শিবগঞ্জে ডিবি’র অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

শিবগঞ্জে ডিবি’র অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার ১ শিবগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ মো. পাইরুল ইসলাম (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা গ্রামে এই অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মো. শাহিন আকন্দ জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ফয়সাল হাসানের নেতৃত্বে ডিবির একটি দল মনাকষা ইউনিয়নের নামোটোলা গ্রামে অভিযান চালায়। অভিযানে ১ কেজি গাঁজা জব্দ করা হয় এবং মো. পাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গোমস্তাপুরে হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন

গোমস্তাপুরে হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পূর্তি উদযাপন কমিটির আয়োজনে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রহনপুর শহর প্রদক্ষিণ করে একই এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩৩ বছর পূর্তি উদ্যাপন কমিটি আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব। প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. যহুর আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন— একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুশান্ত চন্দ্র বর্মনসহ অন্যরা। আলোচনা শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
না ফেরার দেশে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার

না ফেরার দেশে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালে ফিফা বিশ্বকাপ জেতা জর্জ এসথ্যাম মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব স্টোক সিটি ফুটবল ক্লাব। এসথ্যাম নিউক্যাসল ইউনাইটেড, আর্সেনাল ও স্টোক সিটির হয়ে ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতায় দুই দশকের বেশি সময় মাঠ মাতিয়েছেন। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১৯ আন্তর্জাতিক ম্যাচ। দেশটির প্রথম ও একমাত্র ফিফা বিশ্বকাপ জেতা দলের সদস্যও তিনি। তবে তিনি স্টোকের কিংবদন্তি হিসেবেই ইংলিশ ফুটবলে বেশি পরিচিত। ১৯৭২ সালে লিগ কাপ ফাইনালে তার গোলে চেলসিকে হারিয়ে স্টোক প্রথম কোনো বড় শিরোপা জিতেছিল। ক্লাবটির হয়ে আট মৌসুমে ১৯৪টি ম্যাচ খেলেছেন এ মিডফিল্ডার। ১৯৭৭-৭৮ মৌসুমে ক্লাবটির ম্যানেজারের দায়িত্বও পালন করেন। দলবদলের পুরনো নিয়ম ভেঙে দেয়ার জন্য এসথ্যামের কাছে ইংল্যান্ডের ফুটবলাররা চিরকৃতজ্ঞ থাকবে। ক্লাব কর্তৃক জোর করে ধরে রাখা নিয়মের বিরুদ্ধে তিনি ১৯৫৯ সালে আট মাসের ধর্মঘট করেছিলেন। দলবদলের নিয়মের বিরুদ্ধে আওয়াজ তুলতে দ্বারস্থ হয়েছিলেন আদালতেরও। শেষ পর্যন্ত তিনি সফল হন এবং নিউক্যাসল থেকে মুক্ত হয়ে যোগ দেন আর্সেনালে। এরপর পরিবর্তন আসে দলবদলের নিয়মেও। ফুটবলে অবদান রাখার জন্য ১৯৭৩ সালে এসথ্যাম ‘অফিসার অব দ্য ওর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ পুরস্কার জেতেন।এদিকে ক্লাব কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্টোক সিটি ফুটবল ক্লাব। তার সম্মানার্থে শেফিল্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলোয়াড়রা কালো ব্যাজ পরবেন।
কনকনে শীতের মধ্যেই টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

কনকনে শীতের মধ্যেই টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস সারা দেশেই জেঁকে বসেছে শীত। এই কনকনে শীতের মধ্যে বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি আরো অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে শুক্রবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শনিবার সকাল ৬টায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় হালকা ঝরতে পারে। পরের ২৪ ঘণ্টা খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সকালে দেশের সর্বনিম্ন ১০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা ২ থেকে ৩ এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে আগামীকাল রোববার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ দুদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া পরদিন সোমবার (২৩ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশে তাপমাত্রা কমতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনার কয়রায় দেশের সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় বরিশাল ও ভোলাসহ দেশের কয়েক স্থানে বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা প্রকাশ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে সরকার। আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে হওয়া এ আন্দোলনে নিহত হয়েছেন ৮৫৮ জন। এছাড়া আহত হয়েছেন ১১ হাজার ৫৫১ জন। আজ প্রথম ধাপের এ খসড়া তালিকা প্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত স্পেশাল সেল। এর আগে, শুক্রবার গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৮৫৮ জন শহিদের ভেরিফাইড তথ্য আমরা স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট থেকে পেয়েছি। এটা চূড়ান্ত নয়। এ ব্যাপারে কাজ অব্যাহত আছে। এদিন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের তালিকা তৈরি করে পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে। তবে এ তালিকা সর্বশেষ তালিকা নয়। এখনো তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। পরে আরো তথ্য পাওয়া গেলে সেটাও আমরা তালিকায় এনে ক্যাবিনেটে পাঠাবো।
সকালে খালি পেটে যেসব খাবার খেলে শরীর ভালো থাকবে

সকালে খালি পেটে যেসব খাবার খেলে শরীর ভালো থাকবে আপনি কেমন খাবার দিয়ে দিন শুরু করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। সারা দিনের পুষ্টি এবং শক্তি সঞ্চয়ের জন্য সকালের খাওয়াতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের সঠিক সামঞ্জস্য থাকা দরকার। সেই সঙ্গে পর্যাপ্ত পানি খাওয়াটা বাধ্যতামূলক। খালি পেটে কী খাওয়া যেতে পারে? মধু ও লেবুর পানি দিনের শুরুতে হালকা গরম পানি খেলে শরীর ভালো থাকে। পানিতে ১ চামচ মধু ও অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন। কাজ হবে আরও ভালো। এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। পাশপাশি মেদ কমাতেও সহায়ক এই পানীয়। ভেজানো আমন্ড ভিটামিন ই, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার ও নানা পুষ্টিগুণে ভরপুর আমন্ড শরীরের জন্য অত্যন্ত ভালো। সকালেই যদি ৩-৪টে আমন্ড খোসা ছাড়িয়ে খেয়ে নেয়া যায়, শরীর তার প্রয়োজনীয় পুষ্টির বেশ কিছুটা পেয়ে যাবে। ওট্স ফাইবার ও অন্যান্য পুষ্টিগুণে সম্পন্ন ওট্স সকালে খেলে দিনভর পেট যেমন ভরা থাকে, তেমন শরীরের উপকার হয়। ওট্সের গ্লাইসেমিক ইনডেক্স ও ক্যালোরির পরিমাণ কম হওয়ায় ডায়াবেটিস রোগীদের ডায়েটে তা বিশেষ ভাবে রাখতে বলা হয়। খালি পেটে ওট্স খাওয়ার উপকারিতা হল এটি পাকস্থলীর উপর একটি আস্তরণ তৈরি করে। যা শরীরে অ্যাসিডের জন্য হওয়া জ্বলন থেকে সুরক্ষা দিতে পারে কিছুটা। ফল ভিটামিন, ফাইবার, ফাইটোকেমিক্যালে পরিপূর্ণ ফল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। খালি পেটে ফল খেলে শক্তি যেমন পাওয়া যায়, তেমন ফল পরিপাক তন্ত্রকে ‘ডিটক্সিফাই’ করতে সাহায্য করে। চিয়া সিড চিয়া সিড ওমেগা থ্রি, ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ। সকালে খালি পেটে চিয়া সিড ভেজানো পানি বা খাবারের সঙ্গে মিশিয়ে চিয়া সিড খেলে শরীর তার প্রয়োজনীয় পুষ্টি পাবে। খেজুর মিষ্টি এই ফলটিতে ভিটামিন, ম্যাগেশিয়াম, ফাইবার, আয়রন রয়েছে প্রচুর। দিনের শুরুতে শরীরে দ্রুত শক্তি জোগাতে খুব সাহায্য করে খেজুর। এতে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যাও এতে কমে। আমলকির রস ভিটামিন ই ও অন্যান্য খনিজে ভরপুর আমলকির রস যদি দিনের শুরুতেই খাওয়া যায় তাহলে শরীর থাকবে রোগমুক্ত। এতে থাকা উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আয়ুর্বেদে বলাই হয়, দিনের শুরুতে আমলকির রস খাওয়া দরকার। আমলকির রস হজম ক্ষমতা বাড়ায়। ত্বক এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় এই রস।
মাটি খুঁড়ে বের করা হয়েছে ২ হাজার বছর আগের শত শত সমাধি

মাটি খুঁড়ে বের করা হয়েছে ২ হাজার বছর আগের শত শত সমাধি প্রায় প্রতি বছরই মাটি খুঁড়ে প্রাচীন সভ্যতার ইতিহাসের নানা ধ্বংসাবশেষ আবিষ্কার করে থাকেন প্রত্নতত্ত্ববিদরা। মাটির নিচে চাপা পড়ে আছে মানবজাতির হাজার হাজার বছরের অনেক অজানা রহস্য। প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে চলেছেন এ রহস্য জানার আকাঙ্ক্ষা থেকেই। আর মাটি খুড়তে খুড়তেই প্রায়ই বেরিয়ে আসে প্রাচীন নিদর্শন। দুই হাজার বছরেরও বেশি পুরনো চার শতাধিক সমাধি উদঘাটন করেছেন প্রত্নতাত্ত্বিকরা।ঘটনাটি ঘটেছে উত্তর চীনের মাটি খনন করে। চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশে এক বছরেরও বেশি সময় ধরে খনন কাজ চালাচ্ছে প্রাদেশিক প্রত্নতাত্ত্বিক বিভাগ ইনস্টিটিউট অব আর্কিওলজি। এই স্থানেই ৪৭৫-২২১ খ্রিস্টপূর্ব সময়কালের ৪৪৫টি সমাধি মাটি খুঁড়ে বের করা হয়েছে। এ সমাধিগুলোর মধ্যদিয়ে দুই হাজার বছর আগেকার মানুষের শেষকৃত্য ও অন্যান্য আচার-অনুষ্ঠান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। প্রাচীন সমাধিগুলো লিনফেন শহরের জুয়েজুয়াং গ্রামের প্রায় ৫০০ মিটার উত্তরে পাওয়া গেছে। সমাধিগুলো ছোট বা মাঝারি আকারের। এতে ৭০০টিরও বেশি সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেছে। যার মধ্যে ব্রোঞ্জের পাত্র, লোহার পাত্র, মৃৎপাত্র, জেড পাথর ও হাড়ের তৈরি বস্তু রয়েছে বলে জানায় শানসির ইনস্টিটিউট অব আর্কিওলজির একজন গবেষক ডুয়ান শুয়াংলং। ডুয়ানের ধারণা এ সমাধিগুলো কিন রাজবংশ (২২১-২০৭ খ্রিস্টপূর্ব) সময়কালের। এ সমাধিগুলোর মধ্যদিয়ে মানুষ ওই সময়ের সাংস্কৃতিক বিবর্তন সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে।
ঐশ্বরিয়া কন্যার নাচ দেখে মুগ্ধ অমিতাভ, ভিডিও ভাইরাল

ঐশ্বরিয়া কন্যার নাচ দেখে মুগ্ধ অমিতাভ, ভিডিও ভাইরাল সারা বছরজুড়েই বেশ আলোচনার মধ্যে ছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। কারণ, তাদের দাম্পত্য জীবন নিয়ে যেন চর্চার শেষ ছিল না অনুরাগীদের মাঝে। এই বিচ্ছেদ জল্পনা আরও বাড়ে, যখন অভিষেককে ছাড়া শুধু মেয়ে আরাধ্যাকে নিয়ে বিভিন্ন জায়গায় বের হতেন ঐশ্বরিয়া। এবার তাদের বিচ্ছেদ জল্পনা মৃদু করতে অন্যতম ভূমিকা রাখল তাদের একমাত্র কন্যা আরাধ্যা রাই বচ্চন। সদ্য আরাধ্যার ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-টাউনের নামী তারকা ও তাদের সন্তানেরা। সেখানে একসঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়া-অভিষেক দুজনকেই। সঙ্গে ছিলেন শাহেনশাহ অমিতাভ বচ্চনও। শুধু তাই নয়, বলিউড কিং শাহরুখ খান ও তার ছোট ছেলে আব্রামও ছিল সেখানে। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ঐশ্বরিয়া ও অভিষেককে একসঙ্গে নাচতে দেখে ভক্তরা আনন্দে আত্মহারা। ভিডিওতে আরাধ্যাকেও দেখা গেছে মঞ্চে দাঁড়িয়ে তার বন্ধুদের সঙ্গে নাচ করতে। শাহরুখের ছেলে আব্রামও ছিল সেই দলে। ভিডিওটি রীতিমতো ভক্তদের মন ছুঁয়ে দেয়। অনেকেই মনে করছেন মেয়ে আরাধ্যাই ঐশ্বরিয়াকে ও অভিষেকের সম্পর্ককে আবারও চাঙ্গা করে তুলেছে। অন্যান্য তারকাদের সঙ্গে তাদের দু’জনকে শাহরুখ খানের ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ গানে নাচতেও দেখা গেছে। শুধু তারাই নয়, সঙ্গে ছিলেন শাহরুখও। ছাত্র-ছাত্রীদের সঙ্গে জমিয়ে নাচলেন নায়ক। উল্লেখ্য, শাহরুখের ছোট ছেলে আব্রামও ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করছে। ঐশ্বরিয়া ও অভিষেকের পাশাপাশি শাহরুখকেও বাচ্চাদের নাচে উৎসাহ দিতে দেখা গেছে। এছাড়াও সাইফ আলি খান, কারিনা কাপুর খান, জেনেলিয়া এবং রীতেশ দেশমুখ, গৌরী এবং সুহানা খানও ধীরুভাই আম্বানি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
এশিয়া কাপের ফাইনালে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

এশিয়া কাপের ফাইনালে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামীকাল কুয়ালালামপুরে বেইউমাস ওভালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত নারীদের প্রথম বয়সভিত্তিক আসরের শিরোপা নির্ধারণী লড়াই মাঠে গড়াবে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় শুরু হবে ফাইনাল। গ্রুপপর্বে শতভাগ সাফল্য থাকলেও সুপার ফোরে ভারতের কাছে হোঁচট খায় টাইগ্রেসরা। তাই ফাইনালে মধুর প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ পুরো দল। আসরে নিজেদের প্রথম খেলায় শ্রীলংকাকে ২৮ রানে হারিয়ে শুভসূচনা পায় বাংলাদেশ। এরপর নেপালের বিপক্ষে ১২০ রানের বিশাল জয়ে কাটে সুপার ফোর পর্বের টিকিট। সেখানে ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে ৮ উইকেটে হারতে হয়েছিল। গত শনিবার নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের দল। বৃষ্টির কারণে ম্যাচের ব্যপ্তি ১১ ওভারে নেমে আসে। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৫৪ রান সংগ্রহ করে নেপাল অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
সুদানে সংঘা*ত-অবরোধে নিহ*ত ৭৮২, জাতিসংঘের উদ্বেগ

সুদানে সংঘা*ত-অবরোধে নিহ*ত ৭৮২, জাতিসংঘের উদ্বেগ সুদানের উত্তর দারফুর রাজ্যের এল-ফাশারে চলমান সংঘাত ও অবরোধে অন্তত ৭৮২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। গত মে মাস থেকে চলা এ অবরোধ তুলে নিতে র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, এল-ফাশার বা জামজামে বড় আকারের হামলা হলে বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরো ভয়াবহ হয়ে উঠবে।জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, এল-ফাশারের পরিস্থিতি দিন দিন আরো বিপর্যস্ত হয়ে উঠছে। সেখানে গত মে মাস থেকে অন্তত ৭৮২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। আরএসএফ নিয়মিত গোলাবর্ষণ করছে এবং সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) বারবার বিমান হামলা চালাচ্ছে। জাতিসংঘের মতে, বেসামরিক এলাকায় এসব হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বাধীন সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে প্রায় ১৮ মাস ধরে সংঘাত চলছে। এই যুদ্ধের ফলে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন। এল-ফাশার দারফুর অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন হিসেবে পরিচিত। বিশ্লেষকদের আশঙ্কা, এখানে আরএসএফ বিজয়ী হলে জাতিগত প্রতিশোধমূলক সহিংসতার ঘটনা ঘটতে পারে, যেমনটি গত বছর পশ্চিম দারফুরে দেখা গিয়েছিল।