৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত তুরস্কে
তুরষ্কে ৫.৯ মাত্রার আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ বুধবার পূর্ব তুরস্কের মালতায়া প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দুর্যোগ ও জরুরি কর্তৃপক্ষ এএফএডি এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় ওই অঞ্চলের লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভবনের ভেতর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১ এবং ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার সকালের দিকে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশের ৪৩ কিলোমিটার পূর্বে।