপশনে চঞ্চল চৌধুরী লেখেন, “এই ছবিটা অনেক বছর আগের! প্রায় ১৫ বছর আগে পত্রিকার একজন ফটোসাংবাদিক বাসায় এসে তুলেছিলেন। ছবিতে আমি, আমার স্ত্রী শান্তা আর আমাদের ছেলে শুদ্ধ। শুদ্ধ তখন অনেক ছোট।” বিবাহবার্ষিকী প্রসঙ্গে চঞ্চল চৌধুরী লেখেন, “আসল কথাই বলতে ভুলে গেছি। আজ আমাদের বিয়ের দিন। সেটাও যেমন ভুলে গিয়েছিলাম, কত তম সেটাও মনে করতে পারছি না! কিছুক্ষণ আগে শান্তা কিছু লিখে মনে করিয়ে দিল। তখন ভেতরে একটু লজ্জা আর অপরাধবোধ কাজ করছিল। সত্যিই আমার মনে ছিল না।” এ অভিনেতার ভাষায়, “প্রায় প্রতি বছরই এ রকম হয়। অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও সংসার জীবনে আমার ব্যর্থতার শেষ নেই। ভুলে যাওয়াটা আমার এক ধরনের অসুখের মতো। তারপরও শান্তা কখনো বড় কোনো অভিযোগ তোলেনি বলেই আমরা এখনো একসঙ্গে টিকে আছি।” সবশেষে স্ত্রীকে উদ্দেশ করে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান এই তারকা। চঞ্চল চৌধুরীকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ ও ‘ইনসাফ’ সিনেমায়। দুটি সিনেমায় তার অভিনয় দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছে। আগামী অক্টোবর থেকে তিনি যোগ দেবেন রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিংয়ে।
‘বি’ ক্যাটাগোরিতে বেতন কমল বাবর-রিজওয়ানের

‘বি’ ক্যাটাগোরিতে বেতন কমল বাবর-রিজওয়ানের পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত ১৯ আগস্ট ২০২৫–২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। তবে এ ঘোষণায় সবচেয়ে বড় চমক এসেছে দুই সিনিয়র তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ক্ষেত্রে। ধারাবাহিক ব্যর্থতার কারণে তারা আর ‘এ’ ক্যাটাগরিতে নেই, নেমে গেছেন ‘বি’ ক্যাটাগরিতে। গত মৌসুমে (২০২৪–২৫) এই দুজনই ছিলেন একমাত্র ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। অথচ সাম্প্রতিক সিরিজগুলোতে প্রত্যাশা পূরণ করতে না পারায় দুজনকেই অবনমন দেওয়া হলো। ফলে নতুন মৌসুমে তাদের মাসিক বেতনও কমে যাবে উল্লেখযোগ্য হারে। বর্তমানে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা মাসে পান ৪৫ লাখ পাকিস্তানি রুপি। এর মধ্যে ২০ লাখ ৭০ হাজার আসে আইসিসির ভাগ থেকে। অন্যদিকে, ‘বি’ ক্যাটাগরির বেতন ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ১০ লাখ এবং ‘ডি’ ক্যাটাগরিতে মাসিক ৭ লাখ ৫০ হাজার রুপি। অর্থাৎ বাবর ও রিজওয়ান এখন থেকে মাসে পাবেন ৩০ লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ ৮৭ হাজার। এর আগে তাদের আয় ছিল ৪৫ লাখ রুপি বা প্রায় ১৯ লাখ ৩১ হাজার টাকা। এই হিসেবে মাসে প্রায় ৬.৫ লাখ টাকা কমে গেল তাদের পারিশ্রমিক। এদিকে ক্রিকেট পাকিস্তান এর প্রতিবেদনে জানা গেছে, পিসিবি কেন্দ্রীয় চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা বাদ দেওয়ার কথা ভাবছে। বর্তমানে খেলোয়াড়রা আইসিসি থেকে পাওয়া মোট আয়ের ৩ শতাংশ বোনাস হিসেবে পেয়ে থাকেন। বোর্ড মনে করছে এই বোনাস অযৌক্তিক। তাই এশিয়া কাপের পরবর্তী চুক্তি থেকেই হয়তো এই সুযোগ আর থাকবে না। ফলে শুধু বাবর বা রিজওয়ান নন, পাকিস্তান দলে যারা কেন্দ্রীয় চুক্তিতে আছেন— সবার বেতনই আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রোডম্যাপ প্রকাশ: রোজার আগে ভোট, ডিসেম্বরে তফসিল

রোডম্যাপ প্রকাশ: রোজার আগে ভোট, ডিসেম্বরে তফসিল নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪ দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করেছে ইসি। রোডম্যাপ অনুযায়ী আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসেবে সেপ্টেম্বরেই রাজনৈতিক দল ও অংশীজনের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আর তফসিল দেয়া হবে নির্বাচনের দুই মাস (৬০ দিন) আগে। আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণ করেন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।
শিক্ষাপ্রতিষ্ঠানে পানসহ সকল নেশাদ্রব্যে নিষেধাজ্ঞা

শিক্ষাপ্রতিষ্ঠানে পানসহ সকল নেশাদ্রব্যে নিষেধাজ্ঞা শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের জন্য পান, সিগারেট ও যেকোনো ধরনের নেশাদ্রব্য গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) ব্যবহার নিয়েও জোরালো সতর্কতা আরোপের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত এক নীতিমালায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা পরিদর্শনকালে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং তা পরিদর্শন প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেন।
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৩২

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৩২ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে আরও ৪৩২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৭৬ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে ৪৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ২৮ হাজার ৮৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে। মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৩৭৬ জন।
ব্যক্তির পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি পিছিয়ে ৪ সেপ্টেম্বর

ব্যক্তির পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি পিছিয়ে ৪ সেপ্টেম্বর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনবেন আপিল বিভাগ। আগামী ৪ নভেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আজ আপিল শুনানির এই দিন ধার্য করেন আদালত। এর আগে, গত ২১ আগস্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (পদমর্যাদাক্রম) নিয়ে আপিল বিভাগের রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে করা আবেদনের রায়ের জন্য আজ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। ওইদিন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেছিলেন। গত ২৭ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়।
শি জিনপিংয়ের আমন্ত্রণে যাচ্ছেন কিম-পুতিনসহ ২৬ বিশ্বনেতা

শি জিনপিংয়ের আমন্ত্রণে যাচ্ছেন কিম-পুতিনসহ ২৬ বিশ্বনেতা দীর্ঘ ৬ বছর পর চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আগামী সপ্তাহে বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন তিনি। এছাড়াও কুচকাওয়াজে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনসহ মোট ২৬ জন বিদেশি নেতা উপস্থিত থাকবেন। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রধান দেশগুলোর কোন শীর্ষ নেতা এতে যোগ দিচ্ছেন না। গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ২০১১ সালে ক্ষমতায় আসার পর এটিই হবে বহুপাক্ষিক আন্তর্জাতিক কোনও অনুষ্ঠানে কিমের প্রথম অংশগ্রহণ। তাছাড়া কিমের এ সফর ২০১৯ সালের পর চীনে তার প্রথম সফর হতে যাচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে কিম এ সফরে যাচ্ছেন।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ৩৬ দল চূড়ান্ত

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ৩৬ দল চূড়ান্ত ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ মৌসুমের জন্য ৩৬ দলের মূল পর্ব চূড়ান্ত হয়েছে। প্লে-অফ পর্ব শেষে গত মঙ্গলবার নিশ্চিত হয়েছে শেষ ছয় দল। তাদের সঙ্গে আগেই সরাসরি মূল পর্বে জায়গা পাওয়া ৩০টি দল মিলিয়ে পূর্ণ হলো চূড়ান্ত তালিকা। এবার সবচেয়ে বেশি দল অংশ নিচ্ছে ইংল্যান্ড থেকে মোট ছয়টি ক্লাব। পর্তুগিজ জায়ান্ট বেনফিকা ফিরেছে মূল পর্বে, জোসে মরিনিয়োর কোচিংয়ে থাকা তুরস্কের ফেনেরবাচেকে পিছনে ফেলে। দুই লেগ মিলিয়ে তারা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। তবে সবচেয়ে বড় চমক এসেছে বেলজিয়ান ক্লাব ক্লাব ব্রুগ থেকে। স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে দুই লেগে ৯-১ ব্যবধানে বিধ্বস্ত করে তারা জায়গা পাকা করেছে চ্যাম্পিয়ন্স লিগে। এর আগের দিন মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল নরওয়ের বোডো/গ্লিমট, কাজাখস্তানের কাইরাত আলমাটি এবং সাইপ্রাসের পাফোস তিন নবাগত ক্লাব।