৫ বছর লিভ-ইনের পর অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে!

টলিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। ব্যক্তিগত জীবনে এই দুই তারকা ১৪ বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। গত পাঁচ বছর ধরে লিভ-ইন করছেন। তাদের সম্পর্কের খবর কারো অজানা নয়। ফলে অঙ্কুশ আর ঐন্দ্রিলার বিয়ে কবে হবে, তা নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন টলিপাড়ায়। গত কয়েক বছর ধরেই টলিপাড়ায় খবর উড়ছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা। এমনকি, এ তারকা জুটিও বিয়ে করতে যাওয়ার কথা বলেছেন। তবে সেসবই ‘গুঞ্জন’ আর ‘আলোচনার’ বেড়াজালে আবদ্ধ থেকেছে। এবার ঐন্দ্রিলা সেন বিয়ের ঘোষণা দিলেন। এ-ও জানালন, বিয়ের কেনাকাটাও শুরু করেছেন তারা।  ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ঐন্দ্রিলা সেন লেখেন— “নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ; সবথেকে লম্বা পথ।” ২০২৫ সালের কবে বিয়ের পিঁড়িতে বসবেন, তা সঠিকভাবে জানাননি ঐন্দ্রিলা কিংবা অঙ্কুশ। তবে এ খবর জানানোর পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি।  ঐন্দ্রিলার পোস্ট করা ভিডিও থেকে জানা যায়, তাদের বিয়ের পোশাকের দায়িত্ব নিয়েছেন পোশাকশিল্পী অভিষেক রায়। তার পোশাকের দোকান থেকে নায়িকাকে নীল বেনারসি, সোনালি জরিতে বোনা শাড়ি, বিয়ের গহনা বেছে নিতে দেখা গিয়েছে। সম্ভবত, বিয়ের দিন নায়ককে সনাতনী ধুতি-পাঞ্জাবিতে দেখা যাবে। তবে বিয়ের বিষয়ে বিস্তারিত জানতে অঙ্কুশ-ঐন্দ্রিলা-অভিষেকেরে মুঠোফোনে যোগাযোগ করে ভারতীয় একটি গণমাধ্যম। তবে তাদের কেউই ফোনে সাড়া দেননি।