৬০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল ইন্টার মিলান
ভেরোনাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মিলান। সিরি-আ’র ইতিহাসে দীর্ঘ ৬০ বছর পর দলটি অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধেই পাঁচ গোলের কীর্তি গড়ল। ১৯৬৪ সালে সালে সাম্পদোরিয়াকে ৫-১ গোলে হারিয়ে সেই কীর্তি কীর্তি গড়েছিল ইতালিয়ান জায়ান্টরা। গোলশূন্য ড্র হয়েছে এসি মিলান ও জুভেন্টাস ম্যাচ। ভেরোনার মাঠে শনিবার রাতে ম্যাচের ১৭ মিনিটে জোয়াকুইন কোরেয়া ইন্টারকে এগিয়ে দেন। ২২ ও ২৫ মিনিটে জালের দেখা পান মার্কাস থুরাম। এরপর স্টেফান ডি ভ্রিজ ও ইয়ান বিসেক যথাক্রমে ৩১ ও ৪১ মিনিটে মিশানাভেদ করেন। ১৩ ম্যাচে শীর্ষে থাকা আটালান্টার সমান ২৮ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দুইয়ে ইন্টার। তিনে রয়েছে ২৬ পয়েন্ট পাওয়া নাপোলি। ২৫ পয়েন্ট পাওয়া ফিওরেন্টিনা, লাজিও ও জুভেন্টাস যথাক্রমে চার, পাঁচ ও ছয় নম্বরে আছে। সাতে থাকা এসি মিলানের পয়েন্ট ১৯।