ছবি থেকেই শুরু-প্রকাশ্যে প্রেম করছেন টম ক্রুজ-আনা উডস্টক

ছবি থেকেই শুরু-প্রকাশ্যে প্রেম করছেন টম ক্রুজ-আনা উডস্টক হলিউডে প্রেম নতুন কিছু নয়, কিন্তু যখন টম ক্রুজের মতো বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা কোনো অভিনেত্রীর হাত ধরে রাস্তায় হাঁটেন, তখন গুঞ্জনের গতি যে আলাদা মাত্রা পায় তা বলাই বাহুল্য! ৬৩ বছর বয়সী ‘মিশন ইম্পসিবল’ তারকা আর ৩৭ বছরের ‘ব্যালেরিনা’ অভিনেত্রী আনা দে আরমাস-কে সম্প্রতি দেখা গেল আমেরিকার এক ছবির মতো শহর ভারমন্টে হাতে-হাত ধরে হেঁটে যেতে—আর সেই ছবি থেকেই শুরু দুজনের সম্পর্ক নিয়ে তুমুল আলোচনা। আইসক্রিম, ন্যাশনাল পার্ক আর গোপন প্রেম! একাধিক আন্তর্জাতিক ট্যাবলয়েড (বিশেষত টিএমজেড) জানায়, গত রবিবার টম ও আনা উডস্টকের মনোরম ডাউনটাউনে একসঙ্গে ঘুরছিলেন। তাদের পরনে ছিল একেবারে সাধারণ পোশাক—টমের গায়ে নেভি ব্লু টি-শার্ট, মাথায় ক্যাপ। আনার পরনে ছিল সাদার ওপর কালো ডেনিম। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা একসঙ্গে ন্যাশনাল পার্কে ঘুরেছেন, কেনাকাটা করেছেন, এবং দিনশেষে খেয়েছেন আইসক্রিম! গোপনে ক্যামেরাবন্দি হওয়া সেসব মুহূর্ত এখন ভাইরাল। পাশাপাশি কনসার্টে হাতে হাত, গানের মাঝেও ঝলকে উঠেছে প্রেমের ছোঁয়া। এই রোমান্টিক ট্রিপের ঠিক ক’দিন আগেই তাদের একসঙ্গে দেখা যায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, একটি ওয়েসিস কনসার্টে। সেই ভিডিও ফুটেজে দেখা যায়, দুজন মুগ্ধ হয়ে গান শুনছেন, হেসে নিচ্ছেন ব্যক্তিগত মুহূর্ত আর টম আনার হাত ধরতে এগিয়ে যাচ্ছেন। এই দৃশ্যের পর থেকেই প্রেমের গুজব আরও জোরদার হয়। লন্ডনে ডিনার আর সিনেমার ‘প্রোজেক্ট মিটিং’? তবে এই প্রথম নয়। তাদের নাম একসঙ্গে প্রথম শোনা যায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। সেসময় লন্ডনের এক রেস্তোরাঁয় রাতের খাবারে দেখা গিয়েছিল এই জুটিকে। তখন এক সূত্র জানিয়েছিল, এটা স্রেফ এক পেশাদারি বৈঠক। সিনেমার সম্ভাব্য যৌথ কাজ নিয়েই আলোচনা হয়েছে। ‘আমাদের সম্পর্ক খুব মজার’—টেলিভিশনে খোলাসা করেছিলেন আনা। মে মাসে টমের সঙ্গে সম্পর্ক নিয়ে আনা দে আরমাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন—‘টমের সঙ্গে কাজ করা খুবই আনন্দের। ও খুব মজার মানুষ এবং একাধিক প্রজেক্টে আমরা কাজ করছি। ’ বন্ড গার্ল-এর ওই মিষ্টি হাসি ও অদ্ভুত কৌশলী উত্তরেই অনেকে বুঝেছিলেন, ভেতরে কিছু আছে। সম্প্রতি আনা ইনস্টাগ্রামে একটি পোস্টে লাইক দেন, যেখানে টমের প্রাক্তন স্ত্রী নিকোল কিডম্যান সম্পর্কে নেতিবাচক মন্তব্য ছিল। নেটদুনিয়ার অনেকেই একে বলেছেন ‘নিম্নরুচির কাজ’। কেউ কেউ আনার উদ্দেশে লেখেন—‘তুমি তো ভদ্র আর সম্মানজনকভাবে এগোচ্ছো বলে জানতাম। এটা কী করলে?’ এই লাইক নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক—টম-নিকোল অতীত আর বর্তমান প্রেম নিয়ে। টম ক্রুজের পক্ষেও এই সম্পর্ক নিয়ে আগ্রহ স্বাভাবিক। তিনিও একাধিক সম্পর্ক, বিয়ে এবং বিতর্কের মধ্য দিয়ে গিয়েছেন। তার নিকোল কিডম্যান, কেটি হোমস—সব সম্পর্ক একসময় শিরোনামে ছিল। প্রশ্ন এখন একটাই—এটা কি টমের পরবর্তী হলিউড লাভ স্টোরির রিয়েল ভার্সন? না কি এটাও এক তারকা-জুটির ক্ষণিকের ঘনিষ্ঠতা? সময়ই বলবে।

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী লনি অ্যান্ডারসন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী লনি অ্যান্ডারসন মার্কিন টিভি অভিনেত্রী লনি অ্যান্ডারসন মারা গেছেন। রবিবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। এপির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম এ খবর প্রকাশ করেছে। ১৯৪৫ সালের ৫ আগস্ট মিনেসোটা রাজ্যের সেন্ট পলে জন্মগ্রহণ করেন লনি অ্যান্ডারসন। মঙ্গলবার (৫ আগস্ট) ৭৯ বছর পূর্ণ করতেন এই অভিনেত্রী। ভাগ্যের নির্মম পরিহাস, জন্মদিনের দুই দিন পৃথিবীর মায়া ত্যাগ করে পরবারে পাড়ি জমালেন এই তারকা অভিনেত্রী। লনি অ্যান্ডারসনের পরিবার থেকে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে-“আমাদের প্রিয় স্ত্রী, মা, দাদির মৃত্যুর খবর ঘোষণা করতে গিয়ে আমরা গভীরভাবে শোকাহত।” জনপ্রিয় কমেডি সিরিজ ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাতি’-এ রিসেপশনিস্ট জেনিফার মার্লোর চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন লনি। ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। কাহিনিটি ঘিরে ছিল ওহাইওর এক লোকসানি রেডিও স্টেশনকে, যারা নিজেদের ভবিষ্যৎ রক মিউজিকের মাধ্যমে পুনর্গঠনের চেষ্টা করছিল। লনি ছাড়াও সিরিজে অভিনয় করেছিলেন গ্যারি স্যান্ডি, টিম রিড, হাওয়ার্ড হেসম্যান, ফ্রাঙ্ক বোনার এবং জ্যান স্মিথারস। সেই স্টেশনের রিসেপশনিস্ট চরিত্রে লনি অ্যান্ডারসন ছিলেন চিরচেনা স্বর্ণকেশী, স্মার্ট ও হাই হিল পরিহিত ‘জেনিফার মার্লো’—যিনি অসংখ্য অনাকাঙ্ক্ষিত ফোন কল ও ঝামেলা দক্ষ হাতে সামলাতেন। এ চরিত্রের জন্য লনি অ্যান্ডারসন পেয়েছিলেন দুটি এমি অ্যাওয়ার্ড মনোনয়ন এবং তিনটি গোল্ডেন গ্লোব মনোনয়ন। কেবল টিভি সিরিজ নয়, হলিউড সিনেমায়ও অভিনয় করেন লনি অ্যান্ডারসন। ১৯৭৬ সালে ‘ভিজিল্যান্ট ফোর্স’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। ‘স্ট্রোকার এইস’, ‘লনলি গাই’, ‘অল ডগস গো টু হেভেন’-এর মতো বেশ কটি সিনেমায় অভিনয় করেছেন লনি।

ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে সিরিজ পাকিস্তানের

ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে সিরিজ পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। ফ্লোরিডার লডারহিলে শেষ ম্যাচে ১৩ রানে জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সালমান আলি আগার দল। দ্বিতীয় ম্যাচে শেষ বলে বাউন্ডারির সাহায্যে সিরিজে সমতা ফেরালেও নির্ধারণী ম্যাচে শুরু থেকেই পিছিয়ে ছিল ক্যারিবিয়ানরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে তোলে ১৮৯ রান। জবাবে ৬ উইকেটে ১৭৬ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। পাকিস্তানের হয়ে উদ্বোধনী জুটিতে ১৩৮ রান তোলেন সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। ফারহান ৭৪ এবং সাইম ৬৬ রান করেন। হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ১৫ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, শামার জোসেফ ও রস্টন চেজ। ওপেনার অ্যান্ড্রু জুয়েল (২৪) ফেরার পর আলিক আথানাজে (৬০) ও শেরফান রাদারফোর্ডের (৫১) ফিফটি সত্ত্বেও হার এড়াতে পারেনি তারা। পাকিস্তানের হাসান রউফ, হাসান আলী, মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব ও সুফিয়ান মুক্বিম একটি করে উইকেট নেন। টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডে লড়াইয়ে নামবে দুই দল। আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বলিউডে আসার আগে কী করতেন সাইয়ারা’র নায়িকা

বলিউডে আসার আগে কী করতেন সাইয়ারা’র নায়িকা বলিউডে রীতিমতো ধামাকা এন্ট্রি হয়েছে অনিত পাড্ডার। ‘সাইয়ারা’র সাফল্যে রাতারাতি পরিচিতি পেয়েছেন তিনি। আগে কয়েকয়টি ক্যারেক্টারে ছোটখাটো কাজ করলেও সাইয়ারা তার জীবনের গতি পাল্টে দিয়েছে। এই সিনেমার নায়কও নবাগত— আহান পান্ডে। বলা বাহুল্য, ‘সাইয়ারা’র সাফল্যেই একেবারে লাইমলাইটে তারা দুজনেই। আহান পান্ডে বলিউডে আগে থেকে খানিকটা পরিচিত থাকলেও অনিত ছিলেন একদমই অপরিচিত। তাই এখন ভক্তরা তার সম্পর্কে নতুন নতুন তথ্য খুঁজে বের করছেন। সম্প্রতি এক অনুরাগী অনিতের লিঙ্কডইন প্রোফাইলটি বের করে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। তাতে লিখেছেন, ‘বিউটি উইথ ব্রেন’। অনিতের এই প্রোফাইলটি দেখার পর, নেটিজেনরা অভিনেত্রীর অতীতে সাধাসিধে জীবনের প্রশংসায় মেতে উঠেছেন। দিল্লির জেসাস অ্যান্ড মেরি কলেজে পড়ার সময় অনিত সেই প্রোফাইলটি খুলেছিলেন বলে ধারণা। তবে এই প্রোফাইল কয়েক বছর ধরে আপডেট করেননি। এতে লেখা আছে, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন এবং ভিস্তারা এয়ারলাইন্সে ইন্টার্নশিপও করেছেন। এছাড়াও, তিনি নিজেকে একজন গায়িকা-গীতিকার এবং অভিনেত্রী হিসেবে বর্ণনা করেছেন। এছাড়াও ইন্সটাগ্রামে তার পুরোনো দিনের ছবিও স্পষ্ট করে, আর দশটা মেয়ের মতো তার জীবনও ছিলো সরলতায় পূর্ণ; যে ব্যাপারটি মানুষকে বেশি স্পর্শ করেছে। অনিতের এই প্রোফাইলটি ভাইরাল হওয়ার পর একজন লিখেছেন, ‘তিনি কোনো বলিউডের ডেবিউ অভিনেত্রীর মতো দেখতে নন। তার সরলতা খুবই বাস্তব।’ অন্যজন লিখেছেন, ‘মনে হচ্ছে ক্লাসে আমার পাশে বসা মেয়েটি হঠাৎ করেই পর্দায় হাজির হয়েছে।’ সে সময় অনিতের সাদাসিধে সরল লুকটিই নিয়েই এমন মন্তব্য নেটিজেনদের। এদিকে তার ছবি ‘সাইয়ারা’ও প্রচুর আয় করছে। গত ১৮ জুলাই মুক্তি পাওয়া এই ছবিটি এখনও পর্যন্ত প্রায় ৩০০ কোটির ওপরে আয় করেছে।

পেছাল রণবীরের ‘ডন ৩’র শুটিং

পেছাল রণবীরের ‘ডন ৩’র শুটিং বলিউডের জনপ্রিয় তারকা রণবীর সিংয়ের আগামী সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে ভালো আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। তবে ‘ধুরন্ধর’ নিয়ে আলোচনার মাঝেই গুঞ্জন আরও একটা বড় সিনেমা ‘ডন ৩’র নিয়ে মাথা ঘামাচ্ছে অনেকে। প্রথমে শোনা গিয়েছিল, ২০২৩ সালের আগস্টে শুরু হবে ‘ডন ৩’র শুটিং। কিন্তু ফারহান আখতারের ‘বাহাদুর ১২০’ সিনেমার কাজে ব্যস্ততার কারণে ‘ডন ৩’র শুটিং স্থগিত হয়। নতুন সময়সূচি ছিল ২০২৫ সালের মে-জুন মাসে শুটিং শুরু করার। কিন্তু এবারও সেটা সম্ভব হয়নি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘ডন ৩’র শুটিং আরও পিছিয়ে গিয়ে আগামী বছর থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী কিছু মহল বলছে, ‘ডন ৩’ সিনেমাটি হয়তো আর হবে না। খলনায়কের ভূমিকায় থাকছেন বিক্রান্ত মেসি, কিন্তু তিনি সিনেমাটি ছেড়ে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে। বিক্রান্তের বিদায়কে শুটিং পিছানোর অন্যতম কারণ হিসেবে গণ্য করা হচ্ছে। একটি বক্স অফিস ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডন ৩’ আগামী বছরের জন্য স্থগিত রাখা হতে পারে, আর বন্ধ করার কথাও ভাবা হচ্ছে। এই খবর রণবীর সিংকে দেওয়া হয়েছে, তবে এখনো তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে ‘ডন ৩’র থেকে সরে গিয়েছেন কিয়ারা আদভানি, যিনি বর্তমানে মা হয়েছেন। তাঁর জায়গায় কৃতি শ্যাননকে নেওয়ার কথাও উঠেছিল, তবে শেষ পর্যন্ত বিষয়টি চূড়ান্ত হয়নি। কৃতিও এ নিয়ে মুখ খোলার থেকে বিরত রয়েছেন।

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় নিজ নিজ পরিচয়পত্র বহনের নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো।’ ‘নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামত এনআইডি কার্ড/পাসপোর্ট/অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।’

নির্বাচনের আগ পর্যন্ত চলবে অভিযান : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগ পর্যন্ত চলবে অভিযান : স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সারা দেশে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতেই এই অভিযান চলছে এবং নির্বাচনের আগ পর্যন্ত তা অব্যাহত থাকবে। আজ দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ৫ আগস্ট ঘিরে মানুষের মধ্যে কোনো আতঙ্ক রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ৩ আগস্ট নিয়েও মানুষের মধ্যে আতঙ্ক ছিল। বর্তমান সরকার ক্ষমতা নেয়ার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হয়েছে এবং আগের তুলনায় অনেক ভালো অবস্থানে এসেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলেও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।

ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত ৩১ আগস্ট

ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত ৩১ আগস্ট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া সংশোধনের পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আজ ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেইজে অন্তর্ভূক্ত ১ জানুয়ারি ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারের সম্পূরক ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট। সম্পূরক তালিকাসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।  

ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন স্থবির থাকা কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রায় নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্টের তৃতীয় সপ্তাহে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন। দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে এ বিষয়ে সম্মতি হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরটি ২২ বা ২৩ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, এবং এতে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনাও রয়েছে। সফরের মাধ্যমে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিতে চায় পাকিস্তান। ওই সফর সামনে রেখেই দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে উভয় দেশের।

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই: ফারুক-ই-আজম

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই: ফারুক-ই-আজম মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়া ৯০ হাজার সরকারি চাকরিজীবীর তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়াদের তথ্য সংগ্রহের পর তাদের মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।