৭দিন বন্ধের পর পূণরায় কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর
বন্দর ট্যারিফ বা মাশুল সংক্রান্ত জটিলতায় দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর টানা ৭দিন বন্ধ থাকার পর কর্মচঞ্চল হয়েছে। আজ থেকে শুরু হয়েছে ভারত থেকে পণ্য আমদানী ও ভারতে রপ্তানী। জেলা প্রশাসকের মধ্যস্থতায় সংম্লিস্ট সকল পক্ষের মধ্যে অব্যহত আলোচনার পর গতকাল বন্দর চালুর সিদ্ধান্ত হয়। বন্দর সংশ্লিস্ট একাধিক সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর থেকে বন্দরে আমদানী-রপ্তানী বন্ধ হয়ে যায়। এ অবস্থায় রাজস্ব আদায়ে ক্ষতি হওয়াসহ দেশের ভোগ্যপণ্য, কাঁচামাল,শিল্পপণ্য, উৎপাদন, নির্মাণ ও উন্নয়ন সেক্টরসহ বিভিন্ন ক্ষেত্রে বড় প্রভাব পড়তে শুরু করে। বেকার হয়ে পড়ে বন্দরের হাজার হাজার শ্রমিক-কর্মচারী। আজ বন্দরে ২৭৫টি ভারতীয় ট্রাক প্রবেশ করেছে। এর মধ্যে ছিল ১২৭টি পাথর, ৩৭টি ট্রাকে ৯৪৮ টন পেঁয়াজ ও ১টি ট্রাকে ২টন কাঁচা মরিচ।