Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

৬দিন থেকে নিখোঁজ রানীহাটি ফতেপুরের জুয়েল

৬দিন থেকে নিখোঁজ শিবগঞ্জ উপজেলার রানীহাটি ফতেপুরের জুয়েল(২৫)। নিখোঁজ জুয়েলের পিতার নাম মো. মনিরুল ইসলাম(৫৭)। জুয়েলের পিতা গত ০৭.০৭.১৯ তারিখ (রবিবার) শিবগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডিতে উল্লেখ করেন, গত ০৪/০৭/২০১৯ ইং অনুমানিক সকাল ০৯.০০ ঘটিকার সময় জুয়েল আলী(অটিজম আক্রান্ত), বাড়ির কোন সদস্যকে অবগত না করে কোথায় চলে যায়। আমি ও আমার পরিবারবর্গ, আত্মীয় ও সম্ভাব্য স্থানে অনেক খোঁজা খোঁজির পর কোন সন্ধান পাওয়া যায় নাই। তাই থানায় লিখিত আবেদন করিলাম। জিডিতে আরো উল্লেখ করেন, তার বয়স ২৫ বছর, গায়ের রং- শ্যামলা, পরণে-হলুদ টি শার্ট/নেভিব্লু প্যান্ট ছিল। মুখমন্ডল-শুয়াসা, উচ্চতা-৪ফুট ২ইঞ্চি।
কেউ তার সন্ধান পেলে নিকস্থ থানা অথবা নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অুনরোধ করা হল। ০১৭০৬-১৮৩৭৮৬/০১৭৪০-৮৬০৯২৬।

Exit mobile version