ভোলাহাটে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোলাহাটে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগার এ সংবর্ধনা দেয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দলদলী ইউনিয়নের মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগারের নিজস্ব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— গণকেন্দ্র পাঠাগারের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। সূচনা বক্তব্য দেন— গণকেন্দ্র পাঠাগারের সাধারণ সম্পাদক ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু। অন্যদের মধ্যে বক্তব্য দেন— মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, অধ্যক্ষ মো. আজগর আলী, সহকারী শিক্ষক আব্দুল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাজাহান আলী, কৃতী শিক্ষার্থী মো. মোবাহসেরুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে সাদা মনের মানুষ মো. জিয়াউল হক ও ঠিকাদার মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলদলী ইউনিয়নের ৫টি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসার জিপিএ-৫ পাওয়া ২৪ জন ছাত্র এবং ১২ জন ছাত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট ও দুটি করে বই তুলে দেন অতিথিরা।
চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আয়োজনে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে নানান কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাদিকুজ্জামান, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদসহ আরো অনেকে। শহীদদের শ্রদ্ধা জানিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনসহ প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাবুডাইংয়ের কোল সম্প্রদায় পেল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার

বাবুডাইংয়ের কোল সম্প্রদায় পেল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় “কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ঝিলিম ইউনিয়নের বাবুডাইং বিল বৈল্ঠা আদিবাসী আদর্শ বে-সরকারি বিদ্যালয়ে এই লাইব্রেরি ও রিসার্চ সেন্টারের উদ্বোধন করা হয়। উই-কলিফ ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ সাঁওতাল ফ্রেন্ডস আয়োজনে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুয়েশন (এনজিআর)। এনজিআর এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অস্ট্রেলিয়ার পরিদর্শক এলিজাবেথ বাকের ও ড্যানিয়েল বাকের এবং রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, এনজিআর এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম। এসময় আরো উপস্থিত ছিলেন, ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য শওকতারা বেগম (সুইটি), বিলবৈলঠা আদিবাসী আদর্শ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোল সহ কোল সম্পদের লোকজন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তবে স্টেফান সরেন বলেন, আমরা কোল কমিউনিটির জন্য কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করছি। আমরা(এনজিআর) সবসময় চিন্তা করি কোল সম্প্রদায়ের জন্য। যে আগামীতে এই কোল কমিউনিটি যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, উঠে দাড়াতে পারে, তাদের অধিকারের কথা বলতে পারে, নিজের কথা বলতে পারে। এটা আমাদের স্বপ্ন ছিল। আগামীতে আমাদের আরো পরিকল্পনা আছে। তিনি আরো বলেন, এই লাইব্রেরীতে বই থাকবে। আমাদের স্বার্থকতা তখনি আসবে যখন এই কোল কমিউনিটির সদস্যরা লাইব্রেরীর বই গুলো পড়বে, জানবে, শিখবে। শুধু লাইব্রেরীতে বই সাজানো থাকলে হবে না। সেই বিদ্যাগুলো যখন মস্তিস্কে ধারণ করবে, সেইদিনই আমাদের স্বার্থকতা আসবে। বিশেষ অতিথির বক্তবে এলিজাবেথ ও ডেনিয়েল বাকের বলেন, আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। কোল সম্প্রদায়ের জন্য আমরা একটা জায়গা তৈরি করতে পারলাম। যেখান থেকে তারা তাদের সম্প্রদায় সম্পর্কে আরো বেশি জানতে পারবে। তাদের সংস্কৃতিকে ধারণ করতে পারবে এবং এটা তাদেরকে আগামীতে আরো সুসংগঠিত হতে সহায়তা করবে। রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম বলেন, এই রকম প্রত্যান্ত অঞ্চলে কোল সম্প্রদায়ের জন্য লাইব্রেরী ও রিসার্চ সেন্টার। এটা তাদেরকে জ্ঞান অর্জন ও সংস্কৃতি চর্চায় সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। অনুষ্ঠানে বিলবৈলঠা আদিবাসী আদর্শ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোল বলেন, এখানকার যে যুবক যুবতীরা আছে স্কুল-কলেজে যায় পড়াশোনা করতে পছন্দ করে, বই পড়তে পছন্দ করে, তাদের জন্য একটি জায়গা হলো। আমি আশা করি এখানকার কোল ভাষার কমিউনিটি এটার মাধ্যমে উপকৃত হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
নাচোলে ওএমএস’র ডিলার বাছাই হলো লটারির মাধ্যমে

নাচোলে ওএমএস’র ডিলার বাছাই হলো লটারির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওএমএস’রর ডিলার নিয়োগের লক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে এই বাছাই সম্পন্ন হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানাজ পারভীন জানান, নাচোল পৌর এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৬টি স্থানে ৬ জন ওএমএস ডিলার নিয়োগের ঘোষণা দেয়া হলে মোট ১৯টি আবেদন পড়ে। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬ জনকে বাছাই করা হলো। লটারিতে বিজয়ী ৬ ওএমএস ডিলার হলেন— পৌর এলাকার চেয়ারম্যানপাড়ায় মো. দেলোয়ার হোসেন, মধ্যবাজারে উজ্জ্বল হোসেন, ইসলামপুর মোড়ে আতাউর রহমান, মোমিনপাড়ায় আবুল কাইসার শিরাজ, রেলস্টেশন বজারে মো. নুহু আলম ও দক্ষিণ সাঁকোপাড়ায় শরিফুল ইসলাম। বাছাই পর্ব শেষে উপজেলা খাদ্য কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন দেশের পিছিয়ে পড়া হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচিকে সফল করতে নতুন বাছাইকৃত ডিলারগণকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, আবেদনকারী ডিলার ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬৬ ডেঙ্গু রোগি সনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬৬ ডেঙ্গু রোগি সনাক্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গ পরিস্থিতির উন্নতি হয়নি। একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৬৬ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন ৩৩ জন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছেন ৩৩ জন। তবে অন্যান্য উপজেলায় কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৬৭ জন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ, ৩৮ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ জনকে। এই ২৩ জনের মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া শিবগঞ্জে একজন রোগী ভর্তি আছেন। আর জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্তরা নিজ নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪১৪ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৬৩ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।
৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল

৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৭ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। এই নিয়ে দ্বিতীয়বারের মত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ। আসন্ন টুর্নামেন্টে বিগ ব্যাশের দল, পাকিস্তান ‘এ’ এবং নেপাল জাতীয় দলও অংশ নেবে। অস্ট্রেলিয়ার রাজ্য নর্দান টেরিটরির রাজধানী ডারউইনে ১৪ আগস্ট থেকে টুর্নামেন্ট শুরু হবে। এই টুর্নামেন্টে অংশ নিতে ৯ আগস্ট অস্ট্রেলিয়ায় উড়ে যাবার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু দু’দিন আগেই দেশ ছাড়বে তারা। এজন্য ঘরের মাঠে প্রস্তুতির পরিকল্পনাতেও পরিবর্তন আনা হয়েছে। সিরিজের প্রস্তুতির জন্য গত এক মাস ধরে চট্টগ্রামে আছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। চট্রগ্রামে বিসিবি হাই পারফরমেন্স দলের বিপক্ষে তিনটি অনুশীলন ম্যাচ খেলবে তারা। আজ প্রথম ম্যাচ এবং পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ১ ও ৩ আগস্ট। সবগুলো ম্যাচই হবে ফ্লাইডলাইটের আলোতে। অস্ট্রেলিয়ার কন্ডিশন সর্ম্পকে ধারণা নিতে এই সিরিজটি বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত দুই দশকের মধ্যে আগামী বছর প্রথমবারের মত অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
কূটনৈতিকভাবে ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়ছে ইসরাইল: জার্মানি

কূটনৈতিকভাবে ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়ছে ইসরাইল: জার্মানি গাজায় মানবিক সংকট এবং ফিলিস্তিন রাষ্ট্রকে কিছু দেশের স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল বলেছেন, এসব ইস্যুতে ইসরাইল ক্রমেই কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বার্লিন থেকে এএফপি জানায়, ইসরাইল সফরের আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে জোহান ভাডেফুল বলেন, ইসরাইল নিজেকে ক্রমেই সংখ্যালঘু অবস্থানে আবিষ্কার করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জাতিসংঘের দ্বি-রাষ্ট্র সমাধান সংক্রান্ত সম্মেলন বয়কট করেছে। এ ঘটনার দিকে ইঙ্গিত দিয়ে জোহান ভাডেফুল এ কথা বলেন। জার্মানি ইসরাইলের অন্যতম ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র হলেও ভাডেফুল বলেন, ইসরাইলি সরকারের কিছু সদস্য যেভাবে প্রকাশ্যে দখলদার ভূখণ্ড সংযুক্ত করার হুমকি দিচ্ছেন, তা বিবেচনায় রেখে এখন ইউরোপের অনেক দেশ আলোচনার আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত। গত সপ্তাহে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটের কয়েকজন সদস্যসহ ৭০ জনের বেশি ইসরাইলি আইনপ্রণেতা একটি প্রস্তাব পাস করেন। এতে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সার্বভৌমত্ব আরোপের আহ্বান জানানো হয়। বার্লিনের অবস্থান পুনর্ব্যক্ত করে ওয়াডেফুল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি আলোচনার প্রক্রিয়ার শেষ হওয়া উচিত। তিনি কড়া ভাষায় বলেন, এই প্রক্রিয়া এখনই শুরু হতে হবে এবং যেকোনো একতরফা পদক্ষেপের প্রতিক্রিয়ায় জার্মানিকেও ব্যবস্থা নিতে হবে। গাজা উপত্যকার অবস্থা সম্পর্কে তিনি বলেন, সেখানে দুই মিলিয়নেরও বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। সেখানে ইসরাইলকে ‘তাৎক্ষণিক, ব্যাপক ও স্থায়ী’ মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে যাতে ‘নাটকীয়’ পরিস্থিতি কিছুটা উপশম হয়। তিনি বলেন, ত্রাণ সহায়তা পৌঁছাতে বিমান পরিবহনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে জার্মানিও অংশ নেবে। তবে এসব স্থলপথে সহায়তা পৌঁছানোর বিকল্প হতে পারে না। প্রয়োজনীয় পরিমাণে সাহায্য শুধু স্থলপথেই সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব। জার্মানি এই স্থলপথ পুনঃস্থাপনের জন্য জরুরি ভিত্তিতে কাজ করছে। ভাডেফুল তার ইসরাইল সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।তিনি পশ্চিম তীরেও যাবেন। সেখানে তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।
আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : আইন উপদেষ্টা

আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : আইন উপদেষ্টা আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ভোটাধিকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই ভোটাররা সবাই তাদের ভোট দিতে পারবেন।’ অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, গত কয়েকটি নির্বাচনে সাধারণ ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তবে এবার পরিস্থিতি ভিন্ন হবে। নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। সরকারের লক্ষ্য হলো দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। এ বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টাও সর্বদা গুরুত্ব আরোপ করছেন। ২০০৮ সালের নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘২০০৮-এর নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার অবকাশ আছে।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কাজ করলে ২০০৮ সালের নির্বাচন সম্পর্কেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।’ তিনি বলেন, ‘আমাদের অভিপ্রায় স্পষ্ট এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন আয়োজন করা।’ ব্রিফিংয়ে জানানো হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৫,০০০-এরও বেশি মামলা, সাইবার আইনের অধীনে দায়ের ৪০৮টি এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ৭৫২টি মামলা প্রত্যাহার করা হয়েছে। ফলে কয়েক লাখ রাজনৈতিক নেতা, কর্মী ও নাগরিক হয়রানি থেকে মুক্তি পেয়েছেন। গত এক বছরে মন্ত্রীপর্যায়ে নিষ্পত্তিকৃত নথির সংখ্যা ১ হাজার ২৮৩টি, যা পূর্ববর্তী সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। মন্ত্রণালয় সরকারের বিভিন্ন দপ্তরে ৩৯১টি বিষয়ে আইনি মতামত প্রদান করেছে এবং ১ লাখ ৫৯ হাজার ৫৪৪টি ডকুমেন্ট সত্যায়ন করেছে। সংস্কার কমিশন, গুম তদন্ত কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে সাচিবিক সহায়তা প্রদান, দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪ হাজার ৮৮৯ জন সরকারি আইন কর্মকর্তা ও ২৭৪ জন অ্যাটর্নি নিয়োগ এবং সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে সহায়তা প্রদান করেছে। আইন মন্ত্রণালয় জানিয়েছে, এসব উদ্যোগের ফলে বিচার ব্যবস্থা আরও দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে এবং জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজ হয়েছে।
উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সভায় ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তাদের পদবী পরিবর্তনের উদ্যোগ

মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তাদের পদবী পরিবর্তনের উদ্যোগ মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তাদের পদবী পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত রোববার এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূমি মন্ত্রণালয়ের পক্ষে এই পদ পরিবর্তনের চিঠিতে স্বাক্ষর করেন। ভূমি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত পৌর ভূমি অফিসে এবং মহানগর ভূমি অফিসের জন্য ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’ ও ‘ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ এ দু’টি পদের নাম পরিবর্তন করে যথাক্রমে ‘ভূমি সহকারী কর্মকর্তা’ এবং ‘ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ হিসেবে পদনাম পরিবর্তনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’ ও ‘ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ পদের নাম পরিবর্তন সংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে- ভূমি মন্ত্রণালয়ের গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর ‘৫.১ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা এ দু’টি পদের নাম পরিবর্তন করে যথাক্রমে ভূমি সহকারী কর্মকর্তা এবং ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে পদের পদনাম সংশোধনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হবে’ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত মোতাবেক জনপ্রশান মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে নির্দেশনা প্রদান করে। চিঠিতে বলা হয়েছে, ‘ভূমি সহকারী কর্মকর্তা’ ও ‘ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ পদটি ইউনিয়ন ভূমি অফিস, পৌর ভূমি অফিস ও মহানগর ভূমি অফিসে বিদ্যমান। এক্ষেত্রে নিয়োগ বিধিমালার তফসিলে বর্তমান পদনামের পূর্বে ‘ইউনিয়ন’ শব্দটি বাদ দেওয়া হলে একই কর্মকর্তাকে ইউনিয়ন/পৌর/মহানগর ভূমি অফিসে পদায়ন করা যাবে। ফলে পৌর ভূমি অফিস এবং মহানগর ভূমি অফিসের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পদনাম পরিবর্তনের প্রয়োজন হবে না। এতে বর্তমান নামজনিত সংকট ও বিড়ম্বনা দূর হবে। যাতে বেতন ভাতাদি খাতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে না।