মেসির চোট গুরুতর নয়, স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি

মেসির চোট গুরুতর নয়, স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি লিওনেল মেসিকে নিয়ে স্বস্ত্বির খবর দিয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার ডান পায়ের পেশির চোট খুব গুরুতর নয় বলে জানিয়েছে ক্লাবটি। তবে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার ফেরার নির্দিষ্ট সময় এখনও জানাতে পারেনি ক্লাবটি। গত শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে শুরুর দিকেই চোট পান মেসি। খেলার চেষ্টা করেও শেষ পর্যন্ত একাদশ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। গত মৌসুমে একাধিক চোটের কারণে ক্লাব ও জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ মিস করেছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা। তবে গতকাল প্রকাশিত এক বিবৃতিতে মায়ামি জানায়, মেসির চোট ‘মাইনর’।
চিলির কপার খনিতে আটকে পড়াদের সবাই নিহত

চিলির কপার খনিতে আটকে পড়াদের সবাই নিহত চিলির এল টেনিয়েন্ট কপার খনিতে ভয়াবহ ভূমিকম্পের পর টানেলে আটকে পড়া সব শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। গতকাল দেশটির আঞ্চলিক প্রধান কৌঁসুলি অ্যাকিলিস কুবিলোস এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি নিয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। চিলির রাষ্ট্রীয় খনিখনন সংস্থা কোডেলকো পরিচালিত এল টেনিয়েন্ট খনিটি বিশ্বের সবচেয়ে বড় ভূগর্ভস্থ তামার খনি। গত বৃহস্পতিবার স্থানীয় সময় একটি ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে খনির কিছু টানেল ধসে পড়ে। ভূমিকম্পের পর প্রথমেই একজন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এরপর উদ্ধার অভিযান চলাকালে শনিবার ও রোববার সকালে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ আটকে পড়া এক শ্রমিকের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৬ জনে।
সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদন্ড কার্যকর

সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদন্ড কার্যকর সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে ২৩০ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে গতকাল দুবাই থেকে এএফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। উপসাগরীয় দেশটিতে মৃত্যুদন্ড কার্যকরের হার বৃদ্ধির মধ্যেই বিশেষ করে মাদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হলো। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার নাজরানে সোমালিয়ার ৪ জন এবং ইথিওপিয়ার ৩ নাগরিকের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সৌদি আরবে গাঁজা পাচারের দায়ে তাদের মৃত্যুদন্ড কার্যকর হয়। এ ছাড়া নিজ মাকে হত্যার অপরাধে মৃত্যুদন্ড কার্যকর করা হয় সৌদি আরবের এক যুবকের।
বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া, অগ্রাধিকারে দক্ষিণ-পূর্ব এশিয়া

বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া, অগ্রাধিকারে দক্ষিণ-পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সীমা ৯ শতাংশ বাড়িয়ে ২ লাখ ৯৫ হাজার করবে। সোমবার (৪ আগস্ট) দেশটির সরকার জানিয়েছে, এ ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। চলতি বছর আবাসনের দাম বৃদ্ধির সঙ্গে অভিবাসন রোধ করার জন্য মোট ২ লাখ ৭০ হাজার আসন বরাদ্দ করা করা হয়েছিল। সরকার জানিয়েছে, সফলভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ‘নিয়ন্ত্রণের মধ্যে’ নামিয়ে আনার কারণে ২০২৬ সালে অতিরিক্ত ২৫ হাজার আসন বাড়ানো হচ্ছে। কোভিড ১৯-এর পর রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী দেশে ফিরে আসায় অস্ট্রেলিয়া ২০২৩ অর্থবছরে প্রায় ৬ লাখ শিক্ষার্থীর ভিসা দিয়েছিল। দেশটিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী যায় চীন এবং ভারত থেকে। এদিকে, ভিসা বাড়ানোর পাশাপাশি সরকার ২০২৪ সালে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা ফি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করেছে এবং নিয়মের ‘ফাঁক-ফোঁকর’ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে- যার ফলে ক্রমাগত দেশটিতে অবস্থানের মেয়াদ বাড়ানোর অনুমতি কমতে পারে। চীনের ওপর অস্ট্রেলিয়ার অর্থনৈতিক নির্ভরতা কমাতে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার সরকারের লক্ষ্য হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করা।