৬৮তম জোটা ও ২৯তম জোটির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটের ৬৮তম জোটা (Jamboree on the Air, JOTA) ও ২৯তম জোটি (Jamboree on the Internet, JOTI) উদ্বোধন করা হয়েছে। জেলা স্কাউটস ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে। এতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিষয়ে ধারনা দেয়া হয়। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত পুরো বিশ্ব স্কাউটে এই ৬৮তম জোটা ও ২৯তম জোটি অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাবলিডার রাকিব উদ্দীন আহম্মেদ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমান, সদর উপজেলা সম্পাদক মাইনুল ইসলাম, স্কাউট লিডার শামিম আহমেদসহ অন্যরা।