গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ ভোররাত ৩টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ১২টায় চাঁড়ালডাঙ্গা গ্রামে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর গ্রামের গোরস্থান প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা দারেশ আলী, মঞ্জুর হোসেন, বজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার পলাতক আটক

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার পলাতক আটক সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বগিপাড়া গ্রামের শিশ মোহাম্মদের ছেলে মাদকাসক্ত যুবক মাহাবুব ইসলাম বাবু গত ৯ জুলাই টাকার জন্য তাঁর বাবা ও মাকে হত্যা চেষ্টা করলে স্বজন ও প্রতিবেশীদের মারধরে নিহত হয়। এঘটনায় নিহতের বোন সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর ২ নং এজাহারনামীয় পলাতক আসামী নিহতের চাচাতো ভাই মাসুদকে ঢাকার সাভার থেকে আটক করেছে র‌্যাব। তিনি একই গ্রামের আনসার আলীর ছেলে। আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল গভীর রাতে সাভারের আকরান বউ বাজার এলাকা হতে র‌্যাব-৪ ব্যাটালিয়ন মিরপুর ও চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের যৌথ অভিযানে মাসুদ আটক হন। মাসুদকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় প্রেসবিজ্ঞপ্তিতে।

নাচোলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নাচোলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নাচোলে ২৪জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা ম্যাধমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্টারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)এর আওতায় ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায়২৪জন শিক্ষার্থীকে সম্মানা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা: আছাদুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের সহকারি পরিচালক আলমাছ উদ্দিন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ১২জন শিক্ষার্থীকে ১০হাজার টাকা করে এবং এইচএসসি পর্যায়ের ১২জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্ট্রার করতে হবে বাড়তি সিম 

৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্ট্রার করতে হবে বাড়তি সিম একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বাধিক ১০টি মোবাইল ফোন সিম ব্যবহার করতে পারবেন। ১০টির বেশি সিম থাকলে তা ডি-রেজিস্ট্রার (বাতিল) করতে সময়সীবা বেঁধে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ বিটিআরসি জানায়, এক ব্যক্তির নামে ১০টির অধিক সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্ট্রার করতে হবে। *১৬০০১# ডায়াল করে নিবন্ধিত সিমের তথ্য পাওয়া যাবে বলে বিটিআরসি জানেয়েছে। আগে একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সর্বোচ্চ ১০টি সিমই নিবন্ধন করা যাবে। ওই সময় সংস্থাটি আরও জানায়, সর্বোচ্চ ১০টি ব্যক্তিগত সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

শেষ মুহূর্তে ঋতুপর্ণার গোলে থিম্পুকে হারাল পারো এফসি

শেষ মুহূর্তে ঋতুপর্ণার গোলে থিম্পুকে হারাল পারো এফসি ভুটান নারী জাতীয় লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে পারো এফসি। বৃষ্টিভেজা সন্ধ্যায় রুদ্ধশ্বাস এক ম্যাচে থিম্পু সিটিকে ২-১ গোলে হারিয়েছে দলটি। ম্যাচের শেষ মুহূর্তে বিজয়ী গোলটি করেন বাংলাদেশের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা, মাত্র চার মিনিট বাকি থাকতে। পারোর উঁচু স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। দুই দলের একাদশেই ছিল বাংলাদেশি ফুটবলারদের প্রাধান্য। পারোর হয়ে শুরুর একাদশে মাঠে নামেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া মাতসুশিমা। পরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন অধিনায়ক সাবিনা খাতুন। অপরদিকে থিম্পু সিটির প্রথম একাদশে ছিলেন মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র। প্রথমার্ধে দুই দলই রক্ষণভাগে সতর্ক থাকায় গোলশূন্যভাবেই শেষ হয় প্রথম অর্ধ। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণের গতি বাড়ায় পারো এফসি। ৫১ মিনিটে সাবিনা খাতুনের নেওয়া কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে দেন শ্যারন ফুং। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৫ মিনিটে থিম্পু সিটির হয়ে ম্যাচে সমতা ফেরান শামসুন্নাহার সিনিয়র। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত ফ্রি-কিকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ১-১ গোলে ম্যাচ যখন সমতার দিকে এগোচ্ছিল, তখনই ম্যাচের নিয়তি বদলে দেন ঋতুপর্ণা। ৮৬ মিনিটে পারো এফসির এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে মাঝমাঠ থেকে সাবিনার থ্রু পাস ধরে একাই বল এগিয়ে নিয়ে যান ঋতুপর্ণা। ডান দিক দিয়ে দ্রুতগতিতে ঢুকে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। তার গোলেই নিশ্চিত হয় পারোর জয়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পারো এফসি। এই জয়ে লিগ টেবিলেও নিজেদের অবস্থান আরও মজবুত করেছে দলটি।

যে জীবন মানুষের উপকারে আসে না, সে জীবন সার্থক নয়

যে জীবন মানুষের উপকারে আসে না, সে জীবন সার্থক নয় চিরসবুজ অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাটে জন্মগ্রহণ করেন। আজ ৭১ বছর পূর্ণ করলেন সত্তরের দশকের অন্যতম সেরা এই অভিনেত্রী। গত বছর জন্মদিন উপলক্ষে একটি সাক্ষাৎকার দেন ববিতা। এ আলাপচারিতায় জীবনবোধ নিয়ে কথা বলেন এই শিল্পী। জীবন নিয়ে ববিতা বলেন, “যে জীবন মানুষের কোনো উপকারে আসে না, সে জীবন সার্থক নয়। মরে গেলে আমার ছেলে অনিক আমাকে অনেক মিস করবে। একমাত্র ছেলে তো, ওর কথা খুব ভাবি। ভক্তরা আমাকে কতটুকু মনে রাখবেন, জানি না।” একটি ঘটনা উল্লেখ করে ববিতা বলেন, “এই জীবনে একটা জিনিস খুব ভালো লেগেছে। অনেক শিল্পীকে তা দেওয়া হয়নি, হোক তা ভারতে কিংবা বাংলাদেশ। ২০২৩ সালে আমাকে যুক্তরাষ্ট্রের ডালাসের মেয়র আজীবন সম্মাননা দিয়েছেন। সেদিন আরেকটা গুরুত্বপূর্ণ সম্মান দিয়েছেন, ৬ আগস্টকে ‘ববিতা ডে’ ঘোষণা করেছেন। তার মানে আমি বেঁচে না থাকলেও দিনটা উদযাপিত হবে। এটা আমার ভীষণ ভালো লেগেছে।” মৃত্যুর কথা স্মরণ করে ববিতা বলেন, “তবে কবরে একা থাকার কথা ভাবলে হঠাৎ কেমন যেন লাগে। আরেকটা বিষয়, আমি অনেক দিন বেঁচে থাকতে চাই না। অসুখ–বিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না। আমি কারো বোঝা হয়ে বাঁচতে চাই না।” কারণ ব্যাখ্যা করে ববিতা বলেন, “চারপাশে অনেক আত্মীয়স্বজনকে দেখেছি, দিনের পর দিন বিছানায় অসুস্থ হয়ে কষ্ট পেয়েছেন। যারা একা থাকেন, তাদের জন্য এই কষ্ট যেন আরো বেশি। তাই সব সময় এটা ভাবি, কখনোই যেন অন্যের বোঝা না হই।” সিনেমায় অভিনয়ের ইচ্ছা ববিতার কখনো ছিল না। পরিচালক জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও প্রথমে রাজি হননি। পরে মা আর বোনের পীড়াপীড়িতে অভিনয় করেন। তখন তিনি ষষ্ঠ শ্রেণিতে পড়েন। মুক্তির পর সিনেমাটি সুপারফ্লপ হয়। পরিচালক জহির রায়হান আবারো ‘জ্বলতে সুরজ কে নিচে’ উর্দু সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করতে বললে প্রথমে রাজি হননি ববিতা। তখন বয়স মাত্র ১৪। কিন্তু সিনেমার বেশির ভাগ শুটিং হওয়ার পরও শিল্পীদের শিডিউল মেলাতে না পারায় সিনেমাটি আর শেষ করা হয় না। এরপর জহির রায়হান ববিতাকে নিয়ে বাংলা সিনেমা বানান। মুক্তির পর সিনেমাটি সুপারহিট হয়। অভিনয় করার ইচ্ছা না থাকলেও সিনেমা হিট হওয়ায় আবারো ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর ‘স্বরলিপি’, ‘পিচঢালা পথ’, ‘টাকা আনা পাই’ সিনেমায় জুটি বাঁধেন রাজ্জাক-ববিতা। প্রতিটি সিনেমাই সুপারহিট।

শাকিবের সিনেমার গল্প নিয়ে বিভ্রান্তি

শাকিবের সিনেমার গল্প নিয়ে বিভ্রান্তি ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানকে ঘিরে এক নতুন উত্তেজনার নাম ‘কালা জাহাঙ্গীর’ সিনেমা। বেশকিছুদিন আগে আগামী ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা নিয়ে সামাজিকমাধ্যমে শুরু হয়েছিল তুমুল চর্চা। সেসময় গুঞ্জন শোনা যায়, সিনেমাটি নাকি বাস্তব জীবনের আলোচিত চরিত্র ‘কালা জাহাঙ্গীর’র জীবনী অবলম্বনে তৈরি হতে চলেছে! তবে অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা ও নির্মাতা আবু হায়াত মাহমুদ। এক বিবৃতিতে তারা জানান, এই সিনেমা কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটি সম্পূর্ণ মৌলিক গল্প। আজ দেওয়া এক লিখিত বিবৃতিতে নির্মাতা ও প্রযোজক বলেন, শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সামাজিকমাধ্যমে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর, এই তথ্যটি একেবারে সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউজ ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরণের কোনো মন্তব্য কোথাও দেওয়া হয়নি। পরিষ্কারভাবে জানাচ্ছি, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরণের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে পাওয়া তথ্যের ওপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না। সিনেমা নিয়ে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, পুরোদমে আমাদের সিনেমার প্রি-প্রোডাশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, শাকিব খান চুক্তিবদ্ধ হলেও এখনো সিনেমার নাম প্রকাশ হয়নি। আসছে আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করবো সঙ্গে বাড়তি চমক হিসেবে আরও কিছুও থাকতে পারে। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির লেন চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে কারা অভিনয় করবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ঠরা জানান, নভেম্বরে এর শুটিং শুরু হবে। এর আগেই বিস্তারিত জানানো হবে।

দেশে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬

দেশে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩৮৬ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ হাজার ৭০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই ১০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ৩৫ জন নারী।

তারকা কেটি পেরি-সাবেক প্রধানমন্ত্রী ট্রুডোর প্রেমের গুঞ্জন

তারকা কেটি পেরি-সাবেক প্রধানমন্ত্রী ট্রুডোর প্রেমের গুঞ্জন পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জনে সয়লাব নেটদুনিয়া। মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে একান্তে রাতের খাবার উপভোগ করতে দেখা গেছে এই জুটিকে। তাদের ‘ঘনিষ্ঠ’ নৈশভোজের ছবি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পিপল ম্যাগাজিন-এর প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় তারা একসঙ্গে খাবার খান জাস্টিন ট্রুডো-কেটি পেরি। এছাড়া টিএমজেডে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কেটি পেরি ট্রুডোর সঙ্গে কথোপকথনে সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে এই জুটি ককটেল এবং লবস্টারসহ বিভিন্ন পদ উপভোগ করেন। এমনকি রেস্টুরেন্টের শেফ নিজেও তাদের সঙ্গে কথা বলতে আসেন এবং খাবার শেষে তারা দুজন রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান। বর্তমানে কেটি পেরি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লের পাশাপাশি তার অটোয়াতেও পারফর্ম করার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্প্রতি দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন কেটি। ১০ বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকা এই জুটির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ। চলতি মাসের শুরুর দিকেই তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তবে বিচ্ছেদের পরেও কেটি এবং ব্লুমকে তাদের মেয়ের সঙ্গে একটি পারিবারিক ছবিতে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে। অন্যদিকে, জাস্টিন ট্রুডোও ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এই দম্পতির জাভিয়ের, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন নামে তিন সন্তান রয়েছে।

 সারাদেশে ১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার

সারাদেশে ১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে আজ পৃথক ৮টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) হতে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো। এভাবে তাদের চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করার পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।