পোস্টারে আগুন, আসছে ‘প্রিন্স’

পোস্টারে আগুন, আসছে ‘প্রিন্স’ বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান নতুন চমক নিয়ে হাজির হলেন। শুক্রবার (২২ আগষ্ট) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করলেন তাঁর নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’–এর অফিসিয়াল পোস্টার। পোস্টারে দেখা যায়, লালচে আবহে ভিড়ের মাঝে হাতে বন্দুক উঁচিয়ে আছেন অনেকেই। তাঁদের মাঝেই উঁচু করে হাত তুলে দাঁড়িয়ে আছেন শাকিব খান। চেহারা স্পষ্ট না হলেও ভঙ্গিতে পরিষ্কার, এবার গ্যাংস্টারের চরিত্রে হাজির হচ্ছেন তিনি। পোস্টারের বিভিন্ন প্রান্তে ঢাকা শহরের পরিচিত জায়গার নাম যেমন উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গ্যান্ডারিয়া প্রভৃতি লেখা রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ, প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। আগামী ঈদুল ফিতর ২০২৬–এ ছবিটি মুক্তির কথা জানানো হয়েছে। পোস্টার শেয়ার করে শাকিব খান লিখেছেন— “ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের – শহর চিনবে তার আসল নায়ককে!! ? Here comes the Myth in motion – #PRINCE: Once Upon A Time In Dhaka. A story where the city meets its Legend.” ঈদের সিনেমা মানেই শাকিব খানের নাম বক্স অফিসে বড় ভরসা। গেল কোরবানির ঈদেও তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ভালো ব্যবসা করেছে। এবার ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন এই সিনেমা নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

ভারতের কাছে ২-০ গোলে পরাজিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৭

ভারতের কাছে ২-০ গোলে পরাজিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। শুক্রবার (২২ আগস্ট) ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই এক গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল হজম করে ম্যাচ শেষ করে দুই গোলের ব্যবধানে। ১৪তম মিনিটে ভারতের পার্ল ফার্নান্দেসের গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ। মাঝমাঠ থেকে বল কাড়ার পর বাংলাদেশের ডিফেন্স ভেদ করে দেওয়া পাস থেকে পাওয়া শটে গোল করেন তিনি। বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম চেষ্টা করেও শটটি ঠেকাতে পারেননি। প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। কর্নার থেকে আলপি আক্তারের একটি হেড লক্ষ্যে ছিল না। দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণও অব্যাহত থাকে। ৭৬ মিনিটে কর্নার থেকে নিখুঁত ভলিতে দ্বিতীয় গোলটি করেন বনিপিলা শুলাই। এই হারে টানা পাঁচ ম্যাচের জয়ের ধারা থেমে গেল বাংলাদেশের। সর্বশেষ তারা হেরেছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। আরব নিউজের প্রতিবেদন অনুসারে, ঊর্ধ্বতন ওই কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপ্রধান থাকাকালীন যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে তার স্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে ২০২৩ সালের সেপ্টেম্বরে লন্ডনে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়। কর্মকর্তা বলেন, তারা ব্যক্তিগত উদ্দেশ্যে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের অভিযোগে চাপ দিচ্ছেন। আমরা তাকে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করছি। বিক্রমাসিংহে ২০২৩ সালে হাভানা থেকে ফেরার পথে লন্ডনে থেমেছিলেন। সেখানে তিনি এবং তার স্ত্রী মাইথ্রি উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন। বিক্রমাসিংহে দাবি করেছিলেন, তার স্ত্রীর ভ্রমণ ব্যয় তিনি বহন করেন। কিন্তু কোনো রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করা হয়নি। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অভিযোগ করেছে, বিক্রমাসিংহে ব্যক্তিগত সফরে ভ্রমণের জন্য সরকারি অর্থ ব্যবহার করেছিলেন এবং তার দেহরক্ষীদেরও রাষ্ট্রীয় অর্থ প্রদান করা হয়েছিল। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করার পর ২০২২ সালের জুলাই মাসে বাকি মেয়াদের জন্য বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭৩ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭৩ ডেঙ্গু রোগী এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে আরো ১৭৩ জন। গতকাল সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব আক্রান্তের রেকর্ড করা হয়। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৮ শতাংশ নারী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ২৭ হাজার ৯৫৫ জন।

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, এই ধরনের কার্যকলাপ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় গুরুতর লঙ্ঘন। শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ফৌজদারি অপরাধে দ-িত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা আইনত নিষিদ্ধ। এর আগে, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এই স্বৈরাচারের ঘৃণামূলক বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল।

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব চেয়েছে ইসি

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব চেয়েছে ইসি আগামী ২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে মাঠ কার্যালয়ের গোডাউন খালি করতেও বলা হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ ইতোমধ্যে নির্দেশনাটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসেব আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় প্রেরণ করতে হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের মালামাল সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখতে মালামাল স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দের চাহিদাও পাঠাতে বলেছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেনাকাটা শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সব উপকরণ কেনা শেষ করতে চায় কমিশন।

লিবিয়া থেকে দেশে ফিরতে আগ্রহীদের জন্য নতুন নির্দেশনা 

লিবিয়া থেকে দেশে ফিরতে আগ্রহীদের জন্য নতুন নির্দেশনা লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, দেশটি থেকে বাংলাদেশিদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গতকাল ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। ফের নতুন করে লিবিয়ায় আটক থাকা বাংলাদেশিদের দেশে ফেরার জন্য কাজ শুরু করেছে দূতাবাস। গতকাল দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে ফিরতে আবেদনকারী অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ও যোগাযোগ রক্ষা করছে। এই ধারাবাহিক প্রচেষ্টার ফলে ত্রিপলী, মিসরাতা ও বেনগাজি থেকে তালিকাভুক্ত আবেদনকারীদের ধাপে ধাপে নিরাপদে দেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। এ প্রেক্ষিতে, ত্রিপলী থেকে নিবন্ধিত আবেদনকারীদের পাসপোর্ট/আউটপাস ২৪ থেকে ২৬ আগস্টের মধ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী দূতাবাসে জমা নেওয়া হবে। পরবর্তীতে দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) শেষ করবে এবং প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় সকল যোগাযোগ অব্যাহত রাখবে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকা আসছেন আগামীকাল 

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকা আসছেন আগামীকাল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২ দিনের সফরে ঢাকা আসছেন আগামীকাল। আগামীকাল দুপুরে বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এ সময় তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম ও পূর্ব) ড. নজরুল ইসলাম। অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্যের সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি। পরদিন সকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইসহাক দার এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আলোচনায় দুই দেশের মধ্যে ৬-৭টি চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

উগান্ডা ও হন্ডুরাসে অভিবাসী পাঠাবে যুক্তরাষ্ট্র

উগান্ডা ও হন্ডুরাসে অভিবাসী পাঠাবে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতির অংশ হিসাবে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই চুক্তি অনুযায়ী, নিজেদের নাগরিক নন এমন অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে দেশ দুটি। এটি ট্রাম্পের অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ এবং আন্তর্জাতিকভাবে অভিবাসী পুনর্বাসনের একটি বড় পদক্ষেপ। এই পদক্ষেপটি বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিলেও চুক্তিটি ঠিক কবে হয়েছে তা প্রকাশ করেনি দেশগুলো। গতকাল উগান্ডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব বাগিইর ভিনসেন্ট ওয়াইসওয়া জানিয়েছেন, দুই দেশ এখন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, উগান্ডা প্রায় ২০ লাখ শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে আশ্রয় দিতে সম্মত হয়েছে। যাদের অধিকাংশই ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কংগো, ইথিওপিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান এবং সুদানসহ পূর্ব আফ্রিকার অন্যান্য দেশ থেকে এসেছে।

সিপিএলে উইকেট শিকারে নতুন কীর্তি গড়লেন আমির

সিপিএলে উইকেট শিকারে নতুন কীর্তি গড়লেন আমির আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনও মাঠে তার ঝলক অম্লান। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বোলিংয়ে দেখালেন নতুন অধ্যায়। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলা আমির গতকাল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে বল হাতে নামেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ফাবিয়ান অ্যালেনকে আউট করেই তিনি স্পর্শ করলেন অনন্য মাইলফলক। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন। এর মাধ্যমে তিনি বিশ্বের মাত্র নবম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন। আমিরের আগে পাকিস্তানের হয়ে একমাত্র ওয়াহাব রিয়াজ জায়গা করে নিয়েছিলেন এই ক্লাবে। ওয়াহাব ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়ে এখনও শীর্ষে আছেন পাকিস্তানি বোলারদের মধ্যে। এবার তার ঠিক পরেই নাম লেখালেন আমির।