চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যনির্ভর দেশ বিনির্মানে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যনির্ভর দেশ বিনির্মানে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মান উপলক্ষে আলোচনা সভা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ সকালে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের অডিটোরিয়ামে সভায় মূখ্য আলোচক ছিলেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শাহনেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন। এসময় কলেজের শিক্ষকগণ ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শিক্ষক-শিক্ষার্থীদের উপদেশমুলক দিক নির্দেশনা দেন এবং মাদকমুক্ত দেশ গড়ার আহব্বান জানান। জেলা প্রশাসক তরুণ ও শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, তারুণ্যের শক্তিই আসল শক্তি। যুগে যুগে তারা এর প্রমাণ দিয়েছে। তরুণদের শক্তি ও সাহস আমাদের সম্পদ। এ সম্পদকে কাজে লাগাতে হবে। তিনি তরুণদের উদ্দেশে আরও বলেন, তোমাদের প্রথম কাজ শিক্ষা গ্রহণ করা। তিনি বলেন, তরুণদের উদ্যম ও কর্মস্পৃহা যেন নষ্ট না হয়, সে বিষয়েও সজাগ থাকতে হবে।

শিবগঞ্জে একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

শিবগঞ্জে একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শিবগঞ্জে একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু্ষ্িঠত হয়েছে। আজ বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ৬ উইকেটে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্রিকেট একাডেমী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজ কমিউনিটি ক্লাব ক্রিকেট দল। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। খেলা শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারুক হোসেন, সদস্য মাহমুদুর রশিদ তুহিন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আল বসরী সোহান ও তারিক মাহমুদ ও সাইমুন সাদাবসহ অন্যরা।

নাচোলে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

নাচোলে ডোবায় ডুবে শিশুর মৃত্যু নাচোল উপজেলায় ডোবার পানিতে ডুবে মাহিম আলী নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ফতেপুর ইউনিয়নের মাধবপুর আহুড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পেছনে গ্রামের অন্য শিশুদের সাথে খেলা করছিল মাহিম। এর মধ্যে সে অসাবধানতাবশত নিকটে অবস্থিত একটি ডোবার মধ্যে পড়ে যায়। ঘটনা খেয়াল করে অন্য শিশুরা মাহিমের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে মাহিমের ফুপু দৌড়ে এসে মাহিমকে ডোবা থেকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে। এর মধ্যে প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে মাহিমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। একজন গ্রাম্য চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, সংশ্লিস্ট ইউপি সদস্যের দেয়া খবরে পুলিশ মাহিমের বাড়ি পৌঁছে মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া সম্পন্ন করে। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বালিয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনায় প্রারম্ভীক সভা

বালিয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনায় প্রারম্ভীক সভা  বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে “স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনার জন্য প্রারম্ভীক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. জেমস বিশ^াস। এ অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো উন্নয়ন পরিকল্পনায় স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ এবং বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনার লক্ষে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা। এসময় প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলার বলেন, এটা খুব ভালো একটি উদ্দ্যোগ যা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এপি আমাদের সাথে সহযোগী হিসাবে সহায়তা করছে। সেজন্য আমি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এপি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি চেয়ারম্যান হিসাবে সবাইকে অনুরোধ করতে চাই আপনারা বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনায় ও স্থানীয় কমিটিকে শক্তিশালীকরণের লক্ষ্যে ২টি বিষয়ে সর্বাত্বক সহাযোগীতা করবেন। ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, মি. জেমস বিশ^াস বলেন যে, আমরা ১৬দিন ব্যাপি নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান এবং এবং শিশুদের জন্য ক্ষুধামুক্ত পৃথিবী ও পুষ্টি সমস্যা নিরোসনে প্রচারাভিযান ২০২৪ পরিচালনা করছি। আসুন আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে সচেতন হই এবং শিশুদের সুন্দর জীবন গঠনে সহায়তা করি। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মকর্তা মি. শ্যামল এইচ কস্তা, মি. সুজন গ্রেগরী এবং রিপন গমেজ এ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করেন। সভাটির আয়োজন করে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ।

গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আটক

গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আটক গোমস্তাপুর উপজেলা সীমান্ত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে নাজির উদ্দিন কার্তিক নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের বিহার রাজ্যের কাঠিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। গত রাত পৌনে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবি জানায়, নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন গোমস্তাপুরের বাংগাবাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল কেতাব বাজার এলাকায় টহল দেয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারনে নাজিরকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি ভারতীয় নাগরিক। তিনি আরও স্বীকার করেন যে, তিনি ১০/১২দিন পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তবে তিনি বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত পাসপোর্ট বা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেন নি। তাঁকে তল্লাশী করে ১০ ভারতীয় রুপী ও বাংলাদেশী আড়াইশ টাকা নগদ পাওয়া যায়। অধিকতর জিজ্ঞাসাবাদে তাঁর উত্তর অসংলগ্ন ও সন্দেহজনক হওয়ায় এবং কোন বৈধ কাগজপত্র না পাওয়ায় তাঁকে আটক করা হয়। ১৬’ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, ওই ব্যাক্তিকে প্রাথমিকভাবে কিছুটা মানসিক সমস্যাগ্রস্থ বলে মনে হয়। তাঁকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার বলেন, আজ ওই ভারতীয় নাগরিককে হস্তান্তরের পর তাঁর বিরুদ্ধে থানায় ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্টে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

থাইরয়েডের সমস্যায় ভুগছেন যেসব খাবার ভুলেও খাবেন না

থাইরয়েডের সমস্যায় ভুগছেন যেসব খাবার ভুলেও খাবেন না আজকাল অধিকাংশ মানুষ থাইরয়েডের সমস্যায় ভুগছেন। অথচ তারা জানেনই না। কিংবা জানলেও খুব একটা গুরুত্ব দেন না। থাইরয়েডের সমস্যায় ভুগলে নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। থাইরয়েড গ্ল্যান্ড থেকে কম বা বেশি হরমোন উৎপাদন হলে শীত শীত অনুভব, অতিধিক গরম লাগা, হুট করে মেজাজের অস্বাভাবিক পরিবর্তন, চুল পড়ে যাওয়াসহ নানাবিধ লক্ষণ দেখা দেয়। থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে যাওয়াকে বলে হাইপোথাইরয়েডিজম। আর অতিরিক্ত হরমোন নিঃসৃত হওয়াকে বলে হাইপার থাইরয়েডিজম। দুই ক্ষেত্রেই ওজন অস্বাভাবিকভাবে বেড়ে বা কমে যেতে পারে। দীর্ঘদিন এ সমস্যায় ভুগলে এক সময় ক্যান্সারের মতো মরণব্যাধিও হতে পারে। তাই থাইরয়েডের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে হবে। এর পাশাপাশি খাবার নিয়ন্ত্রণ করতে হবে। যেসব খাবার খেলে থাইরয়েডের রোগীদের সমস্যা বাড়ে, সেসব খাবার এড়িয়ে যেতে হবে। থাইরয়েডের রোগীরা যেসব খাবার খাবেন না- ১. থাইরয়েডের রোগীদের ক্রুসিফেরাস জাতীয় শাক সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি, শালগম, মুলা, মুলাশাক, সরিষা, সরিষাশাক, মিষ্টি আলু ইত্যাদি খাবার এড়িয়ে চলতে হবে। ২. সয়া ও সয়া জাতীয় খাবার যেমন সয়াবিন, সয়া মিল্ক, সয়া সস, টফু, সয়াবাদাম, সয়া চাংক ইত্যাদি ভুলেও খাওয়া যাবে না। ৩. চেরি, এপ্রিকট, পিয়ার, রাসবেরি, স্ট্রবেরিতে গয়োট্রোজেন উপাদান থাকে। তাই হাইপোথাইরয়েডিজম সমস্যায় এ ফলগুলো খাওয়া যাবে না। খেলেও খুব কম পরিমাণে খেতে হবে। ৪. থাইরয়েডের সমস্যা হলে আটা-ময়দা এবং তা দিয়ে তৈরি সব ধরনের খাবার এড়িয়ে চলতে হবে। কেননা এসব খাবারে আছে গ্লুটেন। থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিকমতো কাজ করতে দেয় না এই গ্লুটেন। ফলে থাইরয়েড সমস্যার লক্ষণগুলো বেড়ে যায়। ৫. ক্যাফেইন থাইরয়েড হরমোনের ওপর সরাসরি প্রভাব ফেলে না। তবে এটি টি-ফোর হরমোনের শোষণ কমিয়ে দেয়। ফলে থাইরয়েড সমস্যার লক্ষণগুলো বেড়ে যায়। তাই ক্যাফেইন আছে এমন সব ধরনের পানীয় যেমন—কফি, চা, ক্যাফেইন ক্রিম, সব ধরনের কার্বনেটেড পানীয় ইত্যাদি এড়িয়ে চলতে হবে।

সুখবর দিলেন মোস্তাফিজ

সুখবর দিলেন মোস্তাফিজ বিয়ের সাড়ে পাঁচ বছর পর সুখবর দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বুধবার মুস্তাফিজ ও তার স্ত্রী সামিয়া পারভীন শিমুর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে সুখবরটা জানালেন ফিজ নিজেই। বর্তমানে মা এবং নবজাতক দুজনই সুস্থ আছেন বলেও জানিয়েছেন। এছাড়া সবার কাছে দোয়া চেয়েছেন টাইগার পেসার। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছিলেন। প্রসঙ্গত, ২০১৯ সালে নিজ জেলা সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মোস্তাফিজ। বিয়ের পর থেকে তারা সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন।

ইউক্রেন যুদ্ধ সমাপ্তি এখনও তৈরি হয়নি

ইউক্রেন যুদ্ধ সমাপ্তি এখনও তৈরি হয়নি কীভাবে ইউক্রেন যুদ্ধের ইতি টানা যায় সে বিষয়ে আলোচনার কোনো পটভূমি তৈরি হয়নি বলে জানিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার তোড়জোড়ের মধ্যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার একথা জানিয়েছেন। খবর আলআরাবিয়ার। তিনি বলেন, অনেক দেশ তাদের আঞ্চলিক নিরাপত্তা দিতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে। আমরা এসব দেশের জন্য কৃতজ্ঞ, যার মধ্যে কাতারও রয়েছে। কাতার যুদ্ধের শুরু থেকে রাশিয়া থেকে ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনার বিষয়টি মধ্যস্ততা করেছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি পূর্ণ আক্রমণ শুরুর পর থেকে এই যুদ্ধে কয়েজ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ, ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কো সোমবার বলেন, ২০২৫ সালে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করা হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ইউক্রেনে যুদ্ধবিরতি আলোচনা করার জন্য প্রস্তুত এবং তিনি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের রেখা স্থির করতে রাজি হতে পারেন। রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং সম্প্রতি তারা যুদ্ধের শুরু থেকে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। তবে ক্রেমলিন বারবার বলেছে, তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবে না, যতক্ষণ না ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং রুশ বাহিনীর দ্বারা দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না করে। মঙ্গলবার কিয়েভ ঘোষণা করেছে, তারা ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো সদস্যপদ ছাড়া কোনো সমাধানে যাবে না, এবং তারা তাদের ভূখণ্ডে কোনো আপস করবে না।

তিশা বিয়ে করাটাই বড় ভুল

তিশা বিয়ে করাটাই বড় ভুল বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ব্যক্তিজীবনে ভালোবেসে বিয়ে করেছিরেন ফারজানুল হককে। সেই সংসারে ছিল তার এক কন্যা ও এক পুত্রসন্তান। তবে বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় তাদের সংসার। ২০১৮ সালেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। বেশ কিছু দিন একা ছিলেন তাসনুভা তিশা। এরপর ২০২২ সালে আজগর নামে এক যুবককে বিয়ে করেন অভিনেত্রী। দুজনের পরিচয়ের মধ্যে থেকেই সেই সম্পর্ক বিয়েতে রূপ নেয়। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সংসার করছেন তিনি। এর পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, তার জীবনে বিয়ে করাটাই হয়েছে সবচেয়ে বড় ভুল। তাসনুভা তিশা বলেন, আমার মনে হয়, বাচ্চাদেরও আমি বিয়ে দেব না। মানে, তাদের বিয়ের জন্য চাপ বা উৎসাহ দেব না। যদি তারা নিজ থেকে কখনো বিয়েতে আগ্রহ হয়, সেখানে আটকাব না। তিনি বলেন, বিয়ে বিষয়টা অনেক বড় বিষয়। এটি একটি দায়িত্ব। বিশেষ করে মেয়েদের জন্য। তাদের অন্য একটা পরিবারে যেতে হয়, অন্য একটা পরিবেশে মানিয়ে নিতে হয়। যদি আমার সন্তানরা সেটি করতে চায়, তাহলে আমার আপত্তি নেই। তবে আমি তাদের বিয়ের জন্য উৎসাহ দেব না। বাকিটা তাদের ইচ্ছা। উল্লেখ্য, বর্তমানে তিশাকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে কাজ করতে দেখা গেছে। যে কারণে তাদের নিয়ে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন, আরশের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বলেই বিভিন্ন গুজব ছড়িয়েছে।

বাংলাদেশ ২৫ হাজার টন চিনি কিনছে পাকিস্তান থেকে

বাংলাদেশ ২৫ হাজার টন চিনি কিনছে পাকিস্তান থেকে পাকিস্তানের কাছে থেকে ২৫ হাজার টন উচ্চমান সম্পন্ন চিনি কিনেছে বাংলাদেশ। আগামী মাসে করাচি বন্দর থেকে এসব চিনি চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে। কয়েক দশক পর ইসলামাদ থেকে এতো বিপুল পরিমাণে চিনি কিনল ঢাকা। এর আগে বেশিরভাগ সময় ভারতের কাছ থেকে চিনি কিনত বাংলাদেশ। এবার ভারতের পাশাপাশি প্রয়োজনীয় এই নিত্যপণ্য পাকিস্তান থেকেও কিনছে ঢাকা। মঙ্গলবার ৩ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছ দ্য নিউজ ইন্টারন্যাশনাল। এতে বলা হয়েছে, পাকিস্তান বহু দশক পর এত বড় পরিমাণে ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশে চিনি পাঠাচ্ছে। এরইমধ্যে সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টন ৫৩০ ডলারে পৌঁছেছে। চলতি বছর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনে কমবেশি ৬ লাখ টন চিনির রপ্তানির পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। এর মধ্যে ৫০,০০০ টন চিনি কিনেছে থাইল্যান্ড। পাকিস্তানের চিনি ব্যবসায়ী মজিদ মালিকের মতে, উপসাগরীয় রাষ্ট্র, আরব দেশ এবং আফ্রিকান দেশগুলোও পাকিস্তান থেকে চিনি কেনার চুক্তি করেছে। পরিকল্পনা অনুসারে চিনি রপ্তানি করে পাকিস্তান ৪০-৫০ কােটি ডলার আয় করবে। পাকিস্তানের চিনি শিল্প দেশটির অন্যতম বৈদেশিক মুদ্রা উপার্জনকারী হয়ে উঠেছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জটিল এবং কখনও কখনও উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল। রাজনৈতিক ও ঐতিহাসিক বৈরিতার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য কয়েক দশক ধরে সীমিত থাকলেও পুরোপুরি বন্ধ ছিল না। তবে নতুন করে ক্রয় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উন্নতির দিকে একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে এত দিন সরাসরি কোনো কনটেইনার জাহাজসেবা ছিল না। তবে গত নভেম্বরে পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানাচ্ছে, গত অর্থবছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে ৭৪ কোটি ৪৫ লাখ ডলারের পণ্য। আর ২০২১-২২ অর্থবছরে সে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানি ব্যয় ছিল ৮০ কোটি ডলার।