Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

 ৬১ কানাডিয়ান উপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া

কানাডার ৬১ নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। গতকাল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কানাডিয়ান প্রশাসনের ‘রুশবিরোধী’ অবস্থানকে সমর্থনের কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। কানাডার যেসব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গণমাধ্যম বিষয়ক পরিচালক ক্যামেন আহমাদ। এছাড়াও তালিকায় কানাডার স্পেশাল অপারেশন ফোর্সেসের কমান্ডার মেজর জেনারেল স্টিভ বোইভিন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর টিফ ম্যাকলেম, টরন্টোর মেয়র জন টরি, অটোয়ার মেয়র জিম ওয়াটসনের মতো ব্যক্তিদের নাম রয়েছে। তাদের অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একইসঙ্গে ইউক্রেনের পক্ষ হয়ে যুদ্ধ করা কানাডিয়ান সেনাদের সতর্ক করে দিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version