জাতীয় মৎস্য সপ্তাহে জেলেদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা

জাতীয় মৎস্য সপ্তাহে জেলেদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জেলেদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শতাধিক জেলের মধ্যে থেকে ৩৩ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে শিবতলা এলাকায় নতুন স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩ জনকে পুরস্কারের জন্য বাছাই করা হয়। মৎস্য সপ্তাহের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে তাদেরকে পুরস্কার দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ড. এলিজা খাতুনসহ জেলা ও সদর উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা। জেলা মৎস্য দপ্তর এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে।
পাগলা নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

পাগলা নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে আহাদ আলী নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাবলাবোনা গ্রামে পাগলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া আহাদ ওই গ্রামের নুরুল হুদার ছেলে ও কালিনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় আহাদ। এসময় তার সাথে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে আহাদকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
বিজেপি ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের

বিজেপি ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের তামিল সিনেমার জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে ‘ফ্যাসিবাদী বিজেপি’ আখ্যা দিয়ে এই আদর্শগত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়া এক বার্তায় এমন মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন এই অভিনেতা ও রাজনীতিক। এ সময় তিনি বিজেপির ওপর রাগও ঝাড়েন। তামিল রাজনীতিতে রুপালি পর্দার সুপারস্টারদের আধিপত্য নতুন কোন ঘটনা নয়। এনটি রামা রাও থেকে শুরু করে জয়ললিতা, কমল হাসান থেকে হালের থালাপতি বিজয়, প্রায় সকলেই নিজস্ব স্টাইলে জয় করেছেন ভোটারদের মন। এবার সেই লক্ষ্যে আরেকটু এগোলেন সুপারস্টার থালাপতি বিজয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে তার দল তামিলাগা ভেটরি কাজাগাম – টিভিকে’র দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থক জড়ো হয়। সেখানেই বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ‘একলা চলো’ নীতি গ্রহণের কথা ঘোষণা করেন। শুধু নিজে লড়ার ঘোষণাই নয় পাশাপাশি রাজ্য নির্বাচনে কোন জোটের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি। সমাবেশে বিজয় বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকে-কে ‘একমাত্র রাজনৈতিক শত্রু’ হিসেবে উল্লেখ করেন। অভিনেতা বিজয়ের ভাষ্যে, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর আমাদের রাজনৈতিক শত্রু হলো ডিএমকে – দ্রাবিড় মুনেত্র কাজাগাম। তামিলাগা ভেটরি কাজাগাম – টিভিকে এমন কোনো দল নয়, যারা কাউকে ভয় পায় বা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায়। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। চলুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।’ তিনি আরও বলেন, ‘সিংহ সব সময়ই সিংহ। একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। এমন সিংহ শিকার করতে বের হয়। জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ থাকে মাত্র একটি। সিংহই জঙ্গলের রাজা। সিংহ জানে কী করে টিকে থাকতে হয়।’ মোদির সমালোচনা করে বিজয় বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না।’ দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের দলকে তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট হিসেবে তুলে আনার চেষ্টা করছেন থালাপতি বিজয়। রাজ্যের ক্ষমতায় থাকা দ্রাবিড় মুনেত্র কাজাগাম – ডিএমকে এবং বিরোধী এআইএডিএমকে দুই দলেরই বিকল্প হিসেবে নিজের দলকে ভোটারদের সামনে আনার চেষ্টায় রয়েছেন বিজয়। দক্ষিণী সিনেমার এই সুপারস্টার গত বছর তামিলাগা ভেটরি কাজাগাম – টিভিকে প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। এবারই তিনি প্রথমবার নির্বাচনে অংশ নেবেন। ২০২৬ সালে অনুষ্ঠিত হওয়ার কথা তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন।
ভোলাহাটে রেশম চাষিদের উঠান বৈঠক

ভোলাহাটে রেশম চাষিদের উঠান বৈঠক ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে রেশম চাষিদেও নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার চরধরমপুর গ্রামে রেশম চাষি মো. সমরুদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক তরিকুল ইসলাম। এ সময় সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, ভোলাহাট রেশম চাষি ও বসনী সমিতির সাধারণ সম্পাদক সেকাম শেখ, ভোলাহাট রেশম বোর্ডের কর্মচারি মনিরুল ইসলাম বক্তব্য দেন। প্রধান অতিথি তরিকুল ইসলাম বলেন, রেশম চাষে কোন প্রকার অবহেলা করা যাবে না। রেশম চাষ করে আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়ে পরিবারের সদস্যদের শান্তি ফিওে আসবে।
নাচোলে মদ্যপ স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

নাচোলে মদ্যপ স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক নাচোলে উপজেলায় পাবিারিক কলহের জেরে মদ্যপ স্বামী গনেশ বাঁশফোড়ের লাঠিপেটায় স্ত্রী আাঁখি রানী খুন হয়েছেন। এঘটনায় পুলিশ স্বামী গনেশ বাঁশফোড়কে আটক করেছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। গনেশ নাচোলের নেজামপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের মৃত জগেন বাঁশফোড়ের ছেলে। নিহত আঁখি চাঁপাইনবাবগঞ্জ শহরের ১ নং সুইপার কলোনির হাবল জামাদারের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর বাড়িতে মদ্যপ স্বামীর লাঠিপেটায় হাতসহ বিভিন্ন অঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হন আঁখি। এঅবস্থায় গনেশ স্ত্রীকে গোপনে গোমস্তাপুর উপজেলার আড্ডা গ্রামে নিজ বড়ভাই বাবলু ভগতের বাড়ি নিয়ে যায় ও গোপনে স্থানীয়ভাবে চিকিৎসা করায়। কিন্তু আঁখির অবস্থার অবনতি হলে গতকাল দুপুরের দিকে তাঁকে মিথ্যা ঘটনা বলে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আঁখির মৃত্যু হয়। এরপর গনেশ মরদেহ হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে নাচোলে নিজ বাড়িতে পাঠিয়ে দেয় ও নিজে আত্মগোপণে যাবার চেষ্টা করে। নাচোল থানা পুলিশ ঘটনা জানতে পেরে আজ ভোররাতে গণেশের বাড়ি থেকে আঁখির মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। এছাড়া ভোররাতেই গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকায় অবস্থিত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহায়তায় গনেশকে গ্রেপ্তার করে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আঁখির ভাই মধু মঙ্গল জামাদার আজ ভোরে গনেশ,তাঁর প্রথম স্ত্রী বেলী, বেলির ঘরের ছেলে ও আঁখিকে গোমস্তাপুর নিয়ে যাওয়া ও মরদেহ নিয়ে আসা হৃদয় বাঁশফোড় এবং ভাই ভগত সহ ৪ জনের নামে মামলা করেছেন। ওসি আরও বলেন, ঘটনায় জড়িতরা পরিচ্ছন্নতা কর্মী। আঁখি গনেশের চতূর্থ স্ত্রী। তাঁর প্রথম স্ত্রী সংসার করছেন। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে ও অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
শিবগঞ্জে বন্যাদূর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শিবগঞ্জে বন্যাদূর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শিবগঞ্জ উপজেলার বন্যাদূর্গত ৪টি ইউনিয়নের ১২শত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। ইউনিয়নগুলো হচ্ছে উজিরপুর, পাঁকা, দূর্লভপুর ও মনাকষা। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত নৌকা নিয়ে পানিবন্দী এলাকার মানুষের দোড়গোড়ায় গিয়ে খাবার প্যাকেট বিতরণ করা হয়। সমিতির সাধারণ সম্পাদক এড. দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার দিনব্যাপী পর্যায়ক্রমে উজিরপুর, পাঁকার বোগলাউড়ি, নিশিপাড়া, কদমতলী, দূর্লভপুরের পিয়ালিমারি ও মনাকষার হাঙ্গামী গ্রামে ত্রাণ হিসেবে খাবার প্যাকেট বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার তেল, আধা কেজি গুড় ও খাবার স্যালাইন। তিনি বলেন, পানি কমলেও পদ্মা’র বন্যায় এখনও পনিবন্দী রয়েছেন দূর্গম চরাঞ্চলের অনেক মানুষ। তাঁদের হাতে কাজ নেই। অনেকে খাবার সংকটেও রয়েছেন। এ অবস্থায় সমিতির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আগামীকাল সদর উপজেলার দূর্গত নারায়নপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হবে। সমিতি জেলাবাসীর বিপদে পাশে থাকার এ ধারা অব্যহত রাখবে বলেও জানান এড. দেলোয়ার। ত্রাণ বিতরণে অংশ নেন, সমিতির দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, সমাজেসবো সম্পাদক আনারুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদসহ অন্যরা।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের গঙ্গারামপুর আটভিঘি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ ভোররাত সাড়ে ৩টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল সাড়ে ১১টায় নিজ গ্রামের একটি আমবগানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন সরকার, বীর মুক্তিযোদ্ধা ও দূর্লভপুরেরর সাবেক ইউপি চেয়ারম্যান বজলার রহমান সনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যুক্তরাষ্ট্রে পুরস্কার পেলেন আনিসুর রহমান মিলন

যুক্তরাষ্ট্রে পুরস্কার পেলেন আনিসুর রহমান মিলন ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। এই সম্মানজনক পুরস্কারটি প্রদান করেছে চার্চ অব সায়েন্টোলজি। পুরস্কার গ্রহণের পর কৃতজ্ঞতা প্রকাশ করে আনিসুর রহমান মিলন বলেন, “আমি সত্যিই সম্মানিত বোধ করছি। তবে এই পুরস্কার কেবল আমার নয়, এটি লস অ্যাঞ্জেলেস অ্যাক্টিং একাডেমির প্রতিটি সদস্যের। তাদের অবদান ছাড়া এ অর্জন সম্ভব হতো না। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করার জন্য সায়েন্টোলজি চার্চের প্রতি কৃতজ্ঞ।” একসময় বাংলাদেশি নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন আনিসুর রহমান মিলন। দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় নাটক ও সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে বর্তমানে দেশে অভিনয়ে সক্রিয় নন, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রের শিল্পীদের প্রভাবশালী সংগঠন ‘দ্য স্ক্রিন অ্যাক্টর গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’ (সেগ-আফট্রা) এর সদস্য হয়েছেন তিনি। মিলনকে হলিউডের অভিনেতা হিসেবে নাম লেখানোর সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার সিনেমা ‘এম আর-৯: ডু অর ডাই’। চলতি বছেরের শুরুতে মিলন বলেন, “আমি এখন যুক্তরাষ্ট্রের অ্যাক্টরস ইউনিয়নের সঙ্গে যুক্ত। যে কারণে এখন আমি হলিউডের মূলধারার সিনেমায় অভিনয় করার সুযোগ তৈরি করতে পারছি। এখন আমাকে হলিউডের কাজের জন্য ছুটতে হবে।”
অ্যাথলেটিকসে দ্রুততম মানবের মুকুট ইমরানুরের

অ্যাথলেটিকসে দ্রুততম মানবের মুকুট ইমরানুরের বাংলাদেশ অ্যাথলেটিকসে উজ্জ্বল নাম ইমরানুর রহমান আবারও প্রমাণ করলেন নিজের শ্রেষ্ঠত্ব। দীর্ঘ সাত-আট মাস চোটের কারণে ট্র্যাকের বাইরে থাকার পর জাতীয় অ্যাথলেটিকসের ১৭তম সামার মিটে দুর্দান্তভাবে ফিরেছেন তিনি। প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে ৩২ বছর বয়সী এই স্প্রিন্টার আবারও অর্জন করলেন দেশের দ্রুততম মানবের মুকুট। গত বছরের প্যারিস অলিম্পিকে চোটের কারণে দৌড় শেষ করতে পারেননি ইমরান। এরপর থেকে পুনর্বাসন আর কঠোর অনুশীলনের মধ্য দিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জাতীয় স্টেডিয়ামে আজ সেই প্রস্তুতির ফলই ধরা দিল। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে না পারায় দ্রুততম মানবের খেতাব হারান ইমরানুর। সে সময় নৌবাহিনীর আরেক স্প্রিন্টার মোহাম্মদ ইসমাইল এই খেতাব জিতেছিলেন। তবে এবার প্রতিযোগিতায় ইসমাইলকে পেছনে ফেলে আবারও শীর্ষে ফিরলেন ইমরানুর। দুজনই বাংলাদেশ নৌবাহিনীর হয়ে প্রতিনিধিত্ব করেন। যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর এর আগেও তিনবার দেশের দ্রুততম মানবের খেতাব জিতেছেন। জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার সাফল্য নজর কাড়ে। ২০২৩ সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে স্বর্ণপদক জিতে তিনি তাক লাগিয়ে দেন সবাইকে। একই বছর লন্ডনে এক প্রতিযোগিতায় ১০.১১ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গড়ে তোলেন বাংলাদেশের জাতীয় রেকর্ড।
আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো করেছিলাম

আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো করেছিলাম কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। নামটা শুনলেই অনেকের মনে প্রথমেই আসে বিতর্কের কথা। গত কয়েক বছরে যেন একটার পর একটা বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী ও রাজনীতিক। তবে এতদিন এসব নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেননি তিনি। এবার এক সাক্ষাৎকারে নিজের জীবনের নানা অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন। নুসরাত বলেন, ‘মানুষ ভাবে, নুসরাত মানেই বিতর্ক। কিন্তু আমি তার চেয়েও অনেক বেশি কিছু। যারা সমালোচনা করে, তারা জানেই না আমার ভিতরে কী চলছিল। অনেকে যা বলে, তার অনেকটাই সত্যি নয়, অর্ধসত্য।’ কঠিন সময় পেরিয়ে এখন নিজের জীবনে স্থিরতা খুঁজে পেয়েছেন বলে মনে করেন তিনি। বলেন, ‘আগের চেয়ে অনেক বেশি মানসিক শক্তি পেয়েছি।’ যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক নিয়ে আগে কখনো খুব স্পষ্ট কিছু বলেননি নুসরাত। তবে এবার তিনি বলেন, ‘যশের সঙ্গে যখন সম্পর্কে জড়াই, তখন জানতাম সে একজন সন্তানের বাবা। হ্যাঁ, সবকিছু বুঝতে সময় লাগে। সেই সময়টা নিয়েছিলাম।’ তার সংসদে গিয়ে ‘বিয়ে হয়নি’ বলার প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে ভেবেছে আমি সংসদে গিয়ে বলেছি বিয়ে করিনি। আমি কি বোকা? বিয়ে করে, সংসদে শপথ নিয়ে আবার বলব বিয়েটা হয়নি! তাহলে তো আমাকে পাগলাগারদে যেতে হতো! আমি কখনো এমন বলিনি।’ তিনি জানান, তার প্রাক্তন স্বামীর পক্ষ থেকে আইনি চিঠি এসেছিল, যাতে বলা হয়েছিল তার আর যশের বিয়ে আইনগতভাবে বৈধ নয়। সে কথাটাও তিনি ঠিকভাবে প্রকাশ করতে পারেননি। কিন্তু এ কথা সত্যি যে, বিয়ে তো হয়েছিল – সেটা বৈধ হোক বা না হোক। বিয়ে রেজিস্ট্রি না করার কারণ হিসেবে তিনি জানান, বিয়েটা বিদেশে হয়েছিল। ফিরেই সংসদে শপথ ছিল, তারপর একের পর এক কাজ। সময়ই পাইনি রেজিস্ট্রির জন্য। এটা তারই ভুল। তবে অতীত তো মুছে ফেলা যায় না। রাজনীতি থেকে নিজেই সরে এসেছেন, না কি বাধ্য হয়েছিলেন- এমন প্রশ্নে নুসরাত বলেন, ‘আমি মন দিয়ে কাজ করছিলাম। কিন্তু নির্বাচনের ছয় মাস আগে অনেক ঘটনা ঘটল। আমাকে বলা হলো আমি মানুষকে ঠকিয়েছি! এটা কেন হবে?’ তিনি বলেন, ‘আমি কিন্তু সমস্ত পরিস্থিতি একা সামলেছি। যশ তখন মুম্বাইয়ে, ঈশান ছিল ছোট। ওকে দেখে সিদ্ধান্ত নিই, আর নয়। ও বড় হবে, স্কুলে যাবে- চাই না, আমার কারণে তার জীবনে কিছু প্রভাব পড়ুক।’ ২০২৬ সালের নির্বাচনে যদি আবার ডাক আসে তাহলে কী করবেন?- এমন প্রশ্নের জবাবে নুসরাত বলেন, কে ডাকবে জানি না- তৃণমূল না বিজেপি। তবে রাজনীতিতে আসার একমাত্র কারণ ছিল দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)। তাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। উনি আমাদের ইন্ডাস্ট্রির মানুষদের স্নেহ করেন, আগলে রাখেন। দিদিকে না বলা আমার পক্ষে সম্ভব না।’