চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজাদ আলী ওরফে আবুল কালাম আজাদ (৬৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড দেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় কামাল হোসেন নামের একজনকে খালাস দেয়া হয়। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের বড়ইন্দারা ইসলামপুর মহল্লার মৃত আব্দুল তফুর মিস্ত্রির ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ময়েজ উদ্দিন মামলার বরাত দিয়ে জানান, ২০২১ সালের ১ মার্চ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চৌধুরী টোলা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় র‌্যাব। এসময় একটি অটোভ্যানকে থামানোর সংকেত দিয়ে ভ্যানটি ফেলে পালানোর সময় ১ কেজি ৯১০ গ্রাম হেরোইনসহ আবুল কালাম আজাদকে আটক করা হয়। এসময় কামাল পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের নায়েব সুবেদার মো. আবু তালেব বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ময়েজ উদ্দিন আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২১ সালের ১৫ ডিসেম্বর সদর মডেল থানার এসআই সুজন খান দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে বিচারক আজাদ আলী ওরফে আবুল কালাম আজাদকে যাবজ্জীবন সাজা এবং কামাল হোসেনকে খালাস দেন।

বিজয়ের মাসে শাওনের সিদ্ধান্ত

বিজয়ের মাসে শাওনের সিদ্ধান্ত আজ শুরু হয়েছে বিজয়ের মাস। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত হয় এই বিজয়। আর এই মাসের শুরুতে নতুন এক সিদ্ধান্তের কথা জানালেন নির্মাতা, অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওন। রোববার ১ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি শেয়ার করেন মেহের আফরোজ শাওন। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে দেশের গান শেয়ার করার কথাও জানান এই শিল্পী। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে দেশের গান আমার ফেসবুক পাতায় দিব। যাদের ভালো লাগবে শুনবেন। যাদের ৭১-এর ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয়, তারা দয়া করে এড়িয়ে যাবেন, আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকা স্থান পায়। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধ শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালিরা। মূলত, এ দিনটি সামনে রেখে প্রতিদিন একটি করে দেশত্ববোধক গান নিজের ফেসবুক পেজে শেয়ার করবেন শাওন।

শেষ হলো রহনপুর এফটিআই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট

শেষ হলো রহনপুর এফটিআই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট গোমস্তাপুর উপজেলার রহনপুরে এফ টি আই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের খেলার চ্যাম্পিয়ন হন রোড ব্লক চাঁপাইনবাবগঞ্জ। তারা ২-০ সেটে রাশেদ জুটি রহনপুরকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জয়ী দলে জোরিকুল। অপর খেলায় রহনপুর ফ্রেন্ডস ব্যাটমিন্টন ক্লাব ২-০ সেটে খান ব্রডব্যান্ড রহনপুর থেকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এই খেলায় জাতীয় পর্যায়ের খেলোয়াড় অংশগ্রহণ করেন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের লোকমান। এফটিআই গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও রহনপুর ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত ফাইনাল খেলার সভাপতিত্ব করেন রহনপুর ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ। প্রধান অতিথি ছিলেন এফটিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ফতেহ্-উল ইসলাম আলাল। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এফটিআই গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস তাহেরা ইসলাম লিপি ও উপদেষ্টা পরিচালক কর্নেল হাফিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলি, ক্রীড়া সংগঠক আফতাবউদ্দিন লালানসহ অন্যরা। উল্লেখ্য, রহনপুর এফটিআই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত ২৬ নভেম্বর থেকে শুরু হয়। জেলা পর্যায়ে ১৬ টি ও জাতীয় পর্যায়ের ৮ টি দল নিয়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ার ইয়ান রেডপাথ ক্রিকেটার না ফেরার দেশে

অস্ট্রেলিয়ার ইয়ান রেডপাথ ক্রিকেটার না ফেরার দেশে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড তার দখলে। তবে মারকুটে ছিলেন কোনোকালেই। তার ব্যাটিং ছিল ধৈর্য্যের অন্যতম প্রতীক। দুই দশক অস্ট্রেলিয়ার ক্রিকেটার মাতিয়ে রাখা সাবেক ওপেনার ইয়ান রেডপাথ না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর। ষাট ও সত্তর দশকে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ওপেনিংয়ের চেনা মুখ ছিলেন রেডপাথ। ১৯৬৪ থেকে ১৯৭৫ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৬৬ টেস্ট ও ৫ ওয়ানডে খেলেছেন তিনি ইয়ান ও গ্রেগ চ্যাপেলের সময়ে অস্ট্রেলিয়ার সহকারী অধিনায়কও ছিলেন। রেডপাথ অস্ট্রেলিয়ার সবশেষ অপেশাদার ক্রিকেটার। তিনি অস্ট্রেলিয়া রুলস ফুটবল দলের হয়ে খেলেন বলে ১৯৬৩-৬৪ মৌসুমে ক্রিকেট থেকে ম্যাচ ফি নিতেন না। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, তিনিই অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা সর্বশেষ অপেশাদার ক্রিকেটার। টেস্ট অভিষেকে তিনি সেঞ্চুরির খুব কাছে গিয়েও থেমেছেন, করেছিলেন ৯৭ রান। সেঞ্চুরি পেতে লেগেছে পাঁচ বছর। ১৯৬৯ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিডনি টেস্টে পেয়েছেন প্রথম সেঞ্চুরি। যদিও পরের ৭ বছরে সেঞ্চুরি করেছেন আরো ৭টি। টেস্ট ক্যারিয়ারে করেন ৪৭৩৪ রান। অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি এখন পর্যন্ত তারই। ১৯৬৯-৭০ মৌসুমে অরেঞ্জ ফ্রি স্টেটের নিল রোসেনডর্ফের এক ওভারে ৪ ছক্কা ২ চারে ৩২ রান নিয়েছিলেন তিনি। ২০২৩ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে জায়গা পান তিনি। রেডপাথের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেছেন, “ইয়ান সবার ভালোবাসার এবং সম্মানের মানুষ, তার মৃত্যুতে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবাই গভীর শোকাহত। ইয়ান ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের সেরা সময়ের চমৎকার ওপেনিং ব্যাটার।

জয় শাহ ৩৬ বছর বয়সেই আইসিসি চেয়ারম্যানের দায়িত্বে

জয় শাহ ৩৬ বছর বয়সেই আইসিসি চেয়ারম্যানের দায়িত্বে ঘোষণা এসেছিল আগেই। তবে আনুষ্ঠানিক দায়িত্ব পেতে অপেক্ষা করতে হয়েছিল জয় শাহকে। ধারণা করা হচ্ছিল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্যার কারণে মসনদে বসছেন না তিনি। কিন্তু সেটি মিথ্যা প্রমাণিত হলো। আজ আনুষ্ঠানিকভাবে মাত্র ৩৬ বছর বয়সেই আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু করেছেন জয় শাহ। আজ এক বিবৃতিতে জয় শাহকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে গত আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জয় শাহ। আইসিসি বোর্ডের মনোনীত একমাত্র প্রার্থী ছিলেন জয় শাহ। তাই আনুষ্ঠানিক নির্বাচনের প্রয়োজন হয়নি। ২০১৯ সালের অক্টোবর মাস থেকে বিসিসিআই সচিবের দায়িত্ব পালন করছেন জয় শাহ। তাছাড়া ২০২১ সালের অক্টোবর থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধানও তিনি। এবার দায়িত্ব শুরু করতে যাচ্ছেন আইসিসি প্রধান হিসেবে। আজ থেকেই দায়িত্ব নিয়েছেন তিনি। জয় শাহ আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। এছাড়া পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির প্রধান হয়েছেন তিনি। তার আগে এই দায়িত্ব পালন করেছেন জাগমোহন ডালমিয়া, শারাদ পাওয়ার, এন শ্রিনিবাসন ও শাশাঙ্ক মানোহার। আইসিসির চেয়ারম্যান হয়ে জয় শাহ জানালেন নারী ক্রিকেটের দিকে বেশি নজর দেওয়ার কথা। এছাড়া ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসেও নজর রাখার কথা জানান তিনি। জয় শাহ বলেন, ‘আমি আইসিসির চেয়ারম্যান হিসেবে বসতে পেরে গর্বিত এবং আইসিসির কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ আমার উপর ভরসা রাখার জন্য। এটা ক্রিকেটের জন্য দারুণ সময় কারণ আমরা ২০২৮ সালে অলিম্পিকের জন্য তৈরি হচ্ছি। ফলে বিশ্বে আরও বেশি করে সমর্থক আমাদের সঙ্গে যোগ দেবে। নারী ক্রিকেট নিয়ে জয় শাহ বলেন, ‘মেয়েদের ক্রিকেটের উন্নতিতে আমাদের আরও গতি বাড়াতে হবে। বিশ্বমঞ্চে ক্রিকেটের সেই ক্ষমতা আছে। আইসিসি টিম ও সদস্য দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স বাড়ে ধীরে

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স বাড়ে ধীরে অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স ধীরে বাড়ে, তবে একই প্রভাব নারীদের ক্ষেত্রে দেখা যায়নি। সম্প্রতি ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক জার্নালের এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে। গবেষণায় প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, বিবাহিত পুরুষদের বয়স অবশ্যই ধীরে বাড়ে। তবে এটি শুধুমাত্র প্রযোজ্য যদি তাদের সম্পর্কের স্ট্যাটাস বিবাহিতই থাকে। বিচ্ছেদ, বিবাহবিচ্ছেদ বা স্ত্রীকে হারানো বার্ধক্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। যেভাবে করা হয়েছে গবেষণা : গত ২০ বছর ধরে ৪৫ থেকে ৮৫ বছর বয়সী কানাডিয়ানদের স্বাস্থ্য এবং ভালো থাকাকে অনুসরণ করা হয়েছে। যাতে বৈবাহিক অবস্থা তাদের স্বাস্থ্যকে কীভাবে প্রভাবিত করে তা বোঝা যায়। প্রতিটি ব্যক্তির বয়স ভালোভাবে অর্থাৎ কোনোরকম বার্ধক্য, অসুস্থতা ছাড়াই বয়স বেড়েছে কি না তা নির্ধারণ করার জন্য এ পদক্ষেপও নেওয়া হয়। গবেষকরা আসলে বয়স্ক প্রাপ্তবয়স্কদের বাস্তব অভিজ্ঞতা আরও ভালভাবে বোঝার জন্য শারীরিক, মানসিক, সামাজিক এবং মানসিক স্বাস্থ্যের একটি বিস্তৃত সংজ্ঞা ব্যবহার করতে চেয়েছিলেন। এ বিষয়ে গবেষণার প্রধান লেখক মেবেল হো, ইউনিভার্সিটি অফ টরন্টো ইনস্টিটিউট অফ লাইফ কোর্স অ্যান্ড এজিং-এর একজন গবেষক বলেছেন, ‘আমি একজন সমাজকর্মী। গত ২০ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের সাহায্য করার অভিজ্ঞতা রয়েছে। আমার আবেগ সবসময় তাদের সুস্থ এবং সুখী জীবনযাপনে সমর্থন করে এসেছে। আমাদের গবেষণায় ৭ হাজারের বেশি মধ্যবয়সী এবং বয়স্ক কানাডিয়ানদের অনুসরণ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে কিছু লোকের বয়স নির্দিষ্ট নিয়মে বেড়েছে, আবার অন্যদের ক্ষেত্রে তা হয়নি। তিনি আরও বলেন, ‘মানুষদের বার্ধক্য আসতে কোন বিষয়টা বাধা দিতে পারে তা আমরা বুঝতে পারলেই প্রাপ্তবয়স্কদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভাল জীবনযাপনে তাদের আরও ভালভাবে সহায়তা করতে পারি।

দেশে এইডস আক্রান্ত ১৪৩৮ জন, বেশি সমকামীরা

দেশে নতুন করে এইডস আক্রান্ত ১ হাজার ৪৩৮ জন দেশে এইডসে আক্রান্ত রোগী বাড়ছে। চলতি বছরে নতুন করে এইচআইভি পজিটিভ হয়েছেন আরো ১ হাজার ৪৩৮ জন। যাদের মধ্যে একটি বড় অংশই সমকামী। আজ পালিত হচ্ছে ‘বিশ্ব এইডস দিবস’। এবার ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, চলতি বছরে নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন এক হাজার ৪৩৮ জন। তাদের মধ্যে ৪২ শতাংশ সমকামী, ২৪ শতাংশ সাধারণ মানুষ ও ১০ শতাংশ রোহিঙ্গা। এছাড়া প্রবাসী শ্রমিক, যৌনকর্মী, মাদকসেবী ও তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৪০৬ জন, চট্টগ্রামে ৩২৬, খুলনায় ১৫৪, রাজশাহীতে ১৪৭ এবং অন্যান্য বিভাগে ৪৪ থেকে ৮৬ জন পর্যন্ত। এসব রোগীর ৬৩ শতাংশই ২৫ থেকে ৪৯ বছর বয়সী, ২১ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর। স্বাস্থ্য অধিদফতর বলছে, এইডস আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। এর মধ্যে পুরুষ ৭৭ শতাংশ, নারী ২২ শতাংশ ও হিজড়া ১ শতাংশ। মৃতদের মধ্যে বেশির ভাগই ষাটোর্ধ্ব। বাংলাদেশে প্রথম এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছিল ১৯৮৯ সালে। দেশে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত শনাক্ত হয় ১২ হাজার ৪২২ জন। তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ২৮১ জন। ইউএনএইডসের অনুমিত হিসাবে দেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৪ হাজার। সংক্রমিত ব্যক্তির তুলনায় শনাক্তের হার ৮৮.৭২ শতাংশ। এছাড়া, সংক্রমিত সাত হাজার ৫০০ মানুষকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে। এখনো প্রায় দুই হাজার সংক্রমিত ব্যক্তি চিকিৎসার বাইরে রয়ে গেছে। তাদের ঝুঁকি অনেক বেশি।

ভারতে ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, নি*হত ৩

ভারতে ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, নি*হত ৩ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফিনজাল। গতকাল রাতভর তাণ্ডব চালিয়ে শক্তি হারিয়ে বর্তমানে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইয়ে ভারি বৃষ্টিপাত হচ্ছে। তলিয়ে গেছে বেশ কিছু এলাকা। পূর্ব সতর্কতা হিসেবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে রেড এলার্ট জারি করা হয়েছে। চেন্নাইয়ে বৃষ্টিজনিত ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, রাতভর তাণ্ডব চালানোর পর রোববার সকালে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল। এখন তা অবস্থান করছে পুদুচেরির কাছেই। তবে রোববার বেলা সাড়ে ১১টার মধ্যে আরো শক্তিক্ষয় করে এই গভীর নিম্নচাপ থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এদিকে, ফিনজালের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে শনিবার রাতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করে ‘ফিনজাল’। গভীর রাত পর্যন্ত ‘ল্যান্ডফল’ বা আছড়ে পড়ার প্রক্রিয়া চলে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাত আড়াইটা পর্যন্ত ‘ফিনজাল’ তামিলনাড়ু এবং পুদুচেরির ওপর দিয়ে ঘণ্টায় সাত কিলোমিটার গতিতে এগিয়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার সকালে জানিয়েছিল, সন্ধ্যা ৭টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ থাকবে। কিন্তু সন্ধ্যায় ঝড়ের দাপট বেশি থাকায় পরিষেবা চালু করা যায়নি। বৃষ্টিতে চেন্নাইয়ের বিমানবন্দরের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে অনেক বিমান। তবে রোববার ভোর থেকে বিমান চলাচল পুনরায় চালু হয়েছে। ফিনজালের প্রভাবে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারি বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল–কলেজ ও অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন এলাকায় খোলা হয়েছে দুই হাজারের বেশি ত্রাণশিবির। এদিকে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলংকায় এখনও রেড এলার্ট জারি আছে। যদিও দেশটির বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিচ্ছে।

খেলবেন তামিম ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে

খেলবেন তামিম ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে জাতীয় দল থেকে এখন অনেকটাই দূরে তামিম ইকবাল। কবে নাগাদ ফিরবেন, তাও অজানা। তবে ক্রিকেটের সঙ্গেই থাকছেন এই ডানহাতি ওপেনার। এবার ভারতের লক্ষ্ণৌ ভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নাম লিখিয়েছেন তিনি। বিগ ক্রিকেট লিগ (বিসিএল) নামে ওই টুর্নামেন্টের ড্রাফট হয়েছে। যেখানে তামিমকে ১৫ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১৭ লাখ ৮৯ হাজার টাকা) কিনেছে এমপি টাইগার্স। এই দলে তামিম সতীর্থ হিসেবে পাচ্ছেন দিলশান মুনাবিরা, নামান ওঝা, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্রকে। বিসিএলে খেলবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। এমপি টাইগার্স বাদে বাকি পাঁচ দল হলো- সাউদার্ন স্পার্টান্স, রাজস্থান রেগালস, নর্দার্ন চ্যালেঞ্জার্স, ইউপি ব্রিজ স্টার্স ও মুম্বাই মেরিনস। টুর্নামেন্ট কবে নাগাদ মাঠে গড়াবে, তা এখনো জানা যায়নি। এই টুর্নামেন্টে খেলার কথা রয়েছে- ইরফান পাঠান, সুরেশ রায়না, শেখর ধাওয়ান, তিলকারত্নে দিলশান, হার্শেল গিবদ, লেন্ডল সিমন্সের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। প্রসঙ্গত তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন প্রায় ১৫ মাস ধরে। তবে ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন তিনি। এমনকি ২০২৪ সালে তার নেতৃত্বেই বিপিএলের শিরোপা জেতে ফরচুন বরিশাল। নতুন আসরেও একই দলের হয়ে খেলবেন তিনি। তার আগে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে তামিমের ফেরার কথা রয়েছে।

বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। এ উপলক্ষে আজ বিশেষ এক আয়োজনে বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। „ মাসকট উন্মোচনের অনুষ্ঠানটি ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, এবং বিসিবির অন্যান্য কর্মকর্তারা। এই আয়োজন পরিণত হলো যেন সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মিলনমেলায়। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত থেকে শুরু করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম। তাদের সবাইকে দেখা গেছে খোশ গল্পে মেতে উঠতে। এ ছাড়া উপস্থিত ছিলেন নারী ক্রিকেট দলের সদস্যরাও। ‘ডানা-৩৬’ নামক মাসকটটি সাম্প্রতিক ছাত্র-নাগরিক আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এই মাসকটটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে। এই পায়রার মাসকটটিকে স্বাধীনতার চেতনার সাথে মেলবন্ধন ঘটানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতিরও একটি মূল প্রতিপাদ্য বিষয়। পায়রাকে শান্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখা হয়, যা একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে। আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই ধরনের অনুষ্ঠান ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামেও আয়োজন করা হবে বিপিএলের একাদশ আসর শুরু হবে ৩০ ডিসেম্বর এবং চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের টুর্নামেন্টে অংশ নেবে সাতটি দল- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, এবং সিলেট স্ট্রাইকার্স।