গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এই সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, কৃষি কর্মকর্তা, সাকলাইন হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ মাসুম,রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা । মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

নাচোলের লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত

নাচোলের লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত নাচোল উপজেলার লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সভায় উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি ক্লিনিক সভাপতি আব্দুল জব্বার, মোজাম্মেল হক, সংরক্ষিত সদস্য রেবিনা খাতুন, কমিউনিটি ক্লিনিক সদস্য খুরশেদ আলম আব্দুল গাফফার, কাইয়ুমসহ অন্য সদস্যরা। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, সিএইচসিপি মাসুমা খাতুন, এফডব্লিউএ কামরুন নাহার, স্বাস্থ্য সহকারী আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের যুগ্ম সমন্বয়কারী আসাদুজ্জামান, সদস্য ঈশিতা খাতুন, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

শিবগঞ্জে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

শিবগঞ্জে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর জামাইপাড়ায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা তথ্য অফিস এই বৈঠকের আয়োজন করে। তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ভিডিওকলে সংযুক্ত হয়ে বক্তব্য দেন- গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। এছাড়া বক্তব্য দেনÍ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য তৌহিদা বেগম। বৈঠকে বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ, যৌতুক, নারী নির্যাতন, কন্যাশিশুর প্রতি বৈষম্য নিরসন, বৃক্ষরোপণ, পলিথিন বর্জন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করেন। বৈঠকে নারী, পুরুষ, শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শিবগঞ্জে ৪টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত

শিবগঞ্জে ৪টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত শিবগঞ্জে চারটি উন্মুক্ত জলাশয়ে ৪৬২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় আজ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পাগলা নদী ও তাহখানার পুকুরে এই পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেনÍ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।    

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হয়েছেন ৮ জন এবং বহির্বিভাগে ৭ জন শনাক্ত হন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন রোগী। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৩ জনকে। এই ১৩ জনের মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। অন্যদিকে শিবগঞ্জ থেকে ১ জন ও গোমস্তাপুরে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভোলাহাটে ভর্তি আছেন ১ জন রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৫১ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২০ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।  

দেশে সার সংকট নেই-গোমস্তাপুরে কৃষি সচিব

দেশে সার সংকট নেই-গোমস্তাপুরে কৃষি সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, বর্তমানে দেশে কোনো সার সংকট নেই। এমনকি আগামী ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ সারের চাহিদা রয়েছে, তা মজুত রয়েছে। আজ দুপুরে গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নদী থেকে সেচের পানি উত্তোলন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। কৃষি সচিব আরো বলেনÍ কিছু অসাধু লোক সারের কৃত্রিম সংকট বলে প্রচার করছে। তাদের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেনÍ অসচেতনতা ও অজ্ঞতার কারণে সারের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে। তা রোধে কাজ করছে সরকার। তিনি বলেনÍ কৃষি মন্ত্রণালয়ের যে বাজেট তার ৭০ শতাংশ বরাদ্দ দেয়া হচ্ছে সারের ভর্তুকি হিসেবে। এতে বছরে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বরেন্দ্র অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় ভূগর্ভস্থ পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। তাই বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে এই অঞ্চলে কম পানি প্রয়োজন এমন ফসল চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও বৃষ্টির পানি আটকে রেখে ফসলে ব্যবহারের পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন করে প্রায় ৮০০ কোটি টাকার আরেকটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে বলে তিনি জানান। কৃষি সচিব বলেন, বরেন্দ্র অঞ্চলে বর্তমানে ব্যাপক ফসল উৎপাদন হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভূগর্ভস্থ পানি ব্যবহারের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তাই দুটি দিকই বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন ফসল উৎপাদন স্বাভাবিক থাকবে, তেমনি ভূগর্ভস্থ পানির ব্যবহার যেন করা না হয় সেদিকে সজাগ রয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের এই সচিব আরো বলেনÍ প্রকৃতির সাথে তাল মিলিয়ে কৃষিবান্ধব দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর আগে তিনি মহানন্দা ও পুনর্ভবা নদীর মোহনা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের সাথে কথা বলেন। এসময় তিনি নদীর গতিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রকল্প পরিকল্পনার কথা জানান। পরে কৃষি সচিব গোমস্তাপুর উপজেলা বিএমডিএ’র নবনির্মিত ভবনের উদ্বোধন ও কার্যালয় চত্বরে ফলদ গাছের চারা রোপণ করেন। বিকেলে উপজেলার রহনপুর ইউনিয়নের মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘ডাবল লিফটিং পদ্ধতিতে মহানন্দা নদীর পানি সেচ কাজে ব্যবহার এবং পরিবেশ উন্নয়ন’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব তরিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, নাজিরুল ইসলাম, শিবির আহমেদ, সচিব নীলুফা সরকার, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানমসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরের অন্য কর্মকর্তারা।

আমাল মালিকের ক্রাশ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

আমাল মালিকের ক্রাশ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সালমান খানের ‘বিগ বস’র ভরা মঞ্চে এসে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে নিজের ক্রাশ বলে অভিহিত করেছেন সংগীতশিল্পী আমাল মালিক; দরাজ গলায় জানিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তার ভালোলাগার কথা। আমাল এবারের বিগ বস-১৯ এর একজন প্রতিযোগী। শোয়ের একটি পর্বে তিনি শ্রদ্ধা কাপুরের প্রতি নিজের ভালোলাগার কথা জানিয়েছেন। এই গায়ক বলেন, ‘শ্রদ্ধা কাপুর আমার স্কুলের সিনিয়র ছিলেন; উনি খুবই ভালো মনের মানুষ। আমার ক্রাশ ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার ভক্তসংখ্যা দেখার মতো, তাতে কোনো সন্দেহ নেই।’ আমাল আরও বলেন, “শ্রদ্ধার ‘স্ত্রী’ ছবিতে একটি অংশ রয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ি করে এসে সবাইকে মারতে শুরু করে শ্রদ্ধা এবং সেই দৃশ্য দেখে পুরো সিনেমা হল রীতিমতো হাততালিতে ফেটে পড়েছিল। এটা ছিলো আমারও পছন্দের অংশ ওই ছবি থেকে।’ এর পাশাপাশি আমাল এদিন ভাগ করে নেন তার মিউজিক্যাল পরিবারের নানা কথা। জানান, তিনি তার আরও অন্যান্য দিকগুলো দর্শকের সামনে তুলে ধরতে চান।

দুবাই প্রিন্সেস-ফ্রেঞ্চ মনটানার বাগদানের ঘোষণা

দুবাই প্রিন্সেস-ফ্রেঞ্চ মনটানার বাগদানের ঘোষণা দুবাই রাজকন্যা শেখা মাহরার সঙ্গে বাগদানের ঘোষণা করেছেন র‌্যাপার ফ্রেঞ্চ মনটানা।নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, যদিও মনটানার পক্ষ থেকে জুনে প্যারিস ফ্যাশন উইকের সময় তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছিল। ৩১ বছরের এই রাজকুমারী ও ৪০ বছর বয়সী র‌্যাপারকে ২০২৪ সালের শেষ দিকে একত্রে দেখা যায়। সে সময় শেখা মাহরা মনটানাকে দুবাই ঘুরিয়ে দেখান এবং স্যোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেন। এরপর থেকে তারা মরক্কো ও দুবাই শহরে একসাথে ঘুরে বেড়ান। উচ্চমানের রেস্তোরাঁয় খেতে যান। মসজিদ পরিদর্শন করেন এবং প্যারিসের পন্ট দেস আর্টস ব্রিজে হাঁটাহাঁটি করেন। এরপর এই বছর তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। তারা প্যারিসের ফ্যাশন ইভেন্টগুলোতে হাত ধরাধরি করে উপস্থিত হন। এটি ঘটে এমন একটি প্রেক্ষাপটে, যখন শেখা মাহরার সংক্ষিপ্ত বিবাহ ছিল শেখ মানা বিন মোহাম্মদ বিন রাশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে। জানা যায়, তারা ২০২৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একটি কন্যা সন্তান আছে। তখন শেখা মাহরা গত বছর ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এবং স্বামীর বিরুদ্ধে অবিশ্বাসের অভিযোগ করেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্য সঙ্গীদের সাথে ব্যস্ত, আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি। খেয়াল রাখবেন। আপনার সাবেক স্ত্রী।’ বিবাহবিচ্ছেদের পর, তিনি নিজের পারফিউম লাইন ‘ডিভোর্স’ লঞ্চ করেন। এটি তার ব্র্যান্ড ‘মাহরা এম১’-এর অন্তর্ভুক্ত। শেখা মাহরা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বৃটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন এবং মোহাম্মদ বিন রাশিদ সরকার প্রশাসন থেকে একটি যোগ্যতা অর্জন করেছেন। ফ্রেঞ্চ মনটানার আসল নাম কারিম খারবুশ। বিশ্বব্যাপী হিট গান যেমন ‘আনফরগেট্যাবল’ এবং ‘নো স্টাইলিস্ট’-এর জন্য পরিচিত তিনি। দাতব্য কর্মকাণ্ডের জন্যও খ্যাত তিনি। উগান্ডা এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য ও শিক্ষাসংক্রান্ত প্রকল্পে তহবিল প্রদান করেছেন। মনটানা ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুশের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং ক্রুজ খারবুশ নামে তাদের ১৬ বছর বয়সী একটি ছেলে আছে।

পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় ১৫ জনের প্রাণহানি

পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় ১৫ জনের প্রাণহানি পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে নদীর পানি বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সুতলেজ, রাভি এবং চেনাব— তিন নদীর পানি ফুলেফেঁপে উঠায় এ বন্যায় বিপর্যস্ত হয়েছে অবকাঠামো, ডুবে গেছে কৃষিজমি, আর ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে হাজারো মানুষকে। বন্যায় ইতোমধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। এতে পাঞ্জাবের মধ্যাঞ্চলীয় জেলাগুলো প্লাবিত হয় এবং এখন বন্যার পানি দক্ষিণাঞ্চলের দিকে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি করেছে। পাঞ্জাবের শিয়ালকোট, নারওয়াল, হাফিজাবাদ, সারগোদা, লাহোর, কাসুর, ওকারা, গুজরানওয়ালা ও ফয়সালাবাদে ত্রাণ কার্যক্রম ও বন্যা মোকাবেলায় সেনা মোতায়েন করা হয়েছে। গুজরানওয়ালার কমিশনার জানান, নিহত ১৫ জনের মধ্যে পাঁচজন শিয়ালকোটে, চারজন গুজরাটে, তিনজন নারওয়ালে, দুইজন হাফিজাবাদে এবং একজন গুজরানওয়ালায় মারা গেছেন। জুনে বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে পাকিস্তানে বন্যায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮০২ জনে। এর অর্ধেকের মৃত্যু হয়েছে শুধু আগস্ট মাসেই। পাকিস্তানের আবহাওয়য়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পাঞ্জাবের দক্ষিণাঞ্চলেও এই বন্যা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (পিডিএমএ)-এর মুখপাত্র ডনকে জানিয়েছে, প্রদেশের ১৭টি জেলায় বন্যা দেখা দিয়েছে। এই জেলাগুলো হলো সিয়ালকোট, সারগোধা, চিনিওট, গুজরানওয়ালা, নানকানা, হাফিজাবাদ, মান্দি বাহাউদ্দিন, গুজরাট, লাহোর, নারোয়াল, কাসুর, ওকারা, পাকপাত্তান, ভাওয়ালনগর, ভেহারি, ভাওয়ালপুর এবং লোধরান। ১৭ জেলার মধ্যে আটটি জেলার বন্যা পরিস্থিত অনেক বেশি উদ্বেগজনক।

স্মার্টফোন আসক্তি কমাতে কঠোর ব্যবস্থা দক্ষিণ কোরিয়ার

স্মার্টফোন আসক্তি কমাতে কঠোর ব্যবস্থা দক্ষিণ কোরিয়ার স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে দক্ষিণ কোরিয়া। এ বিষয়ে সদ্য একটি আইন পাস হয়েছে যেটি কার্যকর হবে ২০২৬ সালের মার্চ মাস থেকে। এই আইন মূলত শিশু ও কিশোরদের স্মার্টফোন আসক্তি কমাতে আনা হয়েছে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ফোন ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি করছে এবং একাগ্রতা কমিয়ে দিচ্ছে। নতুন আইনে বলা হয়েছে— ক্লাস চলাকালে কেউ ফোন ব্যবহার করতে পারবে না। শিক্ষকরা প্রয়োজনে পুরো স্কুল প্রাঙ্গণেই ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে পারবেন। বিশেষ প্রয়োজনে, যেমন—শিক্ষার্থীদের অক্ষমতা, বিশেষ শিক্ষার প্রয়োজন, শিক্ষামূলক কাজ বা জরুরি পরিস্থিতিতে ফোন ব্যবহার করার অনুমতি থাকবে। স্কুলগুলো শিক্ষার্থীদের স্মার্টফোনের সঠিক ব্যবহার শেখানোর ব্যবস্থা নেবে। বুধবার সংসদে বিলটি পাস হয়। উপস্থিত ১৬৩ সংসদ সদস্যের মধ্যে ১১৫ জন এর পক্ষে ভোট দেন। এর আগে অনেক স্কুল নিজেরা নিয়ম করে ফোন নিয়ন্ত্রণ করলেও এবার তা আইনের মাধ্যমে বাধ্যতামূলক হলো। শিক্ষক, অভিভাবক ও বিশেষজ্ঞদের মতে, ফোনের কারণে পড়াশোনার পাশাপাশি বন্ধুত্ব গড়া, খেলাধুলা কিংবা অন্যান্য কার্যক্রম থেকে শিক্ষার্থীরা দূরে সরে যাচ্ছে। সরকারি জরিপ অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ মানুষই ফোনের ওপর অতিরিক্ত নির্ভরশীল। কিশোরদের মধ্যে এ হার ৪৩ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখেই সময় নষ্ট করে। তবে এ আইন নিয়ে শিক্ষার্থী ও কিছু শিক্ষক দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে, সমস্যার মূল জায়গা হলো অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা (সুনুং)। এই পরীক্ষার প্রস্তুতির জন্য শিশুদের প্রথম থেকেই দীর্ঘ সময় পড়াশোনায় ব্যস্ত থাকতে হয়। অনেক শিক্ষার্থী মনে করে, শুধু ফোন কেড়ে নেওয়ায় সমস্যার সমাধান হবে না; বরং তাদের শেখাতে হবে কীভাবে ফোন ছাড়া সময় ব্যবহার করা যায়।শিক্ষক সংগঠনগুলোতেও মতভেদ আছে। একটি সংগঠন আইনটির পক্ষে সমর্থন জানালেও অন্যটি আনুষ্ঠানিক অবস্থান নেয়নি। কিছু শিক্ষক মনে করেন, শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হতে পারে, আবার কেউ কেউ মনে করেন ক্লাসের শৃঙ্খলা রক্ষায় এটি কার্যকর হবে।