শিবগঞ্জে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার

শিবগঞ্জে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর বিজয়মোড় এলাকার ৬ মাসের শিশু সন্তানের জননী ও প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী ফাতেমা বেগমকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ফাতেমা বেগম ওই এলাকার মামুন আলীর স্ত্রী। গতকাল রাত ৮টার দিকে সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকা থেকে তিনি গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারের বরাতে র্যাব জানায়, বাবা সবুর আলীর বাড়িতে অবস্থানকালে চাচাতো ভাইদের সাথে বাড়ির সীমানা নিয়ে পূর্ব শত্রুতা এবং নিজেদের নির্মাণাধীণ বাড়ির কার্নিশ ও ছাদ ঢালাই নিয়ে ভাইদের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে খালেদাকে ঘটনাস্থলে কুপিয়ে খুন করা হয়। এ সময় তাঁর বাবা-মা ও বোনও আহত হন। এ ঘটনায় নিহতের পিতা শিবগঞ্জ থানায় মামলা করলে পুলিশের পাশাপাশি র্যাবও গ্রেপ্তার অভিযান শুরু করে। গ্রেফতারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
চাঁপাইনবাবগঞ্জে চাল ডাল পেঁয়াজসহ বেড়েছে সবজির দাম

চাঁপাইনবাবগঞ্জে চাল ডাল পেঁয়াজসহ বেড়েছে সবজির দাম চাঁপাইনবাবগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ১৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এছাড়া সবজির দাম কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। চাল ও মশুর ডালের দামও বাড়তি। আজ সকালে জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ও পুরাতন বাজার ঘুরে এমনটাই জানা গেছে। খুচরা চাল বিক্রেতা আব্দুর রহমান বাবু জানান, সাদা স্বর্ণা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকা, লাল স্বর্ণা ৬২ থেকে ৬৫ টাকা, আটাশ ৭০ টাকা থেকে ৭২, মিনিকেট ৮০ থেকে ৮৫ টাকা খুচরা বিক্রি হচ্ছে। এছাড়া মুশর ডাল ১৫০ টাকা, মটর ডাল ১৪০ টাকা, খেসাড়ির ডাল ১০০ টাকা, ছোলার ডাল ১২০-১৩০ টাকা, খোলা গমের আটা ৩৮ থেকে টাকা ৪০ টাকা, প্যাকেট আটা ৪৮-৫০ টাকা, পেঁয়াজ ৫৫ টাকা থেকে বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭৫ টাকা। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪৫ টাকায়। সবজি বিক্রেতারা জানান, প্রতিকেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পটোল ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, বরবটি ৭০ টাকা, দেশি শসা ১০০ টাকা, করলা ৬০ থেকে, কচু ৪০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, আলু ২০-২৫ টাকা, কাঁচা মরিচ ১৫০ টাকা, কাঁচা কলা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতিটি ৫০ টাকা ও কুমড়ার জালি বিক্রি হচ্ছে প্রতি পিস ৫০ টাকায়। মাছ বিক্রেতারা জানান, মাছের দাম গত সপ্তাহের মতো রয়েছে। মুরগি বিক্রেতারা জানান, দেশি মুরগির দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪৬০ টাকা, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকা, ব্রয়লার ১৬০ টাকা, প্যারেন্স ৩৫০ টাকা, লাল লিয়ার ২৮০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা কেজি। অন্যদিকে পুরাতন বাজারে পেঁয়াজ বিক্রেতা ইকবাল জানান, প্রতি ৫ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৩০ টাকা। অর্থাৎ প্রতিকেজি ৬৬ টাকা। বর্ষা বেশির সবজির দাম ও পেঁয়াজের মজুত কমে আসায় দাম বৃদ্ধি বলে বিক্রেতারা জানান।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়া আক্রান্ত আরো ৪৬ জন

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়া আক্রান্ত আরো ৪৬ জন চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। প্রতিদিনই আক্রান্তের খবর আসছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৭ জন। আজ সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩৪ জন, গোমস্তাপুরে ১২জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৭ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৩৩ জন ও গোমস্তাপুর থেকে ৪ জন রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৩ জন রোগী।
চাঁপাইনবাবগঞ্জে নতুন ডেঙ্গু রোগী আক্রান্ত ২৬ জন

চাঁপাইনবাবগঞ্জে নতুন ডেঙ্গু রোগী আক্রান্ত ২৬ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ২৬ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১২ জন এবং বহির্বিভাগে ১৪ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন রোগী। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন মহিলা রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২১ জনকে। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৪৬ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৪ জনে। আজ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে বেড়েই চলেছে ৩ নদীর পানি ২৪ ঘণ্টায় পদ্মায় ২০, মহানন্দায় ১৮ ও পুনর্ভবায় ২৩ সে.মি. পানি বৃদ্ধি

চাঁপাইনবাবগঞ্জে বেড়েই চলেছে ৩ নদীর পানি ২৪ ঘণ্টায় পদ্মায় ২০, মহানন্দায় ১৮ ও পুনর্ভবায় ২৩ সে.মি. পানি বৃদ্ধি চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় বেড়েছে ২০ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ১৮ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার। পদ্মা বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার, মহানন্দা ১.৪৫ মিটার এবং পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ২.৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ৩ নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫। তবে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০.৯২ মিটার। যা আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২১.১২ মিটার। এই নদীর পানি বেড়েছে ২০ সেন্টিমিটার। অন্যদিকে মহানন্দা নদীর বিপৎসীমা হচ্ছে ২০.৫৫। তবে, গতকাল সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৮.৯২ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.১০ মিটার। অর্থাৎ এই নদীর পানি বেড়েছে ১৮ সেন্টিমিটার। অপরদিকে, পুনর্ভবার নদীর বিপৎসীমা হচ্ছে ২১.৫৫ মিটার। তবে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮.৯৪ মিটার। যা আজ সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৯.১৭ মিটার। অর্থাৎ এই নদীর পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার।
জেনে নিন ১ মিনিটে ফ্যান পরিষ্কারের সহজ টিপস!

জেনে নিন ১ মিনিটে ফ্যান পরিষ্কারের সহজ টিপস! ঘর যতই পরিষ্কার রাখতে চাই, ধুলা থেকে মুক্তি মেলা সত্যি কঠিন। নিচের ধুলো-ময়লা তবুও পরিষ্কার করে মোছা যায়, কিন্তু বিপত্তি হয় সিলিং ফ্যান নিয়ে। এটি ওপরে থাকায় সহজে পরিষ্কার করা যায় না। ফলে অনেক বেশি ময়লা জমে, এটি দেখতে খারাপ লাগে। আর বাতাসের সঙ্গে ধুলো পুরো ঘরে ছড়িয়েও যায়। ফ্যান পরিষ্কার করা বেশ ঝামেলার, সময়ও লাগে অনেকক্ষণ! কেমন হয় এই কঠিন কাজটি যদি মাত্র এক মিনিটে করা যায়? জেনে নিন, কোনো ঝামেলা ছাড়া ফ্যান পরিষ্কার করার পদ্ধতি: একটি পুরোনো বালিশের কভার নিন। এবার এটি দিয়ে ফ্যানের ব্লেডের আগা থেকে গোড়া পর্যন্ত ঢেকে দিন। বালিশের কভারটি দু হাত দিয়ে পাখার ব্লেডের ওপরে চেপে ধরে বাইরের দিকে টান দিন। এবার দেখুন, ফ্যানের সব ময়লা চলে এসেছে। এভাবেই সবগুলো ব্লেড পরিষ্কার করে নিন। সপ্তাহে একবার এভাবে ফ্যান পরিষ্কার করুন। ফ্যানের সঙ্গে ঘরও পরিষ্কার থাকবে।
রূপের সমস্যায় যে কৌশল অবলম্বন করেন তামান্না

রূপের সমস্যায় যে কৌশল অবলম্বন করেন তামান্না ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গান-সব খানেই দর্শক মাতিয়েছেন তামান্না ভাটিয়া। ভারতের আলোচিত এই অভিনেত্রীর মসৃণ ত্বক আর টানটান গড়ন নিয়ে সর্বক্ষেত্রে হয় আলোচনা। সম্প্রতি এই অভিনেত্রী নিজেই ফাঁস করেছেন তার রূপের এক গোপন সমস্যার কথা। এক সাক্ষাৎকারে তামান্না জানান, অন্যান্য মানুষের মতোই তারও মাঝেমধ্যে ব্রণ ওঠে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনি এক অভিনব কৌশল অবলম্বন করেন, যা শুনে অনেকেই অবাক। তার এমন কাণ্ডের কথা শুনে অনেকের চোখ কপালে! অভিনেত্রী জানান, তিনি ব্রণের ওপর নিজের থুতু ব্যবহার করেন। তবে এর একটা বিশেষ নিয়ম আছে। তামান্নার কথা শুনে চমকে ওঠেন সঞ্চালক। তামান্না বলেন, যে কোন সময় থুতু লাগালেই হবে এমনটা নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম লালা লাগালেই বেশি উপকার মেলে। এই কৌশল যে শুধু তার ক্ষেত্রেই কাজ করেছে তা নয়, এমনটা তিনি নিজেও বিশ্বাস করেন। অতীতে ব্রণ কমাতে তিনি অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মাটি মিশিয়েও ব্যবহার করেছেন। যদিও তামান্নার পরামর্শ, উঠতি বয়সের ছেলে-মেয়েদের ত্বক সংক্রান্ত যেকোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সব ধরনের ত্বকের জন্য সব কৌশল যে সমান কার্যকরী নাও হতে পারে।
বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!

বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি! সিনেমা হিট হলেই সেই জুটিদের নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। সে ঐশ্বরিয়া-অভিষেক, শহীদ-কারিনা হোক কিংবা রণবীর-দীপিকা থেকে সিদ্ধার্থ-কিয়ারা অনস্ক্রিনের রোমান্স সময়ের ফাঁক গলে কখন অফস্ক্রিনে ফুটে উঠবে, সেটা বলা দায়। এবার বলিউড পাড়ায় খবর, শুধু পর্দায় নয় আলোচিত ‘সাইয়ারা’ জুটির প্রেম নাকি ‘বাস্তব জীবন’-এও জমে ক্ষীর! একটি ভিডিওর মাধ্যমে এই গুঞ্জনের শুরু। কী এমন ছিল সেই ভিডিওতে? দেখা গেছে, পর্দার প্রেমিক অহন পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে নায়িকা অনীত পাড্ডা। সেখানে অবশ্য মধ্যমণি অহনও উপস্থিত ছিল। তাদের একসঙ্গে সেই বুটিক থেকে বেরতে দেখা যায়। তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আলোচনা চলছে। দেখা যায়, অহন তার অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি। অহন-অনীতের এই ‘লাজুক’ সমীকরণ কিংবা ‘প্রেম-প্রেম ভাব’ নজর এড়ায়নি অনুরাগীদের। পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, ‘সাইয়ারা’ জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন। প্রসঙ্গত, মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পেয়েছে ‘সাইয়ারা’। সিনেমার গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গেছে দর্শকদের। সিনেমাতে অহনের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রথম সিনেমাতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন নবাগত অহন। অন্যদিকে অনীতের অভিনয়ও মন জিতেছে দর্শকদের। সিনেমার প্রশংসায় পঞ্চমুখ ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানও। সামাজিকমাধ্যমে তিনিও লেখেন, ‘অহন পাণ্ডে ও অনীত পাড্ডা তাদের প্রথম সিনেমাতেই নিজেদের অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছেন। ’
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯০

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯০ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় সারাদেশে ১৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৯৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ২১ হাজার ৯৯৮ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪১০ জন। এর মধ্যে ৫৮ দশমিক সাত শতাংশ পুরুষ ও ৪১ দশমিক তিন শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে ৯৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
সাঈদ আনোয়ারের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় বাবর

সাঈদ আনোয়ারের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় বাবর পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম ওয়ানডেতে দুইটি বড় মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। এর মধ্যে একটি আবার তার স্বদেশী কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ারের সেঞ্চুরির রেকর্ড। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছেন তিনি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। ৩০ বছর বয়সী বাবর ইতোমধ্যেই ১৯টি ওয়ানডে সেঞ্চুরি করেছেন। আর মাত্র একটি সেঞ্চুরি করলেই সাঈদ আনোয়ারের পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২০টি সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসাবেন বাবর। সাঈদ আনোয়ার ২৪৭ ম্যাচ ও ২৪৪ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন, আর বাবর খেলেছেন মাত্র ১৩১ ম্যাচ ও ১২৮ ইনিংস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরি সাঈদ আনোয়ার — ২০ সেঞ্চুরি (২৪৭ ম্যাচ) বাবর আজম — ১৯* সেঞ্চুরি (১৩১ ম্যাচ) মোহাম্মদ ইউসুফ — ১৫ সেঞ্চুরি (২৮১ ম্যাচ) ফখর জামান — ১১ সেঞ্চুরি (৮২ ম্যাচ) মোহাম্মদ হাফিজ — ১১ সেঞ্চুরি (২১৮ ম্যাচ) এছাড়া বাবরের সামনে রয়েছে আরেকটি বড় সুযোগ—ওয়ানডেতে দ্রুততম ২০ সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠা। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে ভারতের বিরাট কোহলির দখলে, যিনি ১৩৩ ইনিংসে ২০ সেঞ্চুরি করেছিলেন। বাবরের হাতে আছে চার ইনিংস সময়; যদি এই সময়ে একটি সেঞ্চুরি করতে পারেন, তবে কোহলিকে ছাড়িয়ে যাবেন এবং দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার (১০৮ ইনিংস) পরেই থাকবেন। ওয়ানডেতে দ্রুততম ২০ সেঞ্চুরি হাশিম আমলা — ১০৮ ইনিংস বিরাট কোহলি — ১৩৩ ইনিংস এবি ডি ভিলিয়ার্স — ১৭৫ ইনিংস রোহিত শর্মা — ১৮৩ ইনিংস