৫ আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন

৫ আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বতী সরকার। আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এছাড়া, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার আজ দুপুরে ফেইসবুকে এক পোস্টেও তিনি লেখেন, অন্তর্বতী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ই আগস্ট বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এবিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। এর আগে গতকাল রাতে ৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র আসছে বলে জানিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।  

৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই।’ আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না। এদিকে ,জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রায়েরবাজার গণকবরে দাফন হওয়া নিহতদের মরদেহগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে শহীদদের পরিবার চাইলে মরদেহগুলো গ্রামে নিতে পারবেন বলেও জানান তিনি। আজ রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, রায়েরবাজার গণকবরে ১১৪ জনের কবর দেয়া হয়েছে।

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আগামীকাল

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আগামীকাল চলতি আগস্ট মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য আগামীকাল নির্ধারণ করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এবছরের আগস্ট মাসের সৌদি সিপি অনুযায়ী, এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা আগামীকাল বিকেলে ঢাকার কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে। এর আগে, গত ২ জুলাই সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়।

মেধাবী জাতি তৈরিতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষা উপদেষ্টা

মেধাবী জাতি তৈরিতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষা উপদেষ্টা এখনই সময় একটি মেধাবী জাতি তৈরী করার। এতে শিক্ষকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। আজ সকালে ঢাকা কলেজে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের এর উদ্যােগে ‘জুলাই গণঅভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, সময় এসেছে তরুনদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার, দেশ গড়ার কারিগড় হিসাবে তৈরী করার। একটা অস্থির সময় পার করছে সবাই, যা বিচক্ষণতার মধ্যে দিয়ে পার করতে হবে। শিক্ষার ক্ষেত্রে বিশ্বমানের মাপ কাঠিতে নিজেদের বিবেচনা করার জন্য কাজ করছে সরকার।

ইন্টারনেট ব্যান্ডউইথে নতুন রেকর্ড গড়ল বিএসসিপিএলসি

ইন্টারনেট ব্যান্ডউইথে নতুন রেকর্ড গড়ল বিএসসিপিএলসি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ পরিবহনে ৪ টেরাবাইট প্রতি সেকেন্ড সরবরাহের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। স্টারলিংকের মাধ্যমে জুলাই মাসে কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা চালুর পর ১ আগস্ট এই মাইলফলক অর্জন করে বিএসসিপিএলসি। এর আগে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যান্ডউইথ পরিবহনে ৩ টেরাবাইট/সেকেন্ডের মাইলফলক অতিক্রম করে। প্রতিষ্ঠানটি ২৮ এপ্রিল ৩ দশমিক ৩৪ টিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করেছে, যা মাস শেষে ৩ দশমিক ৪৬ টিবিপিএসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এসব তথ্য প্রকাশ করেন।

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। ফেরত আসা যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখনও চলমান রয়েছে। আজ সকাল ৬টা ৪৫ মিনিটে দেশটির সামরিক বিমান সি সেভেন্টিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশিরা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে বাংলাদেশে এসেছেন ৩৯ জন বাংলাদেশি। এর আগে বিভিন্ন সময় আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি। শিক্ষকদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতেও অন্তবর্তী সরকার সচেষ্ট বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা।

প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছেন পেজেশকিয়ান

প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছেন পেজেশকিয়ান দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাক পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে ইসলামাবাদে আসছেন। বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সিনিয়র মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল থাকবেন। তার অবস্থানকালে পেজেশকিয়ান পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। ইরানের প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেশকিয়ানের প্রথম সরকারি পাকিস্তান সফর।

এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে দেশ ছাড়লেন আফঈদা-সাগরিকারা

এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে দেশ ছাড়লেন আফঈদা-সাগরিকারা আগামী ৬ আগস্ট থেকে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। সেই লক্ষ্যে দুপুরে লাওসের বিমানে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার। ঘরের মাঠে অপরাজিত থেকে সাফে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাগরিকাদের এবারের মিশন অনূর্ধ্ব-২০ উইমেন্স এশিয়ান কাপ বাছাই। এই টুর্নামেন্টকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার। বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিদ্বন্দ্বী দল দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর। ৬ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ৮ আগস্ট পূর্ব তিমুর আর ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা।