শিবগঞ্জে ই-কমার্স ভিলেজ মেলার সমাপনী

শিবগঞ্জে ই-কমার্স ভিলেজ মেলার সমাপনী শিবগঞ্জে গ্রামপর্যায়ে ই-কমার্স প্রসারের লক্ষ্যে ই-কমার্স ভিলেজ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিজনেস প্রমোশন কাউন্সিল ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। এসময় আরো উপস্থিত ছিলেন, ই-কমার্স ভিলেজ প্রকল্পের কো-অর্ডিনেটর এস এম ইকরামুল হক, স্থানীয় উদ্যোক্তা আহসান হাবীব, ইসমাইল হোসেন শামীম খান, বিপিসি ও ই-ক্যাবের প্রতিনিধিসহ অন্যরা। অনুষ্ঠানে উপজেলার তরুণ উদ্যোক্তা, অনলাইন ব্যবসায়ীরা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেয়। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। দুদিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা ডিজিটাল ব্যবসা ও অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত

নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুটভুটি উল্টে এর চালক জুয়েল রানা (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নাচোল-আমনুরা সড়কের ফুলকুঁড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জেলার গোমস্তাপুর উপজেলার আজগড়া গ্রামের মৃত জাইগীর হোসেনের ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জুয়েল রানা রাজশাহী জেলার কাকনহাট ললিতনগরে একটি বাগান থেকে আমপাড়ার জন্য শ্রমিকদের তার ভুটভুটিতে করে নিয়ে যাচ্ছিল। পথে নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি মোড় এলাকায় পৌঁছালে শ্যালোমেশিন চালিত স্টেয়ারিং (ভুটভুটি) গাড়ির সামনের চাকা রাস্তার ভাঙা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এঘটনায় জুয়েল রানাসহ অন্যরা রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে জুয়েল রানা মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। অন্যরাও আহত হয়। খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত ডাক্তার জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, আহতরা একই এলাকার মৃত আমজাদ আলীর ছেলে আজিজুল হক (৬০), মুরাদ (৩০), শনি (৩০), বৈদ্যনাথপুর গ্রামের জাহানের ছেলে সেরাজুল (৪০) ও সাইদুলের ছেলে মারুফ (২০)। আহতদের মধ্যে শনি ও মুরাদের জখম গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭৭ ডেঙ্গু রোগী সনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭৭ ডেঙ্গু রোগী সনাক্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৭ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ৪১ জন এবং বহির্বিভাগে ৩৬ জন শনাক্ত হয়েছেন। অন্যান্য উপজেলায় কোনো রোগী শনাক্ত হননি। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন। তাদের মধ্যে ২২ জন পুরুষ, ৩৩ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছেন। এছাড়া শিবগঞ্জে ১ জন, গোমস্তাপুরে ১ জন রোগী ভর্তি রয়েছেন। আর বহির্বিভাগে শনাক্তরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরে গেছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৩৪ জনকে। এই ৩৪ জনের মধ্যে ১৬ জন পুরুষ, ১২ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও ১ জনকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১০০১ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫১৪ জনে।

বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক হিসেবে মনোনয়ন পেলেন রিমন

বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক হিসেবে মনোনয়ন পেলেন রিমন বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান তরুণ ব্যবসায়ী আখতারুল ইসলাম রিমন। গতকাল মঙ্গলবার সকালে দৈনিক গৌড় বাংলাকে রিমন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। আখতারুল ইসলাম রিমন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ও ব্যবসা প্রতিষ্ঠান আয়ান ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক হিসেবে মনোনীত করার জন্য আখতারুল ইসলাম রিমন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি, বিজনেস ফোরামের সভাপতি নুরুল মোস্তফা ও সাধারণ সম্পাদক আলি হায়দার চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রিমন গৌড় বাংলাকে বলেন, নতুন দায়িত্ব আমাকে নতুন উদ্যোগ, দৃঢ় পরিকল্পনা ও আন্তরিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক মজবুত ও সম্প্রসারিত করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সহজ যোগাযোগ, তরুণ উদ্যোগীদের জন্য প্ল্যাটফর্ম তৈরি এবং নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়তে কাজ করব আমরা। দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতায় শিল্প, কৃষি ও সেবা খাত উন্নয়ন ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশ ও আলজেরিয়ার বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুন চাঁপাইনবাবগঞ্জ সফরে আসেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। ওই দিন তিনি বলেছিলেন, আলজেরিয়ায় গিয়ে বাংলাদেশীরা আমবাগান গড়ে তুললে বিনামূল্যে জমি দেয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হবে।

ভোলাহাটের সেই রোমানের পাশে দাঁড়াল প্রশাসন

ভোলাহাটের সেই রোমানের পাশে দাঁড়াল প্রশাসন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অটোরিকশা চালিয়ে বাবার চিকিৎসা ও সংসারের খরচ যুগিয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া রোমান আলীর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তাকে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষা সহায়তার চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক শিক্ষা খরচ বাবদ তাৎক্ষণিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপজেলার মুশরীভূজা গ্রামের দরিদ্র মেধাবী শিক্ষার্থী মো. নিয়ামত আলীকেও আর্থিক সহায়তা দেওয়া হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ভর্তির সুযোগ পেয়েছেন। গৌড় বাংলায় রোমান আলীর জীবনসংগ্রাম ও কৃতিত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের নজরে এলে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে অবহিত করে। পরে জেলা প্রশাসক এই উদ্যোগ নেন। উল্লেখ্য, ভোলাহাট উপজেলার তাঁতীপাড়া গ্রামের রোমান আলী বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ছোটবেলা থেকেই বাবার অসুস্থতা, সংসারের অভাব-অনটনের মধ্যেও রোমান অটোরিকশা চালানোর পাশাপাশি পড়ালেখা চালিয়ে গেছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার রোমানের পড়ালেখার জন্য আর্থিকভাবে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে, ধর্র্র্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে সকলের উদ্দ্যোগ প্রয়োজন” শ্লোগানে আজ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে কর্মশালাটির সমাপনী অনুষ্ঠিত হয়। ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন ছিল আজ। প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২০ জন ইমাম, কাজী, হিন্দু ও খ্রিষ্টান ধমের ধর্মগুরুগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি সমন্বয় করেন এসবিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মি. উত্তম মণ্ডল। ৩ দিনের প্রশিক্ষণে আলোচক ছিলেন— ইসলামিক চিন্তাবিদ এবং বক্তা মুফতী মাওলানা হানিফ মো. আব্দুল কাদের, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদিন, চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এ বি জি এম গোলাম কিবরিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানাজার জেমস বিশ্বাস। প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ বাল্যবিয়ে বন্ধে জনঅংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি শপথ করেন, যেখানে বাল্যবিয়ে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন।

বাংলাদেশের এক ক্লাবের দলবদলে ফিফার নিষেধাজ্ঞা

বাংলাদেশের এক ক্লাবের দলবদলে ফিফার নিষেধাজ্ঞা বাংলাদেশি ক্লাব ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের দলবদল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগ পর্যন্ত ফকিরেরপুল কোনো খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার এই নির্দেশনা পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফকিরেরপুল ইয়ংমেন্স ফিফার এই নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে জানিয়েছে ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক আহমেদ আলী। তিনি বলেন, ‘একজন খেলোয়াড়ের আর্থিক পারিশ্রমিক ইস্যুতে এটি হয়েছে। আমরা দ্রুত সেটি সমাধান করে আসন্ন মৌসুমের কার্যক্রম এগিয়ে নিতে চাই।’ গত মৌসুমে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ফুটবল দলের ম্যানেজার ছিলেন পিপুল। তিনি ফিফার নিষেধাজ্ঞা সম্পর্কে তিনি বলেন, ‘একজন উজবেক ফুটবলার ফকিরেরপুল ক্লাবে গত মৌসুমে এসেছিল। সেই ফুটবলারের পারিশ্রমিক নিয়ে আবেদন করেছি। সেই আবেদন নিষ্পত্তি না করায় হয়তো ক্লাবের ওপর দলবদল নিষেধাজ্ঞা। তার পাওনা ও জরিমানা মিলিয়ে ২০ লাখ টাকার ওপর হতে পারে।’ কোচ-খেলোয়াড়দের দেনা-পাওনা নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট ক্লাব-ফেডারেশনের ওপর জরিমানা-নিষেধাজ্ঞা প্রদান করে ফিফা। বিগত সময়েও বাংলাদেশের অনেক ক্লাব এ রকম ঘটনার শিকার হয়েছে। গত মৌসুমেই ফুটবলাঙ্গনে গুঞ্জন ছিল বসুন্ধরা কিংসের ওপরও এ রকম নিদের্শনা এসেছিল। যদিও বসুন্ধরা কিংস কিংবা বাফুফে এটি স্বীকার করেনি।

ক্লিনটন থেকে বাইডেন, সবাইকে বোকা বানিয়েছেন পুতিন, কিন্তু আমাকে নয়: ট্রাম্প

ক্লিনটন থেকে বাইডেন, সবাইকে বোকা বানিয়েছেন পুতিন, কিন্তু আমাকে নয়: ট্রাম্প   রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কঠিন মানুষ’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুতিন অতীতে মার্কিন চার প্রেসিডেন্টকে বোকা বানিয়েছেন, কিন্তু তাঁকে পারেননি। গতকাল হোয়াইট হাউজে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘এটা বহু বছর ধরে প্রমাণিত হয়েছে, পুতিন অনেক মানুষকে বোকা বানিয়েছেন… তিনি (পুতিন) ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেন— সবাইকে বোকা বানিয়েছেন। কিন্তু আমাকে ঠকাতে পারেননি।’ তিনি আরও বলেন, ‘একসময় কথার সময় শেষ হয়, তখন কাজে নামতে হয়, ফল আনতে হয়। আমি চাই সে (পুতিন) সেটা করুক। রাশিয়া এমন একটি শক্তিশালী দেশ, এত মানুষকে যুদ্ধের মাধ্যমে নষ্ট করা দুঃখজনক।’ ট্রাম্প জানান, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ না করে, তাহলে নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধের দায় চাপিয়েছেন তাঁর পূর্বসূরি জো বাইডেনের ওপর। ‘এই যুদ্ধ আমার নয়, বাইডেনের যুদ্ধ। এটা ডেমোক্র্যাটদের যুদ্ধ, রিপাবলিকান বা ট্রাম্পের নয়। এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। আমি চেষ্টা করছি এই যুদ্ধ থামাতে,’ বলেন ট্রাম্প। তিনি জানান, দুই মাস আগেও তিনি ভেবেছিলেন পুতিনের সঙ্গে একটি চুক্তি হবে। কিন্তু সেটা হয়নি বলেই নতুন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিচ্ছেন। বৈঠকে ট্রাম্প ও রুট ন্যাটোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র কিনে ইউক্রেনকে পাঠানোর একটি বড় চুক্তির ঘোষণা দেন। এর মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। রুটে বলেন, ‘এই চুক্তি অনেক বড় পদক্ষেপ। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের একক বোঝা কমাতে এটি কার্যকর ভূমিকা রাখবে।’ তিনি জানান, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য এ অস্ত্র সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছে। ট্রাম্পের শাসনের দ্বিতীয় মেয়াদের শুরুতে তিনি পুতিনের সঙ্গে একটি সমঝোতার চেষ্টা করেছিলেন, যেখানে তিনি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন অনেকেই আশঙ্কা করেছিলেন, তিনি হয়তো ইউক্রেনকে ‘বেচে’ দেবেন। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন, কারণ রুশ বাহিনী আগের চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ট্রাম্প জানান, তাঁর স্ত্রী মেলানিয়া এই বিষয়ে তাঁর মনোভাব পাল্টাতে সাহায্য করেছেন। ‘আমি বাড়ি ফিরে মেলানিয়াকে বলি, আমি আজ পুতিনের সঙ্গে কথা বলেছি, দারুণ কথা হয়েছে। সে বলে, ও আচ্ছা? আরেকটা শহর তো হামলায় উড়ে গেল!’ পুতিন সম্পর্কে ট্রাম্প আরও বলেন, ‘আমি বলছি না যে তিনি খুনি, তবে তিনি একজন কঠিন লোক।’ এদিকে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট দলের হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিজ ট্রাম্পের ইউক্রেন নীতির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ভ্লাদিমির পুতিন পুরো বছরজুড়েই ট্রাম্পকে নিয়ে খেলছেন।’ ‘ট্রাম্প তাঁর শাসনের প্রথম ছয় মাসে পুতিনের সঙ্গে সখ্য গড়ার চেষ্টা করেছেন, অথচ পুতিন যা করেছেন তা হলো— ইউক্রেনের শিশু, নারী ও সাধারণ মানুষদের ওপর সন্ত্রাস চাপিয়ে দিয়েছেন,’ বলেন জেফরিজ। তিনি আরও বলেন, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। ‘আমেরিকান জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে তিনি বারবার তা ভঙ্গ করছেন।’ জেফরিজ বলেন, কংগ্রেস স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখে এবং রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে হবে। ‘ইউক্রেনের বিজয় শুধু তাদের নয়, বরং আমাদের মিত্র ও গোটা মুক্ত বিশ্বের বিজয়।’

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন ফিলিপাইনের উত্তরাঞ্চলে আজ ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইলোকোস নর্টে প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে কাগায়ান, ইলোকোস সুর, ইসাবেলা এবং আবরা প্রদেশগুলোও কেঁপে ওঠে।ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।ফিলিপাইন স্টার জানিয়েছে, ভূমিকম্পটি পাসুকুইন শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ২৭ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।সংস্থাটি সতর্ক করে দিয়েছে, ভূমকম্পের আফটারশক এখনো প্রত্যাশিত। তবে উল্লেখযোগ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের পাশে অবস্থিত হওয়ার কারণে ফিলিপাইন ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়।

তৈরি করুন ম্যাংগো ক্রিম পুডিং

তৈরি করুন ম্যাংগো ক্রিম পুডিং এখন আমের সময়। পাওয়া যাচ্ছে সবার প্রিয় পাকা আম। তাই তৈরি করতে পারেন দারুণ স্বাদের ম্যাংগো ক্রিম পুডিং। উপকরণ : পাকা মিষ্টি আমের রস-১ কাপ, ঘন দুধ ৩ কাপ, চিনি ১ কাপ, ডিম ৫টি, এলাচ গুঁড়া সামান্য, ক্রিম ২ টেবিল চামচ। যেভাবে করবেন : এক লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করুন। আমের রস ও ডিমের সঙ্গে চিনি মিশিয়ে দুধ, ডিম, চিনি, এলাচ গুঁড়া ও ক্রিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। চিনি দিয়ে ক্যারামেল করা পাত্রে মিশ্রণ ঢেলে পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারে পানি দিয়ে ৮ সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। পুডিং নিজে থেকে ঠাণ্ডা হলে ওপরে আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ক্যারামেল তৈরি : ঢাকনাসহ স্টিলের বক্সে প্রথমে একটু চিনি দিয়ে চুলায় দিন। যতক্ষণ চিনি বাদামি রং না হয় সে পর্যন্ত পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় লাগিয়ে নিন। এবার ক্যারামেল ঠান্ডা করে পুডিং-এর মিশ্রণ ঢালুন।