ক্যাপিটাল ড্রামায় আসছে ইয়াশ-নীহার ‘উইশ কার্ড’

ক্যাপিটাল ড্রামায় আসছে ইয়াশ-নীহার ‘উইশ কার্ড’ নতুন রোমান্টিক-কমেডি ধারার নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন। তার রচনায় ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘উইশ কার্ড’ নামের নতুন নাটক। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। নাটকটির শুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই, এখন চলছে সম্পাদনার কাজ। নির্মাতা জানিয়েছেন, আগামী ১৪ আগস্ট নাটকটি ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকের কাহিনিতে দেখা যাবে, হৃদির (নীহা) বাবা বন বিভাগের কর্মকর্তা। নতুন এক এলাকায় বদলি হয়ে আসার পর হৃদি ভর্তি হয় স্থানীয় এক কলেজে। সেখানেই তার পরিচয় হয় কলেজের সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ) সঙ্গে। সাদের দুষ্টুমি, আর হৃদির শান্ত স্বভাব। এই বিপরীত মেরু চরিত্রের মধ্যে তৈরি হয় সম্পর্কের এক মজার রসায়ন। সাদ হৃদি প্রেমে পড়ে, কিন্তু হৃদি সরাসরি সাড়া না দিয়ে তাকে এক চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। তাকে পেতে হলে পূরণ করতে হবে কয়েকটি ‘উইশ’। সাদ রাজি হয়ে যায় চ্যালেঞ্জে। তবে সেই রহস্যময় উইশগুলো কী? তা জানতে অপেক্ষা করতে হবে নাটকটি মুক্তি পাওয়া পর্যন্ত। নাটকটি নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন,’ইয়াশের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। ও খুব মনোযোগী আর সিরিয়াস একজন অভিনেতা। আর নীহা তো আমার পুরোনো সহকর্মী, ওর সঙ্গে কাজ করাও দারুণ অভিজ্ঞতা।’ অভিনেতা ইয়াশ রোহান বলেন,”দারুণ এক এনার্জেটিক নাটক হতে যাচ্ছে ‘উইশ কার্ড’। সৌখিন ভাই প্রতিটি দৃশ্য খুব যত্ন নিয়ে করেছেন। দর্শকদের ভালো লাগবে আশা করি।” নায়িকা নাজনীন নীহা জানান,”সৌখিন ভাইয়ার সঙ্গে এটিই আমার চতুর্থ কাজ। এর আগে মনদুয়ারী, মেঘবালিকা ও লাভ রেইন নাটকে একসঙ্গে কাজ করেছি। দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস করছি, কারণ এই নাটকে আবেগ, হাসি, প্রেম সবকিছুই আছে।’ ‘উইশ কার্ড’ নাটকে রয়েছে একটি গান। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর-সংগীত করেছেন সাজিদ সরকার।
লেটুসপাতার ৭ গুণ

লেটুসপাতার ৭ গুণ লেটুসপাতার ৭ গুণসালাদসহ ফাস্টফুড খাবারে ব্যবহার করা হয় লেটুসপাতা। লেটুসপাতা সবাই খেয়েছেন, অন্তত চেনেন তো নিশ্চয়ই। এর পুষ্টিগুণ অনন্য। এতে নানা রকম ভিটামিন ছাড়াও রয়েছে একেবারে কম ক্যালরি। সালাদসহ ফাস্টফুড খাবারে ব্যবহার করা হয় লেটুসপাতা। লেটুসের সাতটি গুণাগুণ জেনে নিন। ফাইবার: আঁশযুক্ত খাবার দেহের জন্য উপকারী। এটি হজমও হয় দ্রুত। লেটুস একটি আঁশযুক্ত সবজি। এতে অতি অল্প পরিমাণ কোলেস্টরেল রয়েছে এবং হৃদযন্ত্রের জন্য উপকারী। ভিটামিন ‘এ’ : বিস্ময় বোধ করছেন? কিছু লেটুসের জাত রয়েছে যাতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ রয়েছে। বিপাকক্রিয়ায় এর ভূমিকা অপরিহার্য। তাছাড়া এই পুষ্টি উপাদানকে বলা হয় অ্যান্টি-অক্সিডেন্ট। ভিটামিন ‘এ’র অন্যান্য গুণের কথা সবাই জানেন। আয়রন: সব ধরনের সবুজ পাতার সবজিতে কিছু না কিছু আয়রন রয়েছে। নারীদের ঋতু চলাকালে যে রক্ত বের হয়ে যায়, সে সময় আয়রনের প্রয়োজন হয়। গর্ভবতী অবস্থাতেও আয়রনের প্রয়োজন পড়ে। তাই খাবারের সঙ্গে পছন্দমতো উপায়ে লেটুস ব্যবহার করুন। প্রোটিন: খুব অল্প পরিমাণ প্রোটিন থাকলেও প্রতিদিন পেতে লেটুস একটি উপায় হতে পারে। প্রোটিন দেহের পেশি গঠনে মূল ভূমিকা রাখে। তাই সালাদে শিমের বিচির সঙ্গে লেটুস ব্যবহার করলে প্রচুর প্রোটিন পাবেন। ক্যালসিয়াম: এই উপাদানটিও খুব বেশি থাকে না। তবুও নিয়মিত ক্যালসিয়াম পেতে পারেন লেটুস থেকে। হাড় এবং দাঁতের গঠনে ক্যালসিয়ামের বিকল্প নেই। অন্যান্য ক্যালসিয়ামপূর্ণ খাবারের সঙ্গে লেটুস মেশাতে পারেন। ‘বি’র সব ভিটামিন: ভিটামিন ‘বি’র বিভিন্ন ধরন রয়েছে। এগুলো ভিন্ন ভিন্ন খাবারের উৎস থেকে আসে। বিশেষ করে মাংসে পাওয়া যায়। কিন্তু লেটুসে কয়েক ধরনের ভিটামিন ‘বি’ রয়েছে। তাই লেটুস খেতে পারেন। পটাসিয়াম: এই উপাদানটি রক্তের জন্য উপকারী। রক্তে পটাসিয়ামের পরিমাণ অতিমাত্রায় কমে গেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। লেটুসপাতা থেকে যথেষ্ট পরিমাণ পটাসিয়াম পাওয়া যায়।
ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র লামিমা

ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র লামিমা ওমরাহ করলেন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে পরিচিতি পাওয়া লামিমা লাম। কিছুদিন আগেই ওমরাহ করার জন্য মক্কার উদ্দেশে পাড়ি জমান এই অভিনেত্রী। আজ সামাজিকমাধ্যমে মক্কার সামনে হিজাব পরিহিত একটি ছবি পোস্ট করে জানালেন, তিনি ওমরাহ সম্পন্ন করেছেন। সেই পোস্টে লামিমা লাম লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমার প্রথম ওমরাহ সম্পন্ন। ’ লামিমার সেই পোস্টে অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাকে। সেখানে মন্তব্য করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমিও। তিনি লেখেন, ‘মাশা আল্লাহ’। পাঁচ বছর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তৃতীয় মৌসুম দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন লামিমা লাম। এরপর ‘অসময়’, ‘টাকার মেশিন’ ও ‘হোটেল রিল্যাক্স’-এ অভিনয় করে প্রশংসা কুড়ান। বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম কিস্তিতে দেখা যাচ্ছে তাকে।
২০ মিলিয়ন ডলারের রেকর্ড ট্রান্সফারে মেসিদের লিগে সন

২০ মিলিয়ন ডলারের রেকর্ড ট্রান্সফারে মেসিদের লিগে সন দশ বছরের টটেনহ্যাম অধ্যায় শেষে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পা রাখলেন দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড সন হিউং-মিন। লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব (এলএএফসি)-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ৩৩ বছর বয়সী এ তারকা। দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের অধিনায়ক সন মঙ্গলবার নিজ দেশ সফররত টটেনহ্যাম স্কোয়াড থেকে আলাদা হয়ে উড়ে যান লস অ্যাঞ্জেলেসে। সেদিন রাতে তিনি উপস্থিত ছিলেন এলএএফসি বনাম টাইগ্রেস ম্যাচে, গ্যালারিতে বসেই দেখেছেন নতুন দলের খেলা। মাঠের স্ক্রিনে তাকে দেখানো হলে উল্লাসে ফেটে পড়ে দর্শক। এলএএফসি বুধবার সনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে। জানা গেছে, ট্রান্সফার ফি হিসেবে ক্লাবটি ২০ মিলিয়ন ডলারের বেশি দিয়েছে, যা এমএলএস ইতিহাসে সর্বোচ্চ। টটেনহ্যামের হয়ে সন খেলেছেন ৪৫৪টি ম্যাচ, গোল করেছেন ১৭৩টি। চলতি বছরের মে মাসে ক্লাবকে ইউরোপা লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি। লস অ্যাঞ্জেলেসে রয়েছে কোরিয়ার বাইরের সবচেয়ে বড় কোরিয়ান কমিউনিটি। শহরের কোরিয়াটাউন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এলএএফসি’র হোম গ্রাউন্ড বিএমও স্টেডিয়াম। ফলে মাঠ ও মাঠের বাইরেও প্রভাব বিস্তারের সুবর্ণ সুযোগ পাচ্ছেন এশিয়ার অন্যতম সেরা ফুটবলার সন। অনেকে বলছেন, তিনি হতে পারেন ফুটবলে লস অ্যাঞ্জেলেস ডজার্সের জাপানি তারকা শোহেই ওহতানির সমতুল্য একজন ফিগার। সনের বয়স এখন ৩৩। এমএলএসে খেলা লিওনেল মেসি (৩৫), লুইস সুয়ারেজ (৩৭), অলিভিয়ে জিরু (৩৭) বা হুগো লরিসের (৩৭) চেয়ে তুলনামূলক তরুণই বলা চলে তাকে। তাছাড়া সনের গতি, ফিনিশিং ও পজিশনাল বুদ্ধিমত্তা এলএএফসি’র গতিময় কাউন্টার অ্যাটাকিং ফুটবলের সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সনের আগমনে এলএএফসি দলে যুক্ত হচ্ছে পুরোনো টটেনহ্যাম সতীর্থ লরিসের সঙ্গে পুনর্মিলন। আর দলের বর্তমান তারকা ফরোয়ার্ড দেনিস বুয়াঙ্গার সঙ্গে মিলে সন গঠন করতে পারেন বিধ্বংসী আক্রমণত্রয়ী। তবে নতুন কোচের অধীনে শীতকালীন মৌসুমে এলএএফসি তাদের খেলার ধরণেও পরিবর্তন আনতে পারে, কারণ বর্তমান কোচ স্টিভ চেরান্ডোলো চার বছর পর বিদায় নিচ্ছেন জার্মানিতে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়ে।
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২০ নারী ক্রিকেটার, বেতন বেড়েছে ৫০ শতাংশ

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২০ নারী ক্রিকেটার, বেতন বেড়েছে ৫০ শতাংশ দুটি বিশ্বকাপ সামনে রেখে আগামী এক বছরের জন্য নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৫-২৬ মৌসুমের জন্য ঘোষিত এই চুক্তিতে সব ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানো হয়েছে ৫০ শতাংশ করে। চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। দুর্দান্ত ফর্মে থাকা টি-টোয়েন্টি বোলার সাদিয়া ইকবাল পেয়েছেন তার প্রাপ্য স্বীকৃতি, উন্নীত হয়েছেন ক্যাটাগরি ‘এ’-তে। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ের শীর্ষে থাকা সাদিয়ার সঙ্গে আরও আছেন ফাতিমা সানা, মুনিবা আলি ও সিদরা আমিন। ক্যাটাগরি ‘বি’-তে উন্নীত হয়েছেন ডায়ানা বেগ (আগে ক্যাটাগরি ‘সি’), আর রামিন শামিম গেছেন ‘সি’ ক্যাটাগরিতে (আগে ‘ডি’)। নতুনভাবে চুক্তিতে যুক্ত হয়েছেন আলিয়া রিয়াজ (বি), সিদরা নবীজ (ডি), নাতালিয়া পারভেজ (ডি) ও ওয়াহিদা আখতার (ডি)। তরুণ প্রতিভা গড়ে তুলতে নতুনভাবে চালু করা হয়েছে ‘উদীয়মান’ বা ক্যাটাগরি ‘ই’। এখানে রয়েছৈন এখনও আন্তর্জাতিক ম্যাচ না খেলা ব্যাটার আইমান ফাতিমা এবং ইতোমধ্যে তিনটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলা শাওয়াল জুলফিকার। দুজনই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান স্কোয়াডে রয়েছেন। পিসিবি জানিয়েছে, নারী ক্রিকেট দলের নির্বাচক প্যানেল ও প্রধান কোচ মোহাম্মদ ওয়াসিমের পরামর্শে সাম্প্রতিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করেই এই চুক্তি দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসে দুটি বড় টুর্নামেন্ট খেলবে পাকিস্তান নারী দল। ঘরের মাঠে বাছাইপর্ব জিতে তারা নিশ্চিত করেছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। এর পরের বছর তারা খেলবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
ভারতের ঐতিহাসিক জয়ের পর র্যাংকিংয়ে বড় লাফ সিরাজ-কৃষ্ণার

ভারতের ঐতিহাসিক জয়ের পর র্যাংকিংয়ে বড় লাফ সিরাজ-কৃষ্ণার ওভালে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর টেস্ট জয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। দুইজনই পেয়েছেন নিজেদের ক্যারিয়ারসেরা রেটিং ও অবস্থান। মোহাম্মদ সিরাজ ৮ উইকেটের পারফরম্যান্সে ম্যাচসেরা হয়ে ১২ ধাপ এগিয়ে এখন ১৫ নম্বরে, রেটিং পয়েন্ট ৬৭৪—যা তার ক্যারিয়ারসেরা। প্রসিদ্ধ কৃষ্ণা উঠেছেন এক লাফে ২৫ ধাপ, এখন ৫৯ নম্বরে, রেটিং পয়েন্ট ৩৬৮—এটাও তার সর্বোচ্চ অবস্থান। ভারতের জয়ের মতোই ইংল্যান্ডের দুই পেসার গাস অ্যাটকিনসন ও জশ টাং-ও তাদের ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন। অ্যাটকিনসন প্রথমবারের মতো প্রবেশ করেছেন শীর্ষ ১০-এ। জশ টাং উঠেছেন ১৪ ধাপ, এখন ৪৬ নম্বরে। ওভাল টেস্টের সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়াল টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে ঢুকে পড়েছেন, তার রেটিং পয়েন্ট এখন ৭৯২। অন্যদিকে সেঞ্চুরিয়ান জো রুট ও হ্যারি ব্রুক যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন। অন্যকে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের মাঝে কিউই ব্যাটার ড্যারিল মিচেল চার ধাপ এগিয়ে টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন। ম্যাট হেনরি তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন চতুর্থ স্থানে, রেটিং পয়েন্ট ৮১৭—টেস্ট ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। অস্ট্রেলিয়ার টিম ডেভিড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে দুই ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। পাকিস্তানের সাইম আইয়ুব ২৫ ধাপ লাফ দিয়ে উঠে এসেছেন ৩৭ নম্বরে। বোলারদের মধ্যে, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নিয়ে ২৩ ধাপ এগিয়ে ৩২তম স্থানে, যেখানে তিনি এখন কেশব মহারাজের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন।
ট্রাম্পের হুমকিতে বাড়তে পারে আইফোন ও তেলের দাম

ট্রাম্পের হুমকিতে বাড়তে পারে আইফোন ও তেলের দাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল ক্রেতাদের ওপর ‘সেকেন্ডারি শুল্ক’ আরোপের হুমকি দিয়েছেন। এই পদক্ষেপ কার্যকর হলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ কমে দাম বাড়তে পারে, আর এর প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া আইফোনের মতো ভোক্তা পণ্যের দামে। ট্রাম্পের আগে ভেনিজুয়েলার তেল ক্রেতাদের ওপর একই ধরনের শুল্ক আরোপ হয়েছিল। এবার রাশিয়ার ক্ষেত্রে তা হলে প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। যদিও বিশেষজ্ঞদের মতে, ওপেকের হাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা থাকায় দাম বৃদ্ধির ধাক্কা কিছুটা কম হতে পারে। রাশিয়া ইতোমধ্যেই নিষেধাজ্ঞা এড়াতে ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহরের মতো ব্যবস্থা গড়ে তুলেছে। তবু রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতা ভারত এখন ট্রাম্পের শুল্ক আরোপের মূল লক্ষ্য হতে পারে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার যুদ্ধযন্ত্রে ভারতের অবদান তিনি মেনে নেবেন না। যদি শতভাগ শুল্ক আরোপ হয়, তবে ভারতের পণ্য যুক্তরাষ্ট্রে দ্বিগুণ দামে বিক্রি হতে পারে। এতে আইফোনের মতো ভারতে তৈরি পণ্যের দামও বাড়বে। ভারত ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে ‘দ্বৈত নীতি’র অভিযোগ করেছে। কারণ দুই দেশের মধ্যে এখনো পারমাণবিক জ্বালানি ও সারের কাঁচামালের বাণিজ্য চলছে। চীনের ক্ষেত্রেও একই শুল্ক আরোপ করা হলে বাস্তবায়ন কঠিন হবে, কারণ যুক্তরাষ্ট্রের পাঁচ গুণ বেশি আমদানি আসে সেখান থেকে। এতে দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য আলোচনায় ধাক্কা লাগতে পারে এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখনো রাশিয়ার অন্যতম বড় জ্বালানি ক্রেতা হলেও ২০২৭ সালের মধ্যে সব ধরনের আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে। তবে যদি রুশ জ্বালানি কেনার কারণে শতভাগ শুল্ক আরোপ হয়, ইউরোপের রপ্তানি খাত বড় ধাক্কা খেতে পারে। রাশিয়ার প্রবৃদ্ধি গত বছর ছিল ৪.৩ শতাংশ, তবে চলতি বছর তা ০.৯ শতাংশে নেমে আসার আশঙ্কা করছে আইএমএফ। প্রেসিডেন্ট পুতিন প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে জিডিপির ৬.৩ শতাংশে তুলেছেন, আর ইউক্রেন তার অর্থনীতির ২৬ শতাংশ ব্যয় করছে যুদ্ধে। ট্রাম্পের দাবি, এই শুল্ক রাশিয়ার অর্থপ্রবাহ কমিয়ে ইউক্রেন যুদ্ধ থামাতে সাহায্য করবে এবং সেখানে মৃত্যু ও ধ্বংসের অবসান ঘটাবে।
যুক্তরাষ্ট্রে মেডিকেল প্লেন বিধ্বস্ত, নি*হ*ত ৪

যুক্তরাষ্ট্রে মেডিকেল প্লেন বিধ্বস্ত, নি*হ*ত ৪ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি মেডিকেল পরিবহন প্লেন বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। এতে বিমানে থাকা চারজন আরোহীর সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার ৫ আগস্ট রাতে চিনলে মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের। নাভাজো পুলিশ ডিপার্টমেন্ট জানায়, বিমানটি কাছাকাছি একটি হাসপাতাল থেকে একজন রোগী নিতে যাচ্ছিল। তবে অবতরণের সময়ই দুর্ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ‘বিচক্রাফ্ট ৩০০’ মডেলের ডুয়াল-প্রোপেলার এয়ারক্রাফট। এটি সিএসআই অ্যাভিয়েশন নামের একটি সংস্থার মালিকানাধীন। কোম্পানিটির প্রধান কার্যালয় নিউ মেক্সিকোর আলবুকার্কে। নাভাজো ডিপার্টমেন্ট অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরিচালক শেরেন সান্দোভাল বলেন, বিমানটির ক্রুরা চিনলে শহরের ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল থেকে একজন সংকটাপন্ন রোগী নিতে যাচ্ছিল। এরপর রোগীসহ আলবুকার্কে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে রোগীর অবস্থান বা তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আরেকটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হন।
ভারতের উত্তরাখন্ডে ভারী বৃষ্টি ও বন্যায় নিখোঁজ ৫০

ভারতের উত্তরাখন্ডে ভারী বৃষ্টি ও বন্যায় নিখোঁজ ৫০ ভারতের উত্তরাখন্ডে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিখোঁজ হয়েছেন অন্তত ৫০ জন। উত্তরকাশী জেলার ধরলি গ্রামে মেঘভাঙা বৃষ্টির পর এই বিপর্যয় ঘটে। স্থানীয় প্রশাসনের বরাতে এএনআই জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন, ভেসে গেছে ৪০-৫০টি বাড়ি। নিখোঁজ রয়েছেন ৫০ জনের বেশি। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এক প্রত্যক্ষদর্শী জানান, তার চোখের সামনে একের পর এক হোটেল-রিসোর্ট ভেসে গেছে, অথচ আগে থেকে কোনো সতর্কতা ছিল না। ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড পানির তোড়ে ধসে পড়ছে ঘরবাড়ি ও স্থাপনা। ধারণা করা হচ্ছে, পর্যটননির্ভর ধরলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বহু হোটেল ও রেস্তোরাঁ ছিল। সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বন্যা ও ভূমিধসে একটি সেনা ক্যাম্প ও উদ্ধারকারী দলও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোক প্রকাশ করেছেন এবং দুর্গতদের সহায়তার নির্দেশ দিয়েছেন।
তুরস্ক থেকে ২৫ হাজার টন চিনি আমদানির অনুমোদন
তুরস্ক থেকে ২৫ হাজার টন চিনি আমদানির অনুমোদন আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তুরস্ক থেকে ২৫ হাজার টন পরিশোধিত চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৭৫ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। প্রতি কেজি চিনির মূল্য ধরা হয়েছে ১০৬ টাকা ৬৬ পয়সা। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ চিনি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়েল পক্ষ থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২৫ হাজার টন পরিশোধিত চিনি কেনার প্রস্তাব উপস্থান করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষে ২৫ হাজার টন পরিশোধিত চিনি কেনার জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে মাত্র ১টি দরপ্রস্তাব জমা পড়ে। দরপ্রস্তাবটি কারিগরিভাবে ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। একমাত্র দরদাতা প্রতিষ্ঠান বেগালাতা ডেনিজমানলিক হিজমিটলেরি এ.এস, ইস্তাম্বুলের কাছ থেকে ২৫ হাজার টন পরিশোধিত চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি কেজি চিনির মূল্য ধরা হয়েছে ১০৬ টাকা ৬৬ পয়সা। এতে মোট ব্যয় হবে ১৭৫ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা।