শিবগঞ্জে একুশে বইমেলার উদ্বোধন

শিবগঞ্জে একুশে বইমেলার উদ্বোধন ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ দিনব্যাপী একুশে বইমেলা ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে এ মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থা। বুধবার বেলা ১২টায় উপজেলা চত্বরে কেক কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকতেখারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, ‘ফেব্রুয়ারি ভাষার মাস। একুশ আমাদের চেতনা। এই চেতনা আমাদের অন্তরে লালন করতে হবে।’ উদ্বোধন শেষে অতিথিরা বইমেলা পরিদর্শন করেন। আগামীকাল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে।
নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বাজার সংযোগ কর্মশালা

নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বাজার সংযোগ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মল্লিকপুর বাজারে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা সহকারী মৎস্য অফিসার আনোয়ার আলী। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। বাজার সংযোগ কর্মশালায় ফরোয়ার্ড লিংকেজ (মাছ উৎপাদন থেকে আহরণের পূর্ব পর্যন্ত) এবং ব্যাকোয়ার্ড লিংকেজ মাছ আহরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের প্রানিসম্পদ কর্মকর্তা ডা রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিট-১১ ব্যবস্থাপক আনোয়ার হোসেন, অফিসার শাহরিয়ার শিমুল ও জামাল উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা সিফাত উল্লাহসহ অন্যরা। এসময় মাছের আড়ৎদার, মাছচাষি, মাছ বিক্রেতা, ফড়িয়া, মহাজন, পোনা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
সদর উপজেলায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু

সদর উপজেলায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু চাঁপাইনবাবগঞ্জে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে বুধবার থেকে সদর উপজেলা পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করেছে। বিকেল ৪টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন- হরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাশেদ আলীসহ অন্যরা। উদ্বোধনী দিনের প্রথম খেলায় অংশগ্রহণ করে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ বনাম বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ। খেলায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ ৩-০ গোলে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে। একই দিনের অপর খেলায় ঝিলিম ইউনিয়ন বনাম সুন্দরপুর ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে উভয় দল ১টি করে গোল পেলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫-৪ গোলে ঝিলিম ইউনিয়ন পরিষদ দল জয়লাভ করে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন- মো. মিনাজুল ইসলাম, মো. তৌফিজুর রহমান পুতুল, মো. শামীম খান, মো. আনিসুর রহমান। সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ এই খেলায় অংশগ্রহণ করছে। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে- বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, বারোঘরিয়া, মহারাজপুর, রানীহাটি, চরঅনুপনগর, দেবীনগর, আলাতুলী, শাহজাহানপুর, ইসলামপুর, চরবাগডাঙ্গা, নারায়ণপুর ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদ।
গোমস্তাপুরে দুই শিক্ষককের বিদায় সংবর্ধনা

গোমস্তাপুরে দুই শিক্ষককের বিদায় সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মহিলা কলেজের দুই শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় রহনপুর মহিলা কলেজের হলরুমে ওই দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষকরা হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোসা. রিজিয়া খাতুন ও ইতিহাস বিভাগের প্রভাষক মহা. মাইনুল আহসান হাবিব। রহনপুর মহিলা কলেজ পরিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ আজিজুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলি, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মতিউর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা নারগিস, ইতিহাস বিভাগের শিক্ষক প্রভাষক আবুল কালাম আজাদ, বিদায়ী শিক্ষক রিজিয়া খাতুন ও মাইনুল আহসান হাবিব, শিক্ষার্থী ইসরাত জাহান ও ফারিয়া তাসনিম। পরে বিদায়ী দুই শিক্ষকের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- স্লোগানকে সামনে রেখে বুধবার বিকেলে জেলাশহরের পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন রাহশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান। বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার মো. রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্য দেন- বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান পৃথিবী বদলাতে ভূমিকা রাখছেন তরুণ উদ্যোক্তারাই। আর এ তরুণ উদ্যোক্তাদের প্রমোট করছে বিসিক। ইকো ফ্রেন্ডলি বা মাদকমুক্ত ব্যবসা। বিসিক যুবকদের প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে। আশা করি, এই মেলা তরুণ উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলায় মোট ৫০টি স্টল রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষায় যুব ক্লাব ও ফোরামের সদসদের সাথে সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষায় যুব ক্লাব ও ফোরামের সদসদের সাথে সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার উদ্দেশ্যে যুব ক্লাব ও ফোরামের সদসদের সক্ষমতা বৃদ্ধিতে যুব সমর্থকদের বৃহত্তর নেটওয়ার্ক বৃদ্ধির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার শিবতলায় এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প সংলাপের আয়োজন করে। সংলাপে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ারা বেগম ও আব্দুল খালেক, এসএসবিসি প্রকল্পের প্রতিনিধি মো. আব্দুর রহিমসহ বিভিন্ন যুব ফোরাম ও ক্লাবের সদস্যরা। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন করেন।
ইমাম-মুয়াজ্জিনদের ঋণ দেবে সরকার

ইমাম-মুয়াজ্জিনদের ঋণ দেবে সরকার চলতি অর্থবছরে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে ৬০০ জন অসচ্ছল ও দরিদ্র ইমাম-মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ হিসেবে এক কোটি ৮০ লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া, আর্থিক সাহায্য হিসেবে ৪ হাজার ৬২০ জন অসহায়-দরিদ্র ইমাম-মুয়াজ্জিনকে পাঁচ হাজার টাকা হারে দুই কোটি ৩১ লাখ টাকা দেবে মন্ত্রণালয়। আজ ধর্ম মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত তথ্য জানানো হয়। ধর্ম মন্ত্রণালয় জানায়, বর্তমানে ট্রাস্টভুক্ত ইমাম ও মুয়াজ্জিনে সংখ্যা প্রায় ৮৪ হাজার। ট্রাস্টের মাধ্যমে কোন ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনায় পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। এ ছাড়া, কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য, তাদের মেধাবী ছেলে-মেয়েদের শিক্ষার জন্য সাহায্য এবং ইমাম-মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ দেওয়াসহ সার্বিক কল্যাণে কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। এদিকে, ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের ইমামদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে নির্বাচিত ইমাম মুয়াজ্জিনদের মাঝে আর্থিক অনুদান ও সুদমুক্ত ঋণের চেক বিতরণকালে তিনি বলেন, ‘‘রোহিঙ্গা ক্যাম্পের ইমামরা প্রশিক্ষণের আওতায় আসছে। এ প্রশিক্ষণে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণ মডিউল অনুসরণ করা হবে। তুরস্কের আল মুয়াসসাসা দিয়ানা ফাউন্ডেশনের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্বে থাকবে ধর্ম মন্ত্রণালয়।’’ খালিদ হোসেন বলেন, ‘‘বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট একটি সমাজবান্ধব ট্রাস্ট। এ ট্রাস্টের মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনদের আর্থ-সামাজিক উন্নয়নে সুদমুক্ত ঋণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এ ট্রাস্টের মাধ্যমে একটি মিনারেল ওয়াটার প্লান্ট স্থাপনের বিষয়েও কাজ চলছে।’’ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পরিচালক শফিউল আলম, ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ ইফার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামীকাল একুশে পদক দেবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল একুশে পদক দেবেন প্রধান উপদেষ্টা আগামীকাল একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাল বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক বিতরণ করা হবে। পদক বিতরণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। আজ প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদ এ তথ্য জানান। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৮ বিশিষ্ট ব্যক্তি ও দলকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। মনোনীতরা হলেন- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহ্ফুজ উল্লাহ (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত)। সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহিদুল হক) (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদান রাখা ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।
এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন, পেছালো বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা

এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন, পেছালো বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পরীক্ষা শুরুর তারিখ অপরিবর্তিত রেখে চলতি বছরের এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। গত ১২ ডিসেম্বর এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। তাতে ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ৮ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। আজ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। প্রথম প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে। এ বিষয়ের পরীক্ষাটি ১৩ এপ্রিল হওয়ার কথা ছিল। বৈসাবি উৎসব উপলক্ষে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সংশোধিত রুটিনে আগের মতোই তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ১৮ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। অন্যদিকে, আগামী ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করে বুধবার সূচি প্রকাশ করা হয়েছে।
ফিলিপাইনে মশা ধরে দিলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা

ফিলিপাইনে মশা ধরে দিলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা মশা ধরে দিলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে ফিলিপাইনের জনবহুল অঞ্চল মেট্রো ম্যানিলার একটি পৌরসভা কর্তৃপক্ষ। মৃত অথবা জীবিত উভয় মশা ধরে জমা দিলেই দেওয়া হবে অর্থ। ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে আজ এমন ঘোষণা দেয় অ্যাডিশনাল হিলস পৌরসভা কর্তৃপক্ষ। ওই পৌরসভার প্রধান কার্লিতো কার্নাল বলেছেন, পাঁচটি মশা জমা দিলে এক পেসো (২ টাকা) দেওয়া হবে। তিনি জানিয়েছেন, তার এলাকায় ডেঙ্গুতে দুজন ছাত্রের মৃত্যুর পর তারা এমন উদ্যোগ নিয়েছেন। তিনি বলেছেন, রাস্তাঘাঁট পরিস্কার রাখা, পানি জমতে না দেওয়ার যেসব কার্যক্রম তাদের রয়েছে, সেগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নতুন কার্যক্রমটি।জীবিত ও মৃত মশার পাশাপাশি লার্ভা জমা দিলেও মিলবে নগদ অর্থ। যেসব জীবিত মশা সংগ্রহ করা হবে সেগুলো অতি বেগুনি রশ্মি ব্যবহার করে নির্মূল করা হবে। তবে এমন ‘অদ্ভুদ’ ঘোষণাটি বেশ সমালোচনার মুখে পড়েছে। সামাজিক মাধ্যমে একজন মজা করে লিখেছেন, “সেখানে এখন ইচ্ছাকরে মশার চাষ করা হবে। যেগুলো পরে বিক্রি করা হবে।” আরেকজন লিখেছেন, “যদি একটি পাখা থাকে তাহলে কী ওই মশা নেওয়া হবে না?” তবে ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছে, স্থানীয় সরকার ডেঙ্গু প্রতিরোধে যে উদ্যোগ নিয়েছে সেটিকে তারা স্বাগত জানায়।পৌরসভা প্রধান কার্নাল বলেছেন, তিনি জানেন তার এ ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করা হচ্ছে। কিন্তু তাদের এলাকাকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচাতে তারা সব ধরনের উদ্যোগই নিচ্ছেন। অ্যাডিশনাল হিলস নামের ওই শহুরে এলাকাটিতে ৭০ হাজার মানুষ বাস করেন। সাম্প্রতিক সময়ে সেখান ৪৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মৌসুমী ও অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ফিলিপাইনে বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: বিবিসি