নাচোলে নারী উন্নয়ন শক্তির কর্মশালা অনুষ্ঠিত

নাচোলে নারী উন্নয়ন শক্তির কর্মশালা অনুষ্ঠিত নাচোল উপজেলায় নারী উন্নয়ন শক্তির আয়োজনে জেন্ডার পলিসি ও যৌন নিপীড়ন, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন— নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো। কর্মশালায় মূল বক্তব্য ও প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, “আমাদের এই উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করে তোলার পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভর করে তুলতে হবে। যাতে তারা পরিবার ও সমাজে সম্মানের সাথে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে।” কর্মশালায় উপজেলার বিভিন্ন কমিউনিটি-ভিত্তিক নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র এনজিও ও সামাজিক সংগঠনের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করেন।
বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মোনাজাত ও দোয়া

বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মোনাজাত ও দোয়া রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে বিশেষ মোনাজাত করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকট ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে বাদ আসর নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির খেলার মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে দুটি পৃথক স্থানে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিল করা হয়। এছাড়া, জেলা মৎস্য অফিস বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করেছে। মঙ্গলবার সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও মৎস্য সপ্তাহের উদ্বোধন হওয়ার কথা ছিল। যা আজ বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস। উল্লেখ্য, ঢাকার উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৩১ জন নিহত হন। গত সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সেই বিধ্বস্ত বিমানের নিহত পাইলট ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের তোহুরুল ইসলামের ছেলে স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর। এ ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
পদ্মা মহানন্দার ভাঙন : ঝুঁকি নিয়েই রাত পার, কেউ কেউ সরিয়েছেন বাড়ি

পদ্মা মহানন্দার ভাঙন : ঝুঁকি নিয়েই রাত পার, কেউ কেউ সরিয়েছেন বাড়ি চাঁপাইনবাবগঞ্জে সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা এবং সদরে মহানন্দা নদীর ভাঙনে নীদতীরবর্তী এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। পদ্মার ভাঙন থেকে বাঁচতে অনেকেই ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি, চরআষাড়িয়াদহ, পোল্লাডাঙ্গা বিজিবি ক্যাম্প এলাকা এবং শিবগঞ্জ উপজেলার মনোহরপুর ও পাঁকা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙনে ফসলি জমি, মসজিদ শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বহু মসজিদ বিলীন হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি বরাবর নদী প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় ভবনটি নদীতে নেমে যেতে পারে বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন জানিয়েছেন। তিনি জানান, নারায়ণপুর ইউনিয়নের ১, ৩ ও ৭নং ওয়ার্ডের শতাধিক ঘরবাড়ি ফসলি জমি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুরে মহানন্দা নদীর ভাঙনে অন্তত ১০টি ঘরবাড়ি নদীতে দেবে গেছে। ভাঙনকবলতি নদী তীরে বসবাসকারী আমেনা বেগম নূরেসা বেগম জানান, গত ১৫ দিন ধরে এই এলাকার বাড়িঘরগুলো নদীতে নেমে যাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে আমরা বসবাস করছি। রাতের অন্ধকারে দেবে গেলে এলাকার বহু মানুষ মারা যাবে। জীবনের ভয়ে কেউ কেউ নিজ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাসায় চলে গেছে। জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ করার দাবি জানান তারা। এছাড়া দেবীনগর ইউনিয়নের হড়মা এলাকায় মহানন্দায় ভাঙন চলছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন— শিবগঞ্জের মনোহরপুুুর ও আইয়ুবের ঘাট এলাকায় প্রায় দেড় থেকে ২ কিলোমিটারজুড়ে পদ্মা নদীর বামতীরে ভাঙন চলছে। নদী তীরের মানুষ ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন। জরুরি ভিত্তিতে জিওব্যাগ ও জিওটিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। এছাড়া সদর উপজেরার পোল্লাডাঙ্গা বিজিবি ক্যাম্প এলাকায় জিওব্যাগ ও জিওটিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন— কল্যাণপুরের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। জরুরি ভিত্তিতে ভাঙন রোধের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃক্ষকে জানানো হয়েছে। অনুমতি পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৪ জন : হাসপাতালে ভর্তি ৬৫

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৪ জন : হাসপাতালে ভর্তি ৬৫ চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৪৪ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১৭ জন এবং বহির্বিভাগে ২৭ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬২ জন, শিবগঞ্জে ১ জন, গোমস্তাপুরে ২ জন ভর্তি আছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ৬২ জনের মধ্যে ৩৪ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ১০ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ জনকে। এই ১৯ জনের মধ্যে ১০ জন পুরুষ, ৮ জন মহিলা ও ১ শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০৩ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৫৩ জনে।