৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
ফুটবল শুধু একটি খেলায় নয়—একটি উন্মাদনার নাম। কোনো খেলোয়াড় যখন একটি গোল করেন তখন দর্শকরা উল্লাসে মেতে ওঠেন। এখনও সারা বিশ্বে ফুটবলরই দর্শক বেশি। এই ফুটবলে চাঁপাইনবাবগঞ্জ জেলাও অনেক এগিয়ে ছিল, সুনাম ছিল। এক সময় মাঠের দুই পাশে দর্শদের উপচে পড়া ভিড়ও হতো। কিন্তু হালে আর তেমনটা দেখা যায় না। তাই সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে ফুটবলের জমজমাট এই আসর। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে ‘ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।’
টুর্নামেন্টের প্রতিটি খেলা চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে (নতুন স্টেডিয়াম) বিকেল সাড়ে ৩টা থেকে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, শিবগঞ্জ উপজেলা, গোমস্তাপুর উপজেলা, নাচোল উপজেলা ও ভোলাহাট উপজেলা দল অংশগ্রহণ করবে।
উদ্বোধনী খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম শিবগঞ্জ উপজেলা দল খেলবে। দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর গোমস্তাপুর উপজেলা বনাম নাচোল উপজেলা দল, ৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম ভোলাহাট উপজেলা, ৯ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলা বনাম গোমস্তাপুর উপজেলা, ১১ সেপ্টেম্বর নাচোল উপজেলা বনাম ভোলাহাট উপজেলা, ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম গোমস্তাপুর উপজেলা, ১৩ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলা বনাম ভোলাহাট উপজেলা, ১৪ সেপ্টেম্বর নাচোল উপজেলা বনাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, ১৬ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলা বনাম নাচোল উপজেলা, ১৭ সেপ্টেম্বর গোমস্তাপুর উপজেলা বনাম ভোলাহাট উপজেলা মুখোমুখী হবে। খেলা প্রতিদিন বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে।