১৫ বছর পর অভিনয়ে সালমান খানের দেহরক্ষী শেরা

১৫ বছর পর অভিনয়ে সালমান খানের দেহরক্ষী শেরা বলিউডের ভাইজান সালমান খানের ছায়াসঙ্গী তিনি। ভাইজানকে আঘাত করতে হলে আগে তাকে ঘায়েল করতে হবে। সালমানও ভাইয়ের মতো দেখেন তাকে। বলছি দেহরক্ষী শেরার কথা। ২০১১ সালে ‘বডিগার্ড’ সিনেমায় ছোট একটি দৃশ্যেও দেখা গিয়েছিল তাকে। এবার ১৫ বছর পর ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সালমানের দেহরক্ষী। বিজ্ঞাপনের মডেল হচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে শেষ হয়েছে বিজ্ঞাপনের শুটিং। রাখি বন্ধন উপলক্ষে নির্মিত এ বিজ্ঞাপনে শেরাকে দেখা যাবে ভাই হিসেবে। যখনই নারীরা কোনো বিপদে পড়বে তখন ভাই হয়ে উপস্থিত হবেন শেরা। নারীরাও তাকে দেবেন রাখি। শেষের দিকে শেরার মোবাইল ফোনে নীল আলো জ্বলতে দেখা যায়। সালমানের ফোন আসতেই ১০ মিনিটে সেখানে পৌঁছে যান বডিগার্ড শেরা, ঠিক যেমন ক্রেতাদের বাড়িতে ১০ মিনিটে ডেলিভারি হয়ে যায় প্রয়োজনীয় জিনিস। শেরার আসল নাম গুরমিত সিং জলি। ১৯৯৫ সাল থেকে সালমানের দেহরক্ষী হিসেবে কাজ করছেন তিনি। ২০১৭ সালে মুম্বাইয়ে জাস্টিন বিবারের কনসার্ট চলাকালীন তার দেহরক্ষী হিসেবেও ছিলেন। শুধু তাই নয়, ১৯৮৭ সালে মুম্বাই জুনিয়রের খেতাব পেয়েছিলেন তিনি। ১৯৮৮ সালে মিস্টার মহারাষ্ট্র জুনিয়র প্রতিযোগিতার রানার আপ হয়েছিলেন। ১৯৯০ সালে তিনি প্রথম দেহরক্ষী হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৯৫ সাল থেকে তিনি ভাইজানের দেহরক্ষী।
চাঁপাইনবাবগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে শনিবার দুপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আলোচনা সভার আয়োজন করে। ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে দিবসটি উদ্যাপন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আসাদুজ্জামান, ইসলামী ব্যাংক পিএলসি’র কর্মকর্তা রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তা দুরুল ইসলাম, সফল রেমিট্যান্স যোদ্ধা মনিরুল ইসলাম, আলমগীর হোসেন, মো. লিটন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন— আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের দক্ষতার অভাবে কম দামে বেশি শ্রম বিক্রি করে থাকেন। তাই এখন থেকে যারা বিদেশে যাবেন, তারা যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজটি ভালোভাবে শিখে দক্ষতা অর্জন করে যাবেন। তাহলে ভালো কাজও পাবেন, সেই সঙ্গে ভালো বেতনও পাবেন এবং দেশ পাবে অনেক বেশি রেমিট্যান্স। তিনি দালালের মাধ্যমে বিদেশ না গিয়ে সরকারিভাবে যাবার জন্য সকলকে পরামর্শ দেন। পরে কয়েকজন সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধাকে তাদের স্বজনদের মাধ্যমে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির ছয় মাসের অগ্রগতি পর্যালোচনা এবং পরিকল্পনা বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং দিকনির্দেশনা প্রদান করেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন— প্রয়াসের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম ও শাহাদাত হোসেন, জোনাল ম্যানেজার তরিকুল ইসলাম। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জোনের সকল জোনাল ম্যানেজার, আঞ্চলিক ম্যানেজার, ইউনিট ম্যানেজারসহ সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় মাঠপর্যায়ে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন মাঠকর্মী ও ম্যানেজারগণ। সকল সমস্যা কিভাবে সমাধান করা যাবে তার দিকনির্দেশনা দেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার। সভায় মোট ৯ জনকে উৎসাহমূলক পুরস্কার দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’র অংশ হিসেবে শনিবার সকালে এই সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন— জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এতে বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, জুলাইযোদ্ধা লিমা আকতার। সূচনা বক্তব্য দেন— জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। সমাবেশে জুলাইয়ের মায়েরা, ঢাকায় নিহত চাঁপাইনবাবগঞ্জের শহীদ তারেক হোসেনের বাবা-মা, জুলাইযোদ্ধাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সমাবেশে জুলাই আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় সকলের চোখ ছলছল করে ওঠে। বক্তারা শহীদ আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত দেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।
শিবগঞ্জে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার

শিবগঞ্জে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার শিবগঞ্জে পদ্মা নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিজিবির সহযোগিতায় নিশিপাড়া বিশরশিয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে নৌপুলিশ। উদ্ধারকৃত মরদেহ দুটি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়ার বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪০) ও একই গ্রামের মোরতুজা রেজার ছেলে সেলিম রেজার (৩৫)। মনাকষা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন তাদের নাম-ঠিকানা নিশ্চিত করে বলেন— শুক্রবার সম্ভবত মাছ ধরতে গিয়ে তারা নিখোঁজ ছিল। আজ (গতকাল) শনিবার প্রথমে সেলিমের এবং পরে শফিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, শনিবার বিকেলে মাসুদপুর বিওপিতে স্থানীয়রা জানায় শিবগঞ্জ উপজেলার চৌধুরী স্মরণ এলাকায় সীমান্ত পিলার ৪/২-এস হতে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে ২টি মৃতদেহ ভাসমান অবস্থায় রয়েছে। এমন সংবাদ পেয়ে মাসুদপুর বিওপির টহলদল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি দেখতে পায়। বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে অবগত করা হলে থানা পুলিশ মৃতদেহ দুটি নিয়ে যায়। তবে এ বিষয়ে মৃত ব্যক্তিদের পরিবার বিজিবির সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনটি পদ্মা নদীতে হওয়ায় গোদাগাড়ীতে কর্মরত নৌপুলিশ বিষয়টি দেখভাল করছে। গোদাগাড়ী নৌপুলিশের ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের একজনের শরীর ঝলসানো আছে, আরেকজনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তাদের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তারা দুজন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭১ জন ডায়রিয়া আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭১ জন ডায়রিয়া আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬১ জন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৮ জন, শিবগঞ্জে ৯ জন, গোমস্তাপুরে ৪ জন, নাচোলে ৪ জন ও ভোলাহাটে ৬ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬১ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৪২ জন, শিবগঞ্জ থেকে ১০ জন, গোমস্তাপুরে ৫ জন, নাচোল থেকে ১ জন ও ভোলাহাট থেকে ৩ জন রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৬ জন রোগী।
ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ৪৬ জন

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ৪৬ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি। একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ১৬ জন। তারা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন। অন্যদিকে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বহির্বিভাগে পরীক্ষা না হওয়ায় কেউ শনাক্ত হয়নি। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ২৩ জন নারী ও ৭ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ জনকে। এই ১৭ জনের মধ্যে ১ জন পুরুষ, ১৬ জন নারী রয়েছেন। এছাড়া শিবগঞ্জে একজন পুরুষ রোগী ভর্তি আছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৫১ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮০ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
একদিনে পানি বেড়েছে পদ্মায় ১৫, মহানন্দায় ১১ ও পুনর্ভবায় ৬ সে.মি.

একদিনে পানি বেড়েছে পদ্মায় ১৫, মহানন্দায় ১১ ও পুনর্ভবায় ৬ সে.মি. জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় বেড়েছে ১৫ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ১১ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ৬ সেন্টিমিটার। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পাঁকা পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭৭ সেমিন্টমিটার। যা গতকাল সকাল ৯টা পর্যন্ত ছিল ১৯ দশমিক ৬২ সেন্টিমিটার। অন্যদিকে ১ আগস্ট সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৭ দশমিক ৮২ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৭ দশমিক ৯৩ সেন্টিমিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে ১ আগস্ট সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮ দশমিক ০৪ সেন্টিমিটার। যা শনিবার সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮ দশমিক ১০ সেন্টিমিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২ দশমিক ০৫, মহানন্দার ২০ দশমিক ৫৫ ও পুনর্ভবার ২১ দশমিক ৫৫ মিটার।
কত কোটি টাকার মালিক জুনিয়র এনটিআর

কত কোটি টাকার মালিক জুনিয়র এনটিআর তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। তার পরিবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক প্রভাবশালী। এ অভিনেতার বাবা নান্দামুরি হরিকৃষ্ণ ও দাদা এনটি রামা রাও একাধারে দাপুটে অভিনেতা ও রাজনীতিবিদ ছিলেন। তাদের পথ অনুসরণ করে রুপালি জগতে পা রাখেন জুনিয়র এনটিআর। বাবা-দাদার মতো মেধা আর পরিশ্রম দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেই ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন এই তারকা। পরবর্তীতে ‘টেম্পার’, ‘সাম্বা’, ‘জনতা গ্যারেজ’, ‘ট্রিপল আর’-এর মতো সিনেমা উপহার দেন। জুনিয়র এনটিআর কত টাকার মালিক তা কী জানেন? আইডিভার একটি প্রতিবেদন অনুযায়ী, জুনিয়র এনটিআরের হায়দরাবাদের জুবিলি হিলসে একটি প্রাসাদসম বাড়ি রয়েছে, যার মূল্য প্রায় ২৫ কোটি রুপি। একটি ব্যক্তিগত জেট বিমানের মালিক তিনি। যার দাম ৮০ কোটি রুপি। তাছাড়াও জুনিয়র এনটিআরের গ্যারেজে শোভা পাচ্ছে বেশ কিছু বিলাসবহুল গাড়ি। ১. একটি ল্যাম্বোরগিনি উরুস (মূল্য ৫ কোটি রুপি)। ২. একটি বিএমডব্লিউ। ৩. একটি রেঞ্জ রোভার (মূল্য ২ কোটি রুপি)। ৪. একটি মার্সিডিজ বেঞ্জ (মূল্য ১ কোটি রুপি)। ৫. একটি পোরশে (মূল্য ১ কোটি রুপি) জুনিয়র এনটিআর বিলাসবহুল ঘড়ি পরতে ভালোবাসেন। তার সংগ্রহে বেশ কটি ব্যয়বহুল ঘড়ি রয়েছে। ১. একটি পাটেক ফিলিপ নটিলাস ৪০ এমএম মডেলের ঘড়ি (মূল্য আড়াই কোটি রুপি)। ২. একটি রিচার্ড মিলে ঘড়ি (মূল্য ৪ কোটি রুপি)। জুনিয়র এনটিআরের মোট সম্পত্তি নিউজ২৪ এক প্রতিবেদনে জানিয়েছে—২০২৫ সালের হিসাব অনুযায়ী, জুনিয়র এনটিআরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৯৮ কোটি ৯৬ লাখ টাকা)। সিনেমায় অভিনয়, ব্র্যান্ড প্রোমোশন এবং ব্যবসা থেকে এই অর্থ আয় করেছেন তিনি। প্রতি সিনেমার জন্য ৪৫-৮০ কোটি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। জুনিয়র এনটিআরের একটি প্রযোজনা সংস্থা আছে, যার নাম নান্দামুরি তারকা রামারাও আর্টস। তেলুগু টাইটানস নামে একটি কাবাডি দলের মালিক এই অভিনেতা। তাছাড়া শমশাবাদে একটি ফিল্ম স্টুডিওতেও বিনিয়োগ করেছেন জুনিয়র এনটিআর। জুনিয়র এনটিআর ব্যক্তিগত জীবনে প্রণতির সঙ্গে ঘর বেঁধেছেন। তবে তিনি শোবিজ অঙ্গনের কেউ নন। তবে খুব প্রভাবশালী পরিবারের মেয়ে প্রণতি। ২০১১ সালে পারিবারিক আয়োজনে মালাবদল করেন তারা। এসময় জুনিয়র এনটিআরের বয়স ছিল ২৬ বছর আর প্রণতির ১৮। এ সংসারে তাদের দুটো পুত্রসন্তান রয়েছে।
অভিনয় ছেড়ে মোশাররফ করিম কী করবেন

অভিনয় ছেড়ে মোশাররফ করিম কী করবেন ‘মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব। কিন্তু ১০-১২ দিনের বেশি থাকতে পারি না। মনে হয়, ১০-১২ দিন আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি। মনে হয়, আমি অন্য কোনো কিছু করতে পারছি না। পারব না। আমি উপভোগ করিও না। ’ কথাগুলো বলেছেন দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয় যে তার একমাত্র ধ্যান-জ্ঞান সেটাই যেন আরও একবার কথার মাধ্যমে প্রকাশ করলেন এই তারকা। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বললেও সঙ্গে মোশাররফ করিম এও বলেন সাংবাদিকতা করার ইচ্ছে রয়েছে তার। এই অভিনেতার কথায়, সাংবাদিকতা করতে ইচ্ছা করে। অনেক আগে থেকেই আমার মনে হয়, আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। এটা প্রায়ই মনে হয়। অনেক সময় হায়াত ভাইয়ের (আবুল হায়াত) ইন্টারভিউ নিতে ইচ্ছে করে, দীর্ঘ ইন্টারভিউ। সাংবাদিকতা পেশাকে ভীষণ শ্রদ্ধা করেন বলে জানিয়েছেন মোশাররফ করিম। কোনো দিন অভিনয় ছেড়ে দিলে তার ইচ্ছে রয়েছে সাংবাদিকতা করার। কথার প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে বের করে নিয়ে আসা যায়, উপলব্ধি সম্পর্কে জানা যায়। আলাপ-আলোচনা কী আসলে, আলাপ-আলোচনা হচ্ছে আমি নিজে সমৃদ্ধ হব, সেই আলোচনা দেখে বা পড়ে অন্যরাও সমৃদ্ধ হবে, আনন্দিত হবে। নতুন দিক সম্পর্কে জানতে পারবে। কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি। এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধাও করি। এদিকে, যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’ প্রদর্শিত হবে মোশাররফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত-দ্য সার্কেল’। মাহমুদুল হাসান টিপু পরিচালিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন অভিনয়শিল্পী রেবেনা রেজা জুঁই।