রাজশাহীতে প্রয়াসের কর্মশালা

রাজশাহীতে প্রয়াসের কর্মশালা রাজশাহীতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী পোস্টাল একাডেমিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে আয়োজিত সমাবেশে এলাকাভিত্তিক চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রমের বর্তমান অবস্থা ও আগামীতে কিভাবে অগ্রগতি আনা যায়, তার ওপর রিপোর্টভিত্তিক পর্যালোচনা করা হয়। সমাবেশে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কিত তথ্য তুলে ধরেন মাঠকর্মী ও ইউনিট ম্যানেজারগণ। সমস্যার সমাধান কীভাবে করা যাবে তা নিয়ে আলোচনা করেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার। সঞ্চয় ও ঋণস্থিতি বৃদ্ধিকরণে সহায়ক ভূমিকা পালন করায় মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, জ্যেষ্ঠ সহকারী পরিচালক (নিরীক্ষা) আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক শাহাদাৎ হোসেনসহ রাজশাহী জোনের জোন প্রধান, আঞ্চলিক ব্যবস্থাপক, ইউনিট ব্যবস্থাপক, মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় কাজের অগ্রগতি নিয়ে আলোচনা ও আগামীতে আরো ভালো করার পরামর্শ দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।  

চাঁপাইনবাবগঞ্জে আরো ৩০ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৪৭

চাঁপাইনবাবগঞ্জে আরো ৩০ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৪৭ চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৩০ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১৪ জন এবং বহির্বিভাগে ১৬ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৭ জন রোগী ভর্তি আছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ৪৭জনের মধ্যে ২১ জন পুরুষ, ২১জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৬জনকে। এই ২৬ জনের মধ্যে ১৩জন পুরুষ, ১০ জন নারী ও ৩ শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৬৬ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮০৭ জনে।  

চাঁপাইনবাবগঞ্জে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে রেহাইচর এলাকায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নিচে থেকে মরদেহটি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, সেতুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। রাতে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা’ নেয়া হয়েছে বলেও জানান ওসি মতিউর রহমান।  

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে এক বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত যুবকÍমনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম মিয়া। বিজিবি সেলিমের আহতের তথ্য নিশ্চিত করেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শিংনগর সীমান্ত ৪/৫- দিয়ে ২ থেকে ৩ জন চোরাকারবারীর একটি দল চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। এসময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া দিলে বাংলাদেশে পালিয়ে আসার সময় সেলিম মিয়া নামে একজন আহত হয়। তিনি আরো জানান, এ ব্যাপারে শিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সীমান্ত এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করার বিষয়টি স্বীকার করলেও তাদের পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হয়নি বলে জানায়। অধিনায়ক আরো জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সরেজমিনে আহত ব্যক্তির বাড়িতে খোঁজ করা হলে তার পিতাকে বাড়িতে পাওয়া যানি। তবে তার পিতাকে অনুপস্থিত পাওয়া গেলেও উপস্থিত পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাটি এড়িয়ে যান এবং কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন।

একটু সমস্যা বেশি কথা বলেন তটিনী

একটু সমস্যা বেশি কথা বলেন তটিনী বুলবুলির কোনও সমস্যা নেই। সে সুন্দরী গুণবতী দারুণ একটা মেয়ে। একটু সমস্যা হচ্ছে সে একটু বেশিই কথা বলে। মানে একটু বাড়িয়ে বলে। বুলবুলি যে বাড়িয়ে বলে এটা নিয়ে আসলে খুব একটা খারাপ কিছু বলার অবকাশ নেই। সে আসলে কারও ক্ষতি করতে বাড়িয়ে বলে না। সে সবাইকে ভালোবাসে। এজন্য সবাইকে নিয়ে একটু বাড়িয়ে বলে। এসব করতে গিয়ে যদি একটু সত্যি-মিথ্যার মিশেল দিতে হয়, তাতেও সে মাইন্ড করে না! এমনই এক বুলবুলির চরিত্রে দেখা যাবে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তটিনীকে। এই বুলবুলীকে বিয়ের জন্য দেখতে আসে আবীর ও তার পরিবার। বুলবুলির বাবার তো ছেলেকে পছন্দই হয় না। কারণ মহা কিপ্টে ছেলে আবীর। নিয়ে আসছে কমদামী দোকান থেকে চার কেজি মিষ্টি। এক কেজি করে ফল। বুলবুলির বাবা কোনমতেই রাজি না। কিন্তু আবীরকে পছন্দ হয়ে যায় বুলবুলির। সে আবীর সম্পর্কে দুনিয়ার বাড়িয়ে কথা বলে রাজি করিয়ে ফেলে বাবা-মাকে। বিয়ে হয়ে যায় বুলবুলি ও আবীরের। এমনই এক কিপ্টে ছেলের চরিত্রে অভিনয় করেছেন সময়ের আরেক অভিনেতা তৌসিফ মাহবুব। তৌসিফ-তটিনীকে নিয়ে ‘বেশি বলে বুলবুলি’ নামের এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। ২৩ জুলাই নাটকটি উন্মুক্ত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। মুক্তির পর মন্তব্যের ঘরে নাটকটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন অসংখ্য দর্শক-সমালোচক। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আনন্দ খালিদ, মিলি বাশার, সাবেরী আলম, মাসুম বাশার প্রমুখ।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৪ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৪ জন সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৬৪ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ১৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ যাবত ১৭ হাজার ৪১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩   রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো এক শিশু শিক্ষার্থী মারা গেছেন। তার নাম আব্দুল মুসাব্বির মাকিন। তিনি ওই স্কুলে ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। আজ দুপুর ১টা ৫মিনিটের দিকে মারা যায় শিশুটি। এর আগে, আজ সকালে আইসিইউ’তে তাসমিন আফরোজ আয়মান নামে আরো এক শিশু মারা গেছেন। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।  

চীনের বাঁধ নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

চীনের বাঁধ নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই: পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ব্রহ্মপুত্রের উজানে চীনের নতুন জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। দেশটি আমাদের আশ্বস্ত করেছে। প্রকল্পটিতে কোনো সেচ প্রকল্প নেই এবং পানি প্রত্যাহারের কোনো পরিকল্পনাও নেই। গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, চীনের রাষ্ট্রদূত আমার কাছে এসে ব্যাখ্যা করেছেন যে তারা একটা বাধ দিয়ে হাইড্রোপাওয়ার যে করে সেটা তারা করবেন না। একটা নতুন টেকনোলজি তারা বের করেছেন। কয়েক ধাপে তারা পানির প্রবাহকে ব্যবহার করবেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে  একাদশ শ্রেণিতে ভর্তি ফি নির্ধারণ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে  একাদশ শ্রেণিতে ভর্তি ফি নির্ধারণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩০ জুলাই। চলবে ১১ আগস্ট পর্যন্ত। মূল ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। আর ক্লাশ শুরু হবে ১৫ সেপ্টেম্বর। এবার একাদশ শ্রেণিতে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রকাশিত নীতিমালা থেকে এ তথ্য জানা যায়। নীতিমালা অনুযায়ী, ঢাকার মেট্রোপলিটন এলাকার ইংরেজি ভার্সনের নন-এমপিও কলেজগুলো সর্বোচ্চ সাড়ে ৮ হাজার ৫০০ টাকা এবং বাংলা ভার্সনের নন-এমপিও কলেজগুলো সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা ফি নিতে পারবে। ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ইংরেজি ভার্সনের নন-এমপিও কলেজ সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং বাংলা ভার্সনের নন-এমপিও কলেজ ৫ হাজার টাকা ফি নিতে পারবে।

বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয়

বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে ড্রাইভওয়ে ও ক্যানোপি এলাকায় যাত্রীদের সঙ্গে দুজনের বেশি প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী রোববার থেকে এ নির্দেশনা কার্যকর হবে। গতরাতে এক বার্তায় কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মাহমুদুল হাসান মাসুম জানান, নতুন নির্দেশনা অনুযায়ী যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় প্রবেশ করতে পারবেন।